বাংলাদেশ ছাত্রলীগ

বাংলাদেশ ছাত্রলীগ #বাংলাদেশছাত্রলীগ

স্যার ৫ বছর থাকলে বাংলাদেশ এর মাটি ও অবশিষ্ট থাকবে না ইনশাআল্লাহ।
14/08/2025

স্যার ৫ বছর থাকলে বাংলাদেশ এর মাটি ও অবশিষ্ট থাকবে না ইনশাআল্লাহ।

প্রায় দুইশত কোটি টাকার উপরে পাথর লুট । ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রের পাথর লু/ট চলছে ক্রমাগত। এত সুন্দর একটা পর্যটন স...
13/08/2025

প্রায় দুইশত কোটি টাকার উপরে পাথর লুট । ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রের পাথর লু/ট চলছে ক্রমাগত। এত সুন্দর একটা পর্যটন স্পট এই ভাবে শেষ করে দিল সব লু/টে/রা । পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দার মতে এক বছরে ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য দুইশত কোটি টাকার অধিক।

৫ আগস্ট ২০২৪❝আমাকে মের না আমি প্রেগন্যান্ট❞ বলে চিৎকার করে কাঁদছিলেন এক প্রেগন্যান্ট নারী পুলিশ বোন। তারপরও তাকে মানুষ র...
05/08/2025

৫ আগস্ট ২০২৪
❝আমাকে মের না আমি প্রেগন্যান্ট❞ বলে চিৎকার করে কাঁদছিলেন এক প্রেগন্যান্ট নারী পুলিশ বোন। তারপরও তাকে মানুষ রুপি এই নরপশু গুলো নির্মম অত্যাচার করে পুড়িয়ে মারে। এটাই কি আমার স্বাধীনতা?

শোক হোক শক্তি। ১৫ই আগষ্ট সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।
01/08/2025

শোক হোক শক্তি।
১৫ই আগষ্ট সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু।

এই বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য এক সময় গর্বের বাতিঘর ছিল। রক্তে লেখা হয়েছিল এই ভূখণ্ডের স্বাধীনতা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ...
30/07/2025

এই বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য এক সময় গর্বের বাতিঘর ছিল। রক্তে লেখা হয়েছিল এই ভূখণ্ডের স্বাধীনতা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল কেবল একটি ভূখণ্ডের নয়, বরং একটি জাতির আত্মমর্যাদা, ভাষা, সংস্কৃতি, মানবিকতা ও ন্যায়ের জন্য যুদ্ধ। কিন্তু আজ দুঃখজনকভাবে বলতে হচ্ছে এই ইতিহাস ও ঐতিহ্য এমন এক বিধ্বস্ত, অপ্রত্যাশিত ও অস্থির পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যা কল্পনাও করা যায় না।

আজকের বাস্তবতা যেন একটি প্রহসন। এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেখানে সত্যকে আড়াল করে, ইতিহাসকে বিকৃত করে, মুক্তিযুদ্ধের চেতনাকে পদতলে করে নতুন ইতিহাস গড়ার চেষ্টা চলছে। একাত্তরের পর এতো লজ্জাজনক, বেদনাদায়ক ও বিভ্রান্তিকর পরিবেশ আর কখনো হয়নি।

বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি শুধু একটি রাজনৈতিক দলের প্রতীক নন, তিনি এই রাষ্ট্রের প্রতিষ্ঠাতা/ জন্মদাতা। বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে তিনি জড়িত। বঙ্গবন্ধুকে অসম্মান মানে এ জাতিকেই অসম্মান করা। অথচ আজ তাঁকে নিয়ে রাজাকার ও তাদের আদর্শিক উত্তরসূরিরা যেভাবে নোংরামি করছে, তাতে শুধু রাজনীতি নয়, নৈতিকতা ও সভ্যতার চরম অবক্ষয় স্পষ্ট হয়ে উঠেছে।

আজ কেউ কেউ সাহস করে বলে—“নতুন বাংলাদেশ গড়তে হবে” পুরোনো সংবিধান বাতিল করতে হবে, ১৯৭১ এর ইতিহাস ভুলে যেতে হবে, এ যেন ইতিহাসের লাশের উপর দাঁড়িয়ে ভবিষ্যৎ নির্মাণের ব্যর্থ প্রয়াস। ১৯৭২ সালের সংবিধান আমাদের আত্মপরিচয়ের দলিল। সেটি কেবল আইনি কাঠামো নয়, বরং তা ছিল এক নৈতিক ও আদর্শিক রূপরেখা, যেখানে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, ও জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়েছিল।

