02/09/2025
"প্রথম দিন ইন্টার্নশিপ করতে গিয়ে টানা ৮ ঘণ্টা ডেস্কে বসে থাকা আমার জন্য ছিল একেবারে অসহ্য। পুরো শরীর ব্যথা করছিল, জ্বর এসে গিয়েছিল। তখন ভাবছিলাম, মানুষ কীভাবে প্রতিদিন ৯টা থেকে ৫টা এভাবে জব করে? মনে হয়েছিল, আমার পক্ষে কোনোদিনই এটা করা সম্ভব না।
আজ প্রায় ৫ বছর হতে চলল — আমি রোজ ৯টা থেকে ৫টা অফিস করি, বাসায় ফিরি, আবার বাসার কাজ করি, কোনো রকম সমস্যা হয় না।
আসলে সব কিছুই অভ্যাসের ব্যাপার। একটু সময় লাগলেও মানুষ তার জীবনের প্রয়োজনীয় জিনিসগুলোকে নিজের অভ্যাসে পরিণত করেই ফেলে।
শুরুর দিকে যেটা অসম্ভব মনে হয়, এক সময় সেটাই হয়ে যায় একেবারে স্বাভাবিক।"