Proshantika News

Proshantika News A Bengali community newspaper published in Sydney and around Australia

04/09/2025

[ঔপন্যাসিক হারুকি মুরাকামি একবার বলেছিলেন— যদি আপনি এমন একটি বই পড়েন যা অন্যরা সবাই পড়ছে, তাহলে আপনি বুঝতে পারবেন ...

03/09/2025

সংবাদ বিজ্ঞপ্তি : গত ৩১ আগস্ট ২০২৫ স্থানীয় সময় দুপুর ১টায় সিডনির অ্যাশফিল্ড সিভিক সেন্টারের হল রুমে একুশে একাডেম.....

03/09/2025

সংবাদ বিজ্ঞপ্তি: গত ২৪শে আগস্ট ২০২৫, রবিবার, সিডনির ঈগল ভেইল সেন্ট্রাল-এ নটর ডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস....

25/08/2025

সুহৃদ সোহান হক : ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার উদ্যোগে সিডনির ইঙ্গেলবার্নের গ্র....

19/08/2025

বাংলাদেশ তো বটেই, ভারতীয় উপমহাদেশ এমনকি গোটা বিশ্বে অসাম্প্রদায়িক রাজনীতির একজন শক্তিমান নেতা ছিলেন বঙ্গবন্ধু .....

19/08/2025

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সিডনিতে বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া...

19/08/2025

প্রশান্তিকা ডেস্ক : আগামী ৩০ আগস্ট সিডনির প্রবাসী বাংলাদেশিরা পাচ্ছেন এক বিরল সংগীতসন্ধ্যার সাক্ষী হওয়ার সুযোগ.....

15/08/2025

গত বছর আমি দেশ থেকে ডেঙ্গু নিয়ে ফিরেছিলাম। যখন ফিরে আসি, তখনো বুঝতে পারিনি যে সহসাই পরিবর্তনের খেলায় বদলে যাবে ব...

15/08/2025

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন প্রতিবাদ-প্রতিরোধের অমর প্রতীক, মানবতা ও ন্যায়বিচারের অবিচল কণ্ঠস্বর; ত্যাগ, ...

অবার্নে “NDIS Made Easy” ওয়ার্কশপে CALD কমিউনিটির নারীদের তথ্য ও সহায়তা প্রদানপ্রেস বিজ্ঞপ্তি : গতকাল অবার্ন সেন্টার ফ...
11/08/2025

অবার্নে “NDIS Made Easy” ওয়ার্কশপে CALD কমিউনিটির নারীদের তথ্য ও সহায়তা প্রদান

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল অবার্ন সেন্টার ফর দ্য কমিউনিটিতে অনুষ্ঠিত হলো “NDIS Made Easy” শীর্ষক এক প্রাণবন্ত ওয়ার্কশপ, যার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় CALD (Culturally and Linguistically Diverse) কমিউনিটির নারী সদস্যদের কাছে NDIS–এর প্রয়োজনীয় তথ্য, রিসোর্স ও সাপোর্ট পৌঁছে দেওয়া। বিশেষজ্ঞরা মনে করেন, পরিবারে প্রতিবন্ধী সদস্য থাকলে বেশিরভাগ সময় নারীরাই তার যত্ন ও ব্যবস্থাপনার মূল দায়িত্ব পালন করেন, তাই এই ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ওয়ার্কশপটি পরিচালনা করেন কামাল পাশা, যিনি ১৫ বছর ধরে কমিউনিটিতে স্বেচ্ছাসেবী হিসেবে প্রতিবন্ধী অধিকার নিয়ে কাজ করছেন। তিনি একজন NDIS রেজিস্টার্ড বিহেভিয়ার প্র্যাকটিশনার ও মেন্টাল হেলথ রেজিস্টার্ড নার্স, যার কাজের ক্ষেত্র বিস্তৃত—অটিজম, ডেভেলপমেন্টাল ডিলে, মানসিক স্বাস্থ্য থেকে স্কিজোফ্রেনিয়া পর্যন্ত। শিশু থেকে প্রবীণ, মূলধারার অস্ট্রেলিয়ান থেকে CALD কমিউনিটি—সব ধরনের মানুষের সাথে তার কাজের অভিজ্ঞতা রয়েছে।

প্রেজেন্টেশনে ধাপে ধাপে তুলে ধরা হয় NDIS সম্পর্কিত মূল তথ্য, যেমন—NDIS কী ও এর উদ্দেশ্য, যোগদানের শর্ত, মূল নীতি (পছন্দ, নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত প্রয়োজন), ফান্ডিং মডেল, কোন কোন সাপোর্ট ফান্ড হয় (থেরাপি, কমিউনিটি অংশগ্রহণ, সহায়ক প্রযুক্তি, ব্যক্তিগত কেয়ার), আবেদন প্রক্রিয়া, প্ল্যান ম্যানেজমেন্টের বিকল্প এবং সহায়তার উৎস (লোকাল এরিয়া কোঅর্ডিনেটর, সাপোর্ট কোঅর্ডিনেটর, অ্যাডভোকেট ইত্যাদি)।

শেষে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও সমস্যার কথা শেয়ার করেন, আর কামাল পাশা বাস্তবসম্মত পরামর্শ দেন।

সমাপনী বক্তব্যে সিডিএনআই–এর প্রেসিডেন্ট ড. সাবরিন ফারুকি OAM বলেন—“এই সেশনটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে CALD কমিউনিটির নারী সদস্যদের জন্য, যারা ভাষাগত বাধার কারণে সঠিক তথ্য পেতে সমস্যায় পড়েন। এজন্যই পেশাদার দোভাষীর ব্যবস্থা করা হয়েছিল, যাতে সবাই সরাসরি বিশেষজ্ঞের কাছ থেকে সঠিক তথ্য পেতে পারেন।”

ডমেস্টিক ভায়োলেন্স নিয়ে কাজ শুরু করা CDNI বর্তমানে রোড সেফটি, অ্যাডাল্ট আইটি এডুকেশন, মাইগ্রেশন ও ফ্যামিলি সাপোর্টসহ বহুমুখী কর্মসূচি পরিচালনা করছে। এই ধরনের উদ্যোগ কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কামাল পাশা বলেন—“NDIS শুধু একটি সিস্টেম নয়, এটি একটি সুযোগ। আমাদের নারীরা যদি সঠিকভাবে তথ্য পান, তারা পরিবারের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবেন।”NDIS–সম্পর্কিত যেকোনো তথ্য বা সহায়তার জন্য যোগাযোগ:

📧 Email: [email protected]

📱 Mobile: 0404 510 213

11/08/2025

প্রশান্তিকা ডেস্ক : অ্যাডিলেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো বাংলাদেশী জেনারেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন .....

Address

16 Maxwell Street, Macquarie Fields, NSW 2564
Macquarie Fields, NSW
2564

Telephone

61413444437

Website

Alerts

Be the first to know and let us send you an email when Proshantika News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Proshantika News:

Share