Sagar Tv

Sagar Tv car sarvies

01/11/2025

এপার ওপার ঘুরে দেখলাম সারাটি পৃথিবী TV #

29/10/2025

ফটিকছড়ি সদরে মা ও ১৬ মাসের বাচ্চার লা/শ উ/দ্ধার।
__________________________
চট্টগ্রামের ফটিকছড়িতে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। উপজেলার বিবিরহাটের কামাল ভবনের নিচতলার শয়নকক্ষ থেকে এক গৃহবধূ ও তার দেড় বছরের শিশু কন্যার ম-র-দে-হ উ-দ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফটিকছড়ি পৌরসদরের ৮ নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশে অবস্থিত কামাল ভবনে এ মর্মা-ন্তিক ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম আফরোজা আফরিন (২৬)। তিনি মো. আনোয়ার হোসেন বিবলোর স্ত্রী। নি-হত শিশুটির নাম আতকিয়া আয়েশা, বয়স মাত্র ১৬ মাস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আফরোজা আফরিন তার শিশুকন্যাকে গোসল করানোর কথা বলে শয়নকক্ষের দরজা বন্ধ করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা খুলতে চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে লোহার দরজা ভে-ঙে মা-মেয়ের মর-দে-হ উ-দ্ধার করে।

নিহত আফরিনের শ্বশুর কামাল উদ্দিন জানান, তার পুত্রবধূ দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। হয়তো সেই মানসিক ভারসাম্যহীনতার কারণেই তিনি এমন মর্মান্তিক সিদ্ধান্ত নেন।

ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূ আফরোজা আফরিন আত্মহত্যার আগে তার শিশুকন্যাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন। মরদেহ দুটি উ-দ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

21/10/2025

আজ ২১/১০/২০২৫ মঙ্গলবার ভোর সকালে রাউজান দলই নগর আতুন্নী ঘাটা নামে পরিচিত স্থানে কাবার ব্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু সেই মৃত ব্যক্তির পরিচয় চিকদাইর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রমজান আলী তালুকদারের বাড়ি নিবাসী মোঃ নাজিম উদ্দিন। চিকদাইর হক বাজারের সিএনজি চালক বাদশার বড় ভাই।

18/10/2025

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দের ভয়াবহ আগুন

আল্লাহ যেন আমাদের বিমানবন্দরে থাকা সকল প্রবাসি ভাইদের জান মাল হেফাজত করেন

15/10/2025

এই দু'পাশের পাহার জানে, আমার ভালোবাসার
মানে..(Rahid)
তুমি শুধু এড়িয়ে
গেলে রোজ..!
হো ও ও ও..
হতেই পারে

14/10/2025

আপনারা কি বইঙ্গে কে দেখতে চান তাহলে এই ভিডিওটা দেখেন #আপনারা কি বইঙ্গে কে দেখতে চান তাহলে এই ভিডিওটা দেখেন

11/10/2025

আমাদের ফটিকছড়ির নিউজ টা দেখে অনেক খারাপ লেগেছে

10/10/2025

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশী বৌদ্ধ কর্তৃক আয়োজিত দানোত্তম শুভ

কঠিন চীবর দান-২০২৫ খ্রি:

: ভদন্ত এম, ধর্মরত্ন মহাথেরো, প্রতিষ্ঠাতা পরিচালক-বুদ্ধগয়া রতপ্রিয় বুদ্ধ বিহার এন্ড মেডিটেশন সেন্টার, ভারত।

প্রাক্তন সহ-সাধারণ সম্পাদক-ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভা।

প্রধান সদ্ধর্মদেশক

ভদন্ত বি. আর্য্যপাল মহাথেরো, প্রতিষ্ঠাতা পরিচালক-বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশন, ভারত।

: ভদন্ত শীলমিত্র স্থবির, প্রতিষ্ঠাতা পরিচালক-প্রজ্ঞামিত্র বৌদ্ধ ভিক্ষু-শ্রামন প্রশিক্ষণ ও সাধনা পরিবেশ, রামু এবং ইউ.এ.ই বাংলাদেশ যৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্র, শারজাহ।

বিশেষ সদ্ধর্মদেশক:

ভদন্ত পসসারামুল্লে পঞঞা জ্যোতি থেরো, সিলন মেডিটেশন সেন্টার- ইউ.এ.ই।

তারিখ:

১০ অক্টোবর, ২০২৫ খ্রিঃ ২৫৬৯ বুদ্ধাব্দ, শুক্রবার।

বিশেষ সন্ধর্মদেশক

: ভদন্ত মৈত্রীপাল থেরো, আবাসিক ইউ.এ.ই. বাংলাদেশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্র, শারজাহ।

বিশেষ সদ্ধর্মদেশক।

ভদন্ত আতবাটুয়ে ইন্দারাতানা থেরো, মহাবিহার দুবাই, ইউ.এ.ই.।

বিশেষ অতিথি :

ভদন্ত জাবুরেওয়ালা চন্দারাতানা থেরো, মহাবিহার দুবাই ইউ.এ.ই।

স্থান- - আল বুস্তান হোটেল,

আল-খান, শারজাহ।

আয়োজনেঃ ইউ.এ.ই. বাংলাদেশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের সকল দায়ক-দায়িকা বৃন্দ।

07/10/2025

টাকার জন্য জাগার জন্য কোনদিন ভাইয়ের সাথে ভাইয়ে ঝগড়া করবেন না

Address

Sharjah Industries Area 2

Telephone

+971547191759

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sagar Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sagar Tv:

  • Want your business to be the top-listed Media Company?

Share