Ishfar Affan

Ishfar Affan আমার পেজটিতে লাইক কমেন্ট শেয়ার ও ফলো করে পাশে থাকবেন
(15)

সন্তানকে যে কোনো দুর্ঘটনা ও বিপদ থেকে রক্ষা করার ৩টি  আমল,জেনে রাখুন প্রতিটা বাবা,মা🙏সন্তানের জন্য প্রতিদিন মাত্র কয়েক ম...
24/07/2025

সন্তানকে যে কোনো দুর্ঘটনা ও বিপদ থেকে রক্ষা করার ৩টি আমল,জেনে রাখুন প্রতিটা বাবা,মা🙏

সন্তানের জন্য প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় বের করে নিচের ৩টি কুরআনিক আমল করুন। ইনশাআল্লাহ, আপনার সন্তান থাকবেন আল্লাহর রক্ষণাবেক্ষণে।

---
★১. সূরা ফালাক ও সূরা নাস – ‘দুই রক্ষাকবচ’

রাসূল ﷺ নিজ হাতে হাসান ও হুসাইন রা.-কে এই দুই সূরা পড়ে ফুঁ দিয়ে হেফাজতের দোয়া করতেন।

➡️ নিয়ম:

সকালে ও সন্ধ্যায় ৩ বার করে সূরা ফালাক ও সূরা নাস পড়ে সন্তানের উপর ফুঁ দিন।

না থাকলে দূর থেকেও পড়ে তাঁর জন্য নিয়ত করুন।

★২. আয়াতুল কুরসি – ২৪ ঘণ্টার পাহারা

হাদীসে আছে, কেউ আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তার জন্য একজন ফিরিশতা পাহারায় নিযুক্ত করেন।

➡️ নিয়ম:

সন্তান ঘর থেকে বের হওয়ার আগে আয়াতুল কুরসি পড়ে মাথায় হাত রেখে ফুঁ দিন।

ঘুমানোর সময়ও এই আয়াত পড়ে দিন।

★৩. ৬ দিক থেকে হেফাজতের দোয়া

এই দোয়াটি সন্তানের চারপাশের অজানা সব বিপদ থেকে হেফাজতের জন্য অনেক উলামা নিয়মিত পড়ার পরামর্শ দেন।

📖 দোয়া:
اللَّهُمَّ احْفَظْهُ مِنْ بَيْنِ يَدَيْهِ، وَمِنْ خَلْفِهِ، وَعَنْ يَمِينِهِ، وَعَنْ شِمَالِهِ، وَمِنْ فَوْقِهِ، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ يُغْتَالَ مِنْ تَحْتِهِ
উচ্চারণ:
আল্লাহুম্মা ইহফাযহু মিম্বাইনি ইয়াদাইহি, ওয়া মিন খলফিহি, ওয়া আন ইয়ামিনিহি, ওয়া আন শিমালিহি, ওয়া মিন ফাওকিহি, ওয়া আ’উযু বি‘আজমাতিকা আন ইউঘতাালা মিন তাহতিহি।
অর্থ: হে আল্লাহ! আমার সন্তানকে সামনের, পেছনের, ডান, বাঁ, উপর ও নিচ থেকে সব বিপদ থেকে হেফাজত করুন।

➡️ নিয়ম:

সকালে বা রাতে সন্তানের জন্য এই দোয়াটি অন্তত একবার হলেও পড়ুন।
-সংগৃহীত।

“আল্লাহ আমার মেয়ের পর ছেলেটা ও মা.” রা গেল”- প্রথমে নজিয়া এরপর নাফি। আশরাফুলের ২ সন্তান হা.” রিয়ে আজ পাগলপ্রায় । মা ...
23/07/2025

“আল্লাহ আমার মেয়ের পর ছেলেটা ও মা.” রা গেল”- প্রথমে নজিয়া এরপর নাফি। আশরাফুলের ২ সন্তান হা.” রিয়ে আজ পাগলপ্রায় । মা কাঁদতে কাঁদতে বলেন আমি আমার আরিয়ানের চিনিনি পু.’ ড়ে যা হয়েছিল। আরিয়ান করে ডাকলে ছেলে আমার সাড়া দেয় মা আমি আরিয়ান ।

আশরাফুল ইসলাম নিরবের দুটো সন্তান৷ একজন নাফি, একজন নাজিয়া৷ বাবার নামের সাথে মিল রেখে দুজনের নাম "N" দিয়ে রাখা হয়৷

ছোট একটা হাসিখুশি সংসার এভাবে নিমিষেই শেষ হয়ে যাবে কেউ ভাবেনি৷ মাইলস্টোনের ভবনে আ*.”গু*”.ন লাগার পর একদিন আগে নাজিয়া আকাশের তারা হয়ে গিয়েছিল৷ ছোট ছেলে নাফির ও ৯০% পু*.”ড়ে ছিলো৷ কিন্তু কে জানতো ছেলেটাও আজ ভোরে দুনিয়া থেকে চলে যাবে!

