কুষ্টিয়ার দিগন্ত

কুষ্টিয়ার দিগন্ত কুষ্টিয়ার দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: খালিদ হাসান সিপাই। সম্পাদক মন্ডলীর সভাপতি: অধ্যাপক আবু জাফর ! সম্পাদক কর্তৃক ২৯ স্যার ইকবাল রোড, কোটপাড়া কুষ্টিয়াস্থ হাই কোয়ালিটি প্রিন্টাস হতে মুদ্রিত ও পুরাতন কাটাইখানা মোড় কালিশংকরপুর, কুষ্টিয়া হতে প্রকাশিত।

কুষ্টিয়ায় নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ :: ছাত্রজনতার বিক্ষোভ ও সিভিল সার্জন অফিসে তালাসংবাদদাতা :  কুষ্টিয়ায় নিয়োগ পরীক...
25/10/2025

কুষ্টিয়ায় নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ :: ছাত্রজনতার বিক্ষোভ ও সিভিল সার্জন অফিসে তালা

সংবাদদাতা : কুষ্টিয়ায় নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, সিভিল সার্জন অফিসে তালা নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ঘুষ বাণিজ্য ও নানা অনিয়মের অভিযোগে বিক্ষুব্ধ চাকরিপ্রার্থী ও সাধারণ জনতা কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে শহরের এনএস রোডে অবস্থিত ওই কার্যালয়ে এ ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা এ সময় “দুর্নীতির বিচার চাই”, “প্রশ্নফাঁসের পরীক্ষা বাতিল করো” ইত্যাদি স্লোগান দিতে দিতে সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান নেন। তাদের দাবি, শুক্রবার অনুষ্ঠিত বিতর্কিত নিয়োগ পরীক্ষা বাতিল করে অবিলম্বে নতুন করে পরীক্ষা নেওয়া হোক।

গত শুক্রবার (২৪ অক্টোবর) কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের অধীনে সাতটি পদের ১১৫টি শূন্য পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১৬ হাজার ৭৮৯ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন অর্ধেকের কিছু বেশি।

পরীক্ষার আগের রাতে কুষ্টিয়া শহরের একটি বাসায় ২৫ থেকে ৩০ জন পরীক্ষার্থীর প্রবেশ ও ভোরে একসঙ্গে বের হয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযোগ করেন, সেখানে বসেই পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর ফাঁসের প্রস্তুতি চলছিল।

ওই বাড়িটি ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. হোসেন ইমাম-এর। ভিডিওটি ভাইরাল হলে জনমনে ক্ষোভ ও ক্ষোভের জেরে শনিবারের বিক্ষোভের সূত্রপাত ঘটে।

বিক্ষোভে অংশ নেন চাকরিপ্রার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মোস্তাফিজুর রহমান বলেন, “এই নিয়োগ পরীক্ষা সম্পূর্ণভাবে ত্রুটিপূর্ণ ও অনৈতিকভাবে পরিচালিত হয়েছে। আমরা শুনেছি আজকেই ফল প্রকাশের পরিকল্পনা আছে। তাই তড়িঘড়ি করে আমরা এই কর্মসূচি দিয়েছি। আজকের মধ্যেই পরীক্ষা বাতিল ও নতুন পরীক্ষার ঘোষণা দিতে হবে, না হলে কাল পুরো কুষ্টিয়া অচল করে দেবো।”

অভিযোগের বিষয়ে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন জানান, বিষয়টি তিনি লিখিতভাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর জানিয়েছেন।

তার ভাষায়, “২৪ অক্টোবর সুষ্ঠু পরিবেশে ১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। বিষয়টি তদন্তের জন্য আমরা মন্ত্রণালয়ে জানিয়েছি।”

অন্যদিকে অভিযুক্ত আরএমও ডা. হোসেন ইমাম অভিযোগ অস্বীকার করে বলেন, “ভোররাতের ঘটনাটি সম্পর্কে আমি কিছুই জানি না। আমার পৈত্রিক বাড়িতে তিনটি ফ্লোরে আলাদা আলাদা মেস রয়েছে। পরীক্ষার্থীরা সেখানে অবস্থান করছিল, তবে তারা কেন সাংবাদিকদের দেখে পালিয়েছে, তা আমার জানা নেই।”

