হাটহাজারী হলি সার্ভে ক্যাম্প

হাটহাজারী হলি সার্ভে ক্যাম্প মিডিয়া ও শিক্ষা-সাংস্কৃতি

01/01/2025

ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট দুটি বই ।
১। জমিজমার হিসাব ।
২। ডিজিটাল সার্ভে শিখার সহজ উপায়।

আলহামদুলিল্লাহ! নিজের সাধ্যমত ভালো কিছু পেশ করার চেষ্টা করছি। এটি কম্পিউটারে ডিজিটাল সার্ভে করার প্রেসক্রিপশন।
01/12/2024

আলহামদুলিল্লাহ!
নিজের সাধ্যমত ভালো কিছু পেশ করার চেষ্টা করছি। এটি কম্পিউটারে ডিজিটাল সার্ভে করার প্রেসক্রিপশন।

26/11/2024
👉একটানা দশ দিন আবাসিকভাবে থেকে,ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণে ভর্তি চলছে।ময়নামতি হলি ল্যান্ড সার্ভে ট্রেনিং ইনস্...
25/11/2024

👉একটানা দশ দিন আবাসিকভাবে থেকে,
ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণে ভর্তি চলছে।
ময়নামতি হলি ল্যান্ড সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত,
(গভ: রেজি: নং 4277 এর অধীনে)

➡️ কোর্স শুরু ও সময়কাল:
21 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর 2024 ইং
(লাগাতার দশ দিনব্যাপী)দৈনিক 10 ঘন্টা পড়াশোনা চলবে। আসন সংখ্যা মাত্র 30 জন।

➡️ ভূমি জরিপ ও আমিনশীপ প্রশিক্ষণ কেন্দ্র:
মারকাজুল উলুম মাদ্রাসা, মইজ্জার দোকান, মতিপুর রোড, সোনাপুর, সদর, নোয়াখালী।

➡️ একজন সার্ভেয়ারের জন্য প্রাথমিক বিষয়গুলো থেকে নিয়ে যা যা প্রয়োজন প্রত্যেকটা বিষয় হাতে-কলমে ও সরজমিনে প্র্যাকটিক্যালে অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষক দ্বারা শিখানো হবে । প্রশিক্ষণ গ্রহণ করে দলিল, খতিয়ান, নকশা ও পরিমাপের যাবতীয় খুঁটিনাটি বুঝতে এবং এলাকাতে দক্ষতার সহিত কাজ করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।

➡️ সার্টিফিকেট: কোর্স শেষে পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে বাংলাদেশ গভমেন্ট কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হবে ।
যার দ্বারা সরকারী বেসরকারী বিভিন্ন অফিসে সার্ভেয়ার ও ল্যান্ড অফিসার হিসেবে কাজ করতে পারবেন।

➡️ প্রশিক্ষক: সহস্রাধিক সফল সার্ভেয়ারের উস্তাদ ইসলামী আইন বিশেষজ্ঞ বজলুর রহমান ফারায়েযী (সার্ভেয়ার)।
চেয়ারম্যান: ময়নামতি হলি ল্যান্ড সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট।
পরিচালক: চট্টগ্রাম শহর, হাটহাজারী, ফটিকছড়ি, হলি সার্ভে ক্যাম্প ।

➡️ ভিন্ন ভিন্ন দুইটি বিষয় শিখানো হবে
1) পূর্ণাঙ্গ ভূমি জরিপ ও মুসলিম ফারায়েজ।
2) কম্পিউটারে ডিজিটাল সার্ভে

