আজকের ফেনী

আজকের ফেনী News & Publication

উপজেলা আ'লীগের সহ সভাপতির স্ত্রী ইউপি প্রশাসনিক কর্মকর্তা বুবলির বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ (সূত্র : দৈনিক সময়ের আলো)...
02/05/2025

উপজেলা আ'লীগের সহ সভাপতির স্ত্রী ইউপি প্রশাসনিক কর্মকর্তা বুবলির বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ (সূত্র : দৈনিক সময়ের আলো)
----------------------------------------------------------------------
বিশেষ প্রতিনিধি: সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউপি প্রশাসনিক কর্মকর্তা নুরুন নাহার বুবলির বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে ফেনী জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগিরা।
বুবলি সোনাগাজীর আলোচিত সমালোচিত ৫ অগাস্টের পর পলাতক উপজেলা আ'লীগের সহ সভাপতি ও ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটুর স্ত্রী।
গত বছরের ৫ অগাস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে আওয়ামীলীগ সরকারের পতনের জেরে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে মানুষের প্রত্যাশা ছিল ঘুষ, অনিয়ম-দুর্নীতি ও হয়রানি ছাড়াই নাগরিক সেবা মিলবে।
কিন্তু মানুষের সে স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়ে ঘুষ ও দুর্নীতি ছাড়া সেবা না দিয়ে সমালোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছেন ফেনীর সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নুরুন নাহার বুবলী।
তার বিরুদ্ধে নানা অভিযোগ এনে গত ৩ মার্চ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ইউনিয়নের বাসিন্দা জসিম উদ্দিন।
অভিযোগে জানা গেছে, ইউনিয়নের সোনাপুর বাদামতলী গ্রামের বাসিন্দা বাহরাইন প্রবাসী জামশেদ আলমের জন্ম নিবন্ধন করার আগে ২০০৭ সালে পাসপোর্ট হয়ে যায়। পরবর্তীতে জন্মনিবন্ধনের অনলাইনে ভুল থাকায় পাসপোর্ট অনুযায়ী সংশোধন করতে ইউনিয়ন পরিষদের দ্বারস্থ হন। তখন প্রশাসনিক কর্মকর্তা বুবলী ওই প্রবাসীর নিকট ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন।
এ দিকে সফরপুর সাহেবের হাট এলাকার জার্মান প্রবাসী মাঈন উদ্দিনের জন্ম নিবন্ধন বয়স সংশোধন বাবদ তার নিকট থেকে ৩৫ হাজার টাকা ও আব্দুল্লাহ নামক জনৈক ব্যক্তি থেকে ১২ হাজার টাকা ঘুষ নেন প্রশাসনিক কর্মকর্তা বুবলি।
এ ছাড়া তার বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাৎ, জন্ম নিবন্ধন সনদ সংশোধন, মৃত্যু সনদ, নাগরিকত্ব সনদ, ট্রেড লাইসেন্স, বিভিন্ন ভাতা ও টিসিবিসহ পরিষদের সেবামূলক কার্যক্রমে চাহিদা মোতাবেক ঘুষ না দিলে নানাভাবে হয়রানির অভিযোগ রয়েছে।
এনামুল হক নামে এক ভুক্তভোগী জানান, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নুরুন নাহার বুবলীর স্বামী সোনাগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন। ফলে বুবলির ঘুষ, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তখন কেউ ভয়ে প্রতিবাদ করার সাহস পায়নি। তার স্বামী বিটুর হাত ধরেই ঘুষ-দুর্নীতিতে হাতেখড়ি বুবলির। বিটু বগাদানা ইউপি চেয়ারম্যান থাকাকালে বুবলি সেখানে ইউপি সচিব পদে চাকুরি পায়। সে সুবাধে দু'জন পরিণয়ে আবদ্ধ হয়।
আ'লীগ সরকারের পতনের পরেও বুবলীর অপকর্ম বন্ধ হয়নি। অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে প্রশাসনিক কর্মকর্তা নুরুন নাহার বুবলী জানান, স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী অন্যায় আবদার করে সুবিধা করতে না পেরে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্র করছে। তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে বলে দাবি করেন তিনি।
এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক গোলাম মো. বাতেন জানান, অভিযোগের তদন্ত প্রতিবেদনের আলোকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(তথ্যসূত্র: সময়ের আলো)

01/05/2025

মেহেদীর দাগ না শুকাতেই স্বামীর বাড়ি থেকে নব বধুর লাশ উদ্ধার, আত্মহত্যা না কি পরিকল্পিত হত্যা!

