মুদ্রণশিল্প

মুদ্রণশিল্প 'মুদ্রণে শিল্পের সৌরভ' স্লোগানকে সামনে রেখে পাঠকদের হৃদয়ে জায়গা করে নেওয়ার প্রয়াসে "মুদ্রণশিল্প"।

 #পাঠ_প্রতিক্রিয়া(ইনবক্সে পাঠিয়েছেন একজন পাঠক)বই: এবার আমি সফল হবোলেখক: অধ্যাপক কাজী নাঈম উদ্দীনধরন: মোটিভেশনালপ্রচ্ছদ: ...
09/10/2025

#পাঠ_প্রতিক্রিয়া(ইনবক্সে পাঠিয়েছেন একজন পাঠক)

বই: এবার আমি সফল হবো
লেখক: অধ্যাপক কাজী নাঈম উদ্দীন
ধরন: মোটিভেশনাল
প্রচ্ছদ: পরাগ ওয়াহিদ
প্রকাশনী: মুদ্রণশিল্প

ছাত্রজীবন আসলে সফলতার বীজ বোনার সময়। কিন্তু সেই বীজটাকে যত্নে বড় করা সহজ নয়—ভয়, আলসেমি, দিকভ্রান্তি—সব মিলেই এই সময়টা হয়ে যায় কঠিন। “এবার আমি সফল হবো” বইটা ঠিক সেই কঠিন সময়ের পাশে দাঁড়ানো এক ভালো বন্ধুর মতো।

লেখক অধ্যাপক কাজী নাঈম উদ্দীন খুব সহজ ভাষায় বলেছেন, কিভাবে নিজের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলতে হয়, কিভাবে নিজের লক্ষ্যটাকে স্পষ্ট করে সামনে এগোতে হয়। তার লেখায় উপদেশের গাম্ভীর্য নেই, বরং আছে অনুপ্রেরণার উষ্ণতা।

পুরো বইজুড়ে এমন সব বাস্তব পরামর্শ আছে, যেগুলো শুধু পড়েই ভালো লাগার নয়—চেষ্টা করলে সত্যিই কাজে লাগানো যায়। সবচেয়ে ভালো লেগেছে, এখানে ব্যর্থতাকে কোনো নেতিবাচক বিষয় হিসেবে নয়, শেখার একটা ধাপ হিসেবে দেখা হয়েছে। যারা ছাত্রজীবনে বা জীবনযুদ্ধের শুরুতে একটু দিকনির্দেশনা খুঁজছেন, তাদের জন্য বইটা সত্যিই দারুণ এক সঙ্গী হতে পারে।

লেখকদের নিয়ে মজার ঘটনা পড়তে সবারই ভালো লাগে। আজকে জানবো বিখ্যাত লেখক রোয়াল্ড দালের সম্পর্কে বিখ্যাত লেখক রোয়াল্ড দাল ব্র...
09/10/2025

লেখকদের নিয়ে মজার ঘটনা পড়তে সবারই ভালো লাগে। আজকে জানবো বিখ্যাত লেখক রোয়াল্ড দালের সম্পর্কে

বিখ্যাত লেখক রোয়াল্ড দাল ব্রিটিশ স্পাই ছিলেন। তথ্য সংগ্রহের জন্য তাকে আমেরিকান অনেক ক্ষমতাবান মহিলাদের পটাতে হত। এবং এই কারণে তাকে অসংখ্যা হাই সোসাইটি মহিলাদের সাথে রাত্রী যাপন করতে হয়েছে।

#লেখক_রঙ্গ_সিরিজ
#পোস্ট_নং_০২

আজকের দিনটা বিশেষ।কবি হেলাল হাফিজ এর জন্মদিন।যিনি আমাদের জন্য শব্দকে শুধু শব্দ রাখেননি, তিনি তার ভেতর দিয়ে জীবন, ভালোবা...
07/10/2025

আজকের দিনটা বিশেষ।
কবি হেলাল হাফিজ এর জন্মদিন।
যিনি আমাদের জন্য শব্দকে শুধু শব্দ রাখেননি, তিনি তার ভেতর দিয়ে জীবন, ভালোবাসা আর স্মৃতিকে বোনা করেছেন।

আজ একটু থেমে দাঁড়াই, তাঁর কবিতার পঙক্তি পড়ি, অনুভব করি সেই মুহূর্তগুলো যা আমাদেরকে ভেতরে থেকে স্পর্শ করে। যে কবিতা আপনাকে এক মুহূর্তের জন্য থমকে দিয়েছে—আজ সেই কবিতার দিন।

বিশ্বস্ততার সবচেয়ে সুন্দরতম প্রকাশ হলো—
আমি আছি, আমি থাকবো।
বাকি পথচলায় পায়ে পা মিলাবো...

