12/08/2025
#নাভির_মাধ্যমে_বিভিন্ন_চিকিৎসা
১.ঠোঁট ফাটা--নারিকেল তেল ব্যবহার করুন।
২.বাতের ব্যথা--তিল ও বাদাম তেল।
৩.পিত ভালো রাখতে--সরিষাতেল/সূর্যমুখি তেলের সাথে ঘি।
৪.সর্দি কাশি--সরিষা তেল/সূর্যমুখি/নারিকেল তেল।
৫.স্ট্রেসের সমস্যা/চিন্তা--সরিষাতেল/নারিকেল তেল
৬.চোখ--ঘুমানোর সময় ঘি গরম করে দিন।
৭.চোখের কালো দাগে মুখের সকালের লালা দিন।
৮.চোখের যে কোন সমস্যা/ব্রন এ লালা লাগান।হাতে লালা দিয়ে ঘসে চোখে তাপ দিতে হবে।
৯.দাতের সমস্যা থেকে বাঁচতে টুথপেষ্ট ব্যবহার বন্ধ করলে ক্যান্সার হবে না।
১০.চুল পরা বন্ধ করতে--নাভিতে তেল ব্যবহার করুন।
১১.নাভি সরে গেলে পায়ের ২টি বুড়া আঙ্গুল ধরে নাভি বরাবর ৯ বার উপরে উঠিয়ে বসিয়ে দিতে হবে।
প্রতিদিন সুস্থ থাকতে
বাসি মুখে হালকা কুসুম গরম পানি খেতে হবে।
বাথরুম করে এসে পানি পান করতে হবে।