26/12/2025
ইউরোপ জমিয়তনেতা মাওলানা সাইফুর রহমান-এর স্বদেশ প্রত্যাবর্তনে সিলেটে ছাত্র জমিয়তের সংবর্ধনা ও মোটর শোডাউন
ডেস্ক রিপোর্ট : জেইউআই নিউজ বিডি
দীর্ঘ সাত বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে আগমন উপলক্ষে ইউরোপ জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুর রহমানকে সংবর্ধনা প্রদান করেছে ছাত্র জমিয়ত সিলেট। বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টার দিকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ছাত্র জমিয়ত সিলেটের শতাধিক নেতাকর্মী বিমানবন্দর ফটকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং মোটর শোভাযাত্রার মাধ্যমে সংবর্ধনা দেন।
মাওলানা সাইফুর রহমান সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক একাধিকবারের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইউরোপ জমিয়তের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তাঁর দেশে আগমনের খবরে প্রাক্তন ও বর্তমান ছাত্র জমিয়তকর্মীদের মধ্যে ব্যাপক আবেগ ও উৎসাহের সৃষ্টি হয়। বিমানবন্দর ফটকে সিলেট মহানগর জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত এবং সিলেট জেলা দক্ষিণ ও উত্তরের ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
ছাত্র জমিয়ত সিলেটের ব্যবস্থাপনায় আয়োজিত সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে আহ্বায়ক মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সদস্যসচিব লুকমান হাকিমের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে মাওলানা সাইফুর রহমান বলেন, ইউরোপে অবস্থান করলেও তাঁর সাংগঠনিক চেতনার মূল উৎস হলো ছাত্র জমিয়ত। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জমিয়ত আল্লাহর কাছে মকবুল একটি সংগঠন—যে যে পর্যায়ে যত শ্রম দেবে, সে ততটুকু বিনিময় পাবে। তিনি মুহিউদ্দীন খান রহ.-এর ‘কেন জমিয়ত করা’ প্রসঙ্গে স্মৃতিচারণ করেন এবং পরিকল্পিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা নজরুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জমিয়তের সহসাধারণ সম্পাদক মাওলানা আহমদ সগীর, মাওলানা সদরুল আমীন, মাওলানা আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, গোলাপগঞ্জ জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদ উদ্দীন সালিম, যুবনেতা কবির আহমদ, ফয়সল আহমদ, এম বেলাল আহমদ চৌধুরি, আব্দুল করীম দিলদার, নোমান সিদ্দীক, ছাত্র জমিয়তের সাবেক সহসম্পাদক তৈয়বুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আহমাদুল হক উমামা, সহসাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ, আমীনুল ইসলাম, সাবেক সিলেট জেলা সভাপতি আব্দুল হামিদ খান, সিলেট মহানগর ছাত্র জমিয়তের সেক্রেটারি আবু হানিফ সাদী, মীর আইনুল হক, সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সভাপতি কাওসার আহমদ, আব্দুল্লাহ, নাঈম আহমদ, শেখ আব্দুল্লাহ উসামা, হাবিবুর রহমান, সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের আবু তালহা তুফায়েল, একরামুল হক জাবের, আব্দুল্লাহ মাহফুযসহ অন্যান্য নেতৃবৃন্দ।
#ছাত্র_জমিয়ত #জমিয়তে_উলামায়ে_ইসলাম #সিলেট #মাওলানা_সাইফুর_রহমান #সংবর্ধনা