01/09/2025
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের পালাবদল––এই বিষয়টি এখন ঢাকায় রাজনীতিতে আলোচনার কেন্দ্রে। পাকিস্তানের পররাষ্ট্রসহ বিভিন্ন দপ্তরের একাধিক মন্ত্রীর বাংলাদেশ সফরকে ঘিরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মোড়ও অনেকটাই দৃশ্যমান। কিন্তু প্রশ্ন হচ্ছে, নতুন এই সম্পর্কে বাণিজ্য, কূটনৈতিক দিক থেকে দেশ দুটির কার কতটা লাভ হবে?
অন্যদিকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যা বা একাত্তর প্রশ্ন অমীমাংসিত রেখে এই সম্পর্ক কতটা টেকসই বা স্থায়ী হবে, সেই আলোচনাও সামনে এসেছে ।
কি ভাবছেন রাজনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকেরা?তা জানতে আমাদের আজকের আলোচনা জনাব এস এম মাসুম বিল্লাহ ও আমিনুল ইসলাম আমিনের সাথে।
� New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! �