—হাফিজ হেলাল

আপনাদের প্রিয় হেলাল হাফিজের লাইনগুলো কমেন্টে শেয়ার করুন, চলুন একসাথে প্রিয় কবির কবিতার আলোয় তাঁর বিশেষ দিনটা উদযাপন করি।

বৈরী প্রকৃতি মানুষের জীবনের গতিপথ কখনো কখনো আমূল পাল্টে দেয়। তেমনটাই হয়েছে পদ্মা, মেঘনা ও যমুনা সহোদরার। পৈতৃক সম্পত্তি ...
07/10/2025

বৈরী প্রকৃতি মানুষের জীবনের গতিপথ কখনো কখনো আমূল পাল্টে দেয়। তেমনটাই হয়েছে পদ্মা, মেঘনা ও যমুনা সহোদরার। পৈতৃক সম্পত্তি নদীগর্ভে বিলীন হওয়ায় তাদের ঠাঁই খুঁজতে হয়েছে প্রভাবশালী এক প্রতিবেশীর আশ্রয়ে। সংসারজীবনে উদাসীন তাদের পিতা। নেশাই যেন তার জীবনের একমাত্র ব্রত। তবুও অভাব-অনটনের কঠিন বেড়াজালের ফোঁকর গলে তাদের জীবনেও আসে প্রেম। মৌলিক চাহিদা মিটিয়ে পথ চলতেই যখন তাদের হিমশিম খেতে হচ্ছে, প্রণয় কি তখন থাকবে টিকে? নাকি মনের জানালা গলে বেরিয়ে যাবে ভালোবাসা?

বই: বিলীন
লেখা: আম্বিয়া আজম
ধরন: উপন্যাস
প্রচ্ছদ: পরাগ ওয়াহিদ
প্রকাশনী: মুদ্রণশিল্প

বইটি সংগ্রহ করতে পারবেন রকমারি সহ আপনার পছন্দের যেকোনো অনলাইন বুকশপ থেকে।

ভালোবাসার অজুহাত'ভালোবাসা' পাওয়া না পাওয়ার এক অনিশ্চিত খেলা। এ খেলার হার-জিত আপেক্ষিক। মান-অভিমানের পাহাড় ডিঙিয়ে এগিয়ে ...
06/10/2025

ভালোবাসার অজুহাত

'ভালোবাসা' পাওয়া না পাওয়ার এক অনিশ্চিত খেলা। এ খেলার হার-জিত আপেক্ষিক। মান-অভিমানের পাহাড় ডিঙিয়ে এগিয়ে যেতে হয় এ খেলায়। জীবনের বাকিসব ক্ষেত্রে অজুহাত জিনিসটাকে নেতিবাচক হিসেবে দেখা হলেও এর বেলায় ভালোবাসার অজুহাত এক মিষ্টি অনুভব। অনুভূতি, অভিমান, প্রত্যয় ও আকাঙ্ক্ষার সন্নিবেশ মানুষের মনকে ভালোবাসার ময়দানে কেমন তাড়িয়ে বেড়ায় তারই স্বরূপ কবি তুলে ধরেছেন "ভালোবাসার অজুহাত" বইতে।

বই: ভালোবাসার অজুহাত
লেখা: নিলুফা ইয়াসমিন জয়িতা
ধরন: কবিতা
প্রচ্ছদ: সব্যসাচী মিস্ত্রী
প্রকাশনী: মুদ্রণশিল্প

শিক্ষকতা মহান পেশা। শিক্ষার মূল্যবান মণিমুক্তোর ছোঁয়া পেয়ে আমরা আমাদের জীবনকে রাঙাই। তাই সকল শিক্ষকেরই মর্যাদা আকাশছোঁয়া...
05/10/2025

শিক্ষকতা মহান পেশা। শিক্ষার মূল্যবান মণিমুক্তোর ছোঁয়া পেয়ে আমরা আমাদের জীবনকে রাঙাই। তাই সকল শিক্ষকেরই মর্যাদা আকাশছোঁয়া। তাদের মধ্যেও কিছু শিক্ষক থাকেন, যাদের মর্যাদার উচ্চতা পরিমাপ করা জীবনভর চেষ্টা করেও সম্ভব নয়।

