05/05/2024
👉 হাটহাজারী> মেডিকেল রোড, মদিনা আবাসিক, আল-আমিন শিক্ষা কমপ্লেক্সে,
➡️ভূমি জরিপ, আমিনশীপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণে ভর্তি চলছে...
➡️আগামী 17 ই মে ২০২৪ইং রোজ শুক্রবার সকাল আটটা থেকে নতুন ব্যাচের ক্লাস শুরু।
➡️গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত
➡️ঢাকা হলি সার্ভে ট্রেনিং সেন্টার (গভ: রেজি: নং ৩৭২১৯) এর অধীনে
হাটহাজারী মেডিকেল রোড, মদিনা আবাসিক ক্যাম্পাসে ভর্তি চলছে...
➡️সময়: প্রতি শুক্রবার সকাল আটটা থেকে ১১ টা পর্যন্ত । তিন ঘন্টা। (১৫ সপ্তাহ/চার মাস)
➡️গত ব্যাচগুলোতে যারা ভর্তি হয়েছিল:
১. ব্যাংকার
২. আইনজীবী
৩. ব্যবসায়ী
৪. মাদ্রাসার ছাত্র
৫. শিক্ষক
৬. বিশ্ববিদ্যালয়ের ছাত্র
৭. কলেজের ছাত্র
৮. স্কুলের ছাত্র
৯. প্রবাসী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার শিক্ষিত লোকজন।
➡️যে কোন পেশার, যে কোন বয়সে এই কোর্সটা করা যায়।
➡️প্রশিক্ষণে যা শেখানো হবে:
একজন সার্ভেয়ারের জন্য প্রাথমিক বিষয়গুলো থেকে নিয়ে যা যা প্রয়োজন প্রত্যেকটা বিষয়ে হাতে-কলমে ও সরজমিনে প্র্যাকটিক্যাল এবং ডিজিটাল সার্ভে অটোক্যাড সহ দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা শিখানো হবে ইনশাআল্লাহ।
➡️ প্রশিক্ষণ গ্রহণ করে দলিল, খতিয়ান, নকশা ও পরিমাপের যাবতীয় খুঁটিনাটি বুঝতে এবং এলাকাতে দক্ষতার সহিত কাজ করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।
এই ফুল কোর্সে যা কিছু শিখানো হবে"
1, জরিপ নিয়ে বিস্তারিত আলোচনা ও সরজমিনে গিয়ে পরিমাপের সকল কলাকৌশল,সীমানা নির্ধারণ সহ জ্যামিতিক সূত্রে সকল রকমের ভূমির পরিমাপ প্র্যাকটিক্যালি শিখানো হবে ইনশাআল্লাহ।
2, খতিয়ান পরিচিতি ও দলিল সংক্রান্ত খুঁটিনাটি সকল বিষয়।
3, নকশা পরিচিতি।
4, CS, SA, RS, খতিয়ান থেকে অংশ বের করার পদ্ধতি ,
5, BS/ BRS খতিয়ান থেকে অংশ বের করার পদ্ধতি।
6, ষোল আনা লিখা ও বুঝার পদ্ধতি শিখানো হবে ।
7,আনা,গন্ডা,কড়া ,ক্রান্তি,তিলের হিসাব।
8, ষোল আনা পদ্ধতির সূত্র।
9,হাজার পদ্ধতির সূত্র।
১০,জমি কালি করা।
১১,জ্যামিতি পরিচতি।
১২,জ্যামিতির সূত্রে জমি পরিমাপ করা।
১৩,পুরাতন ও নতুন দলিল সম্পর্কে সম্যক জ্ঞান।
১৪,স্কেল পরিচিত,
১৫, কোন স্কেল দিয়ে কিভাবে কাজ করতে হয় তা শিখানো হবে।
১৬, গ্রাম্য /আঞ্চলিক হিসাব ও সরকারি হিসাব এবং উভয়টির সমন্বয় শেখানো হবে।
১৭, নকশা থেকে কিভাবে জমি পরিমাপ করতে হয়।
১৮, ডিজিটাল ফারায়েয ও মুসলিম পূর্ণাঙ্গ ফারায়েজ।
এছাড়াও আরো রয়েছে
১৯,রডের হিসাব।
২০, মাটি ও বালুর হিসাব।
২১,আস্ত গাছ ও ফারা কাঠের হিসাব।
২২, ইটের হিসাব।
২৩, রৈখিক,স্কয়ার ও ঘন পরিমাপের সকল হিসাব।
২৪,নামজারি কিভাবে করতে হয়।
২৫,দলিল সম্পাদনা ও বিশুদ্ধ করে লিখা।
২৬, নামজারি ও দলিল ফি সম্পর্কে সম্যক জ্ঞান।
২৭,টাক্স কোথায়, কত ?? , কিভাবে দিবেন তা।
২৮,ওয়ারিশ সনদ কিভাবে কোথায় করবেন বাটোরায়া এর সকল নিয়ম পদ্ধতি।
২৯,মৃত্যু সনদ,
৩০, ভূমি সংক্রান্ত ১০০ টি প্রশ্ন উত্তর এর মাধ্যমে যাবতীয় সিস্টেমগুলো আলোচনা।
৩১। দলিল বোঝার জন্য প্রায় ২০০ টি পরিভাষা আলোচনা
প্রশিক্ষক: প্রায় ২ সহস্রাধিক সফল সার্ভেয়ারের উস্তাদ ইসলামী আইন বিশেষজ্ঞ বজলুর রহমান ফারায়েযী (সার্ভেয়ার)।
যোগাযোগ:
আল আমিন শিক্ষা কমপ্লেক্স
মদিনা আবাসিক, মেডিকেল রোড,
হাটহাজারী, চট্টগ্রাম।
01837784474
ম্যাপ লোকেশন
https://maps.app.goo.gl/JY3SnFDZuagXxijr8
➡️ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সরাসরি প্রশিক্ষকের সাথে কথা বলুন: 01630-492215