বিক্ষোভের সময় কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন সিভিল সার্জন। অফিসের প্রধান ফটকে তালা ঝুলে থাকায় কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিকেল পর্যন্ত বিক্ষোভ অব্যাহত ছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সন্ধ্যা নাগাদ উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও বিক্ষোভকারীরা নতুন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

কুষ্টিয়ায় জামায়াতের নির্বাচনী রুকন সমাবেশ অনুষ্ঠিত====কুষ্টিয়ায় জামায়াতের নির্বাচনী রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (...
20/10/2025

কুষ্টিয়ায় জামায়াতের নির্বাচনী রুকন সমাবেশ অনুষ্ঠিত
====
কুষ্টিয়ায় জামায়াতের নির্বাচনী রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেল তিনটায় শহরের হাজী শরীয়তুল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে এ রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ মোবারক হুসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসিন, ড. আলমগীর বিশ্বাস, কুষ্টিয়া জেলার নায়েবে আমীর ও কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনের জামায়াত মনোনীত নমিনী আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ কুষ্টিয়া সদর আসনের জামায়াত মনোনীত নমিনী মুফতি মাওলানা আমীর হামজা, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের জামায়াত মনোনীত নমিনী উপাধ্যক্ষ বেলাল উদ্দীন, কুষ্টিয়া-৪ খোকসা-কুমারখালী আসনের জামায়াত মনোনীত নমিনী আফজাল হোসেন, কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন ও কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক।

রাকসুর ২৩ পদের ২০টিতেই জয়ী শিবিরের প্যানেল=====রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সব কয়টি হলের...
17/10/2025

রাকসুর ২৩ পদের ২০টিতেই জয়ী শিবিরের প্যানেল
=====
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সব কয়টি হলের ভোট গণনা শেষ হয়েছে। ১৭ হলের ১৭ কেন্দ্রের ফলাফলে দেখা যায় ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৩টি পদে মধ্যে ভিপি-জিএসসহ ২০টিতে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল।

কুষ্টিয়ায় জামায়াতের মানববন্ধন====সংবাদদাতা : জুলাই জাতীয় সনদে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি অন্তর্ভুক্ত করে গ...
15/10/2025

কুষ্টিয়ায় জামায়াতের মানববন্ধন
====
সংবাদদাতা : জুলাই জাতীয় সনদে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়ার মজমপুর থেকে বড়বাজার পর্যন্ত দীর্ঘ এ মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে হাজারো নেতা-কর্মী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাশেম।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর ও মিরপুর– ভেড়ামারা আসনের প্রার্থী আব্দুল গফুর, কুষ্টিয়া–৩ আসনের প্রার্থী হাফেজ মুফতি মাওলানা আমীর হামজা, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন এবং শহর জামায়াতের আমীর এনামুল হক প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দ্দার।
v

15/10/2025

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার ১৬ অক্টোবর প্রকাশ করা হবে।

15/10/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারী মাসে পিআর পদ্ধতিতে  জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে------কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল...
12/10/2025

জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারী মাসে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে
------
কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
====
সংবাদদাতা : জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারী মাসে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন জামায়াতে ইসলামী কুষ্টিয়ার নেতৃবৃন্দ। রোববার বিকালে কুষ্টিয়া শহরে বিক্ষোভ মিছিল শেষে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম, কুষ্টিয়া সদর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুফতি মাওলানা আমীর হামজা, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারী জামায়াতের মিরপুর ভেড়ামারা আসনের নমীনী আব্দুল গফুর, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলাল হোসাইন, কুষ্টিয়া-৪ খোকসা কুমারখঅলী আসনের জামায়াত মনোনীত প্রার্থী আফজাল হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিল ও সমাবেশে জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ায় গনমাধ্যম কর্মীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত======কুষ্টিয়ায় গনমাধ্যম কর্মীদের সাথে জামায়াতের মতবিনিম...
08/10/2025

