Boni Amin

Boni Amin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Boni Amin, Digital creator, PO BOX 224, Belfield.

"আমি বিশ্ব ঘুরে নিঃস্ব হবো, শুন্য হাতেই চলে যাবো।" আমি সঞ্চয়হীন এক মানুষ, জগৎ ঘোরার নেশায় আমি ভন ভন করে ঘুরছি সেই ১৯৯০ সনের সেপ্টেম্বর থেকে। আমি জগৎ ঘুরি শুধু আল্লাহর সৃষ্ঠি দেখতে। বন্ধু তুমি ঘরে বসে থাকো, সঞ্চয় কর, আমিই পকেট খালি করে তোমাকে বিশ্ব দেখাবো

22/08/2025

🇯🇵জাপানে আসুন, রিকশা চালিয়ে সৎভাবে পয়সা উপার্জন করুন:

21/08/2025
21/08/2025

জন্মদেশে ৮০% CH DU জনতা কখনো 'মেইন ডিস্'এ সন্তুষ্ট নয় , ওদের সাইড ডিস্' অবশ্যই চাই। আমি পোড়াকপালি ৩৮ বছর মেইন ডিস্ নিয়েই আজো এঁটো হাতে বসে আছি। আসলে বনি আমিন এ বিষয়ে কি অভাগা?

My birth home in Hatiya
20/08/2025

My birth home in Hatiya

20/08/2025

ফিলিপাইনের ১জন শহীদ তিতুমীর ছিলঃ লাপু লাপু

20/08/2025

চীনে জন্মদেশী যারা দেখা করতে চাইছেন। আমি ২৮ থেকে ৩১ আগস্ট থাকবো পেইজিং এ, একদম শি জিপিং এর হেড অফিসের পাশে ইনার মঙ্গোলিয়া হোটেলে।

19/08/2025

ইলিয়াস ও গো মা রনির মাঝে হচ্ছেটা কি? দুজনেইতো ২য় বিয়ে করেছে, তাতে দোষের কি? ইলিয়াস কি আসলে রনিকে JE লে পাঠাতে পারবে? আহারে CH DU

19/08/2025

কপালে নামাজের দাগ, মাথায় টুপি—নির্বাসনে ১০ বছর থেকেও NTV'র ফালু আর বদলায়নি। আমি বিশ্বাস করি, জামাত-শিবির ছাড়া সব দলের প্রায় নেতা-নেত্রীর অবস্থা এই ফালু, পাপিয়া ও সাবরিনার মতো।

আজ ঘরের কিছু জঞ্জাল ফেলতে গিয়ে একটি টেবিলের নিচের ড্রয়ারের কোনায় উঁকি দিচ্ছিল আমার অস্ট্রেলিয়ান জীবনের প্রথম একটি সরকারি...
19/08/2025

আজ ঘরের কিছু জঞ্জাল ফেলতে গিয়ে একটি টেবিলের নিচের ড্রয়ারের কোনায় উঁকি দিচ্ছিল আমার অস্ট্রেলিয়ান জীবনের প্রথম একটি সরকারি আইডি কার্ডঃ সনটি ছিলো ১৯৯২, সিডনী - মন চাইলো তাই আজকের ওয়ালে ছবিটি মেরে দিলাম। কেয়ার করি না কে কি বলে। ধন্যবাদ

18/08/2025

গত ২০ বছরের খতিয়ান দেখে শুধু ১জন চাঁদা BAZ, নারী BAZ ছাত্র শিবিরের নাম প্রমান সহ বলুন, জিতে নিন নগদ ২ হাজার মার্কিন ডলার! Boni Amin

সবাই কি জামাত - শিবির? মূল রহস্য জানুনঃ নাক চ্যাপ্টা বা চোখ ছোট হলেই যেমন কেউ নির্ঘাত চাইনিজ বা আদিবাসী চাকমা হয় না, তেম...
18/08/2025

সবাই কি জামাত - শিবির? মূল রহস্য জানুনঃ
নাক চ্যাপ্টা বা চোখ ছোট হলেই যেমন কেউ নির্ঘাত চাইনিজ বা আদিবাসী চাকমা হয় না, তেমনি কারো মাথায় টুপি ও মুখভর্তি দাঁড়ি থাকলে সে জামাত-শিবির হয় না। জন্মদেশে বেশির ভাগ মাদ্রাসার শিক্ষক বা ছাত্ররা কিন্তু জামাত বা শিবির করে না। বেহুদা এই ভুল বোঝাবুঝির জন্যে জন্মদেশে কোন অপরাধে যদি কোন দাঁড়ি-টুপিওয়ালা ধরা পড়ে তখন আ চো DA' বাঙ্গালী বলে ওঠে ওই লোকটা নিশ্চয় জামাতি বা শিবির। উল্লেখ্যঃ জামাত-শিবিরের বেশিরভাগ সদস্যই যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ইসলাম চর্চা করে এবং সকল ধর্ম-বর্ণের মানুষকে একসাথে নিয়ে কাজ করতে চায়।

“জামাত-শিবির যদি ক্ষমতায় আসে, তাহলে দেশের সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিরাপদে থাকবে”—আমার এই লেখাটি বাণী হিসেবে লিখে রেখো হে বাংলার অবুঝ ও CH DU জনতারা। আমি ১৯৯০ থেকে জগৎ ঘুরি, ১২ জাতের মানুষের সাথে চলি। আমি জেনে বুঝেই কথা বলি।

ভালোমন্দ সব দলেই আছে, তবে আনুপাতিক হার তোমাকে দেখতে হবে। আমি আজ পর্যন্ত ১জন শিবির ছাত্রকে কোন অনৈতিক কাজে দেখিনি বা শুনিনি, তবে অপবাদ আছে। আমার পেয়ারে নবী রসূল(সঃ)ও তার জীবদ্দশায় অপবাদ মুক্ত ছিলেন না। পুনরায় বলছি, বর্তমানে আমার জন্মদেশে জামাত-শিবিরের মতো সৎ ও আধুনিক নেতৃত্ব দরকার, যেমনটা আমরা আধুনিক তুরস্কে দেখতে পাচ্ছি। তারা অনেকটা সেই মডেলেই কাজ করবে বলে আমার বিশ্বাস।

কালের পরিক্রমায় যদি জামাত শিবিরের চাইতেও ভালো কোনো দল আমার জন্মদেশে আসে, তাহলে তাদের পক্ষেও আমি কথা বলব। আমার নির্দিষ্ট কোনো দল নেই; আমার জন্মদেশের জন্য যাদের ভালো মনে হবে, আমি ও আমার টিম তাদেরই সাপোর্ট করবো।

[দে এবার তুই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে 'আউব্বা আউব্বা' বলে আমাকে গা^লি মারতে থাক, আমার মা ও বোনকেও গা^লি থেকে বাদ দিস না কারণ আমি জানি তোর মাথায় মাল নেই, শিক্ষা নেই, তুই আবেগী চো DNA বাঙ্গালী, তুই লোগি না হয় খাম্বা, তুই B.A.L নাহয় B.A.L এর B টিম। দে গা^লি মার। চালিয়ে যা।]

18/08/2025

🇵🇭ফিলিপাইনের মার্কেটগুলোতে নারীদের আধিপত্য বেশি:

Address

PO BOX 224
Belfield, NSW
2191

Alerts

Be the first to know and let us send you an email when Boni Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Boni Amin:

Share