হত্যাসহ ৫ মামলায় শীর্ষ সন্ত্রাসী জামাই ফারুক কারাগারে------বিশেষ প্রতিনিধি (ক্রাইম): হত্যাসহ ৫ মামলায় ফেনীর দক্ষিণাঞ্চলে...
30/04/2025

হত্যাসহ ৫ মামলায় শীর্ষ সন্ত্রাসী
জামাই ফারুক কারাগারে------
বিশেষ প্রতিনিধি (ক্রাইম): হত্যাসহ ৫ মামলায় ফেনীর দক্ষিণাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ওমর ফারুক প্রকাশ জামাই ফারুককে কারাগারে প্রেরণ করেছে আদালত।
বুধবার, (৩০ এপ্রিল) ফেনী মডেল থানা থেকে আদলতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
দৈনিক ইনকিলাবের সাংবাদিক ওমর ফারুকের উপর হামলার মামলায়, এর আগে মঙ্গলবার রাতে তাকে মহাসড়কের লালপোল থেকে এসআই ফারুক মিয়ার নেতৃত্বে গ্রেপ্তার করে পুলিশ।
সাংবাদিক ফারুকের উপর হামলা ছাড়াও ২০০২ সালে মাইজবাড়িয়া গ্রামের মোঃ জাকারিয়ার বাড়িতে চাঁদার দাবীতে হামলা ভাংচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা নং- ৪৬/০২ ইং, ২০১৪ সালে ফাজিলপুর গ্রামের গোলাম সরোয়ার হত্যাকান্ডে মামলা নং- ৪০/১৪ ইং, একই বছর এসআই হাক্কানী বাদী হয়ে বিস্ফোরক আইনে ফেনী মডেল থানার মামলা নং- ৭৬/১৪ ইং ও বিশেষ ট্রাইবুনালের-২৫/১১ নং মামলাসহ মোট ৫টি মামলায় জামাই ফারুককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এছাড়া দাশের পুলের নবী হত্যা মামলার অন্যতম আসামী জামাই ফারুক। ডাকাতি, অস্ত্র মামলাসহ তার বিরুদ্ধে প্রায় ৩৭টি মামলা রয়েছে।

কে এই জামাই ফারুক?
ফেনী সদর উপজেলার যাত্রাসিদ্ধি পূর্ব গোবিন্দপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে ওমর ফারুক প্রকাশ জামাই ফারুক।
পার্শ্ববর্তী ধলিয়া গ্রামে বিয়ে করে ঘর জামাই থাকার কারণে তাকে জামাই ফারুক নামে ডাকা হয়।ধলিয়াতেই সন্ত্রাসের গডফাদার হিসেবে আত্মপ্রকাশ করে জামাই ফারুক।
সেখানে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও ডাকাতিসহ এমন কোন অপকর্ম নেই যা সে করেনি। একে একে ৩৭টি মামলার আসামী হন জামাই ফারুক।
২০০১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তাকে কয়েকবার ক্রস ফায়ারে দেয়ার চেষ্টা চালায় র‍্যাব। ২০১৪ সালে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে তার ঘনিষ্ঠ সহযোগি সরোয়ারকে হত্যা করায় মামলার ৫ নং আসামী হন জামাই ফারুক।
একপর্যায়ে কালিদহ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হন তিনি। কিন্তু সন্ত্রাসের কারণে সে পদ থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়।
সন্ত্রাসী কর্মকান্ডের কারণে আলোচিত জামাই ফারুক র‍্যাবের ক্রসফায়ার থেকে বাঁচতে পাসপোর্টে নিজের নাম পরিবর্তন করে সৌদি আরব পালিয়ে যান।

