Amina Alam

Amina Alam Amina Alam | My Life, My Way
Sharing travel diaries, tasty recipes, and beautiful everyday moments. Let’s enjoy life together! 🌸✈️🍲

Good morning! আজকের সকালটা ভালো ছিলো না। শীত তার উপর দিয়ে বৃষ্টি। ফেমিলির কেউ অসুস্থ হলে দিনকাল আরো টেনশনে যায়। আল্লাহ য...
09/07/2025

Good morning!

আজকের সকালটা ভালো ছিলো না। শীত তার উপর দিয়ে বৃষ্টি। ফেমিলির কেউ অসুস্থ হলে দিনকাল আরো টেনশনে যায়। আল্লাহ যেন সবাই কে নেক হায়াত দান করেন, আমিন।।

আমার মনে হয় কোনো পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি হয়ে থাকে তাহলে ছোট সন্তানরা সবচেয়ে বেশি অবহেলিত হয়। বড়রা দেখা যায় যে বাব...
08/07/2025

আমার মনে হয় কোনো পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি হয়ে থাকে তাহলে ছোট সন্তানরা সবচেয়ে বেশি অবহেলিত হয়। বড়রা দেখা যায় যে বাবা - মার ইয়াং সময়টা পায়। বেশি আদর যত্ন পায়। এখানে সেখানে ঘুরতে নিয়ে যায়।

অপরদিকে ছোটদের সময় বাবা - মা ওতো ইয়াং থাকে না। ওতো আদর যত্ন ও পায় না। অন্যদিকে বড়ো বোন বা ভাইয়ের সংসার হয়ে যায়। তাদের বাচ্চাকে দেখার দায়িত্ব
তখন ছোটদের উপর পরে।

যেহেতু আমি পরিবারের ছোট তাই মাঝে মাঝে বলি বড়দের পাল্লায় পড়ে জীবন তেজপাতা হয়ে গেসে 🙂 অথচ বড়োরা ছোটদের কোন দায়িত্ব ঠিকমতো পালন করেনা। প্রত্যেক বাবা মার দরকার সব সন্তান কে সমানভাবে আদর যত্ন করা। এতে ছোটরা বড়দের দিকে তাকায় থাকতে হয়না।

ছোটরাও মানুষ। তাদের ও কাজ থাকে। ইচ্ছা অনিচ্ছা থাকে। তাদের ও জীবন উপভোগ করার স্বাধীনতা আছে। যাইহোক আমার অভিজ্ঞতা থেকে লিখলাম। একেক পরিবার একেকরকম। ভিন্ন ভিন্ন মতামত থাকতে পারে 🌸

❤️
04/07/2025

❤️

বৃষ্টির দিনে খিচুড়ি 🌸সাথে গরুর মাংস, বেগুন ভাজা, বালাচং, ডিম ভাজি 🧡জানিনা এখন পর্যন্ত কেমন রান্না করতে পারি। কিন্তুু ট্র...
01/07/2025

বৃষ্টির দিনে খিচুড়ি 🌸
সাথে গরুর মাংস, বেগুন ভাজা, বালাচং, ডিম ভাজি 🧡

জানিনা এখন পর্যন্ত কেমন রান্না করতে পারি। কিন্তুু ট্রাই করি যেটাই রান্না করিনা কেন যেন মজা হয় 😇

আজকের সমাহার 🍂আমার হাসবেন্ডের প্রতি বছর শীতের সময় একবার সর্দি লাগবেই। আমি নিজে ও সাবধানে থাকি যেন ওর ঠান্ডা না লাগে। বাট...
30/06/2025

আজকের সমাহার 🍂

আমার হাসবেন্ডের প্রতি বছর শীতের সময় একবার সর্দি লাগবেই। আমি নিজে ও সাবধানে থাকি যেন ওর ঠান্ডা না লাগে। বাট শেষ পর্যন্ত সর্দি পেয়ে বলসো ওরে। বললাম চলো তোমাকে ট্রিট দেই।সে ঝাল কিছু খাইতে চাইসিলো, পরে আমরা নেনি চিকেন এ গেলাম। অনেকদিন পর নেনিচিকেন এ যাওয়া হলো 🌸

সাথে আমরা রেগুলার কমবো ফ্রী পেয়ে গেলাম।নেনিচিকেন এর ১০ বছর উপলক্ষে ওরা একটা গিফট ভাউচার ওফার করেছে 🌸

আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার যতটুকু বয়স হয়সে এটুকু লাইফের মধ্যে বেস্ট মুহূর্তগুলো আমি কোথায় কাটিয়েছি? আমি বলবো এই মেয়ে...
29/06/2025

আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার যতটুকু বয়স হয়সে এটুকু লাইফের মধ্যে বেস্ট মুহূর্তগুলো আমি কোথায় কাটিয়েছি? আমি বলবো এই মেয়েটার সাথে পরিচয় হওয়ার পর 🌸

