09/10/2025
#পাঠ_প্রতিক্রিয়া(ইনবক্সে পাঠিয়েছেন একজন পাঠক)
বই: এবার আমি সফল হবো
লেখক: অধ্যাপক কাজী নাঈম উদ্দীন
ধরন: মোটিভেশনাল
প্রচ্ছদ: পরাগ ওয়াহিদ
প্রকাশনী: মুদ্রণশিল্প
ছাত্রজীবন আসলে সফলতার বীজ বোনার সময়। কিন্তু সেই বীজটাকে যত্নে বড় করা সহজ নয়—ভয়, আলসেমি, দিকভ্রান্তি—সব মিলেই এই সময়টা হয়ে যায় কঠিন। “এবার আমি সফল হবো” বইটা ঠিক সেই কঠিন সময়ের পাশে দাঁড়ানো এক ভালো বন্ধুর মতো।
লেখক অধ্যাপক কাজী নাঈম উদ্দীন খুব সহজ ভাষায় বলেছেন, কিভাবে নিজের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলতে হয়, কিভাবে নিজের লক্ষ্যটাকে স্পষ্ট করে সামনে এগোতে হয়। তার লেখায় উপদেশের গাম্ভীর্য নেই, বরং আছে অনুপ্রেরণার উষ্ণতা।
পুরো বইজুড়ে এমন সব বাস্তব পরামর্শ আছে, যেগুলো শুধু পড়েই ভালো লাগার নয়—চেষ্টা করলে সত্যিই কাজে লাগানো যায়। সবচেয়ে ভালো লেগেছে, এখানে ব্যর্থতাকে কোনো নেতিবাচক বিষয় হিসেবে নয়, শেখার একটা ধাপ হিসেবে দেখা হয়েছে। যারা ছাত্রজীবনে বা জীবনযুদ্ধের শুরুতে একটু দিকনির্দেশনা খুঁজছেন, তাদের জন্য বইটা সত্যিই দারুণ এক সঙ্গী হতে পারে।