চরমান্দালিয়া ইউনিয়ন ডিজিটাল তথ্য কেন্দ্র -cudc

চরমান্দালিয়া ইউনিয়ন ডিজিটাল তথ্য কেন্দ্র -cudc চরমান্দালিয়া ইউনিয়ন ডিজিটাল তথ্য কেন্দ্র, আপনার নাগরিক সেবাসমূহ পেতে ফলো দিয়ে পাশে থাকুন,,,

06/05/2025

টি সি বির পন্য বিক্রয় সংক্রান্ত নোটিশ,,,,,,,,

এতদ্বারা চরমান্দালিয়া ইউনিয়নের টিসিবির সচল কার্ডধারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,,,,আগামী পরশু ০৮/০৫/২০২৫ রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা হইতে ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পন্য বিক্রয় শুরু হবে।টিসিবির সচল স্মার্ট কার্ডটি সাথে নিয়ে চলে আসুন আর স্বল্পমূল্যে পন্য গ্রহন করুন।

*** ইউনিয়ন পরিষদের যাবতীয় তথ্য ও খবরাখবরের জন্য পেইজটি ফলো দিয়ে রাখতে পারেন।

*** চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদের একমাত্র পেইজ এটি।

OKUP  এর সমন্বয় সভায়,স্থানীয় ব্যাক্তিবর্গের সাথে জনসচেতনতা মূলক নানা আলোচনা ও পরামর্শ দেওয়া হয়। এসময় ইউনিয়ন পরিষদের হলকক...
06/05/2025

OKUP এর সমন্বয় সভায়,স্থানীয় ব্যাক্তিবর্গের সাথে জনসচেতনতা মূলক নানা আলোচনা ও পরামর্শ দেওয়া হয়। এসময় ইউনিয়ন পরিষদের হলকক্ষে উপস্থিত ছিলেন জনাব মাহাবুব মোর্শেদ শাহানশাহ( সভাপতি চরমান্দালিয়া ইউনিয়ন বিএনপি), ইউপি চেয়ারম্যন জনাব মোঃ আনিস উদ্দিন শাহীন, ইউপি প্রসাসনিক কর্মকর্তা জনাব ইব্রাহীম খলিল, বিএনপির সংগ্রামী সেক্রেটারি জনাম মোঃ মজিবুর রহমান,,স্থানীয় ৪ নং ওয়ার্ড সদস্য জনাব আল আমিন সহ অনেকে।

আমার প্রিয় চরমান্দালিয়া ইউনিয়ন বাসি, আসসালামু আলাইকুম।***আপনারা অনেকেই অবগত আছেন যে, বর্তমানে,,,, বয়স্ক ভাতা ও বিধবা ভাত...
20/04/2025

আমার প্রিয় চরমান্দালিয়া ইউনিয়ন বাসি, আসসালামু আলাইকুম।
***আপনারা অনেকেই অবগত আছেন যে, বর্তমানে,,,, বয়স্ক ভাতা ও বিধবা ভাতার জন্য আবেদন চলমান।

***ভাতার অনলাইন আবেদন করতে আর দেরী না করে এখনই পরিষদের তথ্য কেন্দ্রে চলে আসুন।

***আবেদনের শেষ তারিখ ২২ ই এপ্রিল ২০২৫ খ্রীঃ। Ðর মাত্র ২ দিন বাকি।

*** আবেদনের যোগ্যতাঃ-
১..বিধবা ভাতা- স্মার্ট এন আইডির ফটোকপি ও নিজের নামে নিবন্ধিত সচল মোবাইল নাম্বার।
২.. বয়স্ক ভাতা- বয়স- মহিলা ৬২ বছর ও পুরষ ৬৫ বছর।
স্মার্ট এন আইডির ফটোকপি ও নিজের নামে নিবন্ধিত সচল মোবাইল নাম্বার।

আর দেরি না করে আজই আবেদন করুন।
(একটি সমাজ সেবা মন্ত্রনালয়ের প্রকল্প)

প্রয়োজনে -01675795763

মানচিত্রে প্রিয় চরমান্দালিয়া,,,,
11/04/2025

মানচিত্রে প্রিয় চরমান্দালিয়া,,,,

৩/৪ বছর আগের চিত্র
11/04/2025

৩/৪ বছর আগের চিত্র

আমাদের সকলের প্রিয় "চরমান্দালিয়া উচ্চ বিদ্যালয়"
11/04/2025

আমাদের সকলের প্রিয় "চরমান্দালিয়া উচ্চ বিদ্যালয়"

10/04/2025
Charmandalia Union map
10/04/2025

Charmandalia Union map

10/04/2025

এক নজরে চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদ,,,,

**সাবেক চরমান্দালিয়া ইউনিয়ন ভেঙ্গে নতুন দুটি ইউনিয়ন গঠিত হয়-; কৃঞ্চপুর এবং চরমান্দালিয়া ইউনিয়ন।

**পূর্ণগঠিত চরমান্দালিয়া ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ২০১০সালে।

**চরমান্দালিয়া ইউনিয়নের মোট আয়তন:-৬.১৩ বর্গ কিলোমিটার।

**সীমানা:-উত্তরে আড়িয়াল খা নদী।পুর্বে আড়িয়াল খা নদী।
পশ্চিমে খিদির পুর ইউনিয়ন।দক্ষিনে কৃঞ্চপুর ইউনিয়ন।

**মৌজা : চরমান্দালিয়া ইউনিয়ন এক মৌজা বিশিষ্ট।চরমান্দালিয়া মৌজা।

**গ্রাম:-চরমান্দালিয়া ইউনিয়নে গ্রামের সংখ্যা ৫ টি। উত্তর চরমান্দালিয়া,পশ্চিম চরমান্দালিয়া,ইসলাম পুর,মজিত পুর ও মুন্সিপাড়া

**চরমান্দালিয়ায় মোট বিদ্যালযের সংখ্যা-১২ টি। :-চরমান্দালিয়া উচ্চ বিদ্যালয় ১টি।
চরমান্দালিয়া বালিকা বিদ্যালয় ১ টি,
নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১টি।
সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬ টি।
রে:জি:২ টি।
কিন্ডারগার্টেন ২ টি।

**স্বাষ্থ্য কেন্দ্র :-কমিউনিটি ক্লিনিক ৩ টি।

:-কমিউনিটি ক্লিনিক নির্মানাধীন ১টি।

:- স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র ১ টি ।

**সরকারী প্রতিষ্টান দুইটি:-ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদ

বনায়ন প্রকল্প একটি ও সামাজিক বনয়ন প্রকল্প ১ টি ।

**রাস্তার সংখ্যা:-পাকা রাস্তা ৮ টি,কাচা রাস্তা/আধাপাকা ৮টি।

**চরমান্দালিয়া ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা:-১০৩০০ জন।

পুরুষ =৫১০০জন,মহিলা=৫২০০ জন।

**চরমান্দালিয়া ইউনিয়নে ২০১১এর জরিপ অনুযায়ি মোট জন সংখ্যা ১৫৩৪০ জন ।

পুরুষ-৫,৯৬৮জন,মহিলা-৬,৩৭২ জন।

কারিগরি সহায়তায়: a2i

Address

চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদ, মনোহরদী
নরসিংদী

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801842633060

Website

Alerts

Be the first to know and let us send you an email when চরমান্দালিয়া ইউনিয়ন ডিজিটাল তথ্য কেন্দ্র -cudc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share