খুব বেশিদূর নয়, কিছুদিন পূর্বের এক ঘটনায় দৃষ্টি ফিরিয়ে নিলেই আমরা তেমনই এক মহান মানুষকে দেখতে পাব।

নিজের অর্জিত শিক্ষা, মূল্যবোধ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে কার্পণ্য করেন না কোনো শিক্ষক কিংবা শিক্ষিকা। তবে অকাতরে নিজের জীবন শিক্ষার্থীদের জন্য বিলিয়ে দেওয়ার সাহস ক'জনের হয়? মাহরীন ম্যাম সেই সাহস দেখিয়েছেন। মমতার সর্বোচ্চটুকু নিংড়ে দিয়ে বিমান দূর্ঘটনার অগ্নিকাণ্ড হতে রক্ষা করেছেন ফুলের মতো কিছু শিশুর প্রাণ। তার এই আত্মত্যাগ শুধু তার নিজের নয়, গোটা পৃথিবীর সকল শিক্ষকের মর্যাদা নিয়ে গেছে আরো উঁচুতে।

শিক্ষক দিবসে পৃথিবীর সকল শিক্ষকদের জানাই অনন্ত শ্রদ্ধা।

নতুন সৃষ্টির অনুভব 'নানার্থ পিঙ্গল'মাহু মাহবুবের কাব্যজগতে প্রবেশ করুন—যেখানে প্রতিটি শব্দ এক একটি নতুন পৃথিবী তৈরি করে।...
05/10/2025

নতুন সৃষ্টির অনুভব 'নানার্থ পিঙ্গল'

মাহু মাহবুবের কাব্যজগতে প্রবেশ করুন—যেখানে প্রতিটি শব্দ এক একটি নতুন পৃথিবী তৈরি করে। ভাষার শ্বাস, নারীর নৈঃশব্দ্য, শরীরের কাব্য ও মজ্জাগত বিদ্রোহের মেলবন্ধনে তৈরি এই কবিতা পাঠকের মনকে স্পর্শ করবে।
এটি শুধুমাত্র কবিতা নয়, একটি নতুন ভাবনার জগৎ, একটি ভিন্ন অনুভূতির খোঁজ। সাহিত্যের শখানেক স্বর ও চেতনার মধ্যে এক চিরন্তন যোগাযোগ তৈরি হয় এই কাব্যে।
শিগ্রই মুদ্রণশিল্প থেকে প্রকাশিত হতে যাচ্ছে 'নানার্থ পিঙ্গল'। এই অনবদ্য কবিতা সংগ্রহ আপনাকে গভীর চিন্তা ও অনুভূতির জগতে নিয়ে যাবে।

বই: নানার্থ পিঙ্গল
লেখক: মাহু মাহবুব
ধরণ: কাব্যগ্রন্থ
মলাট মূল্য: ২৫০৳
প্রকাশনী: মুদ্রণশিল্প

কবি মাহু মাহবুব এর একক কাব্যগ্রন্থ ❝নানার্থ পিঙ্গল❞ পাওয়া যাচ্ছে রকমারি সহ সকল অনলাইন বুকশপে।

তো আর দেরি কেন এখুনি সংগ্রহ করুন আপনার কপিটি।

মুদ্রণশিল্প পত্রিকার প্রথম সংখ্যায় "মহানগর ২" সিরিজ রিভিউ!বাংলাদেশের জনপ্রিয় ওয়েব সিরিজের তালিকায় জায়গা করে নেওয়া "মহানগ...
03/10/2025

মুদ্রণশিল্প পত্রিকার প্রথম সংখ্যায় "মহানগর ২" সিরিজ রিভিউ!

বাংলাদেশের জনপ্রিয় ওয়েব সিরিজের তালিকায় জায়গা করে নেওয়া "মহানগর"-এর দ্বিতীয় কিস্তি নিয়ে মুদ্রণশিল্প পত্রিকার প্রথম সংখ্যায় লেখক "আজহার মাহমুদ" একটি দারুণ বিশ্লেষণধর্মী রিভিউ প্রকাশ করেছেন!

