Dr. Hekim media

Dr. Hekim media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Hekim media, Media/News Company, অক্সিজেন হাটহাজারী রোড, চট্রগ্রাম.

22/06/2025

কর্ণফুলী টানেল (পূর্বনাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল) হলো বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে অবস্থিত একটি সড়ক সুড়ঙ্গ।
এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গপথ।
কর্ণফুলী নদীর মধ্যভাগে সুড়ঙ্গটি ১৫০ ফুট গভীরে অবস্থিত।
কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার।

14/04/2025

আমার অবুঝ নাতি পাখি গুলিকে আধোয়া পাত্রে খাবার দিতে চাইছে না। ভিডিওতে শুনুন পাত্র গুলি ময়লা আমাকে খাবারের পাত্র গুলি ধুইয়া আনতে বলছে।তারপর সে ভাত গুলি খাবারের পাত্রে পাখি গুলির জন্য দিচ্ছে।
আমরা পশু পাখি ও মানুষের জন্য আধোয়া পাত্রে কারোর জন্য খাবার যেন পরিবেশন না করি।এমনকি প্রত্যেকটা পরিবারেই নিজেরা যেন আধোয়া একই ভাতের ডেকচিতে পুনরায় ভাত রান্না করে খাওয়া থেকে বিরত থাকি।

18/03/2025

আমার বাসায় তিনটা কোয়েল পাখির বসবাস।

02/03/2025

দূর্লভ পুর গ্রামের হাজী এনামূল হক এর স্বত্বাধিকারী পুকুরের সকল মাছ মসজিদের ব্যয় বহনের জন্য দানকৃত।এই পুকুর হতে প্রতি বছর প্রায় ৫০/৬০ হাজার টাকা আয় হচ্ছে।এবার পুকুর খনন করা হবে, আগামীতে আরোও বেশী আয় হবে পুকুর থেকে,ইনশাল্লাহ।ধর্মীয় কাজে এভাবে সম্পদশালী ব্যক্তিবর্গ আগাইয়া আসুন।

29/01/2025

তাফসীরুল কোরআন মাহফিল,চকবাজার চট্রগ্রাম;

28/01/2025

চট্রগ্রাম ফুল উৎসব,ডিসি পার্ক

ডিসি পার্ক,চট্রগ্রাম হতে পারে আপনার আনন্দের ক্ষণিক  মূহূর্ত;
28/01/2025

ডিসি পার্ক,চট্রগ্রাম হতে পারে আপনার আনন্দের ক্ষণিক মূহূর্ত;

ডিসি পার্ক,চট্রগ্রামের এই দর্শণীয় স্থান হতে পারে আপনার ক্ষণিকের অবসরের একান্ত সাথী;
28/01/2025

ডিসি পার্ক,চট্রগ্রামের এই দর্শণীয় স্থান হতে পারে আপনার ক্ষণিকের অবসরের একান্ত সাথী;

ডিসি পার্ক,চট্রগ্রামের এই দর্শনীয় স্থান হতে পারে আপনার অবসরের ক্ষণিকের একান্ত সাথী;
28/01/2025

ডিসি পার্ক,চট্রগ্রামের এই দর্শনীয় স্থান হতে পারে আপনার অবসরের ক্ষণিকের একান্ত সাথী;

24/01/2025
19/01/2025

কিডনি রোগীরা কি খাবেন বা খাবেন নাঃ


কিডনির রোগীভুক্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। কিডনি রােগীর সমস্যার অন্যতম কারণ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ।
এই দুটি রোগের প্রাদুর্ভাব যত সমাজে বাড়ছে তেমনি কিডনি রোগীর সংখ্যা ও বৃদ্ধি পাচ্ছে।

এ রোগে রক্তে লবণ ও পানির ভারসাম্য বিনষ্ট হয়, রক্তে অ্যাসিড ও ক্রিয়েটিনিন বেড়ে যায়। এ ক্ষেত্রে কোন খাবার খাওয়া যাবে আর কোন কোন খাবার থেকে বিরত থাকতে হবে,তা জানতে হবে।

টকজাতীয় ফল যেমনঃ
কমলা, তেঁতুল খাওয়া থেকে বিরত থাকতে হবে। অন্যান্য সাইট্রাস ফল যেমন লেবু, মাল্টা, আমলকী কম খেতে হবে।
শাকের মধ্যে লালশাক, ধনেপাতা, পালংশাক, মুলাশাক, পুঁইশাক খাওয়া যাবে না।

তবে ডাঁটাশাক, হেলেঞ্চাশাক, কচুশাক খাওয়া যাবে।
ফলের মধ্যে আপেল, পেয়ারা খাওয়া যাবে।
লাউ,ঢেঁড়স,মুলা, পেঁয়াজ, বেগুন, মিষ্টিকুমড়া, ঝিঙে, চিচিঙ্গা, করলা, ব্রকলি, ফুলকপি, শসা (যাহা বিচি যুক্ত ব্যতীত) খাওয়া যাবে।

অ্যাসিডযুক্ত খাবার যেমন কলিজা, শিমের বিচি, বরবটি, ছোলা, শুঁটকি, সামুদ্রিক মাছ খাওয়া উচিৎ না।
খাওয়া যাবে না কোল্ড ড্রিংকস। যেসব ফল খাওয়া যাবে, সেসবের রস বা জুসও খাওয়া যাবে। চা, কফি কম খাওয়া উচিত।

সামুদ্রিক মাছ ব্যতীত, মাছ, ডিমের সাদা অংশ,মুরগির মাংস—এ–জাতীয় প্রোটিন খাওয়া যাবে। গরু বা খাসির মাংস না খাওয়া ভালো।

রুটি, পরিমাণমতো ভাত, চিড়া খাওয়া যাবে।
ঘন ডাল ব্যতিত, ডালের পানি খেতে পারবেন।
বেশী পটাশিয়ামযুক্ত খাবার যেমন, টমেটো, ডাবের পানি, কলা কম খেতে হবে। কম পটাশিয়ামযুক্ত খাবার যেমন নুডলস, পাস্তা খাওয়া যাবে।
তেলেভাজা খাওয়া উচিৎ না।যেমন পিয়াজু, বেগুনি।
খাদ্যতালিকা মেনে চললে কিডনি রোগীরা সুস্থ–স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন।

কিডনি রোগে আক্রান্ত হলে যথাসময়ে ডাক্তারের দ্বারস্থ হওয়া উচিৎ।

02/01/2025

পাহাড়ীকা সিলেটগামী ট্রেনে মিনি কফি হাউজ।

Address

অক্সিজেন হাটহাজারী রোড
চট্রগ্রাম

Telephone

+8801918033459

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Hekim media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share