3 Princess Mom's World

3 Princess Mom's World This channel is only to entertain everyone! I am opening my page to make everyone's mind better ৷I always like to show everyone something new.
(2)

If someone learns/laughs/learns something from my posts or videos, then I am worth it.

ইনশাআল্লাহ
06/08/2025

ইনশাআল্লাহ

02/08/2025

দুই দিনের এই দুনিয়া।আজ আছি তো কাল নেই।
ঘুম ভাঙ্গলে সকাল, না ভাঙ্গলেই পরকাল। তারপরও আমাদের অহংকারের যেনো শেষ নেই।

21/07/2025

কাল থেকে অনেক মায়ের আবদারের বাচ্চাগুলো কোনো শব্দ করবে না।
পড়ার টেবিলটা শুন্য পরে থাকবে।
গেমস খেলার জন্য শর্ত দিতে হবে না 😭😭
কখন কার মৃত্যু কিভাবে আসবে?
এক আল্লাহ ছাড়া কেউ জানে না।
আবারো শোকের মাস জুলাই

23/06/2025

প্রথম অভিজ্ঞতা 🤭🤭🤭শেষটা মিস করবেননা কেউ 🤭

তাকদীরে যা লিখা আছে, সেটাই ঘটবে। যারা মানুষের বাহ্যিক রূপ দেখে,ভালো খারাপের হিসাব করে ফেলে, হয় তারা বোকা না হয় হিংসুটে 👍...
26/05/2025

তাকদীরে যা লিখা আছে, সেটাই ঘটবে।
যারা মানুষের বাহ্যিক রূপ দেখে,ভালো খারাপের হিসাব করে ফেলে, হয় তারা বোকা না হয় হিংসুটে 👍

আমার মনেও একই প্রশ্ন 🤔🤔🤔
13/05/2025

আমার মনেও একই প্রশ্ন 🤔🤔🤔

08/05/2025

সকাল সকাল মেয়ের হাতের ডিমভাজা, সেইরকম টেস্ট 😍

09/04/2025

কথা কি ভূল বললাম 🤔🤔🤔

ইসলামে নিয়ত (উদ্দেশ্য) অনেক গুরুত্বপূর্ণ। কেউ যদি সত্যিই আন্তরিকভাবে কোনো নেক কাজ করতে চায়, কিন্তু সক্ষম না হয়, তাহলে...
07/04/2025

ইসলামে নিয়ত (উদ্দেশ্য) অনেক গুরুত্বপূর্ণ। কেউ যদি সত্যিই আন্তরিকভাবে কোনো নেক কাজ করতে চায়, কিন্তু সক্ষম না হয়, তাহলেও যদি সে চেষ্টা করে, তাহলে আল্লাহ তার নিয়ত অনুযায়ী তাকে পূর্ণ পুরস্কার দান করেন।

অনেকেই ফিলিস্তিন ইস‍্যু নিয়ে বলে যে, এতদুর থেকে আমার কি করার আছে! যতটুকু করার সুযোগ/ সামর্থ‍্য আছে ততটুকুই করুন।

মানুষের কাছে সচেতনতা পৌছান, আপনার আশেপাশে মুসলিম হয়েও যারা অন্ধ তাদের কাছে সঠিক তথ‍্য ও দাওয়াত পৌছায় দেয়ার চেষ্টা করুন।

এই ইস‍্যুটা শুধু মুসলিমদের ইস‍্যু না, এটা পুরো বিশ্ব মানবতার ইস‍্যু।

শুরু রিল্স দেখে সময় নষ্ট না করে নিজের মেধাকে কাজে লাগান, জ্ঞান অর্জন করুন, ইতিহাস জানুন, কারা অত‍্যাচারি, কারা সভ‍্যতার নামে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে তা জানুন, অর্থনীতি কিভাবে আগাচ্ছে, কারা কন্ট্রোল করছে, ভবিষ্যতে কি হবে তা নিয়ে স্টাডি করুন।