এই সংখ্যায় "মহানগর ২: ঘুণে ধরা সমাজের গল্প" শিরোনামের পর্যালোচনাটি তুলে ধরেছে সিরিজের শক্তিশালী অভিনয়, চমকপ্রদ চিত্রনাট্য ও সমাজ বাস্তবতার প্রতিফলন। আলোচনায় উঠে এসেছে চরিত্র বিশ্লেষণ থেকে শুরু করে গল্পের বাঁকবদল, নির্মাণশৈলী ও দর্শকের প্রতিক্রিয়া।

যদি আপনি "মহানগর ২" দেখে থাকেন, তাহলে এই রিভিউ আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। আর যদি এখনো না দেখে থাকেন, তাহলে এটি আপনার কৌতূহল বাড়িয়ে দেবে!

পত্রিকার প্রথম সংখ্যায় আরও রয়েছে বিভিন্ন সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক আকর্ষণীয় লেখা। সংগ্রহ করুন মুদ্রণশিল্প পত্রিকা আর ডুব দিন বিশ্লেষণী ও সমৃদ্ধ পাঠের অভিজ্ঞতায়!

একজন সুপার থ্রিলার পাঠক  Rifath -এর কাছে কেমন লেগেছে 'উদগ্রীব'?°সেমিস্টার বলতে গেলে শেষ। তাই একাডেমিক বইকে বিদায় জানিয়ে ...
03/10/2025

একজন সুপার থ্রিলার পাঠক Rifath -এর কাছে কেমন লেগেছে 'উদগ্রীব'?

°
সেমিস্টার বলতে গেলে শেষ। তাই একাডেমিক বইকে বিদায় জানিয়ে পড়া শুরু করেছিলাম 'উদগ্রীব' বইটা। এক বসাতেই বইটা শেষ করে উঠলাম। প্রথম থেকেই বইটা হুকড করে রেখেছে। একদম দ্রুতগতিতে এগিয়েছে বইটা।

বইটা শুরু হয় একটা খু*নের তদন্ত থেকে। বাজারে সাবেক চেয়ারম্যানকে মেরে চলে গেছে কিন্তু কেউই বলতে পারছে না কে খু*নটা করেছে। সবাই মুখে অদৃশ্য টেপ লাগিয়ে আছে পুলিশের ফ্যাসাদে না পড়ার জন্য। ওদিকে কমলাকান্দা থানার ওসি মিজানুর রহমান পড়েছেন বেশ বিপাকে। উপর মহল থেকে প্রতিদিনই শুনতে হচ্ছে কড়া কথা আর তিরষ্কার।
এই তদন্তর মাঝপথেই আরেক খু*নের খবর নিয়ে হাজির হয় ছাত্রনেতা জুয়েল যেটা আবিষ্কার করেছে সম্রাট ও বিজয় নামের দুই যুবক। ওদিকে নোয়াবন্ধ বাজারে আসছে অদ্ভুত কিসিমের পাগল যে ইংরেজি কবিতা বলে।

গতানুগতিক থ্রিলারের বাইরে গিয়ে লেখক ভিন্ন ভাবে উদগ্রীবকে তুলে ধরেছেন। যেখানে খু*ন থেকেই অনেক বইয়ে শুরু করা হয় গল্প সেখানে এই বইয়ের শুরুই হয়েছে দুইজন পুলিশ সদস্যের কথোপকথন এর মাধ্যমে। চিরচেনা প্যাটার্নের বাইরে এসে গল্প শুরু করায় আমার প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে আরো।

বায়েজিদ ও ওসি মিজানের চরিত্র দারুণ ছিলো। নানান ধরণের কৌশল অবলম্বন করেছেন ওসি মিজান এই খু*নের রহস্য সমাধানে। প্রথমদিকে প্রশ্নের পাল্লা ভারী করে মাঝে এসে জট ছাড়ান লেখক। তখন ভাবলাম 'একি! তাহলে বাকি যে অনেক পৃষ্টা সেগুলো কী হবে?" বইয়ের টুইস্ট দুইটা মাঝামাঝি এসেছে যেগুলোর পরেও একটা প্রশ্ন রয়ে গেছে যা নিয়ে সামনে এগিয়েছেন লেখক।

ওসি মিজান এর বাইরে এস আই সুমাইয়া চরিত্রটাও ভালো ছিলো। নারী প্রধান চরিত্রের অবদান বইয়ে কম দেখা যায় কিন্তু এখানে তার উপস্থিতিতে বইটা দারুণ উপভোগ্য হয়েছে। সুমাইয়া চরিত্রকে আরো বিল্ড আপ দিলে ওর মনস্তাত্ত্বিক দিক গুলোর সাথে পাঠক আরো বেশি কানেক্ট হতে পারত। তদন্তের স্বার্থে আলাদা স্পাই মোতায়েন যে কতটা দরকারি হয় তাও দেখা গেছে এই বইয়ে।

