08/09/2025
৪৭টি বাচ্চাসহ রাসেল ভাইপার সাপ উদ্ধার
আজ ৮ সেপ্টেম্বর (সোমবার) রাজশাহীর চর মাঝারদেয়ার ঘাটের পাশের এক বাথানে পরিত্যাক্ত গরু খাওয়ানোর পাত্রে (নান্দ) হঠাৎ দেখা মিললো বড় এক রাসেল ভাইপার সাপ, সাথে ছিলো ৪৭টি বাচ্চা ।
এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হলে জানা যায়, নদীর পানি বেড়ে যাওয়ায় এলাকার খামারিরা গরু-ছাগল সরিয়ে নিলেও খালি খামার ও খাবারের পাত্রগুলো ফাঁকাই পড়েছিল । ধারণা করা হচ্ছে, সেখানেই আশ্রয় নিয়ে সাপটি বাচ্চাগুলো প্রসব করে ।
খবর পেয়ে উদ্ধারকারী টিম এসে মা সাপসহ ৪৭টি রাসেল ভাইপারের বাচ্চা নিরাপদে উদ্ধার করে নিয়ে যায় । বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, এই সময় পদ্মার চর ও আশেপাশে চলাচলে সবাইকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে ।