JUInews BD Digital

JUInews BD Digital "এগিয়ে যাওয়ার প্রত্যয়"
(2)

12/09/2025

ঝড়, বৃষ্টি উপেক্ষা করে সিলেট-৩ আসনে জমিয়তের এমপি প্রার্থী জননেতা আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম এর নির্বাচনী প্রচার কাজ চলছে।

08/09/2025

সুনামগঞ্জে জমিয়ত নেতা মুশতাক গাজীনগরী হত্যার প্রধান আসামী এম. আব্দুল হাফিজ নামে একজন গ্রেফতার করা হয়েছে।

তার গ্রেফতারের সর্বশেষ আপডেট নিয়ে মিডিয়ায় কথা বলছেন সুনামগঞ্জ জেলা জমিয়তের নেতৃবৃন্দ।

শহীদ মাওলানা মুশতাক গাজীনগরীর পরিবারের খোঁজ নিতে ও মাকবারাহ জিয়ারত করতে আজ সুনামগঞ্জে যাবেন জমিয়তের প্রধান উপদেষ্টা, মুফ...
07/09/2025

শহীদ মাওলানা মুশতাক গাজীনগরীর পরিবারের খোঁজ নিতে ও মাকবারাহ জিয়ারত করতে আজ সুনামগঞ্জে যাবেন জমিয়তের প্রধান উপদেষ্টা, মুফাক্কিরে ইসলাম আল্লামা শায়খ জিয়া উদ্দিন।

JUInews BD Digital | JUInews BD

#শায়খ_জিয়া #মুশতাক_গাজীনগরী #জমিয়ত #সুনামগঞ্জ #সিলেট #জমিয়তসভাপতি

07/09/2025

ফেঞ্চুগঞ্জ থেকে সরাসরি....

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আয়োজনে: জমিয়ত,যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখা।

07/09/2025

জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন থেকে 🔴সরাসরি...

07/09/2025

কিছুক্ষণের মধ্যে জরুরী সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মিডিয়ায় কথা বলবেন জমিয়তের জাতীয় নেতৃবৃন্দ।

লাইভ সম্প্রচার করবে JUInews BD Digital

প্রশাসনের নীরবতা ও গড়িমসি: মুশতাক গাজীনগরীর হত্যায় দায়সারা প্রতিবাদ নয়, সরাসরি উদ্যোগ চাইশুধু মিছিল-সমাবেশ করলেই হবে না।...
06/09/2025

প্রশাসনের নীরবতা ও গড়িমসি: মুশতাক গাজীনগরীর হত্যায় দায়সারা প্রতিবাদ নয়, সরাসরি উদ্যোগ চাই

শুধু মিছিল-সমাবেশ করলেই হবে না। প্রশাসনের সাথে সরাসরি বুঝাপড়ার কী উদ্যোগ চলছে, সেটা এখনো জাতি জানতে পারেনি। মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নৃশংস হত্যাকাণ্ড নিয়ে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি।

তিন দিন নিখোঁজ থাকার পর স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। লাশ পাওয়ার পর হাজার হাজার মানুষের উপস্থিতি থাকলেও প্রশাসন ঘটনাস্থলে আসতে ৪-৫ ঘণ্টা সময় নিয়েছে। এ গড়িমসি স্পষ্ট করে দিচ্ছে, তারা এ হত্যাকাণ্ড সম্পর্কে অবগত। বরং মনে হচ্ছে খুনিদের সাথে কোনো না কোনো সমঝোতায় ব্যস্ত সময় পার করেছে।

আমার অনুরোধ, জমিয়তের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্ব যেন কেবল বিবৃতি আর মিছিল-সমাবেশে সীমাবদ্ধ না থাকে। প্রশাসনের হাইকমান্ড থেকে শুরু করে স্থানীয় পর্যায় পর্যন্ত সরাসরি বোঝাপড়ার উদ্যোগ নিতে হবে। নাহলে খুনিরা পার পেয়ে যাবে, যেমন অতীতে হয়েছে। সিলেটের রায়হান হত্যার আসামী এস আই আকবরকে পালাতে সুযোগ দেয়া হয়েছিলো, আওয়ামী শাসনামলে ঘাতক নেতাদের নিরাপদে দেশত্যাগেও সহযোগিতা করেছে এই প্রশাসন।

