TWT বাংলা

  • Home
  • TWT বাংলা

TWT বাংলা সত্যের সাথে, সামনের পথে

৪৭টি বাচ্চাসহ রাসেল ভাইপার সাপ উদ্ধার আজ ৮ সেপ্টেম্বর (সোমবার) রাজশাহীর চর মাঝারদেয়ার ঘাটের পাশের এক বাথানে পরিত্যাক্ত ...
08/09/2025

৪৭টি বাচ্চাসহ রাসেল ভাইপার সাপ উদ্ধার

আজ ৮ সেপ্টেম্বর (সোমবার) রাজশাহীর চর মাঝারদেয়ার ঘাটের পাশের এক বাথানে পরিত্যাক্ত গরু খাওয়ানোর পাত্রে (নান্দ) হঠাৎ দেখা মিললো বড় এক রাসেল ভাইপার সাপ, সাথে ছিলো ৪৭টি বাচ্চা ।

এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হলে জানা যায়, নদীর পানি বেড়ে যাওয়ায় এলাকার খামারিরা গরু-ছাগল সরিয়ে নিলেও খালি খামার ও খাবারের পাত্রগুলো ফাঁকাই পড়েছিল । ধারণা করা হচ্ছে, সেখানেই আশ্রয় নিয়ে সাপটি বাচ্চাগুলো প্রসব করে ।

খবর পেয়ে উদ্ধারকারী টিম এসে মা সাপসহ ৪৭টি রাসেল ভাইপারের বাচ্চা নিরাপদে উদ্ধার করে নিয়ে যায় । বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, এই সময় পদ্মার চর ও আশেপাশে চলাচলে সবাইকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে ।

বিষধর রাসেল ভাইপারের কামড়; রোগী নিজেই সাপ ধরে মেডিকেলে হাজির! আজ ৭ সেপ্টেম্বর (রবিবার) রাজশাহী জেলার পবা সিটি হাট এরিয়া...
07/09/2025

বিষধর রাসেল ভাইপারের কামড়; রোগী নিজেই সাপ ধরে মেডিকেলে হাজির!

আজ ৭ সেপ্টেম্বর (রবিবার) রাজশাহী জেলার পবা সিটি হাট এরিয়ার একটি গ্রামের স্থানীয় এক যুবককে রাসেলস ভাইপার সাপ কামড় দেয়। এরপর তিনি নিজেই সাপটি ধরে ফেলেন ।

এদিকে কামড় খেয়েও সে যুবক অটো চালিয়ে সাপসহ নিজেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাজির হন, যা দেখে হতবাক কর্তব্যরত চিকিৎসক, নার্সসহ হাসপাতালের উপস্থিতি ।

তাৎক্ষণিকভাবে রোগীর রক্ত পরীক্ষা করার পর সাপের এন্টিভেনাম দেওয়া হয় । বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয় বলে জানিয়েছেন চিকিৎসক।

আওয়ামী লীগের লোকেরা এখনো ক্রিকেট বোর্ড চালায়!  তাদের শক্তির উৎস কি
06/09/2025

আওয়ামী লীগের লোকেরা এখনো ক্রিকেট বোর্ড চালায়! তাদের শক্তির উৎস কি

কুড়িগ্রাম জেলার কাঠালবাড়ি থেকে উদ্ধার বার্মিজ পাইথন। উদ্ধারকর্মীরা সাপটি উদ্ধার করে আপাতত থানায় হস্তান্তর করেছে, সেখান...
05/09/2025

কুড়িগ্রাম জেলার কাঠালবাড়ি থেকে উদ্ধার বার্মিজ পাইথন। উদ্ধারকর্মীরা সাপটি উদ্ধার করে আপাতত থানায় হস্তান্তর করেছে, সেখান থেকে বনবিভাগ নিয়ে যাওয়ার কথা রয়েছে

বিসিবিতে বিসিসিআইর প্রতিনিধি! বোর্ডের কেউ কেউ তাকে ডাকে মিঠু দাস বলে। ইফতেখার রহমান মিঠু, সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন...
31/08/2025

বিসিবিতে বিসিসিআইর প্রতিনিধি! বোর্ডের কেউ কেউ তাকে ডাকে মিঠু দাস বলে। ইফতেখার রহমান মিঠু, সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের সবশেষ বোর্ডে পরিচালক পদে বসেন ইন্ডিয়া কোটায়। পাপন দায়িত্ব ছেড়ে চলে গেলেও, বোর্ড না ভাঙায় মিঠু টিকে আছেন বহাল তবিয়তে! সালমান এফ রহমান ঘনিষ্ঠ মিঠু ফ‍্যাসিস্ট সরকারের আমলে আলোচিত আয়নাঘরের মাল সাপ্লায়ারের ভূমিকায় ছিলেন। বিপুল পরিমাণ বিত্ত গড়েছেন, কানাডায় বাড়ি কিনেছেন, সিটিজেনশিপ নিয়েছেন আর দেশে প্রবাসী এক বাংলাদেশীর প্রায় ৫০ কোটি টাকা মেরে দিয়েছেন বিজেপি এজেন্ট ইফতেখার মিঠু! বিসিবির এই বিতর্কিত পরিচালককে আইনের আওতায় আনবে কে?

