11/12/2025
আমরা তো সবাই দেশকে ভালোবাসি । কিন্তু যারা প্রবাসে থাকে, তাদের মনে হয়, দেশের প্রতি আবেগটা যেন একটু বেশিই থাকে । এত দূরদেশে থেকেও দেশে ভালোবাসা জানানোর সুযোগ পেলাম ।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চলুন, সবাই মিলে আবার একবার জাতীয় সংগীতটি গেয়ে ওঠি-
“আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।”
আমরা সবাই থাকব । আপনি আসবেন তো?
পার্থের অনেক আপু - ভাইয়ের সঙ্গে কল ও মেসেজে কথা হয়েছে।
১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে বাঙালি জাতির মহা উৎসবের দিনে সবার সঙ্গে দেখা হয়ে যাক ।
প্রিয় পার্থবাসী বাংলাদেশি ভাই-বোনেরা,
আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নাগরদোলা পার্থ আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে
🇧🇩 বিজয় দিবস উদযাপন ও বিজয় প্রদর্শনীতে ।
এই আয়োজনের উদ্দেশ্য - আমাদের নতুন প্রজন্মকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে পরিচিত করা, এবং সবাই মিলে বিজয়ের আনন্দ ভাগ করে নেয়া ।
আয়োজনে থাকছে:
✅ মুক্তিযুদ্ধের দুর্লভ ছবি ও ডকুমেন্টারি/প্রদর্শনী
✅ বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার (R & Z Catering)
✅ পরিবারসহ সুন্দর সময় কাটানোর সুযোগ
📍 স্থান: Maddington Community Centre, Perth
🗓️ তারিখ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
⏰ সময়: বিকেল ৫:৩০ – রাত ৯:৩০