কুষ্টিয়ায় গনমাধ্যম কর্মীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
======
কুষ্টিয়ায় গনমাধ্যম কর্মীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮অক্টোম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমীর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় কুষ্টিয়া জেলার ৬ উপজেলাসহ জেলার প্রায় দুই শতাধিক গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।
জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ.কে.এম আলী মুহসিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনের জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল গফুর, কুষ্টিয়া সদর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আমীর হামজা, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ারদার, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জামায়াতের দৌলতপুর উপজেলা আমীর ও জামায়াত মনোনীত কুষ্টিয়া-১ দে;ৗলতপুর আসনের প্রার্থী অধ্যক্ষ বেলাল উদ্দীন, কুষ্টিয়া-৪ খোকসা কুমারখালী আসনের প্রার্থী আফজাল হুসাইন।
বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য হাফেজরফিক আহমেদ, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, সমকাল ও ডিবিসি নিউজের কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা, প্রথম আলোর কুষ্টিয়াস্থ নিজস্ব প্রতিনিধি তৌহিদী হাসান, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা জামায়াতের প্রচার-মিডিয়া বিভাগের সম্পাদক ও কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচনে পিআর ব্যবস্থা চালু হলে ভোটারদের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে। এ ব্যবস্থা চালু হলে ভোটারদের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে। সংখ্যালঘু ও নারী প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

08/10/2025

Live🔴কুষ্টিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে নৌকাডুবি হলে বিজিবি’র তৎপরতায় শিশু সহ ১৫ যাত্রী উদ্ধার====কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ...
07/10/2025

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে নৌকাডুবি হলে বিজিবি’র তৎপরতায় শিশু সহ ১৫ যাত্রী উদ্ধার
====
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে নৌকাডুবি হলে বিজিবি’র তৎপরতায় শিশু সহ ১৫ যাত্রী উদ্ধার হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার চিলমারী ইউনিয়নের ডিগ্রিরচর এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী একটি নৌকা ডুবে যায়। নৌকা ডুবির খবর পেয়ে তৎক্ষণাৎ কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নদীতে অভিযান চালিয়ে নৌকায় থাকা সব যাত্রীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেয়।
বিজিবি সূত্র জানায়, ওইদিন বিকেলে উপজেলার চিলমারী ইউনিয়নের উদয়নগর বিওপির দায়িত্বাপূর্ণ সীমান্ত পিলার ৮৪/৩ হতে প্রায় ৭০০ মিটার দক্ষিণে পদ্মা নদীর ডিগ্রিরচর এলাকায় যাত্রী বোঝায় একটি নৌকা ডুবে যায়। ঘটনাটি নদী তীরবর্তী এলাকা থেকে প্রত্যক্ষ করেন উদয়নগর বিওপির টহলরত বিজিবি সদস্যরা। পরে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় নৌকায় থাকা ১৫জন যাত্রীকে উদ্ধার করে। তবে নৌকাটি পানিতে তলিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, পদ্মা নদীর পানি কমে যাওয়ায় ১৫ জন যাত্রী নিয়ে চর এলাকায় মাছ ধরতে যাচ্ছিল একটি নৌকা। হঠাৎ করে প্রবল স্রোতে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। বিজিবি দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

কুষ্টিয়ায় ৬ হত্যার ঘটনায় আওয়ামী নেতা মাহবুবউল আলম হানিফসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা===জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টি...
06/10/2025

