11/10/2022
ইসলামাবাদে বন বিভাগ ম্যানেজ করে পাহাড় কাটার মহোৎসব !
ডেস্ক রিপোর্ট
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব বোয়ালখালীর বামন কাটা কবরস্থান সংলগ্ন সাইমন ইসলামের দখলকৃত বনবিভাগের জায়গায় বন বিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করে দেদারসে পাহাড় কাটা চালিয়ে যাচ্ছে দখলদার প্রবাসী সাইমন ইসলামের নেতৃত্বে একটি পাহাড়খেকো সিন্ডিকেট। যার ফলস্বরূপ পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে বেশ কয়েকটি পরিবার। পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতিও হচ্ছে। এবং প্রবল বর্ষণে পাহাড় ধসের মতো বড় ধরণের দুর্ঘটনার আশংকাও রয়েছেই।
সরেজমিনে রিপোর্ট, বর্ষা মৌসুমকে কাজে লাগিয়ে স্থানীয় নাপিতখালী বনবিটকে ম্যানেজ করে রাতের অন্ধকারে পাহাড়ের মাটি কেটে বিলিন করছেন সাইমন এবং তার পাহাড়খেকো সিন্ডিকেট। স্থানীয়রা জানান, বিট অফিস ম্যানেজ করে রাতের অন্ধকারে অথবা ভোর বেলায় পাহাড়ের মাটি কেটে বিক্রি করছে।
পাহাড়টি বনবিভাগের রিজার্ভ ফরেস্টের অন্তর্ভুক্ত হলেও পাহাড়খেকো প্রবাসী সাইমন প্রতিবেদককে জানায় পাহাড়টি তার নামে রেজিস্ট্রীভুক্ত ! রেজিস্ট্রীভুক্ত পাহাড়ের মাটি কেটে বিক্রিও করছে প্রকাশ্যে ! বিষয়টি বন বিভাগও জানে।
উক্ত পাহাড় কেটে মাটি বিক্রি করার বিষয়ে নাপিতখালী বিট কর্মকর্তা ম্যানেজের বিষয়টি অস্বীকানদর করে। এবং তিনি বলেন " ম্যানেজের বিষয়টি অস্বীকার করে আমরা বিষয়টি আপনার মাধ্যমে জানছি, রিজার্ভ ফরেস্টের মালিক বন বিভাগ, কারো রেজিস্ট্রীভুক্ত জমি নই। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখতেছি।"
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, বনবিভাগের জায়গা কেউ রেজিস্ট্রীভুক্ত দাবি করে পাহাড় কেটে মাটি বিক্রি করা দন্ডনীয় অপরাধ। আমরা অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।