04/09/2025
আসছে সংবাদ ও সাংবাদিকতার নতুন বই...
মানবসমাজে সংবাদ ও তথ্যের গুরুত্ব চিরন্তন। মানুষ সবসময় জানতে চেয়েছে কী ঘটছে তার চারপাশে, দেশে কিংবা বিশ্বে। সেই জানার আকাঙ্ক্ষা থেকেই সংবাদপত্রের জন্ম, আর সংবাদপত্রকে কেন্দ্র করে বিকশিত হয়েছে সাংবাদিকতা। সাংবাদিকতা কেবল সংবাদ প্রচারের মাধ্যম নয়; এটি সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং গণতন্ত্রের প্রধান ভিত্তি।
এই গ্রন্থে সংবাদ ও সাংবাদিকতার বিস্তৃত পরিধি আলোচিত হয়েছে ধাপে ধাপে। প্রথম অধ্যায়ে সংবাদ, সাংবাদিক, সম্পাদক এবং সাংবাদিকতার মূলনীতি নিয়ে আলোচনা করা হয়েছে, যা পাঠককে বিষয়টির মৌলিক ধারণা দেবে। দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ে সংবাদের সংজ্ঞা, শ্রেণীবিভাগ, সংবাদ লেখার বিভিন্ন কাঠামো ও পদ্ধতি বিশ্লেষণ করা হয়েছে। এর মাধ্যমে বোঝা যাবে সংবাদ কীভাবে রচিত হয় এবং কোন কৌশলে পাঠকের কাছে তা আকর্ষণীয় করে তোলা যায়।
পরবর্তী অধ্যায়গুলোতে ফিচার ও সম্পাদকীয় রচনা, শিরোনামের ধরন ও কৌশল, সংবাদপত্রের সাংগঠনিক কাঠামো, সম্পাদনার ধাপ ও প্রক্রিয়া বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। পাশাপাশি সংবাদপত্রের পৃষ্ঠাসজ্জা, সম্পাদনা চিহ্নের ব্যবহার এবং সাংবাদিকতার শব্দভাণ্ডার নিয়েও পৃথক আলোচনা রয়েছে।
গ্রন্থের শেষাংশে পাঠক অনলাইন সাংবাদিকতা, সংবাদপত্রের ভবিষ্যৎ, সাংবাদিকতার ইতিহাস ও বিবর্তন সম্পর্কে ধারণা পাবেন। একই সঙ্গে একজন সাংবাদিকের প্রয়োজনীয় গুণাবলি, পদবীভেদে দায়িত্ব এবং দেশি-বিদেশি সংবাদপত্রের বৈশিষ্ট্যও এখানে উপস্থাপিত হয়েছে।
সার্বিকভাবে এই গ্রন্থ সংবাদ ও সাংবাদিকতা বিষয়ে একটি পূর্ণাঙ্গ রূপরেখা উপহার দেবে। নবীন শিক্ষার্থী থেকে শুরু করে আগ্রহী পাঠক—সবাই এখানে সাংবাদিকতার নানা দিক সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করবে।
'দৈনিক সবুজ বাংলাদেশ'-এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মাসুদ প্রণিত নতুন সংবাদ-কর্মীদের জন্য সংক্ষিপ্ত সহায়কগ্রন্থ- সংবাদ ও সাংবাদিকতা।
মুদ্রিত মূল্য : ৫০০ টাকা।
প্রকাশক : প্রতিভা প্রকাশ
শো-রুম : প্রতিভা প্রকাশ, রুম নং ১৪ (২য় তলা)
সেঞ্চুরি আর্কেড শপিং সেন্টার
১২০ আউটার সার্কুলার রোড, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭
ফোন : 0258316638, মোবাইল : 01912-601494 (হোয়াটসঅ্যাপ), 01710-320861 (হোয়াটসঅ্যাপ)
বইটি পাওয়া যাবে আমাদের ইনবক্সে অথবা রকমারী, ওয়াফিলাইফ, পিবিএস, বুকশপার, ই-জননী, বইফেরী, ধী, বাতিঘর, প্রথমা, বই বাজার, বিডি বুকস, ই-বইঘর, পাঠক পয়েন্ট, বইয়ের দুনিয়া, বইসদাই, বই প্রহর, কিতাবঘর, বুকভান্ডার, পাঠক সমাবেশ-সহ যে কোনো অনলাইন শপে।