যাঁরা ইতিহাস বিকৃত করে, তারা জাতির শত্রু। তারা নতুন প্রজন্মকে ভুল ইতিহাস শেখায়, রাজাকারকে ‘মুক্তিযোদ্ধা’ বানানোর অপপ্রয়াস চালায়, হত্যাকারীকে ‘বীর’ বানায়। আমরা কি এদের থামাবো না? আমরা কি আমাদের রক্তে কেনা স্বাধীনতার ইতিহাসকে আবার রক্ষা করবো না?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো একক দলের ব্যক্তিত্ব নন, তিনি বাংলাদেশ নামক রাষ্ট্রটির রক্ত, অস্থিত্ব ও আত্মা। তাঁকে অসম্মান মানে বাংলাদেশকেই অসম্মান করা। রাজাকার ও তাঁর আদর্শিক উত্তরসূরীরা হেয় করার মাধ্যমে গোটা জাতির মুক্তির সংগ্রামকে অসম্মান করে। আমাদের বিবেক, আমাদের নৈতিকতা, আমাদের সাহস আজ যেন বন্দি কুচক্রী শক্তির খাঁচায়।

তাই বলি সাবধান! ইতিহাস বিকৃত করবেন না। ১৯৭২ এর সংবিধানকে মুছে ফেলার অপচেষ্টা করবেন না। বঙ্গবন্ধুর নাম মুছে নতুন বাংলাদেশ গড়ার ধান্দা করবেন না।
এই বাংলাদেশ সবার, তবে রাজাকারের নয়। ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাঙালিরা। ভালো থাকুক সেই মহান আত্মারা, যারা জীবন দিয়ে আমাদের জন্য স্বাধীনতা এনেছিল।

27/07/2025

I got over 100 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

সারা দেশে হত্যা, ধর্ষণ, লুটপাট, ও গোপালগঞ্জে গনহত্যার বিচার না হওয়া পর্যন্ত। রেমিটেন্স শাটডাউ🫵হোক প্রতিবাদ ✊
20/07/2025

সারা দেশে হত্যা, ধর্ষণ, লুটপাট, ও গোপালগঞ্জে গনহত্যার বিচার না হওয়া পর্যন্ত।
রেমিটেন্স শাটডাউ🫵
হোক প্রতিবাদ ✊

বিমান বাহিনী কিন্তু পিছিয়ে পড়লো, এটা মেনে নেয়া যায় না..!! আকাশে টহল শুরু করা উচিৎ যত তাড়াতাড়ি সম্ভব 🐒🐒🐒
19/07/2025

বিমান বাহিনী কিন্তু পিছিয়ে পড়লো, এটা মেনে নেয়া যায় না..!! আকাশে টহল শুরু করা উচিৎ যত তাড়াতাড়ি সম্ভব 🐒🐒🐒

18/07/2025

১৯৭১ এ যা হয়েছে সারা বাংলাদেশে এখন সেটা হচ্ছে গোপালগঞ্জে।

সোনার বাংলাদেশ  আমার স্বাধীন দেশে বাস করছি 🥹
17/07/2025

সোনার বাংলাদেশ আমার স্বাধীন দেশে বাস করছি 🥹

⁨সেনাবাহিনীর গুলিতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাহসী কর্মী দীপ্ত সাহা শহীদ হয়েছেন।রাষ্ট্রযন্ত্রের রক্তচক্ষু আজ সরাসরি আওয়...
16/07/2025

⁨সেনাবাহিনীর গুলিতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাহসী কর্মী দীপ্ত সাহা শহীদ হয়েছেন।

রাষ্ট্রযন্ত্রের রক্তচক্ষু আজ সরাসরি আওয়ামী লীগের রক্তে হাত রাঙাচ্ছে।
জনগণের উপর এখন কোন আর্মি গুলি করে?⁩
---------

Dipto Saha, a brave activist of Gopalganj District Chhatra League, has been martyred by army gunfire.
The iron fist of the state machinery is now openly stained with the blood of Awami League members.
Which army fires upon its own people?

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ছাত্রলীগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share