জার্নাল ৩৬০

জার্নাল ৩৬০ বস্তুনিষ্ঠ সংবাদ 24/7

15/12/2022
11/10/2022

ইসলামাবা‌দে বন বিভাগ ম‌্যা‌নেজ ক‌রে পাহাড় কাটার মহোৎসব !

ডেস্ক রিপোর্ট

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব বোয়ালখালীর বামন কাটা কবরস্থান সংলগ্ন সাইমন ইসলামের দখলকৃত বনবিভাগের জায়গায় বন বিভা‌গের কর্মকর্তাদের ম্যানেজ করে দেদারসে পাহাড় কাটা চালিয়ে যাচ্ছে দখলদার প্রবাসী সাইমন ইসলামের নেতৃত্বে একটি পাহাড়‌খে‌কো সিন্ডিকেট। যার ফলস্বরূপ পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে বেশ কয়েকটি পরিবার। প‌রি‌বে‌শের ব‌্যাপক ক্ষয়ক্ষ‌তিও হ‌চ্ছে। এবং প্রবল বর্ষণে পাহাড় ধ‌সের ম‌তো বড় ধরণের দুর্ঘটনার আশংকাও রয়েছেই।

স‌রেজ‌মি‌নে রি‌পোর্ট, বর্ষা মৌসুম‌কে কা‌জে লা‌গি‌য়ে স্থানীয় না‌পিতখালী বন‌বিট‌কে ম‌্যা‌নেজ ক‌রে রা‌তের অন্ধকা‌রে পাহা‌ড়ের মা‌টি কেটে বিলিন করছেন সাইমন এবং তার পাহাড়‌খে‌কো সি‌ন্ডি‌কেট। স্থানীয়রা জানান, বিট অ‌ফিস ম‌্যা‌নেজ ক‌রে রা‌তের অন্ধকা‌রে অথবা ভোর বেলায় পাহা‌ড়ের মা‌টি কে‌টে বি‌ক্রি কর‌ছে।

পাহাড়‌টি বন‌বিভা‌গের রিজার্ভ ফ‌রে‌স্টের অন্তর্ভুক্ত হ‌লেও পাহাড়‌খে‌কো প্রবাসী সাইমন প্রতি‌বেদক‌কে জানায় পাহাড়‌টি তার না‌মে রে‌জিস্ট্রীভুক্ত ! রে‌জিস্ট্রীভুক্ত পাহা‌ড়ের মা‌টি কে‌টে বি‌ক্রিও কর‌ছে প্রকা‌শ্যে ! বিষয়‌টি বন বিভাগও জা‌নে।

উক্ত পাহাড় কে‌টে মা‌টি বি‌ক্রি করার বিষ‌য়ে না‌পিতখালী বিট কর্মকর্তা ম‌্যা‌নে‌জের বিষয়‌টি অস্বীকানদর ক‌রে। এবং তি‌নি ব‌লেন " ম‌্যা‌নে‌জের বিষয়‌টি অস্বীকার ক‌রে আমরা বিষয়‌টি আপনার মাধ‌্যমে জান‌ছি, রিজার্ভ ফ‌রে‌স্টের মা‌লিক বন বিভাগ, কা‌রো রে‌জিস্ট্রীভুক্ত জ‌মি নই। আমরা বিষয়‌টি গুরুত্ব সহকা‌রে দেখ‌তে‌ছি।"

কক্সবাজার উত্তর বন বিভা‌গের বিভাগীয় কর্মকর্তা আ‌নোয়ার হো‌সেন ব‌লেন, বন‌বিভা‌গের জায়গা কেউ রে‌জিস্ট্রীভুক্ত দা‌বি ক‌রে পাহাড় কে‌টে মা‌টি বি‌ক্রি করা দন্ডনীয় অপরাধ। আমরা অপরাধী‌দের বিরু‌দ্ধে আইনগত ব‌্যবস্থা নি‌বো।

06/09/2022

সম্মানিত প্রিয় ভাই এবং বন্ধুরা আচ্ছালামুয়ালাইকুম...

আমি সোয়াইফুল হক, গ্রামঃ ইসলামাবাদ বোয়ালখালী। পেশাই একজন বেকার মানুষ। সম্প্রতি কয়েকটা অনলাইন নিউজ পেপারে আমার নিজের সম্পর্কে কিছু নিউজ দেখলাম যা অসত্য এবং সম্পূর্ণটা ভূয়া। যে মেয়ে এই নিউজ গুলা করিয়েছেন সে আমার স্পর্কে চাচি হয়। আজ থেকে প্রায় ৩/৪ বছর আগে সে তার শাশুড়ীর সাথে জগড়া করে বাপের বাড়ি চলে যাওয়ার চেষ্টা করলে আমরা যেহেতু এক উঠুনের বাড়ি আমার মা এবং দাদি বাধা দিলে তাদের উপর খিপ্ত হয়ে তাদের সাথে ঝগড়া শুরু করে এবং এক পর্যায়ে দেখে নেওয়ার হুমকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ে এবং ঈদগাঁও বাজারে তার পরিবারের লোকজন নিয়ে বসবাস করে। পরে কাল ক্রমে কয়েক বার তার শাশুড় বাড়ীর লোকজন নিয়ে আসার চেষ্টা করলেও সে বেইস্সা বৃতিতে জড়িত হয়ে যাওয়ায় তাদের কথা আমলে না নিয়ে বাজারের ভাড়া বাড়িতে থাকতে থাকে।

তার যে অভিযোগ সে ২০১৩ সালে আমি তখন মাত্র এস এস সি পরিক্ষার্থী।। কিন্তু সে কেমনে বলে আমি তাকে বিয়ের প্রলোভন দি? আমি চ্যালেন্জ দিয়ে বলতে পারি এ ঘটনার সৃস্টির আগে সে যদি মৌলানা ডেকে বিয়ে পড়িয়েছি বা তারে আমি বিয়ে পড়ার আস্সাস দিয়েছি এমন কোন প্রমাণ দিতে পারে আমি সব কিছু মাথা পেতে নিব। আমি চট্রগ্রাম গিয়েছিলাম ২০১৪ সালে শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট এ তখন আমি ব্যচলর বাসায় থাকতাম আমার সাথে থাকা সব রুমমেটরা এখনো রয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্যি যে সে আমার চলার পথে সমস্যা সৃষ্টি করার জন্য ডাহা মিথ্যা একটি অভিযোগ এনে সামাজিক ভাবে হেয় পরিপন্থী করার জন্য। আমি এ সব নিউজের তীব্র নিন্দা জানাচ্ছি।

----- নিবেদক

সোয়াইফুল হক

09/08/2022
01/08/2022

কক্সবাজারের হোটেল ওসান প্রাডাইস কতৃপক্ষ সরকারি টাকাই লাগানো টাইলস ভেঙ্গে সড়ক দখল করে খুটি দিয়েছে -

এ দায় কার? কার অবহেলায় বা কার প্রশ্রয়ে তারা জনগনের দৃশ্যমান সড়ক দখল করলো?

কক্সবাজার পৌরসভা কি এর দায় এড়াতে পারে? জনমতে চলছে প্রশ্ন।

28/07/2022
27/07/2022
26/07/2022

ফ্লাইটের খাবারের মধ্যে সাপের মাথা খুঁজে পাওয়ার অভিযোগ করেছেন একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট।

24/07/2022
21/07/2022

Address

আপন টাওয়ার
কক্সবাজার
4700

Telephone

+8801875015007

Website

Alerts

Be the first to know and let us send you an email when জার্নাল ৩৬০ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জার্নাল ৩৬০:

Share