
05/06/2025
আমরা সন্দ্বীপের জনগণ, কর্ম কারণে প্রবাসে বসবাস করি, শত সহস্র ব্যাতিবল ব্যাস্ততার মাঝে ও আমরা একটু হলে ও সন্দ্বীপের জন মানবের কল্যাণে কাজ করার চেষ্টা করি। সন্দ্বীপে যতগুলো মানবতার সংগঠন আছে, অসহায় মানবতার কল্যাণে এগিয়ে আসতে, মসজিদ, মাদ্রাসা, যাবতীয় জনকল্যাণ কাজে সর্বোচ্চ এগিয়ে আসতে চেষ্টা করি আমরা সন্দ্বীপিয়ান প্রবাসীরা।
আমরা এসব কেন করি?
নিজ জম্নভূমির মানুষের সুখ কে নিজের সুখ মনে করে করি।
কিন্তু দুঃখজনক সত্য বর্তমান পরিস্থিতিতে প্রীয় জম্নভূমিতে যে ভাবে দিনে দুপুরে রাস্তায়, রাতের আঁধারে নিজের গৃহস্থালিতে যেভাবে খুনের মাতম বেড়ে চলেছে, সত্যিকার অর্থে কোন প্রবাসী এবং দেশের শান্তি প্রীয় কোন মানুষ এসবের কাম্য নয়।
সন্দ্বীপস্থ প্রবাসী মানবতার সংগঠন ফ্রেন্ডস ইউনিটি ফোরামের পক্ষ থেকে এসব অনাকাক্ষিত খুন খারাপির তীব্র নিন্দা ব্যাক্ত করছি।
সন্দ্বীপের আপামর জনগোষ্ঠী কে এসকল ন্যাককার জনক ঘটনার বলিষ্ঠ প্রতিবাদ গড়ে তোলার আহবান জানাচ্ছি
আইনশৃঙ্খলা তথা আগত রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহবান করছি আইনশৃঙ্খলার সঠিক প্রয়োগ করে এসবের সুষ্ঠু বিহীত করুন