নাজিয়া চলে যাবার পর হয়তো তারা ভেবেছিল ছেলে নাফিকে জড়িয়ে বাকি দিনগুলো কাটাবে কিন্তু বাস্তবতা বড়ই করুণ৷ মহান আল্লাহ এদের এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুক৷

#বিমান

23/07/2025

ইন্নালিল্লাহ,এইমাত্র মিরপুর সাড়ে ১১ কসমো স্কুলের ভিতরে অ|গুন লেগে গেছে,হত|হতের সংখ্যা এখনো জানা যায়নি,স্থান সিটি ক্লাবের দক্ষিণ পাশে.!🥲

১১ বছর ধরে কেবল একটি সন্তানের জন্য পৃথিবীর কোথায় যাননি হাসান! শুধু একটি সন্তানের জন্য স্ত্রী রাবেয়াকে নিয়ে দুনিয়ার সবচেয়...
22/07/2025

১১ বছর ধরে কেবল একটি সন্তানের জন্য পৃথিবীর কোথায় যাননি হাসান! শুধু একটি সন্তানের জন্য স্ত্রী রাবেয়াকে নিয়ে দুনিয়ার সবচেয়ে উন্নত হাসপাতালগুলোতে দৌড়েছেন। শত চেষ্টার পর অবশেষে টেস্টটিউবের মাধ্যমে রাবেয়ার গর্ভে আসে সন্তান। সেই আনন্দে আত্মহারা হাসান।

সন্তানের সুস্থ ডেলিভারির জন্যে স্ত্রীকে বাংলাদেশ থেকে বিশ্বের সবচেয়ে উন্নত দেশ যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেন তিনি। শুধু তা-ই নয়, পৃথিবীর সব খ্যাতিমান ডাক্তারদের তত্বাবধানে রাখেন রাবেয়াকে। শুধুমাত্র একটি সন্তানের জন্য কতো চেষ্টা তাদের! কতো রকমের চেষ্টা!

হঠাৎ একদিন রাবেয়ার গর্ভের শিশুর হার্টবিট বেড়ে যায় এবং জরুরি সিজারের প্রয়োজন হয়। রাত ১১টার দিকে আকষ্মিক তাপমাত্রা বৃদ্ধি পায় রাবেয়ার, প্রায় অজ্ঞান হয়ে যান। ডাক্তাররা সিজারের প্রস্তুতি নিতে নির্দেশ দেন, কারণ শিশুর হার্টবিট অনিয়মিত হয়ে পড়েছে।

হাসান কাতারে কর্মরত, টেলিফোনে জানতে পারেন অবস্থার গুরুতরতা—সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন, রাবেয়ার জীবনের নিরাপত্তায় গভীর উদ্বেগ কাজ করে। এমন সময় হাসান শুনছেন, অজ্ঞানপ্রায় গর্ভবতী রাবেয়া চিৎকার করে বলছেন, “প্লিজ, বাঁচাও আমার বাচ্চাটিকে…”।

অবশেষে ১১ বছরের অপেক্ষার অবসান ঘটে তাদের। হাসান-রাবেয়া দেখতে পান এক নবজাত কন্যার মুখ। নাম রাখেন— রোজাবেল।

কিন্তু ভাগ্যের লিখন ক'জনই বা পাল্টাতে পারে? পৃথিবীর সকল হাসপাতাল জয় করে জন্ম নেওয়া রোজাবেল হার মানল মাইলস্টোন কলেজের কাছে। তখন সে মেহরিন ম্যামের ক্লাস করছিল মনোযোগ দিয়ে। হঠাৎ বিকট শব্দে থমকে গেলো পৃথিবী। বিমান এসে আছড়ে পড়লো স্কুলের উপর।

না, রোজাবেল নেই। হাসান-রাবেয়ার একমাত্র সন্তান পুড়ে অঙ্গার হয়ে গেছে। ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটের সামনে দাঁড়িয়ে আছেন হাসান—কোলের ভিতর রোজাবেলের পোড়া দেহ।

জুলাই ২০২৪ঃ পানি লাগবে কারো ?পানি?💔জুলাই ২০২৫ঃরক্ত লাগবে কারো ? রক্ত?💔
22/07/2025

