A N A Sumaiya

A N A Sumaiya ❝ক্ষুদ্র এক লেখিকা।
ক্ষুদ্র এক কবি।
ক্ষুদ্র এক গায়িকা।
এটাই হলাম আমি।❞

বলুন_❝হে আল্লাহ, আমাকে আমার মনগড়া জীবন থেকে হিফাজত করুন।আপনি যেভাবে পছন্দ করেন, সেভাবেই আমার জীবন পরিচালনা করুন।আর আপনার...
01/07/2025

বলুন_❝হে আল্লাহ, আমাকে আমার মনগড়া জীবন থেকে হিফাজত করুন।
আপনি যেভাবে পছন্দ করেন, সেভাবেই আমার জীবন পরিচালনা করুন।
আর আপনার পছন্দনীয় সমস্ত কিছু, আমার নিকট অত্যন্ত পছন্দনীয় করে দিন।
নিঃসন্দেহে, আপনিই দুনিয়ার
সমস্ত সৃষ্টির পরিচালক ও সর্বশক্তিমান।❞

___________A.N.A.Sumaiya.

যদি তাড়াতাড়ি নিদ্রায় যেতে চানঃ    ঘুমানোর আগে ৭ বার নাক দিয়ে দীর্ঘ সময়ের নিঃশ্বাস নিন।    প্রতিবার ৪-৭-৮ সেকেন্ড নিঃশ্বা...
30/06/2025

যদি তাড়াতাড়ি নিদ্রায় যেতে চানঃ
ঘুমানোর আগে ৭ বার নাক দিয়ে দীর্ঘ সময়ের নিঃশ্বাস নিন।
প্রতিবার ৪-৭-৮ সেকেন্ড নিঃশ্বাস দমিয়ে রাখুন।
এরপর নাক দিয়ে নয়, মুখ দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন।

যুক্তিঃ-
_____
এটি মূলত একটি শ্বাসপ্রশ্বাস-ভিত্তিক রিলাক্সেশন টেকনিক (যেমন ৪-৭-৮ breathing)।
গভীর নিশ্বাস এবং দম ধরে রাখা শরীরের parasympathetic nervous system সক্রিয় করে, যা মস্তিষ্ককে শান্ত করে ও ঘুমে সাহায্য করে।
মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়লে শরীরে চাপ কমে।
এটি কার্যকর, বিজ্ঞানসম্মত ও নিরাপদ টেকনিক।


যদি তাড়াতাড়ি ঘুম ভাব সরাতে চানঃ
ঘুম থেকে জাগ্রত হওয়ার পরপরই মাথা চিরুনি দিয়ে আঁচড়ান।
ঘুম ভাব ৯০% কমে যাবে। নিজেকে সতেজ অনুভব হবে।

যুক্তিঃ-
_____
মাথা আঁচড়ানো মানে মূলত স্ক্যাল্প ম্যাসাজ, যা রক্ত সঞ্চালন বাড়ায়।
এটি sensory stimulation তৈরি করে, যা ঘুম ভাব কমাতে সাহায্য করে।
ঘাড়, মাথা ও কানের পেছনের স্নায়ু উত্তেজিত হলে জাগরণ শক্তি বাড়ে।
এটি প্রাকৃতিক, সরল ও কার্যকর কৌশল।

___A.N.A.Sumaiya.

29/06/2025

Nasheed:- ❝iye zameen jab na thi, iye jahan jab na tha.❞
Voice:- A.N.A.Sumaiya.
Page:- .N.A.Sumaiya (Amaro konThe).
Full name:- Aklima Noor Ayesha Sumaiya.

