21/06/2025
আমি যখন কলা ফল খাওয়ার জন্য হাতে নিই, তখন ইমাম মালেক (রহঃ)-এর কথা শ্রদ্ধেয় মনে পড়ে। ইমাম মালেক (রহঃ) ছিলেন ইসলামি ফিকহের বিখ্যাত চার ইমামের একজন।
ইমাম মালিক (রহঃ) কলা ফল খুবই পছন্দ করতেন। ইমাম মালিক (রহঃ) কলা ফল পছন্দ করার কারণ হলো_ তিনি বলতেনঃ
❞ليس شيء أشبه بثمار الجنة من الموز، لا تطلبه في شتاء ولا صيف إلا وجدته❝
অর্থাৎ, ❝কলা ছাড়া কিছুই জান্নাতের ফলের মতো নয়; শীত, গ্রীষ্ম, যখনই চাই, পেয়ে যেতাম।❞
(হিলিয়াতুল ওলিয়া, খণ্ডঃ ৬, পৃষ্ঠাঃ ৩৩১)
ইমাম মালেক (রহঃ)-এর সম্পর্কে ঊজাইর ইবন আব্দুল্লাহ থেকে বর্ণিত, জায়িদ আবু মুতরিফা বলেনঃ
_❞كان الإمام مالك يُعجبه أكل الموز، ويقول: لم يقع عليه ذباب، ولم تمسه يد.❝
অর্থাৎ, ❝ইমাম মালেক (রহঃ) কলা পছন্দ করতেন। তিনি বলতেনঃ "এতে মশা আসে না, কেউ হাতও দেয় না।"❞
আরেক সূত্রে বলা হয়েছে ইমাম মালেক (রহঃ) বলতেনঃ
_❞لم يقع عليه ذباب ولم تمسه يد❝
অর্থাৎ, ❝কলার পৃষ্ঠে মশা বসে না, কেউ স্পর্শও করে না। এর যেন এক আলাদা মর্যাদা আছে।❞
কুরআন শরীফে আল্লাহ তা'আলা বলেনঃ
_❞وَطَلْحٍ مَّنضُودٍ❝
অর্থাৎ, ❝আর স্তরে স্তরে সাজানো কলাগাছ।❞
(সূরাঃ আল-ওয়াকিয়া, আয়াতঃ ২৯)।
❝ত্বালহ্ (طَلْحٍ)❞ শব্দটির বিষয়ে অনেক মুফাসসির একমত যে এটি কলা গাছ বোঝাতে ব্যবহৃত হয়েছে।
❝মনদুদ (مَّنضُودٍ)❞ মানে স্তরে স্তরে সজ্জিত। যেমন_ কলার থোকার মতো। যেখানে প্রতিটি ফল একটার পর একটা সাজানো থাকে।
এছাড়া, কুরআন শরীফে উল্লেখিত ❝ত্বালহ❞ শব্দের বিষয়ে তাফসিরবিদদের ব্যাখ্যাঃ
ইবনে কাসীরঃ
_❝ত্বালহ মানে কলা, যা সুগন্ধি ও সুস্বাদু এবং স্তরে স্তরে সাজানো থাকে।❞
ইমাম কুরতুবীঃ
_❝ত্বালহ সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। তবে অধিকাংশ আলেম বলেন, এটি জান্নাতের কলা।❞
ইমাম রাগিব আল-ইসফাহানিঃ
_❝ত্বালহ সেই গাছ যা ফলবহুল, নরম, এবং মানুষের জন্য আরামদায়ক। এটি কলা হতে পারে।❞
এই জন্য কলা ফল হাতে নিতে প্রথমেই ইমাম মালেক (রহঃ)-এর কথা শ্রদ্ধার সাথে মনে পড়ে।
কলা ফল সম্পর্কে এত সুন্দর ও সুস্পষ্ট ধারণা জানার পর থেকেই কলা ফলকে আমার কাছে সাধারণ ফল বলে মনে হয় না।
ব্যাখ্যা, স্বাদ, রুচি, আর সারা বছর জুড়ে সহজলভ্য হওয়াতে মনে হয় যেন আল্লাহ তা'আলা দুনিয়ার বুকে ছোট এক কলা দ্বারা জান্নাতের অগণিত নিআমত এর উদাহরণ দিয়েছেন। সুবহানাল্লাহ।
Writer: A.N.A.Sumaiya.
Page: A N A Sumaiya