কুষ্টিয়ায় ৬ হত্যার ঘটনায় আওয়ামী নেতা মাহবুবউল আলম হানিফসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
===
জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল। একইসঙ্গে পলাতক এই চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আগামী ১৪ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
সোমবার (৬ অক্টোবর) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আদেশের পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, মাহবুব-উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে আন্দোলন দমনের জন্য ছাত্রলীগ যথেষ্ট-ওবায়দুল কাদেরের এমন মিটিংয়ে উপস্থিত থেকে একমত পোষণ করা, ২৯ জুলাই কুষ্টিয়ায় একটি মিটিং করে ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দেওয়া ও ষড়যন্ত্রের অভিযোগ এবং ছয়জনকে হত্যা করার অভিযোগ আনা হয়েছে। আজকে এসব অভিযোগ আমলে নিয়েছেন এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
আগামী ১৪ অক্টোবর পলাতক আসামিদের গ্রেফতার করে উপস্থিত করার জন্য দিন নির্ধারণ করেছেন আদালত। এর আগে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনে দুপুর দেড়টা থেকে চারটার মধ্যে কুষ্টিয়ার বক চত্বর থেকে অনুমান ৫০ গজ উত্তরে শ্রমিক আশরাফুল ইসলাম, বার্মিজ গলিতে সুরুজ আলী বাবু, হরিপুর গামী রাস্তা আড়ং এর সামনে শিক্ষার্থী আবদুল্লাহ আল মুত্তাকিন, মো. উসামা, তুলা পট্টির গলিতে ব্যবসায়ী বাবলু ফরাজী ও ফায়ার সার্ভিসের বিপরীত দিকে রাস্তার ওপর চাকরিজীবী ইউসুফ শেখ শহীদ হন।

কুষ্টিয়ার কুমারখালীতে সীরাতুন্নবী স. মাহফিল অনুষ্ঠিত =====মাহমুদ শরীফ :===কুষ্টিয়ার কুমারখালীতে সীরাতুন্নবী স. মাহফিল-২০...
06/10/2025

কুষ্টিয়ার কুমারখালীতে সীরাতুন্নবী স. মাহফিল অনুষ্ঠিত
=====
মাহমুদ শরীফ :
===
কুষ্টিয়ার কুমারখালীতে সীরাতুন্নবী স. মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৬অক্টোবর সোমবার বাদ জোহর আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরাম এই সীরাত মাহফিলের আয়োজন করে।
কুমারখালী আদর্শ ডিগ্রী মহিলা কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. ফয়জুল হক।
সাংবাদিক ও শিক্ষক মাহমুদ শরীফের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কুমারখালী ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা জুলফিকার আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আফজাল হোসেন, কুমারখালী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম ও স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সালাম বিন ইউসুফ।
এসময় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা আব্দুল হালিম, মাওলানা শরিফুল ইসলাম হিলালী, মাওলানা নুর মোহাম্মদ ও মাওলানা আব্দুল মতিন। মাহফিলে উদ্বোধনী বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান সমাজসেবক আশিকুল ইসলাম চপল।
মাহফিলের মাঝে মাঝে নাতে রাসুল স. পরিবেশন করেন আলোকিত শিল্পী গোষ্ঠি কুষ্টিয়ার পরিচালক জহির বীন মাজিদ। শুরুতে সুললিত কন্ঠে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ ক্বারী মাওলানা ইবরাহিম খলিলুল্লাহ।

Address

সমবায় মার্কেট (২য় তলা), কাটাইখানা মোড়
কুষ্টিয়া
১২০০

Telephone

+8801716268858

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুষ্টিয়ার দিগন্ত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কুষ্টিয়ার দিগন্ত:

Share

Our Story

সম্পাদক ও প্রকাশক: খালিদ হাসান সিপাই। ব্যবস্থাপনা সম্পাদক: সোহাগ মাহমুদ খান। সম্পাদক মন্ডলীর সভাপতি: অধ্যাপক আবু জাফর ! সম্পাদক কর্তৃক সমবায় মার্কেট(২য় তলা, রুম নং-৫), কাটাইখানা মোড়, মাহতাব উদ্দিন সড়ক, কুষ্টিয়া থেকে প্রকাশিত।

মোবাইলৰ০১৭১৬-২৬৮৮৫৮(সম্পাদক)