৫ অগাস্টের পর দেশে ফিরে আবারো বেপরোয়া
জামাই ফারুক:
গত ৫ অগাস্ট ছাত্র গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার পতনের পর সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন জামাই ফারুক। দেশে ফিরেই বেপরোয়া হয় উঠেন তিনি। নিজেকে স্ব-ঘোষিত বিএনপি নেতা সাজিয়ে নিজ এলাকা কালিদহে সিএনজি চালক, রিকশা চালক, বাস-ট্রাকের হেলপার ও দিন মজুরদের আর্থিক প্রলোভন দেখিয়ে গড়ে তোলেন বিশাল সন্ত্রাসী বাহিনী।
ট্রাক হেলপার সোহাগ ও সিএনজি ড্রাইভার মামুনকে তার সন্ত্রাসী বাহিনীর ২ প্রধান সেনাপতি বানিয়ে, মহাসড়কে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস, জোর করে অন্যের ফসলি জমির মাটি বিক্রি, জমি ও বাড়ি দখলসহ এমন কোন অপকর্ম নেই যা জামাই ফারুক বাহিনী করেনি।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত কালিদহ, লেমুয়া, ফাজিলপুর, ছনুয়া ও ধলিয়া এলাকায় ১০/১২টি হুন্ডায় গুন্ডা বাহিনী নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টির মাধ্যমে অপকর্ম করে বেড়াতো জামাই ফারুক বাহিনী।

জামাই ফারুকের যত অপকর্ম:
জামাই ফারুক ও তার ২ প্রধান সহযোগি সোহাগ আর মামুনের অত্যাচারে অতিষ্ঠ ফেনী সদর দক্ষিণাঞ্চলের মানুষ।
গত সোমবার স্বয়ং ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম জামাই ফারুকের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার বিরুদ্ধে ডজনখানেক অভিযোগ তিনি পেয়েছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেন। প্রয়োজনে টাস্কফোর্স গঠন করে তাকে গ্রেপ্তার করার আশ্বাস দেন জেলা প্রশাসক।
এদিকে গত ২ দিন আগে জামাই ফারুক বাহিনী ও মহিপালের মেট স্বপন বাহিনী প্রতিপক্ষের সাথে আড়াই লাখ টাকা চুক্তিতে গোবিন্দপুরের বেঙ্গল ফারুককে অস্ত্রের মুখে জিম্মি করে বসতবাড়িসহ জমি জবর করেন।
দাশের পুলের পোল্ট্রি মিজানের কাছে তিন লাখ টাকা চাঁদা চেয়ে মারধর করে জামাই ফারুক বাহিনী।
অলি মার্কেটের সবুজের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে ৭০ হাজার, দক্ষিণ গোবিন্দপুরের আইয়ুবের কাছ থেকে ২০ হাজার টাকা আর উত্তর গোবিন্দপুরের বয়রা কোণার জামাল ও তার ছেলেকে চাঁদার দাবীতে মারধর করে জামাই ফারুক বাহিনী।
এছাড়া এলাকার বিভিন্নজনের কাছে চাঁদা দাবী ও মারধর ছিল তার বাহিনীর প্রাত্যহিক রুটিন। মহিপালের ছাত্র হত্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়েও কোটি টাকা হাতিয়ে নেন সন্ত্রাসী জামাই ফারুক।
তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি বিরাজ করছে। ভয় ও আতঙ্কে এতদিন মানুষ তার অপকর্মের প্রতিবাদ করার সাহস পায় নি। নাম প্রকাশ না করার শর্তে এলাকার লোকজন জানান, তার মতো দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করায় তারা খুশি হয়েছেন।
তার বাহিনীর সোহাগ ও মামুনসহ অন্য সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হলে এলাকায় শান্তি ফিরে আসবে বলে জনগণের অভিমত।

লালপোলের দুর্ধর্ষ সন্ত্রাসী জামাই ফারুক গ্রেপ্তার-----------সাংবাদিক নির্যাতন মামলায় লালপোলের ত্রাস হত্যাসহ  ৩৭ মামলার আ...
29/04/2025

