18/08/2025
সবাই কি জামাত - শিবির? মূল রহস্য জানুনঃ
নাক চ্যাপ্টা বা চোখ ছোট হলেই যেমন কেউ নির্ঘাত চাইনিজ বা আদিবাসী চাকমা হয় না, তেমনি কারো মাথায় টুপি ও মুখভর্তি দাঁড়ি থাকলে সে জামাত-শিবির হয় না। জন্মদেশে বেশির ভাগ মাদ্রাসার শিক্ষক বা ছাত্ররা কিন্তু জামাত বা শিবির করে না। বেহুদা এই ভুল বোঝাবুঝির জন্যে জন্মদেশে কোন অপরাধে যদি কোন দাঁড়ি-টুপিওয়ালা ধরা পড়ে তখন আ চো DA' বাঙ্গালী বলে ওঠে ওই লোকটা নিশ্চয় জামাতি বা শিবির। উল্লেখ্যঃ জামাত-শিবিরের বেশিরভাগ সদস্যই যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ইসলাম চর্চা করে এবং সকল ধর্ম-বর্ণের মানুষকে একসাথে নিয়ে কাজ করতে চায়।
“জামাত-শিবির যদি ক্ষমতায় আসে, তাহলে দেশের সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিরাপদে থাকবে”—আমার এই লেখাটি বাণী হিসেবে লিখে রেখো হে বাংলার অবুঝ ও CH DU জনতারা। আমি ১৯৯০ থেকে জগৎ ঘুরি, ১২ জাতের মানুষের সাথে চলি। আমি জেনে বুঝেই কথা বলি।
ভালোমন্দ সব দলেই আছে, তবে আনুপাতিক হার তোমাকে দেখতে হবে। আমি আজ পর্যন্ত ১জন শিবির ছাত্রকে কোন অনৈতিক কাজে দেখিনি বা শুনিনি, তবে অপবাদ আছে। আমার পেয়ারে নবী রসূল(সঃ)ও তার জীবদ্দশায় অপবাদ মুক্ত ছিলেন না। পুনরায় বলছি, বর্তমানে আমার জন্মদেশে জামাত-শিবিরের মতো সৎ ও আধুনিক নেতৃত্ব দরকার, যেমনটা আমরা আধুনিক তুরস্কে দেখতে পাচ্ছি। তারা অনেকটা সেই মডেলেই কাজ করবে বলে আমার বিশ্বাস।
কালের পরিক্রমায় যদি জামাত শিবিরের চাইতেও ভালো কোনো দল আমার জন্মদেশে আসে, তাহলে তাদের পক্ষেও আমি কথা বলব। আমার নির্দিষ্ট কোনো দল নেই; আমার জন্মদেশের জন্য যাদের ভালো মনে হবে, আমি ও আমার টিম তাদেরই সাপোর্ট করবো।
[দে এবার তুই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে 'আউব্বা আউব্বা' বলে আমাকে গা^লি মারতে থাক, আমার মা ও বোনকেও গা^লি থেকে বাদ দিস না কারণ আমি জানি তোর মাথায় মাল নেই, শিক্ষা নেই, তুই আবেগী চো DNA বাঙ্গালী, তুই লোগি না হয় খাম্বা, তুই B.A.L নাহয় B.A.L এর B টিম। দে গা^লি মার। চালিয়ে যা।]