A N A Sumaiya

A N A Sumaiya ❝ক্ষুদ্র এক লেখিকা।
ক্ষুদ্র এক কবি।
ক্ষুদ্র এক গায়িকা।
এটাই হলাম আমি।❞
_A.N.A.Sumaiya.

_❝লোকের কথায় অতিষ্ঠ হয়ে,নিবেন না ভুল সিদ্ধান্ত।একবার পেছন ফিরে দেখুন,লোক হাসে অযথাও!❞____A.N.A.Sumaiya.
14/10/2025

_❝লোকের কথায় অতিষ্ঠ হয়ে,
নিবেন না ভুল সিদ্ধান্ত।
একবার পেছন ফিরে দেখুন,
লোক হাসে অযথাও!❞

____A.N.A.Sumaiya.

13/10/2025

Nasheed:- ❝Yea man'sollaitabi kullil anbiya.❞
Voice:- A.N.A.Sumaiya.
Page:- N A Sumaiya (Amaro konThe).

_❝যেদিন হইতে মহান আল্লাহর প্রতি,আমি করিয়াছি পরিপূর্ণ তাওয়াক্কুল।এ-জীবনের দুঃখ, দুর্দশা, কষ্ট, যন্ত্রণা,অল্পদিনে অতি দ্রু...
12/10/2025

_❝যেদিন হইতে মহান আল্লাহর প্রতি,
আমি করিয়াছি পরিপূর্ণ তাওয়াক্কুল।
এ-জীবনের দুঃখ, দুর্দশা, কষ্ট, যন্ত্রণা,
অল্পদিনে অতি দ্রুত হইয়াছে দূর!❞

____A.N.A.Sumaiya.

_❝প্রতিটি গীবতকারী ও চুগলখোর,ঈমানদারের জন্য ঈমানী দুশমন উভয়।যারা নিজের আমলের সাথে সাথে,অন্যের মেহমতী আমলও নষ্ট করে দেয়!❞...
07/10/2025

_❝প্রতিটি গীবতকারী ও চুগলখোর,
ঈমানদারের জন্য ঈমানী দুশমন উভয়।
যারা নিজের আমলের সাথে সাথে,
অন্যের মেহমতী আমলও নষ্ট করে দেয়!❞

_____A.N.A.Sumaiya.

07/10/2025

Nasheed:- ❝yea man sollaitabi kullil anbiya.❞
Voice:- A.N.A.Sumaiya.
Page:- N A Sumaiya (Amaro konThe).

এই সিনেমাটি হলো তাকে নিয়ে, যাকে পরকীয়ার অপবাদ দিয়ে পাথর ছুড়ে হত্যা করা হয়েছিলো আপন স্বামীর ষড়যন্ত্রের কারণে। বলছিলাম ইর...
04/10/2025

এই সিনেমাটি হলো তাকে নিয়ে, যাকে পরকীয়ার অপবাদ দিয়ে পাথর ছুড়ে হত্যা করা হয়েছিলো আপন স্বামীর ষড়যন্ত্রের কারণে। বলছিলাম ইরানের সেই সুরাইয়ার কথা।

এটি সত্য ইতিহাস থেকে নির্মিত একটি সিনেমার ছবি। যেখানে স্বামী অন্য নারীতে আসক্ত হয়ে তাকে পাওয়ার লালসায় নিজের স্ত্রী সুরাইয়ার উপর পরকীয়ার অপবাদ দিয়েছিলো। যার ফলে সুরাইয়াকে হাত বেঁধে খোলা মাঠে অর্ধেক গর্ত খুঁড়ে পুতে ফেলার পর, পাথর ছুড়ে হত্যা করা হয়েছিলো জীবিত অবস্থায়!