লালপোলের দুর্ধর্ষ সন্ত্রাসী
জামাই ফারুক গ্রেপ্তার-----------
সাংবাদিক নির্যাতন মামলায় লালপোলের ত্রাস হত্যাসহ ৩৭ মামলার আসামী জামাই ফারুককে গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানা পুলিশ।
ওসি শামসুজ্জামানের নির্দেশনায় তদন্ত ওসি ইকবাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে ফেনী শহরের লালপোল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান জানান, জামাই ফারুককে গ্রেপ্তারে পুলিশ তৎপর ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে লালপোল থেকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য ইরা কোম্পানির বালু লুটের ঘটনায় সংবাদ প্রকাশের জেরে গত ২৬ ফেব্রুয়ারি সকাল ১১টার সময় সিলোনিয়া মাদ্রাসার সামনে দৈনিক ইনকিলাবের ফেনী প্রতিনিধি ওমর ফারুকের উপর হামলা চালায় জামাই ফারুক বাহিনী।
এ ঘটনায় ঐ দিনই নির্যাতনের শিকার সাংবাদিক ওমর ফারুক বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।

ফেনীতে বজ্রপাতে ২ শিক্ষার্থীর মৃত্যুছাগলনাইয়া প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর কুহুমা ও মধ্যম লাঙ্গলমোড়া গ্রামে ...
19/05/2024

ফেনীতে বজ্রপাতে
২ শিক্ষার্থীর মৃত্যু
ছাগলনাইয়া প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর কুহুমা ও মধ্যম লাঙ্গলমোড়া গ্রামে মাঠ থেকে গরু আনতে গিয়ে রবিবার দুপুরে বজ্রপাতে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, উত্তর কুহুমা গ্রামের মজুমদার বাড়ির আতিকুর রহমান মজুমদারের ছেলে মাহাদী হাসান ও মধ্যম লাঙ্গল মোড়া গ্রামের ফজলুল করিমের ছেলে শাহীন মাহমুদ অভি।
মাহাদী হাসান এ বছর আলিম পাস করে ফেনীতে অনার্স প্রথম বর্ষে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। আর শাহীন মাহমুদ অভি নিজকুঞ্জরা ইসলামিয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র।
বজ্রপাতে ২ জনের নিহত হবার বিষয়টি ছাগলনাইয়া থানার ওসি মোঃ হাসান ইমাম নিশ্চিত করেছেন।

05/05/2024

ফেনীর ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অবশেষে মিজানুর রহমানকে সমর্থন জ....

05/05/2024

আজ মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ফেনী জেলা রিটার্ণিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিক ও জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখছেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শুসেন চন্দ্র শীল।

এলাকায় মাদক বাণিজ্য মাটিকাটা ও সরকারি গাছ কাটার প্রতিবাদ করায় শরীফ খন্দকারের বিরুদ্ধে অপপ্রচার--------------------------...
02/05/2024