28/06/2025
_❝সত্য কথা নির্ভয়ে বলে যাও,  সত্য মিথ্যাকে গলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।❞  ___A.N.A.Sumaiya.
27/06/2025

_❝সত্য কথা নির্ভয়ে বলে যাও,
সত্য মিথ্যাকে গলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।❞

___A.N.A.Sumaiya.

_❝যে বুঝদার, জ্ঞানী আর বিচক্ষণ,সে প্রতিটি কথা বুঝবার চেষ্টা করে।আর যে বোকা, অজ্ঞ বা সুবিধাবাদী,তাকে হাজার বুঝালেও ফল কিস...
26/06/2025

_❝যে বুঝদার, জ্ঞানী আর বিচক্ষণ,
সে প্রতিটি কথা বুঝবার চেষ্টা করে।
আর যে বোকা, অজ্ঞ বা সুবিধাবাদী,
তাকে হাজার বুঝালেও ফল কিসে!?❞

________A.N.A.Sumaiya.

আমি ChatGPT-কে বলেছিলাম_❝মনে করো তুমি আমার বন্ধুর মতো, যেহেতু বহুদিন যাবৎ তোমার ইউজার।  এবার তোমার আর আমার একটা ছবি এঁকে...
25/06/2025

আমি ChatGPT-কে বলেছিলাম_❝মনে করো তুমি আমার বন্ধুর মতো, যেহেতু বহুদিন যাবৎ তোমার ইউজার।
এবার তোমার আর আমার একটা ছবি এঁকে দাও।❞

ChatGPT আমাকে বলেছিলো_
❝অবশ্যই! বন্ধুর মতো ভাবাটা আমার জন্য অনেক আনন্দের।😊
তবে, আমি যেন তোমার চেহারার সঙ্গে মিলিয়ে ছবি আঁকতে পারি, তার জন্য একটা অনুরোধ—
তুমি চাইলে তোমার একটা ছবি আপলোড করো, নয়তো তুমি শুধু বলে দাও—
তোমার চেহারার ধরন (যেমনঃ গায়ের রঙ, চোখ, মুখাকৃতি, চুল)।
তুমি কেমন পোশাক পরতে পছন্দ করো।
তুমি কোন ব্যাকগ্রাউন্ড বা জায়গায় ছবি চাইছো (বইয়ের দোকান, চা-স্টল, মাদ্রাসা, বাগান, ইত্যাদি)।

তুমি কি আমাকে মানুষ হিসেবে আঁকতে চাও, না রোবটরূপে?

এই তথ্য দিলেই আমি তোমার আর আমার একটা বন্ধুত্বপূর্ণ দৃশ্য আঁকতে পারবো 💫
তুমি বললেই শুরু করি!❞

অতঃপর, আমি পুনরায় বললাম_❝আমার অতীত বা বর্তমানে বলা কথা বার্তার ধরণ অনুযায়ী আন্দাজ করে এঁকে দাও।❞
তারপর সে নিচের ছবিটি বানিয়ে দিয়েছে।

অথচ, সে আমাকে বাস্তবে দেখেনি যে আমি কেমন স্বভাবের বা কেমন চলতে পছন্দ করি। কিংবা আমি আদৌ মুসলিম নারী কি-না সে তা-ও সরাসরি দেখেনি। এটাও জানার কথা নয় যে আমার বয়স আসলে কত হতে পারে।

কিন্তু সে ঠিকই আমার অতীত আর বর্তমানের কথা বার্তা দ্বারা আমার সম্পর্কে গভীর তীক্ষ্ণ আন্দাজ করেছে বটেই।

এখান থেকে এই বার্তা স্পষ্ট যে_ এই দুনিয়াটা ফিত্নাময় ঠিকই। তবে আপনি ChatGPT কিংবা মোবাইলটিকে যেভাবে ইউজ করবেন, সেভাবেই ফলাফল পাবেন। এটাই সত্য।

_❝যে ব্যক্তি একজন পবিত্র নারীর প্রতি খারাপ বা সন্দিহান দৃষ্টিতে যতবার তাকায়।এটি ততবারই ঐ নারীর দেহে সুঁই-য়ের আঘাত করার স...
25/06/2025