এই জন্য কোনো এক সময় থেকে আল্লাহর শাসন শরিয়ত উঠে গিয়েছিলো সারা বিশ্ব থেকে। কারণ এই শাসনকে তখনকালের অনেক মুনাফিক, নাফরমান অপব্যবহার করেছিলো কেবল নিজেদের স্বার্থে। ইতিহাসের কালো অধ্যায়ে এমন অসংখ্য মুনাফিক ও নাফরমানদের নাম উল্লেখ্য আছে। তবে এখানে শরিয়ত দায়ী নয়, দায়ী হলো স্বার্থপর সুবিধাবাদী, মুনাফিক ও নাফরমান।

কিন্তু, এরচেয়ে ভীষণ দুঃখজনক বিষয় হলো, সেই সুরাইয়ার মতো হাজার হাজার নারীও আজ বর্তমান যুগে নির্যাতিত অধঃস্থিত সমাজের কারণে!

এই যুগে সুরাইয়ার মতো অধিকাংশ নারীর সাথে যা ঘটে যাচ্ছে এটিও হলো আল্লাহর ভীষণ নাফরমান হওয়ার কারণ! তবে এই নাফরমানী পূর্ব যুগের নাফরমানীর চেয়েও অধিক গুণ মারাত্মক, ও ভয়াবহ। তাই সমাজ, রাষ্ট্র আজ একদিকে অধঃস্থিত, অপরদিকে ধ্বংস!

কারণ, বর্তমান যুগে বিশ্বের অল্প কিছু দেশ ব্যতীত অন্য সব দেশে আল্লাহর বিধান শরিয়ত প্রতিষ্ঠিত নেই। যার ফলে চারিদিকে নারী জুলুমের স্বীকার, নারী ভুক্তভোগী, নারী ভোগ বিলাসী পণ্য হয়ে গিয়েছে! নাউজুবিল্লাহ।

তবে মনে রেখো,
_❝যে নারী রহে সৎ-পথে,
সে-তো জীবন যোদ্ধা ও মুজাহিদা।
যে বা যারা রহে অসৎ-পথে,
সে দু-জাহানে দুর্ভাগিনী ও দুর্ভাগা!❞

বিশেষ দ্রষ্টব্যঃ- নারী ব্যতীত নানান কারণে আরো অসংখ্য মজলুম আছে সারা বিশ্ব জুড়ে!

লেখিকাঃ- A.N.A.Sumaiya.

03/10/2025

_❝যে নারী রহে সৎ-পথে,
সে-তো জীবন যোদ্ধা ও মুজাহিদা।
যে বা যারা রহে অসৎ-পথে,
সে দু-জাহানে দুর্ভাগিনী ও দুর্ভাগা!

_____A.N.A.Sumaiya.

মায়ের মুখে একটি কথা প্রায় শুনে থাকি।তা হলো_❝হিসেবে দুনিয়াদারী।অপচয়ে রাজ-ভাণ্ডারও একদিন ফুরিয়ে যায়!❞অর্থাৎ, যে সৎ-উপার্জন...
01/10/2025

মায়ের মুখে একটি কথা প্রায় শুনে থাকি।
তা হলো_❝হিসেবে দুনিয়াদারী।
অপচয়ে রাজ-ভাণ্ডারও একদিন ফুরিয়ে যায়!❞
অর্থাৎ, যে সৎ-উপার্জন করে,
সে অবশ্যই হিসেবী হওয়া দরকার।
নতুবা, অপচয়কারীকে একটি পরিস্থিতি অন্যের নিকট মুখাপেক্ষী বানিয়ে দেয়!

____A.N.A.Sumaiya.

_❝আমাদের জন্য সমস্যা যা,কিন্তু পিপড়াদের খাদ্য হলো তা।❞আল্লাহ তা'আলা দুনিয়ার যা কিছু সৃষ্টি করেছেন সবই মানুষের উপকারের জন...
28/09/2025

_❝আমাদের জন্য সমস্যা যা,
কিন্তু পিপড়াদের খাদ্য হলো তা।❞

আল্লাহ তা'আলা দুনিয়ার যা কিছু সৃষ্টি করেছেন সবই মানুষের উপকারের জন্য। চলুন, একটি দৃষ্টান্ত দেওয়া যাক।

এই-যে সামান্য পিপড়াকে যদি আল্লাহ তা'আলা সৃষ্টি না করতেন, তবে বাড়ির আশেপাশে, আসবাবপত্রের চিপায়, আর ঘরের কোণা হতে দুর্গন্ধ বের হতো। ঐ দুর্গন্ধ সৃষ্টি হওয়ার মূল কারণ দেখা যেতো নানান কীটপতঙ্গ মরে পঁচে গিয়েছে। মানুষ পরিষ্কার করে কুল পেতো না।

সাধারণত যদি দু-তিন দিন যাবৎ ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখার হয়, ফলে কত যে ময়লা আবর্জনা জমে থাকে, যা হাতে লাগলেও ছিহঃ উচ্চারণ হয়!