➡️ পূর্ণাঙ্গ ভূমি জরিপের বিষয়াবলী:
সি এস, এস এ, আর এস,বি এস পরিচিতি, নকশা ও পর্চা/খতিয়ান থেকে জমি ও অংশনামা বের করা জরিপ নিয়ে বিস্তারিত আলোচনা ও সরজমিনে গিয়ে পরিমাপের সকল কলাকৌশল,সীমানা নির্ধারণ সহ জ্যামিতিক সূত্রে সকল রকমের ভূমির পরিমাপ প্র্যাকটিক্যালি শিখানো হবে ইনশাআল্লাহ।
স্কেলের সঠিক মান নির্ণয়, এবং স্কেল দিয়ে জমি পরিমাপ করার সকল কৌশল, বিরোধপূর্ণ জমির সীমানা নির্ধারণ, সকল রকমের দলিল পরিচিতি, ভূমি ক্রয় বিক্রয়ে জরুরী কাগজপত্র যাচাই পদ্ধতি, পূর্ণাঙ্গ মুসলিম ফারায়েজ ও ডিজিটাল ফারায়েয এবং আনা গন্ডায় সম্পদের পরিমাণ নির্ণয়, হাজার পদ্ধতির ও ষোল আনা পদ্ধতির সূত্র এবং লেখার নিয়ম । গ্রাম্য /আঞ্চলিক কানি, গন্ডা,কড়ার হিসাব ও সরকারি হিসাব এবং উভয়টির সমন্বয় শেখানো হবে।
রৈখিক,স্কয়ার ও ঘন পরিমাপের সকল হিসাব।
নামজারি কিভাবে করতে হয়।
দলিল সম্পাদনা ও বিশুদ্ধ করে লিখা। নামজারি ও দলিল ফি সম্পর্কে সম্যক জ্ঞান।
ভূমি উন্নয়ন কর ও টাক্স কোথায়, কত ?? , কিভাবে দিবেন।
ওয়ারিশ সনদ কিভাবে কোথায় করবেন ও বাটোরায়া এর সকল নিয়ম পদ্ধতি।
ভূমি সংক্রান্ত ১০০ টি প্রশ্ন উত্তর এর মাধ্যমে যাবতীয় সিস্টেমগুলো আলোচনা। দলিল বোঝার জন্য প্রায় ২০০ টি পরিভাষা আলোচনা।
এছাড়াও মাটি,বালু, কাঠ, ইট,রড ইত্যাদির হিসাব সহ ৩০০ নম্বরের একটি সিলেবাস।
যা হাতে কলমে ও সরজমিনে প্র্যাকটিক্যালে নিখুঁতভাবে শিখানো হবে ইনশাআল্লাহ।

➡️ কম্পিউটারে ডিজিটাল সার্ভের বিষয়াবলী:
অটোক্যাডে সঠিকভাবে স্কেলিং করার নিয়ম।
নকশা ওপেন ও ড্রয়িং এবং ডিজিটাল ভাবে জমি পরিমাপ করার পদ্ধতি।অটোক্যাডের যাবতীয় সেটিংস, পেইজ সেটআপ,নকশা প্যান্টাগ্রাফ করার সঠিক নিয়ম । পয়েন্ট এডিট এন্ড মোভ করা, স্কেচ ম্যাপ/কলমি নকশা পিডিএফ ফাইলে সেভ এন্ড প্রিন্ট করা,অটোক্যাডের কোন কাজ নির্দিষ্ট করে প্রিন্ট করা ও পিডিএফ তৈরি করা । ধারাবাহিক কাজের লিয়ার তৈরি করা, সার্কেলের মাধ্যমে হাতের কাজকে ডিজিটালাইজ করা, সার্ভেয়ার রিপোর্ট তৈরি করার নিয়ম।প্লট সমূহে অটোমেটিক ভাবে দাগ নাম্বার বসানোর কাজ। অটো বন্টন, নির্দিষ্ট প্লট মার্ক করা, ট্যাক্সের যাবতীয় সেটিংস , দাগ,ডিসিম এবং প্রত্যেকটা বাহুর মান নির্ণয় ও নকশায় জমির পরিমাণ উল্লেখ সহ যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো শেখানো হবে ইনশাআল্লাহ।

➡️ আইনজীবী,ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা,ছাত্র ও প্রবাসীসহ যে কোন বয়সের যে কোন পেশায় কর্মরত ব্যক্তি বাংলাদেশের যেকোনো জেলা থেকে এসে আবাসিক ভাবে থেকে যে কেউ এই কোর্সে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে ।

প্রশিক্ষণ কেন্দ্রের যাতায়াত: বাংলাদেশের যে কোন স্থান থেকে নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্টে নেমে রিকশাযোগে দশ টাকার ভাড়া।
মইজ্জার দোকান, মতিপুর রোড, সোনাপুর, সদর, নোয়াখালী।

