উদাহরণ - Udahoron

উদাহরণ - Udahoron Sharing my journey as an international student | Real-life stories | A touch of fashion 💫 Styling 🇧🇩🇦🇺”

এই ছেলেটা কেন জানি আর ছবি তুলতে চায় না, ধরে বেঁধে যদি এক দুইটা তুলতে পারি 🙄🙄🙄 He has become a grown man now 🥴🥴🥴
19/08/2025

এই ছেলেটা কেন জানি আর ছবি তুলতে চায় না, ধরে বেঁধে যদি এক দুইটা তুলতে পারি 🙄🙄🙄 He has become a grown man now 🥴🥴🥴

28/07/2025

আমাদের বাংলাদেশী খাবারের স্বাদ তো অতুলনীয়, কি বলেন আপনারা 🤤🤤🤤🤤

22/07/2025

একটা পরিবার, একটা স্বপ্ন। কিন্তু এক নিমিষেই সব শেষ। কেউ হয়তো কল্পনাতেও ভাবেনি এমন কিছু ঘটবে। কয়েক সেকেন্ডের মধ্যে সব পুড়ে ছাই, বাচ্চাগুলোর নিষ্পাপ প্রাণগুলো নিভে গেল চিরতরে। বাবা-মা কিভাবে সহ্য করবেন এই ক্ষতি?
আমরা তো বড় হয়ে গেছি, তবুও বাবা-মা আজও বারবার বলেন, 'সমুদ্রের ধারে যাস না, পাহাড়ে উঠিস না, এটা করিস না, ওটা করিস না।’ আর ওসব ছোট্ট শিশুগুলো এতটাই নিষ্পাপ যে বুঝে ওঠার আগেই জীবনের আলো নিভে গেল।

গতকাল থেকে বুকটা ভার হয়ে আছে। কিছুই ভালো লাগছে না। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় জানো কী? আমরা বাঙালিরা হয়তো কোনোদিন সত্যিকারের মানুষ হতে পারবো না। 'ভাইরাল' হওয়ার নেশা আমাদের ভিতর থেকে মনুষ্যত্বটা শুষে নিচ্ছে। একটা ভিডিওতে দেখলাম, শিশুটির পুরো শরীর পুড়ে গেছে, সাদা অংশ বেরিয়ে এসেছে, অথচ তাকে উদ্ধার না করে ভিডিও বানানো হচ্ছে—কারণ সেটি পোস্ট করলে 'রিচ' আসবে!

এই অবস্থায় কিভাবে কেউ ফোন বের করতে পারে? বিবেক কি একটুও কাজ করে না? আমরা ভুলে যাই, এই পৃথিবীতে কেউ থাকবে না, সবাইকেই একদিন চলে যেতে হবে।

আরও দেখলাম—সব কিছুর দাম বেড়ে গেছে: সিএনজি ভাড়া, রিকশা ভাড়া, পানির দাম। এই জাতি টাকা-পয়সাকে মাথায় বসিয়ে মনুষ্যত্বকে গিলে ফেলছে।

আমার মা আগে বলতেন, 'এই ফোনটা কেন এলো পৃথিবীতে?' এখন আমিও সেটাই মনে করি। এই নেশা আমাদের ভিতরের মানুষটাকে মেরে ফেলছে। আগে যখন এসব ছিল না, তখনই মনে হয় পৃথিবীতে শান্তি ছিল বেশি।

মনের ভেতর শান্তি নেই... সেই নিষ্পাপ শিশুদের জন্য খারাপ লাগছে। কতটা কষ্ট পেয়েছে তারা।

অস্ট্রেলিয়ায় প্রথম দিনগুলোর কথা আজ হঠাৎ করেই খুব মনে পড়লো।আমি যখন প্রথম একা একা অস্ট্রেলিয়ায় আসি, তখন শুভ আমার সাথে...
20/07/2025

অস্ট্রেলিয়ায় প্রথম দিনগুলোর কথা আজ হঠাৎ করেই খুব মনে পড়লো।
আমি যখন প্রথম একা একা অস্ট্রেলিয়ায় আসি, তখন শুভ আমার সাথে ছিল না। আমি তখন একটা হোস্টেলে থাকতাম। পড়াশোনা, কাজ, বাসার দায়িত্ব সব কিছু একাই সামলাতে হতো।
তবে দিনের সব থেকে কষ্টের সময়টা ছিল lunch বা dinner এর সময়। খেতে বসলে হঠাৎ একা একা নিজেকে অনেক বেশি ফাঁকা লাগতো। চারপাশে মানুষ থাকলেও নিজের মানুষ না থাকলে বুঝতে পারতাম, আসলে একাকীত্ব কী জিনিস।
তখন মনে হতো একটা গরম ভাত, আর পরিচিত মুখের সাথে একটু কথা বলার মতো আরাম বোধহয় আর কিছুতেই নেই।

আজ হঠাৎ করেই সেই দিনগুলোর কথা মনে পড়ে মনটা একটু নরম হয়ে গেলো। জীবন যতই ব্যস্ত হোক, কিছু মুহূর্ত মনের এক কোণে ঠিকই গেঁথে থাকে… 🌸

