28/07/2024
লিখতে গিয়ে যখন বারবার মুছে ফেলি,
তখন বুঝি - আমি স্বাধীন না।
বলতে গিয়ে যখন ভাবি চুপ থাকাই ভালো,
তখন বুঝি - আমি ভীতু,
স্বাধীনতা আমার জন্য না।
আল্লাহ নিরবে তোমার কাছে বিচার দিলাম।
তুমি এদের বিচার দুনিয়াতেই করিও।🤲