12/09/2025
নরসিংদীতে আবার চান্দাভাইদের 'শুভ' পুনরাগমন!
শুনলাম নরসিংদী পৌর শহরের সড়ক-চাঁ'দাবাজি আবারও শুরু হয়েছে। কয়েকজন সমালোচক শুভাকাঙ্ক্ষী আমাকে সেই চাঁদাবাজির ভিডিও পাঠিয়ে জানতে চেয়েছেন, এই কি তবে আপনার সেই 'চাঁ'দাবাজি শব্দ নরসিংদীর ডিকশনারি থেকে বিদেয়' করার নমুনা! চাঁ'দাবাজদের কাছ থেকে কত টাকার বাণ্ডিল নিয়ে তাদেরকে আবার শুরু করতে দিলেন! ভাইরাল হতে এসেছিলেন! স্ট্যান্টবাজি করার আর জায়গা পান না!... ইত্যাদি ইত্যাদি।
আমি আপনাদের সকলের উদ্দেশে কোনো রকম দ্বিধা ছাড়া বলতে চাই, নরসিংদীতে সড়ক - চাঁ'দাবাজি আমরা বন্ধ করেছি, আবার চালু করতে দেওয়ার জন্য নয়। আমি নিশ্চিত করে বলছি, নরসিংদীর এ চাঁদাবাজি বন্ধ হবে, স্থায়ীভাবে বন্ধ হবে। চাঁদাবাজ চক্র যত প্রভাবশালী হোক, যত হু'মকি আসুক, মাননীয় হাইকোর্টের আদেশ প্রতিপালন, বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি স্যারের নির্দেশনা বাস্তবায়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ খুব শিগগিরই চাঁদাবাজদেরকে আবারও আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করবে। একবার বন্ধ করার পর যারা পুনরায় এটি চালুর সাহস দেখিয়েছেন, তাদেরকে যথাযথ আইনগত পরিণতি ভোগ করতে হবে।
আর চাঁ'দাবাজ চক্রকে বলব, গরিব মানুষকে জি'ম্মি করে চাঁ'দাবাজি করবেন আর আপনার ক্ষমতার ভয়ে ভীত হয়ে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে সেই দৃশ্য হজম করবে- যদি এমনটা আশা করে থাকেন, তাহলে বলব আপনারা আমাদের মেসেজ পড়তে ভুল করে ফেলেছেন। আমি দৃঢ়তার সঙ্গে আবারও বলছি, নরসিংদীতে চাঁ'দাবাজি, সেটা যে ফরম্যাটেই হোক, বরদাশত করা হবে না। প্লিজ, আমাদেরকে কঠোর হতে বাধ্য করবেন না।
নরসিংদীবাসীর প্রতি অনুরোধ, যারা পৌরসভার ইজারার শর্ত মেনে শুধু নির্ধারিত স্ট্যান্ডে দাঁড়ানো গাড়ি থেকে টোল নেন, তারা চাঁদাবাজ নন। তাদেরকে দায়িত্ব পালনে সহযোগিতা করুন। কিন্তু যারা রাস্তায় চলমান যানবাহন থামিয়ে জোরপূর্বক অবৈধভাবে টাকা নিচ্ছে, তারা সুস্পষ্ট চাঁ'দাবাজ শুধু নন, এভাবে টাকা আদায় মহামান্য হাইকোর্টের এ সংক্রান্তে প্রদত্ত আদেশের সুস্পষ্ট লংঘনও। সর্বোচ্চ আদালতের আদেশকে অমান্য করে পুনরায় সড়ক- চাঁদাবাজি শুরু হওয়ার বিষয়টি আমি নরসিংদী পৌরসভা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষকে অবহিত করাসহ ইজারা বাতিল ও তাদের বিরুদ্ধে প্রযোজ্য অন্যান্য ব্যবস্থা গ্রহণ করার জন্য যথাযথ চ্যানেলে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছি। আশা করি, দুয়েকদিনের মধ্যে আপনারা এর ফলাফল দেখতে পাবেন।
আর চাঁদাবাজেরা আমাকে কিনে ফেলেছে কিনা? এ প্রশ্নের উত্তর আমি আমার চাকরিজীবন জুড়ে দিয়ে আসছি, দিয়ে যাচ্ছি। দয়া করে একটু খোঁজ নিন, উত্তর পেয়ে যাবেন। আমি শুধু এটুকু বলব, ক্রমাগত হু'মকি-ধমকি বা ব্যাগভর্তি টাকার অফার দিয়েও চাঁ'দাবাজ- মাদক ব্যবসায়ীরা আমার বিবেককে কিনতে পারেনি, কোনো দিন পারবেও না। ইনশাআল্লাহ, শামীম আনোয়ার ক্রয়যোগ্য নয়। আর এরকম যেকোনো অন্যায়- অপরাধ যদি আপনার চোখে পড়ে, সে বিষয়ে পুলিশকে তথ্য দিন, পুলিশের সহায়তা গ্রহণ করুন। কোনো অবস্থাতেই নিজেরা আইন হাতে তুলে নিবেন না। চাঁ'দাবাজ চক্র মব জাস্টিস আখ্যা দিয়ে আপনাদেরকে বিপদে ফেলে দিতে পারে। আর পুনরায় চাঁ'দাবাজি শুরু হওয়ার সকল দায়ভার আমার উপর দিয়ে যারা ননস্টপ গা লি গা লা জ করে চলেছেন, তাদের বলব আপনাদের একজন কর্মচারী হিসেবে আপনাদের সমালোচনা আমার শিরোধার্য। আমি এতে মন খারাপ করি না। যত বেশি সমালোচনা, তত বেশি সঠিক পথে থাকার সম্ভাবনা। আমি প্রশংসা নয়, সবসময় আপনাদের এই সমালোচনাই শুনতে চাই।
সকলকে ধন্যবাদ।
©️
Md. Anwar Hossan
অতিরিক্ত পুলিশ সুপার, নরসিংদী।