Obuj mon

Obuj mon Información de contacto, mapa y direcciones, formulario de contacto, horario de apertura, servicios, puntuaciones, fotos, videos y anuncios de Obuj mon, Creador digital, La Ciénaga De Cumillango, San Juan.

গোলাপ তো দূরের কথা কেউ একটা ফুলকপিও দে নাই   চাইলে দিতে পারেন কিছু  মনে করবো না 😁
07/02/2025

গোলাপ তো দূরের কথা কেউ একটা ফুলকপিও দে নাই

চাইলে দিতে পারেন কিছু মনে করবো না 😁

02/05/2024

বিয়ের দেন-মোহর মাত্র ১০টাকা !!!
কাজী সাহেব; নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না; বিয়ে পড়াচ্ছেন আজ ১৪ বছর ধরে । এমন অদ্ভুত
কথা কখনো শোনেন নাই ।
দেনমোহর কিনা মাত্র ১০টাকা ? কনে পক্ষের মুরুব্বিদের মুখে কথা নাই; ছেলে পক্ষের মুরুব্বিরা অবাক! এটা হয় না- কি ? উভয় পক্ষ বরের ওপর চরম বিরক্ত; নানা ভাবে তাকে বুঝানোর চেষ্টা চলছে । হট্টগোল দেখে বিয়ের মঞ্চ থেকে নেমে এলো কনে; এক মুরুব্বি এগিয়ে গেলেন মেয়ের কাছে-
মা! ছেলে বলছে দেনমোহর মাত্র ১০টাকা ।
জানি, এটা আমারই ডিসিশান ।
কি বলছো তুমি ? ১০টাকায় বিয়ে দেবো ? আমাদের মেয়ে কি এত সস্তা ?
তোমরা কি আমাকে বিয়ে দিচ্ছো না-কি বিক্রি করছো?
বিক্রি হবে কেন ?
তাহলে সস্তা-দামীর কথা উঠলো কেনো? আচ্ছা; বলো- আমার দাম কত ? ঠিক কত টাকা হলে তোমাদের মনে হয় আমাকে দিয়ে দেয়া যায় ?

তোমার দাম আবার কি? মানুষের কোন দাম ঠিক করা যায় না-কি ? মানুষ অমূল্য ।

মানুষ অমূল্য বলেই আমরা কোন দাম ঠিক করিনি, একটা প্রতীকী দেনমোহর ধার্য করেছি মাত্র ।

দেনমোহর একটা সিকিউরিটি মানি; তোমার সিকিউরিটির চিন্তা আমরা করবো না?

আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি; এখন ভালো চাকুরী করছি । আমার সিকিউরিটি হাসবেন্ডের কাছ থেকে নিতে হবে কেন? আমি নিজের খরচ নিজেই চালাতে পারবো ইনশাআল্লাহ্ ।

কিন্তু ইসলামী শরীয়াহ্ ?

শোনো! তোমরা এখন একটা বড় অ্যামাউন্ট ঠিক করলে কি হবে ? ও কি সেটা এখন দিতে পারবে ? ওর পুরো সেভিংস বিয়েতে খরচ হয়ে গেছে আর ও কখনোই ওর বাবার কাছ থেকে টাকা নেবে না । তাহলে ? ইসলামী শরীয়াহ্ বলে সংসার শুরুর আগেই দেনমোহর শোধ করতে হবে । বাংলাদেশের কতজন মেয়ে দেনমোহরের টাকা পায়? গহনা বাবদ কিছু উসুল দেখায়; যেই গহনা আসলে গিফট দেবার কথা আর বাকিটা কাগজে কলমেই থেকে যায় । এই হিপোক্রেসির কি দরকার?

পরে যদি কিছু হয় ?

*ডিভোর্সের কথা বলছো? বিয়ের আগেই যদি ডিভোর্সের চিন্তা করেন তাহলে সেই বিয়ে কতোটা কল্যাণকর হবে? আমীরুল মুমিনীন আবূ হাফস্ উমার ইবনু আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন: “আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি “ইন্নামালআমালু বিননিয়্যাতি”--- অর্থাৎ “প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীলআর মানুষ তার প্রতিটি কাজে নিয়ত অনুযায়ী ফল পাবে ।” তাই বিয়ের আগেই যদি নিয়ত থাকে যে ডিভোর্স হয়ে গেলে তখন কি হবে, তাহলে ঐ বিয়ে তো ডিভোর্স হওয়ার সম্ভাবনাই বেশি । তাই আমি বিয়ের আগেই ডিভোর্সের কথা ভাবি না ।

হাসবেন্ড আমাকে পছন্দ করছে না, কিন্তু বেশি দেনমোহরের ভয়ে ডিভোর্সও দিচ্ছে না- এই দয়ার লাইফ আমি চাই না । আল্লাহ না করুন যদি কখনো আমাদের মাঝে দূরত্ব আসে; তাহলে আমি স্বেচ্ছায় ওকে ছেড়ে দিবো । যে মানুষটাকেই আমি পেলাম না; তার টাকা নিয়ে বাকি জীবন চালাবো-এতটা খারাপ অবস্থা আমার আসে নাই । আমার একটা আত্মসম্মান আছে ।

Dirección

La Ciénaga De Cumillango
San Juan

Página web

Notificaciones

Sé el primero en enterarse y déjanos enviarle un correo electrónico cuando Obuj mon publique noticias y promociones. Su dirección de correo electrónico no se utilizará para ningún otro fin, y puede darse de baja en cualquier momento.

Compartir

Categoría