তাই দায়সারা প্রতিবাদে মত্ত না থেকে প্রশাসনের মুখোমুখি হতে হবে। এখন পর্যন্ত তারা কেন কোনো বক্তব্য দেয়নি, কেন হত্যার রহস্য উদ্ঘাটিত হচ্ছে না—এই প্রশ্নের জবাব জাতি জানতে চায়। জমিয়তের নেতৃত্বকে বলতে চাই, প্রশাসনের সাথে আপনারা কতটুকু কাজ এগিয়েছেন এবং তাদের বক্তব্য কী—সেটা পরিষ্কারভাবে প্রকাশ করা এখন সময়ের দাবি।

—কে এম তাহমীদ হাসান
কো-অর্ডিনেটর, জেইউআই নিউজ বিডি

06/09/2025

সুনামগঞ্জে জমিয়ত নেতা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হ/ত্যা/কা/ণ্ড নিয়ে আবদুল বাতিন মাসুদ নামের একজন প্রবাসী বাংলাদেশি সাধারণ নাগরিক-এর কান্না জড়িত কন্ঠে ক্ষুব্ধ প্রতিক্রিয়া।

ধৈর্য নিয়ে হৃদয়স্পর্শী পুরো বক্তব্য শুনুন এবং শেয়ার করে তথাকথিত সুশীলদের দেখার সুযোগ করে দিন।

05/09/2025

শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীকে নিয়ে হৃদয়বিদারক গজল ও জানাযার দৃশ্য।

05/09/2025

আগামী ২৪ ঘন্টার মধ্যে মুশতাক গাজীনগরীর হত্যাকারীকে শনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে : মাওলানা নাজমুল হাসান কাসেমী

#মুশতাক_গাজীনগরী #জমিয়ত #বিক্ষোভ #সুনামগঞ্জ #সিলেট

মুশতাক গাজীনগরীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জমিয়তেরডেস্ক রিপোর্ট : জেইউআই নিউজ বিডিসুনামগঞ্জ জেলা জমিয়তে উলাম...
05/09/2025

মুশতাক গাজীনগরীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জমিয়তের

ডেস্ক রিপোর্ট : জেইউআই নিউজ বিডি

সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি, কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট আলেমে দ্বীন, সমাজসেবী ও কারা নির্যাতিত মজলুম আলেম মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীকে গত মঙ্গলবার দিবাগত রাতে নির্মমভাবে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয় দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ আসর সিলেট মহানগর জমিয়তের উদ্যোগে বন্দরবাজারস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্টপয়েন্টে সমাবেশে মিলিত হয়। নগর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, একজন সহজ-সরল সাধারণ জীবনযাপনকারী আলেমকে নৃশংসভাবে হত্যা করা হলেও প্রশাসনের দ্বারস্থ হয়ে পরিবার ও দল কোনো সহযোগিতা পায়নি। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় শান্ত সিলেটকে অশান্ত করার কোনো দুরভিসন্ধিমূলক তৎপরতা জমিয়ত বরদাশত করবে না।

সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসান, মাওলানা মুজিবুর রহমান কাসেমী, মাওলানা মোসাদ্দিক আহমদ, দক্ষিণ জেলার সহ-সভাপতি ও সিলেট-৩ আসনের প্রার্থী মাওলানা নজরুল ইসলাম, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আহমদ সগীর আমকোনী, সহ-সম্পাদক মুফতি মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, এডভোকেট রেজাউল হক, মাওলানা আব্দুল গফুর প্রধান, মাওলানা কবির আহমদ, এম বেলাল আহমদ চৌধুরী, মাওলানা এমাদ উদ্দিন সালিম, যুব নেতা মাওলানা আবু সুফিয়ান, হাফিজ আব্দুল করিম দিলদার, মাওলানা তোফায়েল আহমদ কামরান, ছাত্রনেতা জামিল আহমেদ আবু হানিফা সাদী, এম শাকের আলম, মীর আইনুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

#মুশতাক_গাজীনগরী #জমিয়ত #সিলেট #সুনামগঞ্জ #বিক্ষোভ #ন্যায়বিচার

05/09/2025

জমিয়ত নেতা মাওলানা মুশতাক গাজীনগরীকে হত্যার প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল চলছে...

Address

৫১, ৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি, পুরানা পল্টন
ঢাকা-১০০০

Telephone

+88029567698

Website

Alerts

Be the first to know and let us send you an email when JUInews BD Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JUInews BD Digital:

Share