27/07/2025
ছোটখাতা চৌপথী থেকে শুটিবাড়ি বাজারের ভ্যান ভাড়া আগে ছিলো ৫ টাকা বর্তমান অটো ভ্যান ওয়ালারা ১০ টাকা করে নেয়,এটা পুরাই সিন্ডিকেট। সরকারি ভাবে কিলোমিটার প্রতি ১.৫ টাকা ভাড়া দুই কিলোমিটার জায়গা কিভাবে ১০ টাকা হয়। সবাইকে এর প্রতিবাদ করতে হবে,এবং @উপজেলা প্রশাসন ডিমলা এই সিন্ডিকেটের দ্রুত পদক্ষেপ নিবেন আশা করি।