JUInews BD Digital

JUInews BD Digital "এগিয়ে যাওয়ার প্রত্যয়"
(2)

04/11/2025

সিলেট-৪ আসনে জমিয়তের খেজুর গাছ মার্কার জনসভায় হাজার হাজার মানুষের ঢল।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চমক দেখাতে যাচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

সিলেট-৬ আসন : সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চান হাফিজ ফখরুল ইসলাম ডেস্ক রিপোর্ট- জেইউআই নিউজবিডি ...
03/11/2025

সিলেট-৬ আসন : সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চান হাফিজ ফখরুল ইসলাম

ডেস্ক রিপোর্ট- জেইউআই নিউজবিডি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচিত হয়ে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত খেজুর গাছ প্রতিকের প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।

সোমবার বাদ মাগরিব বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের ৭ ও ৮ ওয়ার্ডের কাকরদিয়া-তেরাদল গ্রামবাসীর সাথে মতবিনিময়কালে মুখ্য অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'আমি রাজনীতিতে এসেছি মানুষের সেবা করার জন্য, ক্ষমতা ভোগের জন্য নয়। আপনারা যদি দোয়া ও সহযোগিতা দেন, আমি এলাকার প্রতিটি মানুষকে নিয়ে উন্নত, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমার হাতে উন্নয়নের ১০ দফা বাস্তবসম্মত পরিকল্পনা রয়েছে, যা শুধু কথার নয়,কাজের প্রতিশ্রুতি।'

এসময় হাফিজ মাওলানা ফখরুল ইসলাম তার বক্তব্য কাকরদিয়া-তেরাদলকে আলেম উলামা অধ্যুষিত এলাকা উল্লেখ করে বলেন, 'আমি উন্নয়নের ১০ দফা নিয়ে কাজ করছি। প্রতিশ্রুতি নয় বাস্তবায়নে বিশ্বাসী। আমি শুধু শুধু মিথ্যা প্রতিশ্রুতি আর প্রতিহিংসার রাজনীতি করতে চাইনা। জনগণের ভালোবাসাই একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় শক্তি। আপনাদের পাশে থাকলে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আমরা সফল হব ইনশাআল্লাহ।'

মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিয়ানীবাজারের সন্তান প্রবীণ আলেমে দ্বীন শায়খ জিয়া উদ্দিন।

মতবিনিময় সভা পরিচালনা করেন আব্দুল হামিদ। এসময় উপস্থিত ছিলেন শেওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন খান , সাবেক ইউপি সদস্য আব্দুল হেকিম, বদরুল হক বদই, শামজুজ্জামান বেলাল, হাজী জিয়া উদ্দীন, মাওলানা মনজুরুল ইসলাম, মাওলানা আব্দুল বাসিত, হাফিজ মাওলানা রুহুল আমীন, বেলাল আহমদ, হাজী নাজিমুদ্দিন, ইকবাল আহমদ, মাস্টার আব্দুর রব, নাজিমুদ্দীন, জয়নাল আবেদীন, সাহেদ আহমদ, কামাল আহমদ, মাওলানা আব্দুস ছামাদ সাদিক, কবির আহমদ, কবির আহমদ (মেম্বার), আব্দুল হালিম ঠিকাদার, হুসন আহমদ ঠিকাদার, শামীম আহমদ, কামরুল আহমদ, মাওলানা আফজল আহমদ, বিলাল আহমদসহ স্থানীয় এলাকার বিশিষ্ট মুরব্বি, যুবক ও সর্বস্তরের জনগণ।

01/11/2025

সাহাবায়ে কেরামদের যারা সত্যের মাপকাঠি মানবে না, তাদের ইসলামী রাজনীতি করার অধিকার নেই!
—জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

#জমিয়তমহাসচিব #আফেন্দী #জমিয়ত #হেফাজত #বিএনপি #জামায়াত #সালাহউদ্দিন #মওদুদী #জুনায়েদ

01/11/2025

মওদুদীর ইসলাম নয়, আমরা মদিনার ইসলাম অনুসরণ করি। —সালাহউদ্দিন আহমদ

#সালাহউদ্দিন #বিএনপি #জামায়াত #জমিয়ত #হেফাজত #মওদুদী

01/11/2025

আমরা এদেশে মদীনার ইসলাম কায়েম করতে চাই: — মাওলানা জুনায়েদ আল হাবীব

আজ (০১ নভেম্বর ২০২৫) নারায়াণগঞ্জে কাসেমী পরিষদ আয়োজিত আজমতে সাহাবা সম্মেলনে বক্তব্যকালে জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, যারা এদেশে পূজা আর রোজাকে এক করতে চায়, কৃষ্ণ আর মুহাম্মদকে এক করতে চায়, তারা দেশে মডার্ন ইসলাম কায়েম করতে চায়। তিনি বলেন, আমরা মদীনার ইসলাম কায়েম করতে চাই।

#জমিয়ত #হেফাজত #জুনায়েদ_আল_হাবীব #জুনায়েদ #বিএনপি #সালাহউদ্দিন

ন্যাশনাল ওলামা এলায়েন্স এর পক্ষ থেকে আজকের আয়োজনের স্থিতিশীল  চিত্রছবি: ওসামা বিন উবায়দুল্লাহ।
01/11/2025

ন্যাশনাল ওলামা এলায়েন্স এর পক্ষ থেকে আজকের আয়োজনের স্থিতিশীল চিত্র
ছবি: ওসামা বিন উবায়দুল্লাহ।

01/11/2025

নারায়াণগঞ্জ আজমতে সাহাবা সম্মেলনে বক্তব্য রাখছেন হেফাজত, জমিয়ত ও বিএনপির জাতীয় নেতৃবৃন্দ

01/11/2025

আজমতে সাহাবা সম্মেলন নারায়াণগঞ্জ থেকে সরাসরি....

01/11/2025

LIVE 🔴 "জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা" শীর্ষক গোলটেবিল বৈঠক থেকে সরাসরি....

স্থান: বিএম মিলনায়তন, পল্টন, ঢাকা

31/10/2025

জাতির অভিভাবক আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে প্রশ্নবিদ্ধ করার আগে আমাদেরকে মুকাবিলা করুন।
—ইবনে শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক

#মামুনুল #হেফাজত #বাবুনগরী #মামুনুলহক #জমিয়ত #জামায়াত #জামাত #খেলাফত #হাটহাজারী #আলআমিন

31/10/2025

আমরা জুলাই সনদের বিরোধী নয়, কিন্তু জুলাই সনদের নামে গণভোট চেয়ে নির্বাচন বানচাল করার কোনো ষড়যন্ত্র জমিয়ত মেনে নিবে না : মাওলানা আব্দুল মালিক চৌধুরী

গতকালই সিলেট-১ আসনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে দেয়া বক্তব্যে উক্ত আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী এ কথা বলেন।

#জমিয়ত #জুলাইসনদ #গণভোট #নির্বাচন #খেজুর_গাছ

Address

৫১, ৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি, পুরানা পল্টন
ঢাকা-১০০০

Telephone

+88029567698

Website

Alerts

Be the first to know and let us send you an email when JUInews BD Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JUInews BD Digital:

Share