Proshantika News

Proshantika News A Bengali community newspaper published in Sydney and around Australia

16/12/2025

নিজেকে আমি ভাগ্যবান মনে করি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ দেখেছি। সে যুদ্ধের সময় আমার বালক বেলায় যে ঐক্য আর সংহতি, ...

একুশে একাডেমী অস্ট্রেলিয়া আয়োজিত শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনসংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশের মহান বিজয় দিবস ...
16/12/2025

একুশে একাডেমী অস্ট্রেলিয়া আয়োজিত শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশের মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী সংগঠন একুশে একাডেমী অস্ট্রেলিয়া গত রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, সিডনির Ashfield Civic Centre–এ এক আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের সূচনা হয় বিকাল ৩:০০টায় Acknowledgement of Country–এর মাধ্যমে। এরপর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ১৯৭১ সালের শহিদ বুদ্ধিজীবী, ১৯৫২ সালের ভাষা শহিদ এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

একুশে একাডেমীর নিজস্ব সাংস্কৃতিক দল ‘অভিযাত্রী’–এর পরিবেশনায় দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন অমিয়া মতিন, অভিজিৎ বড়ুয়া, পিয়াসা বড়ুয়া, রোকসানা, আনিসুর রহমান, লিলি গোমেজ, বেঞ্জামিন গোমেজ ও ছায়া বিশ্বাস। তবলায় সঙ্গত করেন মিঠু বর্মন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একুশে একাডেমী অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ (সাজু)।

কেক কেটে বাংলাদেশের মহান বিজয় দিবসের আলোচনা পর্বের সূচনা করা হয়। আলোচনা সভায় মুক্তিযুদ্ধ, স্বাধীনতার তাৎপর্য এবং প্রবাসে মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন বক্তারা। বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুণ, বীর মুক্তিযোদ্ধা সাইদুজ্জামান খান, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা আবুল এইচ এম হেলাল উদ্দিন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একমাত্র খেতাবপ্রাপ্ত বিদেশি নাগরিক মি. ওডারল্যান্ড, বীর প্রতীক–কে নিয়ে স্মৃতিচারণ করেন ড. কাইউম পারভেজ। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে সিডনির বাঙালি কমিউনিটির সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ড. সিরাজুল হক, গামা আব্দুল কাদির, নেহাল নেয়ামুল বারী, অজয় দাশগুপ্ত, ড. লাভলী রহমান এবং কাউন্সিলর এলিজা রহমান টুম্পা বক্তব্য রাখেন। বক্তারা নতুন প্রজন্মের মাঝে ইতিহাসচর্চা ও সাংস্কৃতিক মূল্যবোধ জাগ্রত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা পর্বের পর শুরু হয় ধারাবাহিক সাংস্কৃতিক আয়োজন। সাংস্কৃতিক পর্বটি উপস্থাপনা করেন আফসানা আহমেদ রুচি। শিশু, তরুণ ও প্রবীণ—সব প্রজন্মের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। দেশাত্মবোধক ও গণসংগীত পরিবেশন করে কিশলয় কচি-কাঁচার আসর। মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন মৌসুমি সাহা এবং তাঁর হাতেগড়া সংগঠন নৃত্যাঞ্জলী ড্যান্স একাডেমি–র সদস্যবৃন্দ।

একক ও দ্বৈত সংগীত পরিবেশন করেন রোকসানা ও আনিসুর রহমান, পিয়াসা বড়ুয়া, অভিজিৎ বড়ুয়া, লিলি গোমেজ এবং অমিয়া মতিন। বীর মুক্তিযোদ্ধা রোকাইয়া খাতুনের লেখনী থেকে পাঠ করেন অনীলা পারভীন।

অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য নৈশভোজের ব্যবস্থা করা হয়। সমাপনী বক্তব্যে ড. সুলতান মাহমুদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য একুশে বইমেলায় সবাইকে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

ড. সুলতান মাহমুদ- সভাপতি, একুশে একাডেমী অস্ট্রেলিয়া

বুলবুল আহমেদ (সাজু)- সাধারণ সম্পাদক, একুশে একাডেমী অস্ট্রেলিয়া

15/12/2025
15/12/2025

তখনও রাত্রি গভীর হয় নাই। শেষ বিকেলের অসামান্য সূর্যাস্তের লাল আভাময় সন্ধ্যা পেরিয়ে হালকা কুয়াশার চাদর মুড়.....

