28/09/2025
_❝আমাদের জন্য সমস্যা যা,
কিন্তু পিপড়াদের খাদ্য হলো তা।❞
আল্লাহ তা'আলা দুনিয়ার যা কিছু সৃষ্টি করেছেন সবই মানুষের উপকারের জন্য। চলুন, একটি দৃষ্টান্ত দেওয়া যাক।
এই-যে সামান্য পিপড়াকে যদি আল্লাহ তা'আলা সৃষ্টি না করতেন, তবে বাড়ির আশেপাশে, আসবাবপত্রের চিপায়, আর ঘরের কোণা হতে দুর্গন্ধ বের হতো। ঐ দুর্গন্ধ সৃষ্টি হওয়ার মূল কারণ দেখা যেতো নানান কীটপতঙ্গ মরে পঁচে গিয়েছে। মানুষ পরিষ্কার করে কুল পেতো না।
সাধারণত যদি দু-তিন দিন যাবৎ ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখার হয়, ফলে কত যে ময়লা আবর্জনা জমে থাকে, যা হাতে লাগলেও ছিহঃ উচ্চারণ হয়!
তাহলে একবার ভাবুন তো, এত-যে নানান কীটপতঙ্গ মরে যায়, তা যায় কোথায়?
মূলত তা পিপড়া সদস্যদের খাবার হয়ে পিপড়াদের গর্তেই যায়।
একবার চিন্তা করে দেখুন, সামান্য একটি পিপড়া আমাদের জন্য কতই না উপকারী। আমাদের জন্য সমস্যা যা, কিন্তু পিপড়াদের খাদ্য হলো তা।
আমরা যেনো শান্তিতে ইবাদাতে-জিন্দেগী করতে পারি তাই আল্লাহ রাব্বুল আলামীনের কত নিখুঁত পরিকল্পনা।
এছাড়া নিজের সুঠাম দেহটির দিকে একবার তাকিয়ে ভাবুন, কে বানিয়েছে এতটা নিখুঁত করে আপনাকে? আপনি যদি কালোও হোন, লোকে যদি কুৎসিতও বলে, তবুও আপনি নিজের অঙ্গপ্রত্যঙ্গ গুলোতে ত্রুটি খুঁজে পাবেন না। ঠিক আপনার অঙ্গপ্রত্যঙ্গ যেমন, একজন সুন্দরী বা সুদর্শন ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গও তেমন।
তাছাড়া, আমার মতে আল্লাহ তা'আলার সবচেয়ে বড় আরেক নিআমত হলো; নারীকে নারীর বৈশিষ্ট্য দিয়ে নারী পরিচিতি দেওয়া, আর পুরুষকে পুরুষের বৈশিষ্ট্য দিয়ে পুরুষ পরিচিতি দেওয়া।
তিনি যদি এই নারীত্ব আর পুরুষত্ব নিআমত থেকে কাউকে বঞ্চিত করেন, তবে তার মূল্য হয়ে যায় শুন্য। যেমন_ আজকাল LGBTQ-দেরই দেখুন। এই জন্য আল্লাহ তা'আলা আপনাকে যা দিয়েছেন তাতে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করুন।
যাইহোক, যদিও পিপড়া দিয়ে শুরু করে দেহের উদাহরণ দিয়ে শেষ। বুঝানোর উদ্দেশ্যই হলো নেক ও এক।
এই জন্যই আল্লাহ তা'আলা বলেন_❝তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?❞
Writer:- A.N.A.Sumaiya, (Aklima Noor Ayesha Sumaiya).