তাহলে একবার ভাবুন তো, এত-যে নানান কীটপতঙ্গ মরে যায়, তা যায় কোথায়?
মূলত তা পিপড়া সদস্যদের খাবার হয়ে পিপড়াদের গর্তেই যায়।

একবার চিন্তা করে দেখুন, সামান্য একটি পিপড়া আমাদের জন্য কতই না উপকারী। আমাদের জন্য সমস্যা যা, কিন্তু পিপড়াদের খাদ্য হলো তা।

আমরা যেনো শান্তিতে ইবাদাতে-জিন্দেগী করতে পারি তাই আল্লাহ রাব্বুল আলামীনের কত নিখুঁত পরিকল্পনা।

এছাড়া নিজের সুঠাম দেহটির দিকে একবার তাকিয়ে ভাবুন, কে বানিয়েছে এতটা নিখুঁত করে আপনাকে? আপনি যদি কালোও হোন, লোকে যদি কুৎসিতও বলে, তবুও আপনি নিজের অঙ্গপ্রত্যঙ্গ গুলোতে ত্রুটি খুঁজে পাবেন না। ঠিক আপনার অঙ্গপ্রত্যঙ্গ যেমন, একজন সুন্দরী বা সুদর্শন ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গও তেমন।

তাছাড়া, আমার মতে আল্লাহ তা'আলার সবচেয়ে বড় আরেক নিআমত হলো; নারীকে নারীর বৈশিষ্ট্য দিয়ে নারী পরিচিতি দেওয়া, আর পুরুষকে পুরুষের বৈশিষ্ট্য দিয়ে পুরুষ পরিচিতি দেওয়া।

তিনি যদি এই নারীত্ব আর পুরুষত্ব নিআমত থেকে কাউকে বঞ্চিত করেন, তবে তার মূল্য হয়ে যায় শুন্য। যেমন_ আজকাল LGBTQ-দেরই দেখুন। এই জন্য আল্লাহ তা'আলা আপনাকে যা দিয়েছেন তাতে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করুন।

যাইহোক, যদিও পিপড়া দিয়ে শুরু করে দেহের উদাহরণ দিয়ে শেষ। বুঝানোর উদ্দেশ্যই হলো নেক ও এক।

এই জন্যই আল্লাহ তা'আলা বলেন_❝তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?❞

Writer:- A.N.A.Sumaiya, (Aklima Noor Ayesha Sumaiya).

_❝আমার মতে আল্লাহ'র আরেকটি বড় নিআমত হলো;নারীকে নারীর বৈশিষ্ট্য দিয়ে নারী পরিচয় দেওয়া। আর,পুরুষকে পুরুষের বৈশিষ্ট্য দিয়ে ...
21/09/2025

_❝আমার মতে আল্লাহ'র আরেকটি বড় নিআমত হলো;
নারীকে নারীর বৈশিষ্ট্য দিয়ে নারী পরিচয় দেওয়া। আর,
পুরুষকে পুরুষের বৈশিষ্ট্য দিয়ে পুরুষ পরিচয় দেওয়া।❞
(আলহামদুলিল্লাহ)

___A.N.N.Sumaiya.

_❝ধর্ম বিষয়ে গাফিল হইও না,ধ্বংস করিয়া ছাড়া দুনিয়া!❞________A.N.A.Sumaiya.
21/09/2025

_❝ধর্ম বিষয়ে গাফিল হইও না,
ধ্বংস করিয়া ছাড়া দুনিয়া!❞

________A.N.A.Sumaiya.

Address

চট্রগ্রাম
চট্রগ্রাম

Telephone

+8801891485885

Website

Alerts

Be the first to know and let us send you an email when A N A Sumaiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A N A Sumaiya:

Share