Anwar Ali 01

Anwar Ali 01 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anwar Ali 01, Digital creator, কুমিল্লা, কুমিল্লা .

23/05/2025
22/05/2025
এসএসসি পাস করা বাহিনীর সদস্যরা কিভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের গায়ে হাত দেয়?"মনে রাখবা সেনাবাহিনীতে ৮- ১০ বছর যাদের চাকরি...
28/04/2025

এসএসসি পাস করা বাহিনীর সদস্যরা কিভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের গায়ে হাত দেয়?"

মনে রাখবা সেনাবাহিনীতে ৮- ১০ বছর যাদের চাকরি ৮০% ডিগ্রি পাশ করা

একটা প্রশ্ন করি
তোমরা কি জানো আমাদের রক্তে কত কষ্ট মিশে আছে?
তোমরা কি জানো, এই এসএসসি পাস করা সৈনিককে হতে হলে কত কঠিন প্রশিক্ষণ পেরিয়ে আসতে হয়?
কত রাত না খেয়ে, কতদিন না ঘুমিয়ে, শরীরের রক্ত পানি করে তৈরি হতে হয়?

তোমাদের হাতে ডিগ্রি আছে, আমাদের হাতে দেশের দায়িত্ব।
তোমরা ভবিষ্যতের স্বপ্ন দেখো, আর আমরা সেই স্বপ্নকে নিরাপদ রাখি নিজেদের জীবন দিয়ে।
ডিগ্রি দিয়ে সম্মান মাপা যায় না। সম্মান আসে ত্যাগ, সাহস আর দায়িত্ববোধ থেকে।

এসএসসি পাস হয়তো সার্টিফিকেটে, কিন্তু শক্তি, সাহস আর দেশের প্রতি প্রেমে আমরা কারও চেয়ে কম নই।
আমরা মাটির গন্ধ জানি, আমরা মানুষের কান্না বুঝি।

সৈনিক কখনো দেশের সাথে বেইমানি করেনি।

বেইমানি করলে তোমাদের মতো শিক্ষিতরা দেশের সাথে বেইমানি করেছে।

ডিগ্রির বড়াই করা সহজ, দেশের জন্য জীবন উৎসর্গ করা কঠিন আর আমরা সেই কঠিনতম পথের যাত্রী! Iam a proud soldier of Bangladesh army 🔥লিখাটি ভাল লাগলে follow
পাশে থাকুন।

এই লোকটা ইউনুসের থেকেও বড় খেলোয়াড়। দেশ যদি কোনোদিন আমূল বদলে যায়, তোমরা ইউনুসের সাথে আশিক চৌধুরীর নামটা উচ্চারণ করতে ভুল...
09/04/2025

এই লোকটা ইউনুসের থেকেও বড় খেলোয়াড়। দেশ যদি কোনোদিন আমূল বদলে যায়, তোমরা ইউনুসের সাথে আশিক চৌধুরীর নামটা উচ্চারণ করতে ভুলো না।

বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক যে কতোটা শক্ত খেলোয়াড় তা টের পাবা মাস ছয়েক পরেই। এই ছেলেরা ওয়েস্টার্নের আরাম আয়েশের জীবন ছেড়ে দেশে এসেছে টাকা কামানোর জন্য না; দেশ বদলে দেয়ার জন্য। তাদের একটা সুযোগ এবং সাপোর্ট দাও প্লিজ।

ইতিমধ্যেই সে স্টারলিং নিয়ে এসেছে, নাসার সাথে চুক্তিতে চলে গিয়েছে। বিনিয়োগ হিসেবে বাহিরের একটা ব্যাংকের সাথে চুক্তি হয়েছে এই বছর ১০০ কোটি ডলার বাংলাদেশে বিনিয়োগ করবে।

৫টা বিশালাকার মালবাহী জাহাজ কিনে নিয়েছে, রিভার ম্যানেজমেন্টের প্লান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে; ৪ টা আন্তর্জাতিক মানের হাসপাতাল (বিদেশী বিনিয়োগে) তৈরির প্রক্রিয়া চালাচ্ছে; ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক ট্রেন অথবা বুলেট ট্রেন চালুর জন্য বিদেশী বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা চলছে।
ইতিমধ্যেই ১০টা বৃহত্তর ইকোনমিক জোন তৈরি কার্যক্রম চলছে..
ভাই মাত্র কয়েক দিনে এগুলা করেছে সে। যদি সে ৩৬৫ দিন কাজ করার সুযোগ পায় চিন্তা করছেন কই যাবে তার উদ্যোগ গুলা..

তার লক্ষ্য ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আসা এই দেশে। যা দেশের ৩ কোটি মানুষের জীবন পরিবর্তন করে দিবে। কম হলেও ১ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে।

পরবর্তী সরকারে যেই আসুক, আশিক চৌধুরী, খলিলুর রহমান, শফিকুল আলমদের যদি ঠিকভাবে মূল্যায়ন করতে পারে এই দেশ সিঙ্গাপুর বা মালয়েশিয়া হতে সময় লাগবে ৩ বছর। ইনশাআল্লাহ।

09/12/2024

Address

কুমিল্লা
কুমিল্লা

Telephone

+8801880848678

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anwar Ali 01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anwar Ali 01:

Share