25/03/2024
তোরা না মানুষ!
রিয়াজুল করিম
২৪.০৩.২০২৪
সৃষ্টি কর্তার চ্যালেঞ্জ সৃষ্টি
মানুষ নামের জাত,
বিশ্বাসী হলে তারা সবাই
একই হবে পাত।
বুদ্ধি মেধা সৌর্য্য বির্য্য
এদের দিলেন ঢেলে,
সকল সৃষ্টি সাজিয়ে দিলেন
আরো ধরলেন মেলে।
মানুষ বাদে সকল সৃষ্টির
এক জনমে শেষ,
মানুষ হলো মহান রবের
সেরা সৃষ্টি বেশ।
ভালোতে তাঁদের পুরস্কার হবে
মন্দে হবে শাস্তি,
পরের জনমে মানুষ করবে
অনাদি কালে মাস্তি।
মানুষের তরে সারা পৃথিবীর
সকল সৃষ্টি ব্যাস্ত,
মানুষ রবের গোলাম হবে
সম্পর্ক বলে মস্ত।
জান্নাত পেলে সব একাকার
অভাব দুঃখ নাই,
দোযখে গেলে সব বরবাদ
করবে হায় হায়।