➡️ বিস্তারিত আরো জানতে সরাসরি প্রশিক্ষকের সঙ্গে কথা বলুন, অথবা whatsapp করুন।
01630492215 (whatsapp)
01837784474

মাঝে মাঝে কাজের চাপে নিজের শরীর ও মন ক্লান্ত হয়ে পড়ে, তবুও নিজেকে সবার সামনে ক্লান্তহীন দেখাতে হয়। নিজেকে টেনে নিয়ে ...
31/10/2024

মাঝে মাঝে কাজের চাপে নিজের শরীর ও মন ক্লান্ত হয়ে পড়ে, তবুও নিজেকে সবার সামনে ক্লান্তহীন দেখাতে হয়।
নিজেকে টেনে নিয়ে যেতে হয় শিক্ষার্থীদের কল্যাণে, ও এ জাতির (জমি জমা নিয়ে জর্জরিত) সমস্যার সমাধানে এবং নিজ স্বপ্ন পূরণের প্রত্যয়ে।
এ পর্যায়ে এত এত ভালো কাজগুলো এবং কঠিন থেকে কঠিনতর কাজগুলো করতে পারা মহান প্রভুর পক্ষ থেকে রহমত ছাড়া কিছু নয়। আল্লাহ তায়ালা আমাদের চেষ্টা ও মেহনতকে কবুল করুন । ইহকাল ও পরকালে সফলতা দান করুন।
31/10/24

জীবন সংক্ষিপ্ত। আসলেই খুব সংক্ষিপ্ত। মায়ের উদর থেকে জন্ম নিয়ে শৈশব, কৈশোর, যৌবন থেকে দেখতে দেখতেই বার্ধক্যে পৌঁছে যায়। ...
28/09/2024

জীবন সংক্ষিপ্ত। আসলেই খুব সংক্ষিপ্ত। মায়ের উদর থেকে জন্ম নিয়ে শৈশব, কৈশোর, যৌবন থেকে দেখতে দেখতেই বার্ধক্যে পৌঁছে যায়। আবার অনেকের সে সৌভাগ্যটুকুও হয় না। কৈশোর বা যৌবনেই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হয়। বার্ধক্যে বড় একা হয়ে যান অনেকে। চারপাশে একটা সমবয়সী মানুষও অবশিষ্ট থাকে না আর। নতুন প্রজন্মের সাথে বসবাস করতে গিয়ে ক্লান্ত হয়ে যান। খুঁজে ফেরেন হারিয়ে যাওয়া দিনগুলো। স্মৃতি ও মানুষগুলো!

শৈশবে মানুষের দুনিয়াটা ছোট থাকে, বার্ধক্যে তা আরো সঙ্কীর্ণ হয়ে যায়। রঙিন থাকে মাত্র কটা বছর। মাত্র! সময়ের স্রােতে তা হলদে হতে থাকে। কিন্তু অল্প এ সময়টাই অনেক দীর্ঘ মনে হতে থাকে। থমকে যায় যেন ঘড়ির কাঁটা। কাল থেকে কালান্তর একঘেয়েমি ও বিরক্তিতে ঘিরে ধরে। রোগ শোকের বাইরেও যে সময়টা পাওয়া যায় সেটাও উপভোগ করা যায় না পুরোপুরি। জীবনের এই সংক্ষিপ্ত সময়কে কাজে লাগাতে হলে কর্মে ও সৃজনশীলতায় ব্যস্ত থাকতে হবে। জীবনের প্রতিটি মূল্যবান মুহূর্তের বিনিময় হবে নতুন সৃষ্টির সাথে।

দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সরজমিনে প্রাক্টিক্যালি ভূমি জরিপ প্রশিক্ষণ।২০/৯/২৪ইং
20/09/2024

দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সরজমিনে প্রাক্টিক্যালি ভূমি জরিপ প্রশিক্ষণ।
২০/৯/২৪ইং

ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ ফটিকছড়ি 13তম ব্যাচ 2024 ,গতকাল 10 জুলাই বুধবার উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আগা...
11/07/2024

ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ
ফটিকছড়ি 13তম ব্যাচ 2024 ,
গতকাল 10 জুলাই বুধবার উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আগামী বুধবার মূল ক্লাস শুরু হবে।
ভর্তির জন্য যোগাযোগ 01630-492215

আলহামদুলিল্লাহ! আমরা কয়েকজন নওজোয়ান আলেম আছি,ভূমি  জরিপ সেক্টরে যত বড় কাজ হোক, তা সমাধান করার মত যোগ্যতা ও সাহস আমাদে...
09/06/2024

আলহামদুলিল্লাহ!
আমরা কয়েকজন নওজোয়ান আলেম আছি,
ভূমি জরিপ সেক্টরে যত বড় কাজ হোক, তা সমাধান করার মত যোগ্যতা ও সাহস আমাদের রয়েছে।
আমি ও আমরা চাই বাংলাদেশের প্রতিটি গ্রাম অঞ্চলে এমন কিছু নীতিবান ও আদর্শিক সার্ভেয়ার ও আমিন তৈরি করতে, যারা ইনসানের মাঝে ইনসাফ প্রতিষ্ঠায় নিজেকে এগিয়ে নেবে। এবং আদর্শ সমাজ গঠনের রূপকার হিসাবে নিজেকে তৈরি করবে।
আল্লাহ তাআলা আমাদের আশা ও আকাঙ্ক্ষা পূরণ করুন।

আলহামদুলিল্লাহ!ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের নতুন ব্...
17/05/2024

আলহামদুলিল্লাহ!
ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের নতুন ব্যাচ (17/05/24)

05/05/2024

👉 হাটহাজারী> মেডিকেল রোড, মদিনা আবাসিক, আল-আমিন শিক্ষা কমপ্লেক্সে,
➡️ভূমি জরিপ, আমিনশীপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণে ভর্তি চলছে...

➡️আগামী 17 ই মে ২০২৪ইং রোজ শুক্রবার সকাল আটটা থেকে নতুন ব্যাচের ক্লাস শুরু।

➡️গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত
➡️ঢাকা হলি সার্ভে ট্রেনিং সেন্টার (গভ: রেজি: নং ৩৭২১৯) এর অধীনে
হাটহাজারী মেডিকেল রোড, মদিনা আবাসিক ক্যাম্পাসে ভর্তি চলছে...

➡️সময়: প্রতি শুক্রবার সকাল আটটা থেকে ১১ টা পর্যন্ত । তিন ঘন্টা। (১৫ সপ্তাহ/চার মাস)

➡️গত ব্যাচগুলোতে যারা ভর্তি হয়েছিল:
১. ব্যাংকার
২. আইনজীবী
৩. ব্যবসায়ী
৪. মাদ্রাসার ছাত্র
৫. শিক্ষক
৬. বিশ্ববিদ্যালয়ের ছাত্র
৭. কলেজের ছাত্র
৮. স্কুলের ছাত্র
৯. প্রবাসী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার শিক্ষিত লোকজন।
➡️যে কোন পেশার, যে কোন বয়সে এই কোর্সটা করা যায়।

➡️প্রশিক্ষণে যা শেখানো হবে:
একজন সার্ভেয়ারের জন্য প্রাথমিক বিষয়গুলো থেকে নিয়ে যা যা প্রয়োজন প্রত্যেকটা বিষয়ে হাতে-কলমে ও সরজমিনে প্র্যাকটিক্যাল এবং ডিজিটাল সার্ভে অটোক্যাড সহ দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা শিখানো হবে ইনশাআল্লাহ।

➡️ প্রশিক্ষণ গ্রহণ করে দলিল, খতিয়ান, নকশা ও পরিমাপের যাবতীয় খুঁটিনাটি বুঝতে এবং এলাকাতে দক্ষতার সহিত কাজ করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।

এই ফুল কোর্সে যা কিছু শিখানো হবে"