তখন আমি নতুন নতুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এ ওঠি। কাউকে তেমন চিনি না। আমি হলের একটা গ্রুপ স্টাডিতে জয়েন হই। ওই গ্রুপের সম্ভবত আমরা ৬,৭ জন ছিলাম। সেখান থেকে আমাদের পরিচয় 💝

আমি ক্লাস কেজি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমার টুইন বোন জুথির সাথেই ছিলাম। ইন্টারমিডিয়েট এর পর যখন দুজন আলাদা হয়ে গেলাম তখন আমার নিজের সাথে নিজের স্ট্রাগলটা শুরু হয় ইউনিভার্সিটিতে গিয়ে। একা একা চলাফেরা থেকে শুরু করে সব কিছু মেনেজ করা। ছোটবেলা থেকে দেখে আসছি আমার বাবা মা দুজনেই পড়ালেখার প্রতি দায়িত্বশীল। মানে কিছু কর বা না করো বাট পড়ালেখা শেষ করতে হবে এমন টাইপ।

নোয়াখালীতে যখন যাই তখন আমি কিছুই বুঝতাম না। আমি কারো সাথে তেমন কথাই বলতাম না। জাস্ট going with the flow এমন টাইপ লাইফ যাচ্ছিলো। আগে ভাবতাম জীবনে মনে হয় পড়ালেখা বাদে আর কিছু নাই 😅 মোটকথা বাইরের বাস্তবিক দুনিয়া সম্পর্কে আমি এতো জানতাম না।

পরে রুপার সাথে দেখা হওয়ার পর আমি ইউনিভার্সিটি লাইফ ইনজয় করতে লাগলাম। এই প্রথমবার নিজেকে আমি চিনলাম। আমার কি ভালো লাগে। আমি কি করতে পছন্দ করি। মনে হইসিলো যে আমার লাইফ মাত্র শুরু হয়সে 🌷 কারন আগে যেহেতু জুথি সব কিছু মেনেজ করতো সো ও মাশাল্লাহ অনেক কিছু জানতো এবং বুঝতো। সেজন্য বলি টুইন বাচ্চা হওয়ার এখানে একটা সমস্যা। দুই বাচ্চা সমান মেন্টালিটির হয়না। প্রত্যেক বাচ্চাই ভিন্ন। বাচ্চাদের সাথে বাবা মার উচিত কথা বলা। প্রত্যেকের
পছন্দ অপছন্দ গুলো খেয়াল রাখা।

আমার ক্ষেত্রে যেটা হয়সে আমি ছোটবেলা থেকেই কাউকে কিছু শেয়ার করতাম না। বাবা মা ও ওইরকম ভাবে আমার সাথে কখনও কথা বলে নাই বা বুজতো না। রুপার সাথে পরিচয় হওয়ার পর আমি ওর সাথেই সব কিছু শেয়ার করতাম। ইউনিভার্সিটিতে সবাই যখন সিজিপি ওঠানো নিয়ে টেনশনে থাকতো সেখানে আমি জীবন মানে কি সেটা নিয়ে ভাবতাম।

এখন যদি আমাকে কেউ বলে জীবন মানে কি?
আমি বলবো আল্লাহর পথে থেকে লাইফ ইনজয় করা (ঘোরাফেরা)। কারো হক নস্ট না করা বা কারো ক্ষতি না করা। হালাল উপায়ে অর্থ উপার্জন করা। ফ্যামিলির প্রতি দায়িত্বশীল থাকা ( যার যার দায়িত্ব ঠিকমতো পালন করা)। আর লাইফে কোনো কিছু করে বিজি থাকা( নিজেকে ডেভেলপ করা) 🌸

29/06/2025

এই ঠান্ডায় সর্দি-কাশি, গলা ব্যাথার জন্য এক বাটি গরম স্যুপ হতে পারে সবচেয়ে আরামদায়ক রেমিডি 🥣❄️

I don't want to be so smart that I drift away from Allah 💝I want to stay humble, kind, and live a peaceful life🌸When you...
29/06/2025

I don't want to be so smart that I drift away from Allah 💝
I want to stay humble, kind, and live a peaceful life🌸
When you stay connected with Allah, life becomes easier automatically 🌸

যাদের চুল পড়া নিয়ে সমস্যা তারা  ট্রাই করতে পারেন। ধন্যবাদ আপু আমাদের সাথে শেয়ার করার জন্য 😊
29/06/2025

যাদের চুল পড়া নিয়ে সমস্যা তারা ট্রাই করতে পারেন। ধন্যবাদ আপু আমাদের সাথে শেয়ার করার জন্য 😊

Today's rainbow 🌈আজকে ঠান্ডা তো ছিলোই সাথে বৃষ্টিও ছিলো ❄️⛈️ এইরকম আবহাওয়ায় রংধনু প্রায়ই দেখা যায় 🍂
25/06/2025

Today's rainbow 🌈

আজকে ঠান্ডা তো ছিলোই সাথে বৃষ্টিও ছিলো ❄️⛈️ এইরকম আবহাওয়ায় রংধনু প্রায়ই দেখা যায় 🍂

Address

Melton, VIC

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amina Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share