কাঠাল পাতাঁ

  • Home
  • কাঠাল পাতাঁ

কাঠাল পাতাঁ Food, drinks, travel and visit places,

এইডা কোনো কথা?🤣
27/06/2025

এইডা কোনো কথা?🤣

ChatGPTYou said:Uploaded imageRemove all texts from this picChatGPT said:Image createdGenerated imageGenerated imageGene...
02/06/2025

ChatGPT
You said:
Uploaded image
Remove all texts from this pic
ChatGPT said:

Image created
Generated image
Generated image
Generated image

Share
You said:
Uploaded image
Put this man in previous pic on cashier place
ChatGPT said:

Image created
Generated image
Generated image
Generated image

Share
You said:
Put on the board name nahid enterprise and proprietor amran miah
ChatGPT said:

Image created
Generated image
Generated image
Generated image

Share
You said:
01777233340 put this number on yellow colour place in a row
ChatGPT said:

Image created
Generated image
Generated image
Generated image

Share
You said:
Uploaded image
একটা ছোট গল্প লিখেন এই পিক এর উপর
ChatGPT said:
গল্পের নাম: “মায়ের হাতের নুডলস”

একটা ছোট্ট শহরের ছোট্ট একটা ঘরে, আজকে দুপুরটা ছিল একটু অন্যরকম। সুমন, ক্লাস টেনের ছাত্র, সারাদিন ব্যস্ত থেকেছে পড়া নিয়ে—পরীক্ষা চলছে। সকাল থেকেই মুডটা খারাপ ছিল তার, কারণ সকালে উঠে দেখে, ফ্রিজে ছিল না তার প্রিয় চকলেট মিল্ক বা স্যান্ডউইচ।

তবে দুপুরে যখন পড়ার ফাঁকে সে টেবিলে বসল, তখন চোখে পড়ল সাদা প্লেটে পরিবেশন করা এক প্লেট নুডলস। উপরে সামান্য সবজি, কাঁচা মরিচ, আর ভাজা ডিমের টুকরো। পাশে রাখা একটা চামচ যেন ডাকছে—"চলো খেয়ে নিও, ক্লান্তি যাবে।"

এই নুডলসটা সাধারণ কিছু না, এটা ছিল সুমনের মায়ের তৈরি "বিশেষ নুডলস"—যেটা সে বানায় শুধু যখন বুঝতে পারে, তার ছেলে একটু মন খারাপ করে বসে আছে।

প্রথম চামচটা মুখে দিতেই সুমনের চোখ বড় বড় হয়ে গেল। পুরনো দিনের সেই বিকেলটা মনে পড়ে গেল, যখন প্রথমবার মা এইভাবে নুডলস বানিয়েছিল—বিদ্যুৎ ছিল না, আর মোমবাতির আলোয় তারা একসাথে খেয়েছিল।

সেই এক প্লেট নুডলস যেন হয়ে উঠল একটা আবেগ, একটা ভালোবাসার ভাষা। বাইরে হয়তো হাজার রকম খাবার, কিন্তু মায়ের হাতের এই নুডলসের স্বাদ, সেই ছোট ছোট ভালোবাসার গল্পগুলো কোথাও পাওয়া যায় না।

দুপুরটা হঠাৎ করেই আর সাধারণ রইল না।

সুমনের মন বলল—“যতই বড় হই, মায়ের হাতের খাবারটাই আমার প্রিয় থাকবে।” 🍜❤️

হতদরিদ্র : যাদের মোট সম্পদের পরিমান ০ টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত । অতিদরিদ্র : যাদের মোট সম্পদের পরিমান ১ লাখ টাকার ব...
31/05/2025

হতদরিদ্র : যাদের মোট সম্পদের পরিমান ০ টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ।

অতিদরিদ্র : যাদের মোট সম্পদের পরিমান ১ লাখ টাকার বেশি কিন্তু ৫০ লাখ টাকার কম। ১০ - ৯০ হাজার টাকা তাদের কাছে ক‍্যাশ বা ক‍্যাশ ইকুইভ‍্যালেন্ট থাকে।

দরিদ্র : যাদের সম্পদের পরিমান ৫০ লাখ থেকে ৫ কোটির মাঝে। যার মাঝে ৫ -১০ লাখ ক‍্যাশ বা ক‍্যাশ ইকুইলিভ‍্যলেন্ট ।

নিম্নবিত্ত: যাদের মোট সম্পদের পরিমান ৫ কোটি বা তার আশে পাশে। যার মাঝে কম করে ৫০ লাখ টাকা ক‍্যাশ বা ক‍্যাশ ইকুইভিলেন্টে থাকবে।

মধ‍্যবিত্ত : যারা উচ্চবিত্ত আর নিম্নবিত্তর মাঝে। মানে যাদের সম্পদ ৫ কোটির বেশী কিন্তু ১০০ কোটির কম। এর মাঝে কম করে ২-৮ কোটি টাকা ক‍্যাশ বা ক‍্যাশ ইকুইভ‍্যলেন্ট থাকবে।

উচ্চবিত্ত : যাদের মোট সম্পদ ১০০ কোটি টাকা বা তার চেয়ে বেশী। তার মাঝে কম করে ১০ কোটি ক্যাশ বা ক‍্যাশ ইকুইভেলেন্ট থাকবে।

কে কোনটা ?