মারা গেলেন মুসলিম বন্ধুর জানাজায় পিছনে বসে কান্না করা সেই সুধীর বাবু!
26/08/2025

মারা গেলেন মুসলিম বন্ধুর জানাজায় পিছনে বসে কান্না করা সেই সুধীর বাবু!

16/08/2025

তারাগঞ্জ উপজেলাকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে রংপুর সদর

বিসিবির অর্ধ কোটি টাকা জলে
09/08/2025

বিসিবির অর্ধ কোটি টাকা জলে

১৭ জুলাই ২০২৪-এর ফ্রেমওয়ার্ক অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুপ্ত ও প্রকাশ্য হল রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করলেন ঢাবি প্রক্টর
08/08/2025

১৭ জুলাই ২০২৪-এর ফ্রেমওয়ার্ক অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুপ্ত ও প্রকাশ্য হল রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করলেন ঢাবি প্রক্টর

08/01/2025

রক্তের দামে কৃত স্বাধীনতা, জুলাই বিপ্লবের স্বীকৃতিতে পাবে পূর্ণতা

কক্সবাজারে দুরবৃত্তদের হামলায় সেনা সদস্য নিহতকক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করার সময় বাংলাদেশ সেনাবাহিন...
24/09/2024

কক্সবাজারে দুরবৃত্তদের হামলায় সেনা সদস্য নিহত

কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করার সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) শাহাদাত বরণ করেছেন!

গতরাত আনুমানিক ২:৩০ এর দিকে সোর্সের মাধ্যমে অস্ত্রসহ সন্ত্রাসীর সন্ধান পেয়ে সেটি উদ্ধারে অভিযানে নামে সেনাবাহিনীর একটি টিম ।

উপস্থিতির এক পর্যায়ে লে. তানজিম নেগোসিয়েট করতে সামনে এগিয়ে যায় । এর মাঝেই কথা কাটাকাটি হয় এবং তার গলায় ৩ বার ছুরি দিয়ে আঘাত করা হয় । একই সাথে তার বাম চোখেও আঘাত করে সন্ত্রাসীরা ।

এসব আঘাতের মাঝে ছুড়িটি তানজিমের চোখের ভেতরে প্রবেশ করা এবং গলার আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয় । বিপরীতে তাকে সিএমএইচে নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন!

লে. তানজিম ছিলেন পাবনা ক্যাডেট কলেজের ৩৬তম ব্যাচের ক্যাডেট এবং কলেজ জীবনে তিনি সবসময় দায়িত্বশীল ও অনুগত ছিলেন বলে জানা গেছে ।

গত ৫ই আগস্ট শিক্ষার্থীদের উপর গর্বের সহিত গুলি করতে থাকা পুলিশ সদস্য সনাক্তগণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একজন পু...
28/08/2024

গত ৫ই আগস্ট শিক্ষার্থীদের উপর গর্বের সহিত গুলি করতে থাকা পুলিশ সদস্য সনাক্ত

গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ সদস্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আন্দোলনকারীদের হত্যায় । তারপর তার করা একটা গুলি আঘাত করে এক ছাত্রের বুকে । সাথে সাথেই সে মাটিতে লুটিয়ে পড়ে!

৫ই আগষ্ট প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পূর্বে শাহবাগ পদযাত্রীদের বাঁধা দিতে চানখারপুলে গুলি চালাতে থাকে পুলিশ । এ সময় এক পুলিশ সদস্যকে বেশ আগ্রহ নিয়েই গুলি করার পাশাপাশি গর্বের সহিত ক্রেডিট নিতেও দেখা যায়!

তথ্যমতে, নিকৃষ্ট সে পুলিশ সদস্যের নাম সুজন । তার বাড়ি ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের ইন্দরা গ্রামে । পিতা মৃত আমাজউদ্দিন ।

জানা গেছে, বর্তমানে সুজন উওরা বিপি এন(পুলিশে) কর্মরত রয়েছেন । ভিডিও ভাইরাল হওয়ার পরে থেকে সুজনকে বাহিরে কোনো ডিউটি দেওয়া হচ্ছেনা বলেও জানা যায় ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when TWT বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TWT বাংলা:

  • Want your business to be the top-listed Media Company?

Share