পর্যাপ্ত জ্ঞান থাকলে আপনি কোনো না কোনোভাবে মুসলিমদের এবং মানব সভ‍্যতার উপকারে আসবেন। আর নিয়‍্যতের ব‍্যাপারটা তো উপরে দেখলেনই, ইসলামে নিয়‍্যত কতটা গুরুত্বপূর্ণ।

কথা সত্যি 👍👍
22/03/2025

কথা সত্যি 👍👍

19/03/2025

আল্লাহ আগামী এক সপ্তাহের ভেতর আপনি নেতানিয়াহুরে ফেরাউন/নমরুদের মতন কষ্ট দিয়ে মাইরা ফেলান 😔👍নইলে আমারে দুইটা পাখা দেন নেতানিয়াহুর বাড়িতে যাইয়া একটা কোপ দিয়া আসি👍

কে লিখছে জানিনা, অনেক ভালো লাগছে লিখাটা 👍রাজা না খেয়ে মরে গেলে ও কখনো ভিক্ষা করে না 😇ঈগল পাখি কখনো মরা প্রাণী'র মাংস খায়...
18/03/2025

কে লিখছে জানিনা, অনেক ভালো লাগছে লিখাটা 👍

রাজা না খেয়ে মরে গেলে ও কখনো ভিক্ষা করে না 😇
ঈগল পাখি কখনো মরা প্রাণী'র মাংস খায় না 🙂
কারন কি জানেন? এটা তাদের আত্মসন্মানবোধ বা ইগো অথবা বলা যায় 'স্ট্রং মেন্টালিটি ' 💓❤️

মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন।মেপে কথা বলুন ও চলুন। কেউ যদি বলে 'বেশি কথা বলে, তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন। 😇
যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ তখন শুধু শুনুন। বলতে চাইবেন না। কথা বলতে চাওয়া , দেখা করতে চাওয়ার যে তেষ্টা, তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যায়। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না।🤔

একসাথে পথ চলার ইচ্ছের দায় যে আপনার একার নয় এটা বুঝে গেলেই ঘ্যানঘেনে ভাবটা চলে যাবে।😀

"তাকে ভালোবাসি কিন্ত একসাথে যাপন চাই না" কারো প্রতি এইরকমভাবে আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছু নেই। আগ্রহ চলে গেলেই..."হলেই হলো" এমন একটা ভাব নিয়ে দিব্য ঘুরে বেড়ানো যায়। কে কি বলল, কে কি ভাবলো এগুলো নিয়ে বিরাট রকমের মাথাব্যথা আর হয় না। মনে হয়, যে যেটা জানে জানুক, সমস্যা নেই। কেউ আমার লাইফটা লিড করছে না। 😇

অন্যের কাছে গুড ভাইভস্ বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি গুড ভাইভস্ বজায় রাখতে রাখতে অনেকে মাঝবয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে।😞
আর যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়েনা। 😥
নিজের মধ্যে প্রচন্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে। পজেটিভ মানুষ যেমন দেখতে সুন্দর তেমনই তার স্ট্রাগেল বেশি।😇
"অনুভূতি দিয়ে কিছু হয় না। মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন।" ছোটোবেলার পড়া এই সহজ ব্যাকরণ টা এইবারে আয়ত্ব করে নিন। 🤔ঝগড়াঝাটির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন। শব্দ-বাক্যের ঘনঘটা কমে আসলে মন খারাপগুলো থিঁতিয়ে যায়।🙂

নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত । এর মধ্যে ছিঁটেফোঁটা বাড়তি ইমোশন থাকবে না।
যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতো গুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন। কোনো মেকি বাঁধন রাখবেন না। যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন একটা সুন্দর ভবিষ্যতের দায়ে। নিজের শান্তি বজায় রাখার জন্য একপ্রকার মরিয়া হয়ে উঠুন।।🙂🥀

Address

Sharjah

Alerts

Be the first to know and let us send you an email when 3 Princess Mom's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 3 Princess Mom's World:

Share