উন্মাদ"

উন্মাদ" First of all welcome you to in my page. This page is only for funny content. I am trying to entertain you by this page. Thank you��

So please stay with me and keep support my page.

07/08/2024

#সুদ_মানে_কি

সুদ মানে আল্লাহ ও তার রাসুল মুহাম্মাদ (স)'র বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করা। সুদ মানে নিজের জন্মদাতা মায়ের সাথে "জিনা করা" আই রিপিট! নিজের মাকে বিয়ে করা। এগেইন রিপিট! মায়ের সাথে সেক্স করা!

সুদ মানে পরকালে রক্তের নদীর সাঁতার কাটা। সুদ হল পরকালে সাপ ভর্তি বিশাল পেটের আযাব ।

সুদ মানে মাথা চুর্ণ বিচুর্ণ করার ইলাহি শাস্তি। সুদ মানে পশ্চিমা পুঁজিবাদ। গরিবের রক্ত চুষে চুষে ধনিক শ্রেণীর অট্টালিকা তৈরি হওয়া।

সুদ হল এক দিনারে ৩৬ বার জিনার অপরাধ। আর এক জিনা মানে ১০০ বেত্রাঘাত। এক বিবাহিত ব্যক্তির জিনা মানে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপে করে রজম করা!

সুদ মানে মহানবী (স) এর নিজের জবানে দেওয়া লা'নাত! প্রত্যেক সেই ব্যক্তি যে খাবে, যে দিবে, যে লিখবে আর যে স্বাক্ষী থাকবে! এই প্যারার প্রতিটি কথাই প্রতিটি শব্দই পবিত্র কুরআন ও নবী (স) এর হাদিসের মর্মার্থ।

পুরো দুনিয়া ও দুনিয়ার পুজারীদের কাছে এগুলো শুধু "কিছু মৌলবাদী কন্সেপ্ট"! মাত্র। আর বলা বাহুল্য পুরো পশ্চিমা বিশ্বে এগুলো সাম্প্রদায়িক কন্সেপ্ট!

এগুলো হল মাত্র একজন ব্যক্তির সুদের ভয়াবহতা! আর যদি কেউ পুরো একটা জাতীর কোটি কোটি মানুষকে সুদখোর বানানোর কোন মেশিন আবিষ্কার করে? এক একটা মানুষকে? তখন!

হায় আফসোস কি দ্বীনের বুঝ আমাদের!
কি আবেগি অজ্ঞতা! কিসের জন্য সংগ্রাম?
শত শহীদের রক্তে দাঁড়িয়ে কি বিশাল ব্যর্থতা!

- আবু তোহা মোহাম্মদ আদনান ❤️

আমার শৈশব✍️আবদুল্লাহ আল নোমান তুমি ছোট ফেনী নদী তুমি বিলীন করলে আমার,শৈশবের সেই স্মৃতি মাখা দিনগুলি তুমি করলে আমায় নিঃস্...
31/12/2023

আমার শৈশব
✍️আবদুল্লাহ আল নোমান

তুমি ছোট ফেনী নদী
তুমি বিলীন করলে আমার,
শৈশবের সেই স্মৃতি মাখা দিনগুলি
তুমি করলে আমায় নিঃস্ব!
বারবার মনে পড়ে আমার শৈশবের সেই দৃশ্য।
কি ছিল হায়!
কি করিলে আমায়?
তুৃমি নিয়ে গেলে আমার ভিটা-মাটি
করে দিয়ে গেলে বিলীন আমার শৈশব।

18/12/2023

তোমার শতশত বন্ধু আছে; এটা আশ্চর্যের বিষয় না।

আশ্চর্যের বিষয় এটা যে তোমার এমন একজন বন্ধু থাকা- যে শতজন তোমার বি;রু;দ্ধে গেলেও সে তোমার পাশে এসে দাঁড়াবে।'❤

11/12/2023

❤️‍🩹

আঠারোতে ভালোবাসায় উ'ন্মাদ ছেলেটা চব্বিশে এসে ভীষন ভালোবাসা বিদ্বেষী!ষোলতে লুকিয়ে প্রেমিকের কাছে  চিঠি লেখা মেয়েটা বাইশে ...
06/12/2023

আঠারোতে ভালোবাসায় উ'ন্মাদ ছেলেটা চব্বিশে এসে ভীষন ভালোবাসা বিদ্বেষী!
ষোলতে লুকিয়ে প্রেমিকের কাছে চিঠি লেখা মেয়েটা বাইশে এসে অন্য সংসারের রমনী!

