
12/05/2024
বাচ্চাটি বাবা মায়ের সাথে সড়ক দুর্ঘটনায় পড়ে। বাবা স্পট ডেথ। হাসপাতালে ফিরলে মায়ের মৃত্যু। দুর্ঘটনাকবলিত হলে যারা এগিয়ে এসেছিল, তারা সবকিছু নিয়ে পালিয়েছে। পুলিশ হাসপাতালে পাঠালে মাকে বাঁচানো যায়নি। ফেইসবুকে ছবিটি ঘুরে বেড়াচ্ছে। অসহায় অসুস্থ বাচ্চাটার মৃত্যু মায়ের বুকে ঝাপিয়ে পড়ার দৃশ্য ভুলতে পারছি না। আল্লাহ সহায় হও গতরাত থেকে যতবার মনে পড়ছে, ভয়ে - আতঙ্কে - ঘৃণায় মন বিক্ষিপ্ত হয়ে উঠে। এগুলো কোন দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। খুনীরা প্রভাবশালী তাই সড়কে শৃঙ্খলা ফিরছে না এটাই বাস্তব,
আজকের মা দিবসে মৃত মায়ের বুকে বাচ্চাটার এই ছবি আমাদের লজ্জিত করে। বাচ্চার চোখেমুখে বেদনার আর্তি আমাদের এই সড়ক ব্যবস্থাপনার প্রতি ঘৃণা, কবে ফিরে আসবে সড়কের সুব্যবস্থা?আর কত প্রাণ জ্বরবে মহাসড়? ゚ ゚viral