1, জরিপ নিয়ে বিস্তারিত আলোচনা ও সরজমিনে গিয়ে পরিমাপের সকল কলাকৌশল,সীমানা নির্ধারণ সহ জ্যামিতিক সূত্রে সকল রকমের ভূমির পরিমাপ প্র্যাকটিক্যালি শিখানো হবে ইনশাআল্লাহ।
2, খতিয়ান পরিচিতি ও দলিল সংক্রান্ত খুঁটিনাটি সকল বিষয়।
3, নকশা পরিচিতি।
4, CS, SA, RS, খতিয়ান থেকে অংশ বের করার পদ্ধতি ,
5, BS/ BRS খতিয়ান থেকে অংশ বের করার পদ্ধতি।
6, ষোল আনা লিখা ও বুঝার পদ্ধতি শিখানো হবে ।
7,আনা,গন্ডা,কড়া ,ক্রান্তি,তিলের হিসাব।
8, ষোল আনা পদ্ধতির সূত্র।
9,হাজার পদ্ধতির সূত্র।
১০,জমি কালি করা।
১১,জ্যামিতি পরিচতি।
১২,জ্যামিতির সূত্রে জমি পরিমাপ করা।
১৩,পুরাতন ও নতুন দলিল সম্পর্কে সম্যক জ্ঞান।
১৪,স্কেল পরিচিত,
১৫, কোন স্কেল দিয়ে কিভাবে কাজ করতে হয় তা শিখানো হবে।
১৬, গ্রাম্য /আঞ্চলিক হিসাব ও সরকারি হিসাব এবং উভয়টির সমন্বয় শেখানো হবে।
১৭, নকশা থেকে কিভাবে জমি পরিমাপ করতে হয়।
১৮, ডিজিটাল ফারায়েয ও মুসলিম পূর্ণাঙ্গ ফারায়েজ।
এছাড়াও আরো রয়েছে
১৯,রডের হিসাব।
২০, মাটি ও বালুর হিসাব।
২১,আস্ত গাছ ও ফারা কাঠের হিসাব।
২২, ইটের হিসাব।
২৩, রৈখিক,স্কয়ার ও ঘন পরিমাপের সকল হিসাব।
২৪,নামজারি কিভাবে করতে হয়।
২৫,দলিল সম্পাদনা ও বিশুদ্ধ করে লিখা।
২৬, নামজারি ও দলিল ফি সম্পর্কে সম্যক জ্ঞান।
২৭,টাক্স কোথায়, কত ?? , কিভাবে দিবেন তা।
২৮,ওয়ারিশ সনদ কিভাবে কোথায় করবেন বাটোরায়া এর সকল নিয়ম পদ্ধতি।
২৯,মৃত্যু সনদ,
৩০, ভূমি সংক্রান্ত ১০০ টি প্রশ্ন উত্তর এর মাধ্যমে যাবতীয় সিস্টেমগুলো আলোচনা।
৩১। দলিল বোঝার জন্য প্রায় ২০০ টি পরিভাষা আলোচনা

প্রশিক্ষক: প্রায় ২ সহস্রাধিক সফল সার্ভেয়ারের উস্তাদ ইসলামী আইন বিশেষজ্ঞ বজলুর রহমান ফারায়েযী (সার্ভেয়ার)।

যোগাযোগ:
আল আমিন শিক্ষা কমপ্লেক্স
মদিনা আবাসিক, মেডিকেল রোড,
হাটহাজারী, চট্টগ্রাম।
01837784474

ম্যাপ লোকেশন
https://maps.app.goo.gl/JY3SnFDZuagXxijr8

➡️ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সরাসরি প্রশিক্ষকের সাথে কথা বলুন: 01630-492215

আলহামদুলিল্লাহ!নিজের সাধ্যমত ভালো কিছু পেশ করার চেষ্টা করছি।
29/04/2024

আলহামদুলিল্লাহ!
নিজের সাধ্যমত ভালো কিছু পেশ করার চেষ্টা করছি।

একটি আধুনিক জমি পরিমাপের স্কেল।এই স্কেলটির কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে১। একই স্কেলের মধ্যে একপাশে লিংক ও অন্যপাশ ফুটের স্কে...
24/02/2024

একটি আধুনিক জমি পরিমাপের স্কেল।
এই স্কেলটির কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে

১। একই স্কেলের মধ্যে একপাশে লিংক ও অন্যপাশ ফুটের স্কেল রয়েছে।

২। এই স্কেলটিতে লিংকের ক্ষেত্রে সর্বনিম্ন ১লিংক থেকে ও ফুটের ক্ষেত্রে সর্বনিম্ন ১ ফুট থেকে খুব সহজেই পরিমাপ করা সম্ভব ।
যেটা অন্য গুনিয়া বা ফিট স্কেল দিয়ে সম্ভব হয় না।

৩। এ স্কেলে দাগগুলো এমনভাবেই ভিতরে প্রিন্ট করা, সাধারণ ঘষামাজায় নষ্ট হবে না।

৪। এ স্কেলটি স্বচ্ছ প্লাস্টিকের ওপর তৈরি করা।
সেজন্য জমির নকশার উপর বসিয়ে সরাসরি মাপ নেওয়া যায়।

এই স্কেলটি সরাসরি অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেওয়ার জন্য যোগাযোগ করুন।
ইমো হোয়াটসঅ্যাপ
01630-492215

👉চট্টগ্রাম বদ্দারহাট চাঁদগাও আবাসিক শাখায়➡️ভূমি জরীপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণে ভর্তি চলছে...➡️আগামী ১৬ই ফেব্রুয়ারি ২...
10/02/2024

👉চট্টগ্রাম বদ্দারহাট চাঁদগাও আবাসিক শাখায়
➡️ভূমি জরীপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণে ভর্তি চলছে...

➡️আগামী ১৬ই ফেব্রুয়ারি ২০২৪ইং রোজ শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে নতুন ব্যাচের ক্লাস শুরু।

➡️গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত
➡️ঢাকা হলি সার্ভে ট্রেনিং সেন্টার (গভ: রেজি: নং ৩৭২১৯) এর অধীনে
বদ্দারহাট,চাঁদগাও আবাসিক ক্যাম্পাসে ভর্তি চলছে...

➡️সময়: প্রতি শুক্রবার মাগরিবের পর/সন্ধ্যা ছয়টা থেকে ২ থেকে তিন ঘন্টা। (১৫ সপ্তাহ/চার মাস)

➡️গত ব্যাচগুলোতে যারা ভর্তি হয়েছিল:
১. ব্যাংকার
২. আইনজীবী
৩. ব্যবসায়ী
৪. সরকারি কর্মকর্তা
৫. শিক্ষক
৬. বিশ্ববিদ্যালয়ের ছাত্র
৭. কলেজের ছাত্র
৮. স্কুলের ছাত্র
৯. প্রবাসী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার শিক্ষিত লোকজন।
➡️যে কোন পেশার, যে কোন বয়সে এই কোর্সটা করা যায়।

➡️প্রশিক্ষণে যা শেখানো হবে:
একজন সার্ভেয়ারের জন্য প্রাথমিক বিষয়গুলো থেকে নিয়ে যা যা প্রয়োজন প্রত্যেকটা বিষয়ে হাতে-কলমে ও সরজমিনে প্র্যাকটিক্যাল এবং ডিজিটাল সার্ভে অটোক্যাড সহ শিখানো হবে ইনশাআল্লাহ।

➡️ প্রশিক্ষণ গ্রহণ করে দলিল, খতিয়ান, নকশা ও পরিমাপের যাবতীয় খুঁটিনাটি বুঝতে এবং এলাকাতে দক্ষতার সহিত কাজ করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।

এই ফুল কোর্সে যা কিছু শিখানো হবে"