মানুষ তা কখনোই পায়না যা সে চায়। মানুষ তাই পায় যা তার নিয়তিতে লিখা থাকে, জন্মানোর আগে লিখা এই নিয়তি কখনোই বদলানো যায় না, শত চেষ্টা করলেও নিয়তির বাইরে কিছুই হয়না।

মানুষ জানে ভালোবাসলে কাঁদতে হয়, রাতের ঘুম বিসর্জন দিয়ে অন্যকে নিয়ে ভাবতে হয়, তার পরও মানুষ ভালোবাসে, মায়ায় পড়ে, সমাজে নি'ষিদ্ধ বলেই ভালোবাসার প্রতি মানুষের এত আসক্তি, ভালোবাসা যদি প্রসিদ্ধ হতো তবে মানুষ হতো চরম ভালোবাসা বিদ্বেষী!🖤🌸
©

👩🏻‍🦰⁉️
28/11/2023

👩🏻‍🦰⁉️

সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি,আলহামদুলিল্লাহ_☝️🥰
27/11/2023

সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি,আলহামদুলিল্লাহ_☝️🥰

23/11/2023

নবিজী (সাঃ) বলেছেন শেষ জামানার এক শ্রেণীর মেয়ে আসবে যারা পুরুষের কাপড় পড়ে ঘুরবে 🥺

Alhamdulillah 🙂
22/09/2023

Alhamdulillah 🙂

20/09/2023

বজ্র কন্ঠে আওয়াজ তুলো।✊রাসূল সাঃ কে মরুভূমির কুখ্যাত ডাকাত বলে গালি দেওয়ায় এই কুলাঙ্গারকে অবিলম্বে আইনের আওতায় আনা হোক।V...
05/08/2023

বজ্র কন্ঠে আওয়াজ তুলো।✊
রাসূল সাঃ কে মরুভূমির কুখ্যাত ডাকাত বলে গালি দেওয়ায় এই কুলাঙ্গারকে অবিলম্বে আইনের আওতায় আনা হোক।

Video link :-
সবাই রিপোর্ট মারেন ফেজ টা তে।🫵
কুকুর এর বাচ্চা টা কে রুখে দিন।🤬
https://www.facebook.com/AsadNoor.V/videos/806698471190044/?mibextid=rS40aB7S9Ucbxw6v

আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা বুক ফুলিয়ে বলেন,"আমি উচিৎ কথা বলতে কাউকে ছাড়ি না!উচিৎ কথা মুখের উপর বলে দেই!"...
25/07/2023

আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা বুক ফুলিয়ে বলেন,

"আমি উচিৎ কথা বলতে কাউকে ছাড়ি না!
উচিৎ কথা মুখের উপর বলে দেই!"

আপনি অনেক স্ট্রেইট ফরোয়ার্ড!
যা মনে আসে তাই বলেন!
গালাগাল সহ সরাসরি মুখের উপর সব বলে দেন!
সব মহলে ঠোটকাটা স্বভাবের হিসেবে আপনি পরিচিত!
সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্বও করেন!

ইসলাম ধর্মে এটাকেই "লুমাযাহ" বলা হয় ।
◾যে ব্যক্তি:-
✍️ সরাসরি কাউকে লাঞ্চিত ও তুচ্ছ-তাচ্ছিল্য করে।
✍️ কাউকে তাচ্ছিল্য ভরে কোনকিছু নির্দেশ করে (আঙুল,চোখ, মাথা বা ভ্রু দ্বারা) ।
✍️ কারও অবস্থান বা পদবি নিয়ে তাকে ব্যাঙ্গ করে।
✍️ কারো বংশের নিন্দা করে বা বংশ নিয়ে কথা বলে।
✍️ কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলে, অপমান করে।
✍️ কারও মুখের উপর তার সম্পর্কে বিরুপ মন্তব্য করে।
✍️ সরাসরি বাজে কথা দিয়ে কাউকে আঘাত করে।
✍️ কাউকে এমন কোনো কথা বললো যাতে আরেকজন কষ্ট পাবে।
✍️ অসন্মান করে কথা বললো।

উপরোক্ত ব্যক্তিরাই মূলতঃ "লুমাযাহ" এর অন্তর্ভুক্ত।

আল্লহ্‌ সুবহানাহু ওয়া তা'আলা এই মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন। নয়তো তাদের জন্য অনিবার্য ধ্বংসের সতর্ক বাণী দিয়েছেন।
আল্লাহ তাদের প্রতি কঠোর লানত করেছেন।

নবী (সাঃ) বলেছেন, "যার ভিতরে নম্রতা নেই, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত"।

আসুন, আমরা একটু নরম হই, একটু সহনশীল হই, অন্তরকে পরিশুদ্ধ করি।
মনে রাখবেন- আল্লাহ যাকে নম্রতা দিয়েছেন, তিনি দুনিয়ার সেরা নিয়ামাহ পেয়ে গেছেন।

হয়তো আমিও লুমাজার অন্তর্ভুক্ত, তবে চেষ্টা করছি নিজেকে বাঁচাতে। আল্লাহ তৌফিক দান করুন।

আল্লাহ্ আমাদের সবাইকে হিদায়াত দান করুন।
আমীন 🤲

Address

Jeddah

Alerts

Be the first to know and let us send you an email when উন্মাদ" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share