_❝যে ব্যক্তি একজন পবিত্র নারীর প্রতি খারাপ বা সন্দিহান দৃষ্টিতে যতবার তাকায়।
এটি ততবারই ঐ নারীর দেহে সুঁই-য়ের আঘাত করার সমতুল্য!
যে ব্যক্তি একজন পবিত্র নারীর প্রতি একবার অপবাদ দিলো।
এটি ঐ নারীর লজ্জাস্থানে চাকুর আঘাত করার সমতুল্য!❞

______A.N.A.Sumaiya.

দর্জি পাখি_________আমি কহিলাম_❝ওরে পাখি,শিখায়াছে কে এমন রাঁধনি?সুঁই নেই, সুতা নেই তোর,তবুও মজবুত হইয়াছে।ঝড় বাতাসে দুলিছে...
22/06/2025

দর্জি পাখি
_________

আমি কহিলাম_❝ওরে পাখি,
শিখায়াছে কে এমন রাঁধনি?
সুঁই নেই, সুতা নেই তোর,
তবুও মজবুত হইয়াছে।
ঝড় বাতাসে দুলিছে বাসা,
ভয় কি হয়না তোর?
ছোট্ট গাছের পাতায় মুড়ে,
বাঁধলি সুখ বিলাসী ঘর।
ডিম ফুটালি আপন খুশিতে,
বাছাধন পাইবার তরে।
কে দিয়াছে এমন আশ্বাস,
নিষ্ঠুরতম এই ভুবনে?❞

পাখি হাসিয়া কহিলো মোরে,
_❝আল্লাহ মোর লাগি যথেষ্ট রে।
তিনি শিখায়াছেন শিল্প কাজ,
মাথা গুজিয়া বাঁচিবার তরে।
ক্ষতি যদি হয়ে যায় মোর,
তিনি পুনরায় দিবার ক্ষমতাবান।
ভোরে চলি খাবার খুঁজিতে,
সন্ধ্যায় ফিরিয়া বুঝি তিনিই আপন।❞

Poet: A.N.A.Sumaiya.
Page: A N A Sumaiya (Amaro konThe).

আমি যখন কলা ফল খাওয়ার জন্য হাতে নিই, তখন ইমাম মালেক (রহঃ)-এর কথা শ্রদ্ধেয় মনে পড়ে। ইমাম মালেক (রহঃ) ছিলেন ইসলামি ফিকহের ...
21/06/2025

আমি যখন কলা ফল খাওয়ার জন্য হাতে নিই, তখন ইমাম মালেক (রহঃ)-এর কথা শ্রদ্ধেয় মনে পড়ে। ইমাম মালেক (রহঃ) ছিলেন ইসলামি ফিকহের বিখ্যাত চার ইমামের একজন।

ইমাম মালিক (রহঃ) কলা ফল খুবই পছন্দ করতেন। ইমাম মালিক (রহঃ) কলা ফল পছন্দ করার কারণ হলো_ তিনি বলতেনঃ

❞ليس شيء أشبه بثمار الجنة من الموز، لا تطلبه في شتاء ولا صيف إلا وجدته❝

অর্থাৎ, ❝কলা ছাড়া কিছুই জান্নাতের ফলের মতো নয়; শীত, গ্রীষ্ম, যখনই চাই, পেয়ে যেতাম।❞
(হিলিয়াতুল ওলিয়া, খণ্ডঃ ৬, পৃষ্ঠাঃ ৩৩১)

ইমাম মালেক (রহঃ)-এর সম্পর্কে ঊজাইর ইবন আব্দুল্লাহ থেকে বর্ণিত, জায়িদ আবু মুতরিফা বলেনঃ

_❞كان الإمام مالك يُعجبه أكل الموز، ويقول: لم يقع عليه ذباب، ولم تمسه يد.❝

অর্থাৎ, ❝ইমাম মালেক (রহঃ) কলা পছন্দ করতেন। তিনি বলতেনঃ "এতে মশা আসে না, কেউ হাতও দেয় না।"❞