1, জরিপ নিয়ে বিস্তারিত আলোচনা ও সরজমিনে গিয়ে পরিমাপের সকল কলাকৌশল,সীমানা নির্ধারণ সহ জ্যামিতিক সূত্রে সকল রকমের ভূমির পরিমাপ প্র্যাকটিক্যালি শিখানো হবে ইনশাআল্লাহ।
2, খতিয়ান পরিচিতি ও দলিল সংক্রান্ত খুঁটিনাটি সকল বিষয়।
3, নকশা পরিচিতি।
4, CS, SA, RS, খতিয়ান থেকে অংশ বের করার পদ্ধতি ,
5, BS/ BRS খতিয়ান থেকে অংশ বের করার পদ্ধতি।
6, ষোল আনা লিখা ও বুঝার পদ্ধতি শিখানো হবে ।
7,আনা,গন্ডা,কড়া ,ক্রান্তি,তিলের হিসাব।
8, ষোল আনা পদ্ধতির সূত্র।
9,হাজার পদ্ধতির সূত্র।
১০,জমি কালি করা।
১১,জ্যামিতি পরিচতি।
১২,জ্যামিতির সূত্রে জমি পরিমাপ করা।
১৩,পুরাতন ও নতুন দলিল সম্পর্কে সম্যক জ্ঞান।
১৪,স্কেল পরিচিত,
১৫, কোন স্কেল দিয়ে কিভাবে কাজ করতে হয় তা শিখানো হবে।
১৬, গ্রাম্য /আঞ্চলিক হিসাব ও সরকারি হিসাব এবং উভয়টির সমন্বয় শেখানো হবে।
১৭, নকশা থেকে কিভাবে জমি পরিমাপ করতে হয়।
১৮, ডিজিটাল ফারায়েয ও মুসলিম পূর্ণাঙ্গ ফারায়েজ।
এছাড়াও আরো রয়েছে
১৯,রডের হিসাব।
২০, মাটি ও বালুর হিসাব।
২১,আস্ত গাছ ও ফারা কাঠের হিসাব।
২২, ইটের হিসাব।
২৩, রৈখিক,স্কয়ার ও ঘন পরিমাপের সকল হিসাব।
২৪,নামজারি কিভাবে করতে হয়।
২৫,দলিল সম্পাদনা ও বিশুদ্ধ করে লিখা।
২৬, নামজারি ও দলিল ফি সম্পর্কে সম্যক জ্ঞান।
২৭,টাক্স কোথায়, কত ?? , কিভাবে দিবেন তা।
২৮,ওয়ারিশ সনদ কিভাবে কোথায় করবেন বাটোরায়া এর সকল নিয়ম পদ্ধতি।
২৯,মৃত্যু সনদ,
৩০, ভূমি সংক্রান্ত ১০০ টি প্রশ্ন উত্তর এর মাধ্যমে যাবতীয় সিস্টেমগুলো আলোচনা।
৩১। দলিল বোঝার জন্য প্রায় ২০০ টি পরিভাষা আলোচনা

প্রশিক্ষক: সহস্রাধিক সফল সার্ভেয়ারের উস্তাদ ইসলামী আইন বিশেষজ্ঞ বজলুর রহমান ফারায়েযী (সার্ভেয়ার)।

যোগাযোগ:
ইবনে খালদুন একাডেমি চট্টগ্রাম ‌
ক্যাম্পাস, রোড নং ১, বাড়ি রং ২, ব্লক বি, চাঁদগাও আবাসিক এলাকা, চাঁদগাও চট্টগ্রাম।
যোগাযোগ +880 1818-274085

➡️ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সরাসরি প্রশিক্ষকের সাথে কথা বলুন: 01630-492215

#ভূমি #জরীপ #জরিপ #প্রশিক্ষন #ডিজিটাল #সার্ভে #আমীনশীপ #চট্টগ্রাম #চান্দগাঁও

আলহামদুলিল্লাহ! ঢাকা হলি সার্ভে ট্রেনিং সেন্টার, চট্টগ্রাম বিভাগীয় সনদ বিতরণ ও ডিজিটাল সার্ভে প্রদর্শনী সেমিনার 2024 সফ...
19/01/2024

আলহামদুলিল্লাহ! ঢাকা হলি সার্ভে ট্রেনিং সেন্টার, চট্টগ্রাম বিভাগীয় সনদ বিতরণ ও ডিজিটাল সার্ভে প্রদর্শনী সেমিনার 2024 সফলভাবে সম্পন্ন।

ছাত্রদের তাজিম ও ভালোবাসা স্মৃতি হয়ে থাকবে ।
অনেকের সাথে শেষ সাক্ষাৎ। ইহকালে দেখা না পাইলেও মহাকালে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ।

দোয়া করি আল্লাহ সকলকে সফলতা ও কামিয়াবী দান করুন।

Address

হাটহাজারী
চট্টগ্রাম
হাটহাজারী,চট্টগ্রাম

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাটহাজারী হলি সার্ভে ক্যাম্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category