জুলাই ২০২৪ঃ পানি লাগবে কারো ?পানি?💔

জুলাই ২০২৫ঃরক্ত লাগবে কারো ? রক্ত?💔

আল্লাহ গো কত কলি**জার টু*করা মায়ের কোল খা**লি করলে চলে গেলো
21/07/2025

আল্লাহ গো কত কলি**জার টু*করা মায়ের কোল খা**লি করলে চলে গেলো

আহারে কোন কোন মায়ের বুক খালি হয়ে গেলো,মাইলস্টোন মানেই সব বাচ্চা আমার মনে হয়।মাইলস্টোনের কোন  বাচ্চার খারাপ কিছু শুনলে সহ...
21/07/2025

আহারে কোন কোন মায়ের বুক খালি হয়ে গেলো,মাইলস্টোন মানেই সব বাচ্চা আমার মনে হয়।মাইলস্টোনের কোন বাচ্চার খারাপ কিছু শুনলে সহ্য করতে পারিনা।আমরা এখন কিভাবে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে নিশ্চিত ভাবে ঘরে থাকবো?আমরা বাচ্চাকে স্কুলে দিয়ে আসি আবার আনতে যায় এবং বাচ্চারা কত আনন্দ করতে করতে দৌড়ে আসে মা বাবার কাছে।আহারে আহারে আমাদের সন্তান গুলো এভাবে পুড়ে মরলো😭😭😭 এতো কঠিন এতো যন্ত্রনা দায়ক মৃত্যু এই ছোট ছোট সোনা বাচ্চা গুলো পেলো😭😭হে আল্লাহ আরো কত বাচ্চা হসপিটালের বেডে নিজের শরীরের পুড়ে যাওয়া চামড়া নিয়ে কাতরাচ্ছে,আর যে সহ্য করতে পারছিনা আল্লাহ😭।

জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সদ্য অবসরপ্রাপ্ত  সিনিয়র শিক্ষক (গনিত)  জনাব আবুল স্যার এর মেয়ের জামাতা ফ্লাইট ল...
21/07/2025

জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক (গনিত) জনাব আবুল স্যার এর মেয়ের জামাতা ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজকের দূর্ঘটনায় নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাগফেরাত কামনা করি। আল্লাহ এ শোক সইবার শক্তি দিন।

অভিশাপ প্রাপ্ত জুলাই 😥
21/07/2025

অভিশাপ প্রাপ্ত জুলাই 😥

এটা জুনায়েদে নিথর দেহ। বয়স ১০।ঢামেক ম**র্গে নেয়া হলো।প্রান-হীন এই নিষ্পাপ বাচ্চাটার দেহটা বাবা-মার কাছে পৌছে দিতে সাহায্...
21/07/2025

এটা জুনায়েদে নিথর দেহ। বয়স ১০।
ঢামেক ম**র্গে নেয়া হলো।

প্রান-হীন এই নিষ্পাপ বাচ্চাটার দেহটা বাবা-মার কাছে পৌছে দিতে সাহায্য করুন প্লিজ।

মাইলস্টোনের শিক্ষার্থীর যে মা দুপুরের খাবার রান্না করে সন্তানের অপেক্ষা করছিলেন, তিনি কীভাবে সইবেন এই দুঃখ।
21/07/2025

মাইলস্টোনের শিক্ষার্থীর যে মা দুপুরের খাবার রান্না করে সন্তানের অপেক্ষা করছিলেন, তিনি কীভাবে সইবেন এই দুঃখ।

আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড়জোর হয় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। ১০০ ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে। একটা জেট যখন ক্র...
21/07/2025

আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড়জোর হয় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। ১০০ ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে।

একটা জেট যখন ক্র্যাশ করে, তখন এর আগুনের তাপমাত্রা কত থাকে জানেন?

প্রায় ১০০০ থেকে ১৫০০ ডিগ্রি সেলসিয়াস...

কল্পনা করা যায়, এই আগুনে পুড়ে যাওয়ার যন্ত্রণাটা কতটা ভয়াবহ হতে পারে?

এভাবে নির্মমভাবে পুড়ে যাওয়া বাচ্চাগুলো আমাদের ক্ষমা করবে না যদি এমন ঘটনা আবার ঘটার পথ বন্ধ না করেন।

দুর্ঘটনার সম্ভাব্য বিমান গুলো আলাদা করে, সেগুলো এলিমিনেট করুন।

আজই... এখনই...

Address

শহীদ নিয়ামত সরক
গাজীপুর

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ishfar Affan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share