19/07/2025

Came to work and saw chef making fuchka – pure emotion for any Bangladeshi! 🥹 My work bestie said ‘I’ll make one for you’… then ate it himself. Thanks for the emotional support, bro! 😂🇧🇩 "

এই ব্যস্ত জীবনের দৌড়ঝাঁপে সব কিছু যেন তালগোল পাকিয়ে যায় ক্লাস, কাজ, assignment, দায়িত্বের পাহাড়। কিন্তু এত কিছুর মাঝেও...
17/07/2025

এই ব্যস্ত জীবনের দৌড়ঝাঁপে সব কিছু যেন তালগোল পাকিয়ে যায় ক্লাস, কাজ, assignment, দায়িত্বের পাহাড়। কিন্তু এত কিছুর মাঝেও একটা জিনিস করতে কখনও ভুল হয় না—শাড়ি আর গহনার পেজ চেক করা।
সময় পেলেই একটু ঘুরে আসি, একটার পর একটা শাড়ি আর গহনা দেখেই যেন মনটা ভালো হয়ে যায়। রঙিন শাড়ি, ঝকঝকে গয়না ,সব কিছু যেন একটু সময়ের জন্য হলেও আমাকে আমার নিজের জগতে ফিরিয়ে নিয়ে যায়।
আলমারিতে শাড়ি আর গহনাও কম নেই, কিন্তু এখনকার জীবনে পরারই আর সময় হয় না।
তবুও... দেখলেই একটা শান্তি পাই। মনে হয়, এরা যেন শুধু ভালোবাসার স্মৃতি হয়ে পাশে আছে—না পরলেও প্রতিদিন মনে করিয়ে দেয়, আমি এখনো সেই রঙিন আমি… 🥹🥹🥹

02/07/2025

অস্ট্রেলিয়ায় আসার আগে অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন। জীবনটা অনেক সহজ হয়ে যাবে, আর আমার মতো এইভাবে বাস মিস করতে হবে না 🥴🥴

26/06/2025

ইশ…
আগের এই সব মুহূর্তগুলোর ভিডিও এখন দেখে হৃদয়টা ভরে যায়, আবার একটু হাহাকারও জাগে মনের গভীরে।
কত না সাজগোজ, প্রতিদিনের সেই শাড়ি পরা, গয়নার ঝলক, নিজের মতো করে নিজেকে সময় দেওয়া—সবই ছিলো এক অন্যরকম আনন্দে ভরা জীবন।
আবার যদি পারতাম ফিরে যেতে সেই দিনগুলোতে...
আবার যদি প্রতিদিন শাড়ি আর গয়নায় নিজেকে সাজাতে পারতাম আগের মতো...
মনটা বড়ই আনমনা হয়ে যায় এই ভাবনায়। 💭🥹💫
"স্মৃতি শুধু পেছনে টানে না,
সাজতে ইচ্ছে করে আবার নতুন করে।" 💛

23/06/2025

শখের ইন্ট্রোভার্ট মানুষটারে অনেক কষ্টে রাজি করায়া বকুলতলায় ভিডিও বানাতে নিয়েছিলাম… ক্যামেরা অন হতেই এমন মুখ করলো, আমি তো হাসি চাপতেই পারলাম না!" 😅🎥🌸

22/06/2025

এখন তো আর শাড়ী পড়া হয় না তাই আগের ছবি দিয়েই ফোন মেমরি ভর্তি 😑😑

21/06/2025

মেঘলা দিনে একলা কি ঘরে মন থাকে….

"অনেকে ভাবে—এতো কষ্ট হলে দেশের বাইরে পড়তে আসি কেন? একজন বলেছিল—‘এতো কষ্ট হলে যান কেন? আর যারা যায় তারা আর ফিরে আসে না ক...
20/06/2025

"অনেকে ভাবে—এতো কষ্ট হলে দেশের বাইরে পড়তে আসি কেন? একজন বলেছিল—‘এতো কষ্ট হলে যান কেন? আর যারা যায় তারা আর ফিরে আসে না কেন 🤔 !!!!!
আমি বলি—হ্যাঁ, স্টুডেন্ট লাইফে কষ্ট অনেক। মানিয়ে নিতে হয়, একা লড়তে হয়।
কিন্তু এই কষ্টটাই আস্তে আস্তে পথ দেখায়—একটা ভালো job, একটু একটু করে stability…
সময় লাগলেও, নিজের জায়গা বানিয়ে নেওয়া যায়।
সবাই যে সুখের ছবি দেখে, তার পেছনে থাকে অনেক না বলা গল্প।
কষ্ট থাকে, কিন্তু স্বপ্নটা থাকে বলেই হাল ছেড়ে দেওয়া যায় না।"

Address

8 Glesna Place
Perth, WA
6148

Telephone

+8801778509499

Website

Alerts

Be the first to know and let us send you an email when উদাহরণ - Udahoron posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উদাহরণ - Udahoron:

Share