27/11/2025

নীল শাড়িতে রূপা, হলুদ পাঞ্জাবিতে হিমু, ভারী পাওয়ারের চশমায় শুভ্র, বাকের ভাই- মুনা, লজিক-এন্টিলজিকের মিসির আলী—আরো .....

26/11/2025

সিডনি তথা অস্ট্রেলিয়ার বাঙালি কমিউনিটির সর্বজনপ্রিয় ব্যক্তিত্ব গামা আব্দুল কাদির পেয়েছেন ‘কিংসফোর্ড স্মিথ ক.....

সিডনিতে প্রবীণ বাংলাদেশিদের দিনব্যাপী ভ্রমণ : স্মৃতিমাখা আড্ডায় আবেগঘন আয়োজন SBWN-এরগত শনিবার, ২৩ নভেম্বর ২০২৫, সিডনি বা...
23/11/2025

সিডনিতে প্রবীণ বাংলাদেশিদের দিনব্যাপী ভ্রমণ : স্মৃতিমাখা আড্ডায় আবেগঘন আয়োজন SBWN-এর

গত শনিবার, ২৩ নভেম্বর ২০২৫, সিডনি বাংলা উইমেনস নেটওয়ার্ক (SBWN) আয়োজন করে বাংলাদেশি কমিউনিটির প্রবীণ সদস্যদের নিয়ে এক ব্যতিক্রমী দিনব্যাপী নেটওয়ার্কিং ভ্রমণ। বিদেশের মাটিতে থেকেও বাংলাদেশি ‘পুরনো দিনের পিকনিক’-এর আবহ ফিরিয়ে আনা ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

দিনের শুরুতেই SBWN-এর ব্যানার সাঁটা বড় একটি বাস সিডনির তিনটি পয়েন্ট—বল্কাম হিলস, ল্যকেম্বা ও মিন্টো—থেকে উচ্ছ্বসিত খালা-চাচাদের তুলে নিয়ে যাত্রা শুরু করে। বাসে ছিল হাসি-আনন্দ, গল্প-গান, কবিতা আবৃত্তি, খেলা, অগণিত ছবি তোলাসহ টিপিক্যাল বাংলাদেশি আড্ডার উচ্ছ্বাস।

ভ্রমণের চূড়ান্ত গন্তব্য ছিল মনোরম মাউন্ট অ্যানান বোটানিক গার্ডেন। সেখানে সবার জন্য পরিবেশন করা হয় রয়্যাল প্ল্যাটারের সুস্বাদু লাঞ্চ—মালাই চা, গরম কফি আর দারুণ মিষ্টান্ন।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের সুপরিচিত শিল্পী লুতফা। তাঁর মায়াবী কণ্ঠে গাওয়া প্রিয় গানগুলো প্রবীণদের মন ভরিয়ে দেয়। পুরনো দিনের সিনেমার নায়কদের ছবি দেখে চেনার খেলাটি ছিল সবার কাছে দারুণ আকর্ষণীয়—হাসিখুশি মুখ আর নস্টালজিয়ার ঝলকই বলছিল দিনের আনন্দের গল্প।

অনুষ্ঠান সফল করতে বিশেষ ভূমিকা রাখেন স্থানীয় বাংলাদেশি ক্যামডেন কাউন্সিলর এলিজা রহমান। তাঁর সহযোগিতা, পরামর্শ ও কমিউনিটির প্রতি আন্তরিকতা আয়োজনে বিশেষ মাত্রা যোগ করেছে বলে জানায় SBWN।

দিন শেষে বাসে ফেরার সময় ছিল আবেগঘন মুহূর্ত। অনেক প্রবীণই চোখ ভেজা কণ্ঠে জানান—এটি তাদের সিডনির জীবনের অন্যতম সেরা দিন। SBWN তাদের হৃদয়ে নতুন করে জাগিয়ে দিয়েছে বাংলাদেশের স্মৃতি, ভালোবাসা ও অতীতের সুখস্মৃতি।

SBWN জানায়—প্রবীণরাই কমিউনিটির ভিত্তি। তাদের মুখের হাসি আর আনন্দই সংগঠনের সবচেয়ে বড় সাফল্য।

20/11/2025

সংবাদ বিজ্ঞপ্তি: গত ১৭ নভেম্বর সন্ধ্যায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসবাসরত ব্র্যাক ইউনিভার্সিটির প্রাক্তন শিক্.....

Address

16 Maxwell Street, Macquarie Fields, NSW 2564
Macquarie Fields, NSW
2564

Telephone

61413444437

Website

Alerts

Be the first to know and let us send you an email when Proshantika News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Proshantika News:

Share