30/08/2024
সম্প্রতি প্রথম আলো একটি জরিপ করে 'শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা উচিত কিনা । ৯৩% উত্তরদাতা বলেছেন 'হ্যাঁ, নিষিদ্ধ করা উচিত।
আমার ধারণা, আরেকটা জরিপ যদি করা হয়,'শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তচিন্তার চর্চা চালু রাখা উচিত নাকি নিষিদ্ধ করা উচিত। আমার ধারণা বেশিরভাগ উত্তরদাতা বলবেন, শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তচিন্তার চর্চা চালু রাখা উচিত।
সমস্যাটা এইখানেই। কারণ মুক্তচিন্তার চর্চার যে কয়টা মাধ্যম রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে রাজনীতি। তাহলে রাজনীতি বন্ধ করলে মুক্তচিন্তার চর্চা হবে কেমনে। বাস্তবতা হচ্ছে, আমাদের প্রজন্ম শিক্ষাপ্রতিষ্ঠানে যে রাজনীতি দেখেছে, তাতে জ্ঞানের চর্চা পুরোপুরি অনুপস্থিত। এই রাজনীতির চর্চাটা পুরোপুরি পেশিশক্তি নির্ভর। মানুষ এই পেশিশক্তির চর্চার উপর বীতশ্রদ্ধ।
শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে কিনা সেটা সামনে সময় বলে দেবে। তবে, যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ না হয়, তাহলে সেই রাজনীতি যেন হয় জ্ঞানের চর্চা, একাডেমিক আলোচনা তথা মুক্তবুদ্ধির চর্চা।