Daily essentials with "Hello Sunday" থেকে।

জীবনে বড়লোক হবেন যেভাবে ?এক সময় ভাবতাম, জীবনে বড় কিছু করতে হলে পড়াশোনা করতে হয়, ডিগ্রি লাগে, মেধা লাগে। ভেবেছিলাম, সরকার...
26/05/2025

জীবনে বড়লোক হবেন যেভাবে ?
এক সময় ভাবতাম, জীবনে বড় কিছু করতে হলে পড়াশোনা করতে হয়, ডিগ্রি লাগে, মেধা লাগে। ভেবেছিলাম, সরকারি চাকরিই জীবন। কিন্তু পরে বুঝলাম, এই দেশে পড়াশোনা করে হয় শিক্ষিত বেকার, আর রাজনীতি করে হয় সম্মানিত নেতা।

পাশের বাড়ির তানভীর ভাই স্কুলে নিয়মিত ফেল করত। পরীক্ষার সময় টিফিন বক্সে চিট-পেপার নিয়ে ঢুকত, আর গার্জিয়ান মিটিং হলে তার মাকে দারোয়ান ঘরে বসিয়ে রাখা হতো।
আজ সে এলাকার “তানভীর ভাই” না, তানভীর সাহেব। SUV চড়ে, হাতে রোলেক্স, চোখে রে-ব্যান। অথচ আমি এখনো ‘আপনার আবেদন গৃহীত হয়নি’ টাইপ চিঠি পড়ি!

তানভীর ভাই কী করলেন জানেন?
রাজনীতি করলেন।

প্রথমে দলের একজন ছোট নেতার সাথে ছবি তুলে ফেসবুকে দিলেন—
“নেতার সঙ্গে আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা।”
পোস্ট ভাইরাল। কমেন্টে:
👉 “এই ছেলে একদিন অনেক দূর যাবে।”
👉 “সত্যিকারের দেশপ্রেমিক!”

তারপর একদিন রাস্তা ঝাঁট দিলেন, এক বৃদ্ধার জন্য ওষুধ কিনে দিলেন—সব ক্যামেরার সামনে।
তারপর এল গ্যাঞ্জামের রাজনীতি।

এলাকায় এক ভদ্রলোক ছিল, নামাজ পড়ে, চুপচাপ চলত।
তাকে বলা হল, “জামাত-শিবির-রাজাকার”!
কেন? কারণ উনি তানভীর ভাইয়ের পথের কাঁটা।

লোকটা আত্মগোপনে গেল, আর তানভীর ভাই “সাধারণ জনগণের কণ্ঠস্বর” হয়ে উঠলেন।

রাজনীতিতে সফল হতে না পারলে সমস্যা নেই।
👉 পিএস হন,
👉 ক্যাশিয়ার হন,
👉 নেতার জন্য পানি ধরেন,
👉 সোশ্যাল মিডিয়ায় তার নামে গলা ফাটান।

তাও না পারলে?

👉 নেতার মেয়ের সাথে প্রেম করুন।
👉 বিয়েটা টেনে আনুন।

সেটাও যদি না হয়?

👉 নেতার ড্রাইভার হোন।
👉 নেতার বাবুর্চী হোন।
👉 নেতার পিয়ন হোন।
👉 নেতার বাসায় কাজ করেন ।
👉 প্রয়োজনে নেতার বাসার সুইপার হোন।

রাজনীতির ছায়ায় থাকলেই চলবে। একটা পদ লাগবেই। একটা ছবি, একটা পোস্ট, একটা গ্যাঞ্জাম—এই তিনেই বাজিমাত।

আমার এক বন্ধু এখন নেতা সাহেবের ব্যক্তিগত সহকারী। আগে কিনা আমাদের কাছে টিফিন চেয়ে খেত।
আজ অফিসে ঢুকতে গেলে ও বলে—
“স্যার এখন ব্যস্ত, সময় নিয়ে আসবেন।”

আমি ফিরে আসি—চোখে হাসি, মনের ভেতর দীর্ঘশ্বাস।

এই দেশে যদি কিছু করতে না পারেন—রাজনীতি করুন!
মেধা লাগবে না, ডিগ্রি লাগবে না, সিভি লাগবে না।

শুধু দরকার—
👉 এক নেতা,
👉 এক ছবি,
👉 আর একটু ‘চালাকি’।

পেছনে তাকাতে হবে না, শুধু সামনে চলুন…
কারণ সামনে পাওয়ার,
আর পেছনে শুধু পরীক্ষার প্রশ্নপত্র! #বাংলাদেশ #বাংলাদেশী

#কালেক্টেড

কাঠাল আমার আবেগ🤣🤣🤣
26/05/2025

কাঠাল আমার আবেগ🤣🤣🤣

সখের মানুষকে সবাই আগলিয়ে রাখতে চায়।
25/05/2025

সখের মানুষকে সবাই আগলিয়ে রাখতে চায়।

Address


Alerts

Be the first to know and let us send you an email when কাঠাল পাতাঁ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কাঠাল পাতাঁ:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share