Sana's tale

Sana's tale love to making Desert, cooking and traveling

Rest in peace
30/12/2025

Rest in peace

25/12/2025

সমুদ্র ❤️❤️❤️

আমার নতুন মোবাইল। হাজবেন্ড গিফট করেছে। সত্যি বলতে এতো দামি মোবাইল কখনো ব্যবহার করবো ভাবি নাই। কিন্তু ওই যে কথায় আছে না, ...
18/12/2025

আমার নতুন মোবাইল। হাজবেন্ড গিফট করেছে। সত্যি বলতে এতো দামি মোবাইল কখনো ব্যবহার করবো ভাবি নাই। কিন্তু ওই যে কথায় আছে না, রিজিকে থাকলে আপনা আপনি আসে।আমারও মোবাইল ও তেমন ই।

হয় তো আর কিছু টাকা এড করে আই ফোন ১৭ কেনা যাইতো। কিন্তু আমি সেকেলে মানুষ। এন্ড্রয়েড ছাড়া কোন কিছুতে শান্তি পাই না।তাই এটা ই ভরসা সব সময়।

বাংলাদেশে বাজে বাজে এডাল্ট কনটেন্ট বানাতো এরা দুজন। যাই হোক মানুষের কখন মৃত্যু হবে কেউ জানে না।আল্লাহ ওনার সব গুনাহ মাফ ...
18/12/2025

বাংলাদেশে বাজে বাজে এডাল্ট কনটেন্ট বানাতো এরা দুজন। যাই হোক মানুষের কখন মৃত্যু হবে কেউ জানে না।আল্লাহ ওনার সব গুনাহ মাফ করে দিক এই দুয়া ই করি।

মাঝে মাঝে মনে হয় মেয়েদের কপাল আসলে ই খারাপ হয়।কোন মেয়ে ই হয়তো সংসার জীবনে পরিপূর্ণ সুখী হয় না। একটা মেয়ে তার শ্বশুর বাড়ি...
08/12/2025

মাঝে মাঝে মনে হয় মেয়েদের কপাল আসলে ই খারাপ হয়।কোন মেয়ে ই হয়তো সংসার জীবনে পরিপূর্ণ সুখী হয় না। একটা মেয়ে তার শ্বশুর বাড়ির জন্য যতটুকু ছাড় দেয় অপর সাইড থেকে কিন্তু ততটুকু ছাড় দেয় না। বরংচ ওরা নিজেদের মনে করে আমি কি হনু রে। মানে ছেলের বউ বা তার বাসার লোকজন ফেলনা। হয়তো এই জন্য হাজার হাজার মেয়েরা মন থেকে শ্বশুর বাড়ির প্রতিটা মানুষের সাথে যোগাযোগ কমিয়ে দিয়ে শান্তি খুজে পায়।

বাংলাদেশের স্পাইডার ম্যান। অসাধ্য কাজ সে সাধ্য করেছে ভাই। সাহস আছে বলতে হবে।   #মেট্রোরেল
30/11/2025

বাংলাদেশের স্পাইডার ম্যান। অসাধ্য কাজ সে সাধ্য করেছে ভাই। সাহস আছে বলতে হবে।

#মেট্রোরেল

অষ্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ৬০ বছর বয়সে বিয়ের  পিড়িতে বসলেন জোদি নামক এক নারীর সাথে।আসলে বয়স শুধু ই একটা সংখ্যা। ...
30/11/2025

অষ্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ৬০ বছর বয়সে বিয়ের পিড়িতে বসলেন জোদি নামক এক নারীর সাথে।আসলে বয়স শুধু ই একটা সংখ্যা। তাই তো তার মুখের প্রানবন্ত হাসি দেখে বুঝা যাচ্ছে বিয়ের গাঁটছড়া বেধে সে এখন নতুন জীবন নিয়ে কতটা খুশি।
অভিনন্দন এনথোনি আলবানিজ এবং জোদী।

সামার মানেই আশেপাশে মিষ্টি মধুর ফলের আনাগোনা।বাংলাদেশের সামার মানে ই ছিল আম, কাঠাল, লিচু আরও কত কি। চারদিকে ফলের সুভাসে ...
30/11/2025

সামার মানেই আশেপাশে মিষ্টি মধুর ফলের আনাগোনা।বাংলাদেশের সামার মানে ই ছিল আম, কাঠাল, লিচু আরও কত কি। চারদিকে ফলের সুভাসে সব কিছু মো মো করতো।