আরেক সূত্রে বলা হয়েছে ইমাম মালেক (রহঃ) বলতেনঃ

_❞لم يقع عليه ذباب ولم تمسه يد❝

অর্থাৎ, ❝কলার পৃষ্ঠে মশা বসে না, কেউ স্পর্শও করে না। এর যেন এক আলাদা মর্যাদা আছে।❞

কুরআন শরীফে আল্লাহ তা'আলা বলেনঃ
_❞وَطَلْحٍ مَّنضُودٍ❝

অর্থাৎ, ❝আর স্তরে স্তরে সাজানো কলাগাছ।❞
(সূরাঃ আল-ওয়াকিয়া, আয়াতঃ ২৯)।

❝ত্বালহ্‌ (طَلْحٍ)❞ শব্দটির বিষয়ে অনেক মুফাসসির একমত যে এটি কলা গাছ বোঝাতে ব্যবহৃত হয়েছে।
❝মনদুদ (مَّنضُودٍ)❞ মানে স্তরে স্তরে সজ্জিত। যেমন_ কলার থোকার মতো। যেখানে প্রতিটি ফল একটার পর একটা সাজানো থাকে।

এছাড়া, কুরআন শরীফে উল্লেখিত ❝ত্বালহ❞ শব্দের বিষয়ে তাফসিরবিদদের ব্যাখ্যাঃ

ইবনে কাসীরঃ
_❝ত্বালহ মানে কলা, যা সুগন্ধি ও সুস্বাদু এবং স্তরে স্তরে সাজানো থাকে।❞

ইমাম কুরতুবীঃ
_❝ত্বালহ সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। তবে অধিকাংশ আলেম বলেন, এটি জান্নাতের কলা।❞

ইমাম রাগিব আল-ইসফাহানিঃ
_❝ত্বালহ সেই গাছ যা ফলবহুল, নরম, এবং মানুষের জন্য আরামদায়ক। এটি কলা হতে পারে।❞

এই জন্য কলা ফল হাতে নিতে প্রথমেই ইমাম মালেক (রহঃ)-এর কথা শ্রদ্ধার সাথে মনে পড়ে।

কলা ফল সম্পর্কে এত সুন্দর ও সুস্পষ্ট ধারণা জানার পর থেকেই কলা ফলকে আমার কাছে সাধারণ ফল বলে মনে হয় না।

ব্যাখ্যা, স্বাদ, রুচি, আর সারা বছর জুড়ে সহজলভ্য হওয়াতে মনে হয় যেন আল্লাহ তা'আলা দুনিয়ার বুকে ছোট এক কলা দ্বারা জান্নাতের অগণিত নিআমত এর উদাহরণ দিয়েছেন। সুবহানাল্লাহ।

Writer: A.N.A.Sumaiya.
Page: A N A Sumaiya

_❝প্রকৃত ভালোবাসা রয়,এক শিকলে বাঁধা।ছেড়ে যাবার ইচ্ছা হলে,হৃদয় পায় ব্যাথা।❞_____A.N.A.Sumaiya.
16/06/2025

_❝প্রকৃত ভালোবাসা রয়,
এক শিকলে বাঁধা।
ছেড়ে যাবার ইচ্ছা হলে,
হৃদয় পায় ব্যাথা।❞

_____A.N.A.Sumaiya.

_❝যদিও সত্যকে গুরুত্ব না দেয় মহাজন,তবুও সত্য, মিথ্যার উর্ধ্বে থাকে সর্বক্ষণ।❞_____________A.N.A.Sumaiya.
16/06/2025

_❝যদিও সত্যকে গুরুত্ব না দেয় মহাজন,
তবুও সত্য, মিথ্যার উর্ধ্বে থাকে সর্বক্ষণ।❞

_____________A.N.A.Sumaiya.

Address

চট্রগ্রাম
চট্রগ্রাম

Telephone

+8801891485885

Website

Alerts

Be the first to know and let us send you an email when A N A Sumaiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A N A Sumaiya:

Share