Star Vibes

Star Vibes Good cinema can make your day better but some masterpieces can change your life.
(1)

500 million views! That's not just a number, it's huge!দুই চ্যানেল মিলিয়ে ৫০ কোটি ভিউ। প্রথম কোনো বাংলা গান!
24/07/2025

500 million views! That's not just a number, it's huge!

দুই চ্যানেল মিলিয়ে ৫০ কোটি ভিউ। প্রথম কোনো বাংলা গান!

পরে জানিয়ে দেওয়া হবে।
23/07/2025

পরে জানিয়ে দেওয়া হবে।

ঢালিউডে অনেক তারকা আসবে-যাবে, জনপ্রিয়তা পাবে , ভালো কাজ করবে , হিট সিনেমা দিবে কিন্তু  এই পাঁচ জন যেভাবে মানুষের মনে স্থ...
23/07/2025

ঢালিউডে অনেক তারকা আসবে-যাবে, জনপ্রিয়তা পাবে , ভালো কাজ করবে , হিট সিনেমা দিবে কিন্তু এই পাঁচ জন যেভাবে মানুষের মনে স্থায়ীভাবে আসন গেড়েছে তা আর কোনো তারকার পক্ষে সম্ভব না।

এরাই ঢালিউডের ইতিহাসে দীর্ঘ সময় এক নাম্বার পজিশন হোল্ড করেন ( দীর্ঘ ক্যারিয়ারের আলোচনায় সালমান আসবে না কিন্তু তার স্টাইলিশ , অভিনয় তাকে প্রজন্ম থেকে প্রজন্ম অমর করে রেখেছে , সেজন্য রাখা হয়েছে)।

প্রকৃতপক্ষে, এই পাঁচজনই ঢালিউডের পঞ্চরত্ন।

আগের বাদল খন্দকারকে দেখি অনেকটা মোশাররফ করিমের মতো লাগছে!  আর কোন সিনেমার দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন; সেটা তো না বললেও চলবে।
22/07/2025

আগের বাদল খন্দকারকে দেখি অনেকটা মোশাররফ করিমের মতো লাগছে!

আর কোন সিনেমার দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন; সেটা তো না বললেও চলবে।

দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।মাইলস্টোনের টিচার মেহরিন চৌধুরী নিজে ৮০% দগ্ধ হয়েছেন। কিন্তু নিজের ছাত্রছাত্রীদের ফেলে বেরিয়ে...
22/07/2025

দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।
মাইলস্টোনের টিচার মেহরিন চৌধুরী নিজে ৮০% দগ্ধ হয়েছেন। কিন্তু নিজের ছাত্রছাত্রীদের ফেলে বেরিয়ে যাবার মতো বুদ্ধিমতী ছিলেন না। শুধু বলছিলেন, দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।

আমি অনেকদিন শিক্ষকতা করায় বিষয়টি কিছুটা বুঝতে পারি। কিসের মায়ায় তিনি বের হতে পারেননি। নিজের ছাত্রছাত্রীদের প্রতি যে মায়া একজন শিক্ষকের কাজ করে তার সঙ্গে আর কোনোকিছুর তুলনা হয় না।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষিকা মেহরিনের সাহসিকতায় অন্তত ২০ জন শিক্ষার্থীর প্রাণ রক্ষা সম্ভব হয়েছে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক সেনা সদস্য বলেন, “ম্যাডাম ভিতরে ঢুকে গিয়ে বাচ্চাগুলারে বের করে দিছেন, তারপর উনিই বের হতে পারেন নাই।”

নিজের জীবন উৎসর্গ করে ২০টি তাজা প্রাণ বাঁচালেন এই মহীয়সী নারী।

বাংলাদেশ ধন্য সকল বাংলাদেশি ধন্য এমন একজন শিক্ষিকা তাদের দেশে জন্মেছে।

শত শত সালাম সেই মায়ের প্রতি যার গর্ভে মেহরীন চৌধুরী নামক রত্নটি জন্মেছে।

মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন।

সব কটা ফুল যদি ছিঁড়ে নেয় তারা
সব কটা ডাল যদি ভেঙে দেয় তারা
শেষ হলে ধ্বংসের সব পায়তারা
নিত্য সুফলা মাঠে জন্মাবে চারা
শাখা প্রশাখায় ভরে যাবে ফুলকলি
সুরভির সমাবেশে জড়ো হবে অলি
আবার নতুন করে ছড়াবে সুঘ্রাণ
আবারও নতুন সুরে সাজাবে সে গান
রোখা কি যাবে আর
বসন্তকে কি আর রুখে দেয়া যায়...

Ma'ruf Raihan Khan

সত্যিই আর নেয়া যাচ্ছে না
21/07/2025

সত্যিই আর নেয়া যাচ্ছে না

জুনায়েত আর নেই....😞
21/07/2025

জুনায়েত আর নেই....😞

আফরান নিশো আর সিয়াম আহমেদ মুখোমুখি হয়েছিলেন চরকির প্রথম রিলিজ শিহাব শাহীনের মরীচিকা সিরিজে। তবে রিয়েল ফেস-অফ টা দেখা যাব...
21/07/2025

আফরান নিশো আর সিয়াম আহমেদ মুখোমুখি হয়েছিলেন চরকির প্রথম রিলিজ শিহাব শাহীনের মরীচিকা সিরিজে। তবে রিয়েল ফেস-অফ টা দেখা যাবে আগামী ঈদ-উল-ফিতরে।

Pray for Milestones all... 😥🤲
21/07/2025

Pray for Milestones all... 😥🤲

গাংচিলের নতুন মিউজিক ভিডিও তে পারফর্ম করবেন শরাফ আহমেদ জীবন এবং বুবলি। গানে কণ্ঠ দিয়েছেন নিলয় আহমেদ এবং কোনাল। তানিম রহম...
21/07/2025

গাংচিলের নতুন মিউজিক ভিডিও তে পারফর্ম করবেন শরাফ আহমেদ জীবন এবং বুবলি। গানে কণ্ঠ দিয়েছেন নিলয় আহমেদ এবং কোনাল। তানিম রহমান অংশুর ডিরেকশনে মিউজিক ভিডিও টি দেখা যাবে গাংচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে।

তান্ডবের ব্যবসায়িক দিক বিবেচনা করলে আফসোস ই করতে হয়। অথচ এই মুভিতে শাকিব খান কি দুর্দান্ত অভিনয় টাই না করেছে। সম্প্রতি F...
21/07/2025

তান্ডবের ব্যবসায়িক দিক বিবেচনা করলে আফসোস ই করতে হয়। অথচ এই মুভিতে শাকিব খান কি দুর্দান্ত অভিনয় টাই না করেছে। সম্প্রতি Farhan Roman এর ফটোগ্রাফিতে তান্ডবের শুটিং এর স্টিল গুলো দেখা যাচ্ছে। যেমন শাকিবের এক্সপ্রেশন, তেমন ফটোগ্রাফি টাও দুর্দন্ত।

রিসেন্ট ক্লিকে আফরান নিশো....💥💥
21/07/2025

রিসেন্ট ক্লিকে আফরান নিশো....💥💥

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Star Vibes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share