আক্ষেপ বলতে গেলে সুমাইয়া চরিত্রের পরিণতি যেভাবে দেখানো হয়েছে যা চরিত্রের সাথে মনে হচ্ছিলো যায় নি। তার পরেও ওর মানসিক দিক বিবেচনায় এই ভুল আড়াল করা যায়। আবার দুই এক জায়গায় চরিত্রের উল্টাপাল্টা হয়েছে। আশা করি সামনের মুদ্রণে ঠিক করা হবে।

বইয়ে কয়েকটা দারুণ উক্তির দেখা মিলেছে যেগুলো হাইলাইট করতে বাধ্য করলো। হাসান মিশুক ভাইয়ের গদ্যশৈলী একদম মেধহীন ছিলো। খু*ন তদন্তের বাইরে প্রকৃতির দারুণ সব বর্ণনা দিয়েছেন উনি যা পড়ে মনে হচ্ছিলো চোখের সামনে ভাসছে।

সব মিলিয়ে চমৎকার লেগেছে বইটা। হাসান মিশুক ভাইয়ের কাছ থেকে এরকম গতানুগতিক প্যাটার্নের বাইরের থ্রিলার আরো আশা করি পাব।

মুদ্রণশিল্পের প্রডাকশন অসাধারণ হয়েছে। প্রচ্ছদ, বাধাই, বইয়ের সেটাপ চমৎকার হয়েছে।
যারা মার মার কাট কাট থ্রিলারের বাইরে ভিন্ন ভাবে উপস্থাপিত থ্রিলার পড়তে চান তাদের আশা করি দারুণ লাগবে বইটা।
বই: উদগ্রীব
লেখক : হাসান মিশুক
প্রকাশনী: মুদ্রণশিল্প
পৃষ্টা : ২২২
মুদ্রিত মুল্য: ৪৫০৳

আজকে আমরা জানবো জেমস রলিন্স জীবনের কিছু কথা--‘ব্লাডলাইন’ বইটি জেমস রলিন্স এর লেখা একটি থ্রিলার বই । লেখক জেমস রোলিন্স এক...
02/10/2025

আজকে আমরা জানবো জেমস রলিন্স জীবনের কিছু কথা--

‘ব্লাডলাইন’ বইটি জেমস রলিন্স এর লেখা একটি থ্রিলার বই । লেখক জেমস রোলিন্স একজন বিশ্ববিখ্যাত জনপ্রিয় লেখক বর্তমান সময়ের । তিনি মুলত এ্যাডভেঞ্চার ও থ্রিলারধর্মী উপন্যাস বেশী লেখালেখি করেন এবং এর জন্যই ব্যপকভাবে জনপ্রিয় । তিনি লেখক হিসেবে তার ক্যারিয়ার শুরু করার পুর্বে ছিলেন একজন পশু চিকিৎসক । তিনি প্রায় ১০ বছর চিকিৎসক হিসেবে কাজ করার পরে লেখালেখিতে মনোনিবেশ করেন এবং তার পেশা থেকে অবসর নিয়ে নেন । তিনি এ্যাডভেঞ্চার বই লেখালেখি করেন এবং বাস্তব জীবনেও তিনি বেশ এ্যাডভেঞ্চার প্রেমী মানুষ । তিনি একজন সার্টিফিকেট প্রাপ্ত স্কুবা ডাইভার , তিনি তার লেখা উপন্যাসে পানির নিচের যা বর্ননা দেন তা নেহাতই তার কল্পনা থেকে নেওয়া নয় , তিনি তার বই লেখার জন্য পৃথিবীর বিভিন্ন স্থান এ অভিযান চালিয়ে সেই স্থান নিয়ে বাস্তবধর্মী স্থান নির্বাচন করে সেই উপন্যাস লিখেন । তার বই প্রায় ৪০ টি ভাষায় অনুদিত হয়েছে ।

#লেখক_রঙ্গ_সিরিজ
#পোস্ট_নং_০১

Address

রহমতগঞ্জ, আন্দরকিল্লা
চট্টগ্রাম

Telephone

+8801846280166

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুদ্রণশিল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুদ্রণশিল্প:

Share

Category