এলাকায় মাদক বাণিজ্য মাটিকাটা ও সরকারি গাছ কাটার প্রতিবাদ করায় শরীফ খন্দকারের বিরুদ্ধে অপপ্রচার---------------------------------------------
বিশেষ প্রতিনিধি: এলাকায় বেপরোয়া মাদক বাণিজ্য, জেলা প্রশাসন ও নিজাম উদ্দীন হাজারী এমপির নিষেধ সত্ত্বেও ফসলি জমির মাটিকাটা এবং বিভিন্ন সময় সরকারি রাস্তার প্রায় ১৪০টি গাছ কেটে লোপাটসহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় যুবলীগ নেতা শরীফ খন্দকারের বিরুদ্ধে একের পর এক অপপ্রচার চালিয়ে যাচ্ছে অপকর্মকারীরা।
শরীফ খন্দকার জানান, ফেনী পৌরসভার ১৫নং ওয়ার্ড মধুপুরকে একটি চক্র মাদকের আখড়ায় পরিণত করেছে। রাতভর মোটর সাইকেল ও সিএনজিযোগে ঐ এলাকায় মাদক সরবরাহ ও ক্রয়-বিক্রয় চলে।
ফেনী পৌর যুবলীগের সাবেক নেতা রেজাউল করিম নাদিমের প্রত্যক্ষ সহযোগিতায় মাদকের সাথে সরাসরি জড়িত রয়েছে গোলাম মোস্তফার ছেলে আরিফ, রেজাকার মকবুলের ছেলে ছাত্রদল নেতা শহীদ, শাহজাহান ও মেহেদী।
তারা মধুপুর এলাকাকে মাদকের ডিপোতে পরিণত করেছে। এদিকে এলাকায় প্রভাব খাটিয়ে স্থানীয় কাউন্সিলর মাহবুবের যোগসাজশে খন্দকার সড়কের প্রায় ১৪০টি গাছ কেটে লোপাট করেছে শাহজাহান ও তার ছেলে মেহেদী। এলাকায় কয়েকজনের জমি জবর দখল, নারী কেলেঙ্কারিসহ শাহজাহানের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে।
গাছ কাটায় বাধা দেয়ায় শরীফের উপর ক্ষুব্ধ হয় তারা। গাছ কাটা, এলাকায় ফসলি জমির মাটিকাটা ও মাদক বাণিজ্যসহ যাবতীয় অপকর্মে কাউন্সিলর মাহবুবের সাথে অপকর্মচারীদের প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে। শাহজাহানের সাইকা ফার্ম দীর্ঘটি ৬ বছর ধরে পরিত্যক্ত ছিল। অবশেষে গত ৬ মাস আগে মিজান কোম্পানির কাছে তিনি পরিত্যক্ত ফার্মের টিনগুলো নিজেই বিক্রি করে দেন।
শেডগুলো ভাঙ্গার সময় লেবার ছিল ফজল করিম, কালামসহ কয়েকজন। পরে তা মহিন ভূঁঞা গাড়িতে করে শাহজাহান নিজেই শহরে নিয়ে বিক্রি করে দেন। পরে নাদিমসহ অন্যান্য অপকর্মকারীদের ইশারায় শরীফ খন্দকারের নামে ২ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ আনা হয়।
এদিকে আরিফ ও শহীদের বিরুদ্ধে পূর্বেই বিস্ফারণ, বোমা হামলা, ধর্ষণসহ ৬/৭ টি মামলা চলমান ছিল।
শরীফের সাথে ঘটনার ২ দিন আগেই পুলিশ আরিফকে ঐ মামলাগুলোতে গ্রেপ্তার করেছে। পুলিশের এসআই অলি আহাদের বিরুদ্ধে যে সাজানো মামলার অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন।
পূর্বের মামলার ওয়ারেন্টের ভিত্তিতে এসআই অলি আহমদ তাকে গ্রেপ্তার করে। উদীয়মান ব্যবসায়ী ও যুবলীগ নেতা শরীফ খন্দকারের বাড়িতে শাহজাহানের নেতৃত্বে হামলা চালিয়ে তার বড় ভাইয়ের হাতের আঙ্গুল কেটে ফেলা হয়েছে। এছাড়া অপরাধীরা প্রতিনিয়ত শরীফ ও তার পরিবারের বিরুদ্ধে একের পর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

টুইনসফ্ট ট্রেনিং ইনস্টিটিউট এর সাথে ফেনী পলিটেকনিকের চুক্তি স্বাক্ষর-----------------ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর...
29/04/2024

টুইনসফ্ট ট্রেনিং ইনস্টিটিউট এর সাথে ফেনী পলিটেকনিকের চুক্তি স্বাক্ষর-----------------
ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর সাথে টুইনসফ্ট ট্রেনিং ইনস্টিটিউটের সমঝোতা চুক্তি (MoU) সাক্ষরিত-Memorandum of Understanding Singing হয়েছে।
এই চুক্তির মাধ্যমে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের
কম্পিউটার, সিভিল, আর্কিটেকচার ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপাটমেন্টের ৮ম পর্বের শিক্ষার্থীরা বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান টুইনসফ্ট ট্রেনিং এ ইন্ডাস্ট্রিলয়াল ট্রেনিং বা এটাচমেন্ট করার সুযোগ পাবে।
পাশাপাশি আই'টি তে বাস্তবিক দক্ষতা অর্জন,দেশীয়,
আন্তর্জাতিক আই'টি ইন্ডাস্ট্রিতে ও ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করার উপযোগী ও দক্ষতা সম্পন্য হিসেবে গড়ে উঠতে অনেক বেশি সহায়ক ভুমিকা পালন করবে।
আজ বিকাল ৪টায় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে সমঝোতা চুক্তিটি সাক্ষরিত হয়।
উক্ত সমঝোতা চুক্তিতে ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট এর পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খীসা এবং টুইনসফ্টের পক্ষ থেকে টুইনসফ্ট টেকনোলজীর চেয়ারম্যান এন্ড সিইও এস এম ইব্রাহিম সুমন ও টুইনসফ্টের ওয়েব ডেভেলপমেন্টের ইনস্ট্রাক্টর বাবলু মজুমদার।
চুক্তি শেষে টুইনসফট এর চেয়ারম্যান ইব্রাহিম সুমন বলেন, স্বনামধন্য দুটি প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি প্রযুক্তি নির্ভর দক্ষ মানব শক্তি তৈরীতে অত্যন্ত কার্যকরী ভুমিকা রাখবে, বিশেষ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বাস্তবিক দক্ষতা অর্জনের সুযোগকে আরো বেশী তরান্বিত করবে। এবং তাদের পড়ালেখার পাশাপাশি ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য কর্মদক্ষতা সম্পন্ন জনশক্তি তৈরী করতে এই চুক্তি অনেক বেশী ফলপ্রসূ হবে।
এছাড়াও পলিটেকনিক ইনস্টিটিউট এর বিভিন্ন বিভাগের ইনস্ট্রাক্টর, শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
পরিশেষে উক্ত সমঝোতা স্বারকের সফলতা কামনা অনুষ্ঠানের সমাপ্তি হয়।

