Tayeb Chowdhury's Desk

Tayeb Chowdhury's Desk Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tayeb Chowdhury's Desk, Digital creator, Sydney.

30/08/2024

সম্প্রতি প্রথম আলো একটি জরিপ করে 'শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা উচিত কিনা । ৯৩% উত্তরদাতা বলেছেন 'হ্যাঁ, নিষিদ্ধ করা উচিত।

আমার ধারণা, আরেকটা জরিপ যদি করা হয়,'শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তচিন্তার চর্চা চালু রাখা উচিত নাকি নিষিদ্ধ করা উচিত। আমার ধারণা বেশিরভাগ উত্তরদাতা বলবেন, শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তচিন্তার চর্চা চালু রাখা উচিত।

সমস্যাটা এইখানেই। কারণ মুক্তচিন্তার চর্চার যে কয়টা মাধ্যম রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে রাজনীতি। তাহলে রাজনীতি বন্ধ করলে মুক্তচিন্তার চর্চা হবে কেমনে। বাস্তবতা হচ্ছে, আমাদের প্রজন্ম শিক্ষাপ্রতিষ্ঠানে যে রাজনীতি দেখেছে, তাতে জ্ঞানের চর্চা পুরোপুরি অনুপস্থিত। এই রাজনীতির চর্চাটা পুরোপুরি পেশিশক্তি নির্ভর। মানুষ এই পেশিশক্তির চর্চার উপর বীতশ্রদ্ধ।

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে কিনা সেটা সামনে সময় বলে দেবে। তবে, যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ না হয়, তাহলে সেই রাজনীতি যেন হয় জ্ঞানের চর্চা, একাডেমিক আলোচনা তথা মুক্তবুদ্ধির চর্চা।

30/08/2024

সম্প্রতি জো বাইডেনের সাথে ফোনালাপের পরে নরেন্দ্র মোদির এক এক্স বার্তার মাধ্যমে বাংলাদেশের বিষয়ে ভারতের আগ্রহের বিষয়টা আবার সামনে চলে আসে।

একটা বিষয় না বললেই না। তা হচ্ছে বাংলাদেশের ভিতর যদি গণতন্ত্র শক্তিশালী অবস্থায় না থাকে এবং ইনস্টিটিউশনগুলি যদি কার্যকরী অবস্থায় না থাকে, তাহলে ভারত সেই সুযোগে সরকারগুলির উপর চাপ দিয়ে নিজের স্বার্থ উদ্ধার করতে পারে সহজে। কিন্তু বাংলাদেশে গণতন্ত্র এবং ইনস্টিটিউশনগুলি সুসংহত অবস্থায় থাকলে, চাপ দিয়ে স্বার্থ উদ্ধার করাটা ভারতের জন্য কঠিন হয়ে পরে। যে কারণে দেখা যায় বাংলাদেশ রাষ্ট্রের সাথে বন্ধুত্ব স্থাপনে আগ্রহী না হয়ে ভারত বরং একটা দলের সাথে সম্পর্ক স্থাপনে বেশি আগ্রহী।

একটা বিষয় খুব পরিষ্কার। বাংলাদেশ এবং ভারত পরস্পরের প্রতিবেশী রাষ্ট্র। দুই রাষ্ট্রকেই পরস্পরের অখণ্ডতা নিশ্চিত করতে সাহায্য সহযোগিতা করতে হবে। এক্ষেত্রে সম্পর্কটা হতে হবে বন্ধুত্বের। প্রভু-ভৃত্যের না। এবং সম্পর্কটা হতে হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের। এবং ভারতকে বাংলাদেশের আভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে হবে।

আর আমাদেরকে কাজ করতে হবে আমাদের দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা সর্বোপরি ইন্সটিটিউশনগুলি যেন শক্তিশালী অবস্থায় থাকে সেটা নিশ্চিত করতে।

30/08/2024

বিগত আওয়ামীলীগ সরকারের ১৫ বছরের শাসনামলে যে অভিযোগগুলি প্রধান সেগুলি হচ্ছে -
১) ব্যাপক দুর্নী*তি
২) ব্যাঙ্ক লুট*পাট
৩) গু*ম, খু*ন
৪) মানুষের ভো*টা*ধিকার কেড়ে নেয়া।

কিন্তু এসব অভিযোগকে ছাপিয়ে যেটা সবচেয়ে মারা*ত্মক সেটা হচ্ছে, আন্দোলনের সময় নি*র্বিচা*রে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রকাশ্যে রাস্তায় গু*লি করে হ*ত্যা। এই হত্যা*কাণ্ডের বিচা*র হওয়াটা খুব জরুরি।

কিন্তু, যেটা আশংকার কথা সেটা হচ্ছে , বিভিন্ন জায়গায় ঢালাওভাবে মা*মলা দেয়া। বিভিন্ন পত্র পত্রিকার রিপোর্ট থেকে মনে হচ্ছে মাম*লাগুলি খুব গুছিয়ে দেয়া হচ্ছে না। খুব ভালোভাবে পর্যালোচনা করে এবং পর্যাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এবং মাম*লার মেরিট দেখে যদি মাম*লা দেয়া না হয়, একসময় মাম*লার মেরিটের দুর্বলতার কারণে মাম*লাগুলি থেকে বিচার পাওয়া কঠিন হয়ে যাবে। একটু খুলে বলি, তর্কের খাতিরে ধরি, মাম*লার মেরিট দুর্বল এবং কোনোভাবে রাজ*নৈ*তিক পট পরিবর্তন হলো। তাহলে, মাম*লার এজাহার বা অন্য দুর্বলতার কারণে মাম*লাগুলি মুখ থুবড়ে পড়বে। ফলে, এতগুলি মানুষের হত্যা*কাণ্ডের আর বিচার হবে না।

তাই, প্রচুর পর্যাপ্ত বিচার বিশ্লেষণ করে এবং পর্যাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে মাম*লা দেয়াটা জরুরি বলে মনে হয়। নাহয় যত মাম*লাই হোক, একসময় কাঙ্খিত বিচার পাওয়া হবে না । কারণ, মাম*লার সংখ্যার চেয়ে মাম*লার মেরিট বেশি গুরুত্বপূর্ণ।

28/08/2024

সময়টা ২০০৫ সালের দিকে। মাত্রই পাশ করে বেড়িয়েছি। চাকরি বাকরি নাই, হাতে অনেক সময়। তখন বিভিন্ন বিষয় নিয়ে টুকটাক পড়াশুনা করতে লাগলাম। একদিন একটা টপিক পেলাম পড়ার জন্য। টপিকটা হচ্ছে ফ্যাসিজম।

ফ্যাসিজম কি বোঝার চেষ্টা করছি, এর বৈশিষ্ট্য বোঝার চেষ্টা করছি। সবই তাত্ত্বিক। বইয়ে ফ্যাসিজমের উদাহরণ দিতে গিয়ে মুসোলিনির বর্ণনা দেয়া হয়েছে। বিস্তারিত পড়লাম। কিন্তু মুসোলিনিকে আমিতো দেখিনাই। যে কারণে ফ্যাসিজম এবং ফ্যাসিস্ট এর তাত্ত্বিক দিক জানলেও, বাস্তবে ব্যাপারটা আসলে কেমন হয় সে সময় সেটা আর জানতে পারলাম না।

ধন্যবাদ হাসিনাকে। গত ১৫ বছর ধরে ফ্যাসিজম বিষয়টা বাস্তবে দেখতে কেমন হয় সেটা শেখানোর জন্য।

Address

Sydney, NSW

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tayeb Chowdhury's Desk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share