বাংলাদেশ থেকে প্রায় ৮০০০০ কিমি দূরে সামারেও একই রকম ফলের সমারোহ দেখা যায়।শুধু কাঠাল ই এখানে তেমন একটা দেখা যায় না।কিন্তু আম, লিচু, তরমুজ দিয়ে এখন অষ্ট্রেলিয়ার সব মার্কেট ভরপুর।

গতকাল মেলা থেকে ফেরার সময় দেখি রাস্তায় এক লোক লিচু আর আম বিক্রি করছে।তাই কিনে নিলাম। সামারে এই সব ফল না খেলে সামার মনে ই হবে না।

রিজিকের মালিক আসলে আল্লাহ। সকাল থেকে আমার মন অনেক খারাপ ছিল।প্রথমত এই লাস্ট ২ সপ্তাহে ডক্টর প্লাস আল্ট্রাসাউন্ড মিলিয়ে ১...
29/11/2025

রিজিকের মালিক আসলে আল্লাহ। সকাল থেকে আমার মন অনেক খারাপ ছিল।প্রথমত এই লাস্ট ২ সপ্তাহে ডক্টর প্লাস আল্ট্রাসাউন্ড মিলিয়ে ১০০০ ড লার এর মতো খরচ হয়ে গেছ যেটা এখনও ইন্সুইরেন্স রির্টান করে নি।

আবার আজকে একটা মেলায় দোকান নিয়েছিলাম কিন্তু এতো বাতাস আর বৃষ্টি ছিল যে সেল কোনভাবেই হওয়ার কথা না কিন্তু আল্লাহ চাইলে সব সম্ভব।এতো সেল হয়েছে আলহামদুলিল্লাহ। যা আশা করেছিলাম তার দ্বিগুণ আল্লাহ ফেরত দিয়েছেন।
আমার হাজবেন্ড এর বানানো ফুচকা, চটপটি।আজকের মেলার প্রধান আকষর্ণ।

ছেলেদের জন্য একখানা  ফ্রি উপদেশ
27/11/2025

ছেলেদের জন্য একখানা ফ্রি উপদেশ

বাংলাদেশে ব্যবসা করতে হলে ভাইরাল হতে হবে, তাজ নেগেটিভভাবে। এমন একটা কালচার তৈরি হয়ে গেছে। ছোট সময় টিভির মডেলরা কতো সুন্দ...
25/11/2025

বাংলাদেশে ব্যবসা করতে হলে ভাইরাল হতে হবে, তাজ নেগেটিভভাবে। এমন একটা কালচার তৈরি হয়ে গেছে। ছোট সময় টিভির মডেলরা কতো সুন্দর মার্কেটিং করতো।তাদের বাচনভঙ্গি, উপস্থাপনা সব ছিল মনোমুগ্ধকর।

আর এখন অশিক্ষিত , ফকিন্নি, মানুষ দিয়ে মানুষ মার্কেটিং করায়।ভাইরাল হওয়ার জন্য আবার উচ্চারণ ভুল করে ইচ্ছাকৃতভাবে। লুই ভুটান রে লুসি ভোটান, লুসিস ভোশন ও বলে।ভাবা যায় কি অবস্থা একটা কালাচার, জেনারেশন এর যাদেরকে ভুলের মধ্যমে পরিচয় করানো হচ্ছে পন্যের।

আমাদের পাশের বাসার প্রতিবেশি আরবের।তারা কালকে এই মিষ্টি গুলো নিয়ে আসছে। আসলে প্রবাসেও ভালো খারাপ আছে।এখানে যেমন ভালো প্র...
23/11/2025

আমাদের পাশের বাসার প্রতিবেশি আরবের।তারা কালকে এই মিষ্টি গুলো নিয়ে আসছে। আসলে প্রবাসেও ভালো খারাপ আছে।এখানে যেমন ভালো প্রতিবেশী আছে তেমন খারাপ প্রতিবেশীও আছে।
এই যেমন আমাদের পাশে এক বাংলাদেশী পরিবার থাকে কিন্তু কখনোই কথা বলে না বা কোন হাই, হ্যালো না।আবার পাশের এরাবিক পরিবার, ভিয়েতনামিজ পরিবার খুব ই আন্তরিক।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Sana's tale posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share