01/05/2025
আজকে আমাদের কারোর কি মনে পড়ে, গত ২০২৪ এর জুলাই আগষ্টে ঢাকা সহ সারাদেশে কিভাবে জীবন দিয়েছিলো ছোট দুধের শিশু থেকে শুরু করে ছাত্র,কৃষক,শ্রমিক,চাকরিজীবী জনতা!!!!
জানি সবাই হয়তো ভুলে গেছে, হয়তো আর মনে পড়ে না কিভাবে বাংলাদেশ নামক এই রাষ্ট্রে হাসিনার মতো দৈত্যের হাত থেকে আমরা কিভাবে কাদের রক্তের বিনিময়ে পেলাম এই স্বাধীনতা।
বাংলাদেশে একপক্ষ স্বাধীনতার ফসল ভোগকারী গোষ্ঠী আছে তাদের ক্ষমতা চিরস্থায়ী করে আবারো হাসিনার মতো স্বৈরশাসন কায়েম করে মানুষদে ভোটাধিকার হরণ করে টিকে থাকতে,
আবার আরেক দিকে আমাদের দলের কিছু দালাল-চামচা-বেজন্মা আছে, যারা ৫ আগষ্ট বেলা ১২ টার আগে কখনও রাজপথে দলের জন্য বা দেশের জন্য লড়াই, সংগ্রাম,যুদ্ধ না করেই হুট করে ৫ আগষ্ট বেলা ১ টার পর বিজয় মিছিল করে বনে গেছেন আমাদের দলের অনেক বড়ো হাইব্রিড এবং পাওয়ারফুল নেতা।
এই হচ্ছে আমরা বাঙালি জাতি,
আদৌও কি আমরা আমাদের এই মন মানুষিকতা নিয়ে পারবো ভোটাধিকার ফিরিয়ে আনতে //
আদৌও পারবো বাংলাদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে??
ঠিক যেভাবে ১৯৭৫ পরবর্তী বিধ্বস্ত বাংলাদেশে আমাদের বাঙালি জাতির মহানায়ক, স্বাধীনতা যুদ্ধে যার বলিষ্ঠ সাহসী ধ্বনিতে সমগ্র বাঙালি জাতি ১৯৭১ সালে পাকিস্তানিদের @সেরা ফ্যান