28/04/2024

ফেনী পলিটেকনিক অধ্যক্ষের বিদায় সংবর্ধনা।
বক্তব্য রাখছেন অধ্যক্ষ প্রদীপ্ত খীসা,

ফেনী শহরে গণপরিবহনে ইভটিজিংয়ের শিকার এক তরুণীর মন্তব্যটি হুবহু তুলে ধরা হলো---------------------------------------------...
28/04/2024

ফেনী শহরে গণপরিবহনে ইভটিজিংয়ের শিকার এক তরুণীর মন্তব্যটি হুবহু তুলে ধরা হলো
----------------------------------------------------
এই ভদ্র পোষাক পরা জানোয়ার গুলোর মুখ টা সমাজে রিভিল হওয়া খুব বেশি দরকার!!‼️ কেউ চিনে থাকলে তাকে ধরিয়ে দিয়েন যাতে পরের বার এমন কাজ করার আগে আরও ১৪ বার ভাবে..
আজকে সকাল ৯ টার দিকে মহিপাল থেকে লোকাল সিএনজি তে উঠে আমি এবং আমার কাজিন ডাক্তার পাড়ার মাথায় নামি,,,যখনই সিএনজি থামে ঠিক তখনই এই ফালতু লোকটা হুট করে গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার হাতের কনুই আমার কাজিনের শরীরের সাথে লাগিয়ে দেয়, ক্লিয়ার্লি বুঝতে পারছিলাম সে BAD TOUCH করার উদ্দেশ্যেই হাত দিয়ে ফেলছে! এইগুলো আর কিছুই না sexual assault ছাড়া!! সাথে সাথেই আমরা দুইজন চিৎকার করে তাকে জিগেস করলে সে বলে সিএনজি ব্রেক ধরার কারণে নাকি সে ভুল করে গায়ে উঠে গেছে😂!! যেখানে নরমাল গতিতেই সিএনজি থামানো হইছে সেখানে এই জানোয়ার টা নাকি ব্রেক করার কারণে একজন মেয়ে মানুষের গায়ে পড়ে যাচ্ছে!
কি আজব সমাজ আমাদের !!এভাবে পাবলিকলি একজন ফালতু লোক কোন মহিলা মানুষের প্রাইভেট প্লেসে হাত দিয়ে দিচ্ছে সবাই বুঝেও কত নরমাল বিহেভ করে বেড়াচ্ছে!! আজকে আমাদের সাথে হলো কালকে আপনার মা বোন এর সাথে হবেনা কি গ্যারান্টি দিতে পারেন?
এই লোক গুলোর কারণে একটা মেয়ে রাস্তায় সেফলি চলতেও পারবে না?
এই জানোয়ার টা তার মা বোন এর শরীরের দিকেও এইভাবে বাজে নজরেই দেখে তো?
এইরকম ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটেই যাচ্ছে প্রতিদিন, কিন্তু কোন বিচার নেই এইসবের‼️

Address

আইনজীবী মার্কেট, ট্রাংক রোড
ফেনী
৩৯০০

Alerts

Be the first to know and let us send you an email when আজকের ফেনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আজকের ফেনী:

Share