Bogura Times. Com

Bogura Times. Com আমরা সত্য ও সুন্দরের দলে আমরা সত্য ও সুন্দর এর দলে

বগুড়ায় ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা!বগুড়ায় ব্রডব্যান্ড (ইন্টারনেট) ব্যবসায়ী আজহারুল ইসলাম শান্তকে (২৪) প্রকাশ্যে দি...
02/03/2024

বগুড়ায় ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা!

বগুড়ায় ব্রডব্যান্ড (ইন্টারনেট) ব্যবসায়ী আজহারুল ইসলাম শান্তকে (২৪) প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ শনিবার (০২ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে শহরের চকফরিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শান্ত জেলার সারিয়াকান্দি উপজেলার সাহাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ও সৈয়দ আহম্মেদ কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি পরিবারসহ শহরের ফুলতলা এলাকায় বসবাস করতেন ও নেট অনলাইন নামে একট ব্রডব্যান্ড প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

বগুড়া সদর থানা পুলিশ সূত্র জানায়, বিকেলে শান্ত তার বন্ধু মোস্তাকিমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে চকফরিদ এলাকায় যাচ্ছিলেন। ওই এলাকায় পৌঁছানার পর ৭-৮ দুর্বৃত্ত অটোরিকশায় এসে তাদের পথরোধ করে মারধর শুরু করে। মোস্তাকিম মোটরসাইকেল ফেলে পালিয়ে গেলে দুর্বৃত্তরা শান্তকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি কুপিয়ে ফেলে যায়। তাদের চলে যাওয়ার পর মোস্তাকিম আবারও ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় শান্তকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই হাসিবুল ইসলাম প্রান্ত বলেন, চার ভাইয়ের মধ্যে শান্ত সবার ছোট। প্রায় দুই বছর ধরে শহরের কলোনী, ফুলতলা, বাদুরতলা ও চকফরিদসহ বেশ কয়েকটি এলাকায় সে ব্রডব্যান্ডের ব্যবসা করে আসছিল। শান্ত চকফরিদ এলাকায় কোনো এক ছাত্রাবাসে প্রায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যেত। আজও তার বন্ধু মোস্তাকিমকে নিয়ে সেখানে যাওয়ার পথে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

তিনি আরও জানান, ব্রডব্যান্ডের ব্যবসা নিয়েই কিছু মানুষের সঙ্গে ঝামেলা ছিল। এত ছোট মানুষ সফলভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে এইটা অনেকের সহ্য হয়নি। হতে পারে এই হিংসা থেকে কেউ হত্যাকাণ্ড ঘটিয়েছে। বন্ধুদের উপকার করতে গিয়েও শান্ত অনেকের শত্রু হয়েছে এইটাও হত্যার কারণ হতে পারে। এখন আর কিছু বলতে চাই না।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ঘটনার পরে থেকে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। তার ব্যবসায়িক ও ব্যক্তিগত দ্বন্দ্ব সব কিছুই মাথায় রেখে তদন্ত শুরু হয়েছে। দ্রুত রহস্য উদঘাটন হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।।

চলে গেলেন অভিনেতা আহমেদ রুবেল!দর্শক নন্দিত অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ব...
07/02/2024

চলে গেলেন অভিনেতা আহমেদ রুবেল!

দর্শক নন্দিত অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেন নির্মাতা নুরুল আলম আতিক। তবে তার ‍মৃত্যুর কারণ জানা যায়নি।

এদিকে আজ সন্ধ্যায় নির্মাতা নুরুল আলম আতিকের মুক্তির অপেক্ষায় থাকা ‘পেয়ার সুবাস’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনী ছিল। সেই প্রদর্শনীতেই যোগ দিতে গিয়েছিলেন এই অভিনেতা। কিন্তু সিনেমার প্রদর্শনী শুরুর আগেই তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, আহমেদ রাজিব রুবেল ওরফে আহমেদ রুবেল ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আয়েশ উদ্দিন। তার বাবা-মার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরে হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

প্রয়াত সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে আহমেদ রুবেলের অভিনয় যাত্রা। তার প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’।

এরপর তিনি হুমায়ূন আহমেদের ঈদনাটক ‘পোকা’–তে অভিনয় করেন, যেখানে তাঁর অভিনীত ‘গোরা মজিদ’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এছাড়াও তিনি অসংখ্য টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত বেশিরভাগ চরিত্র প্রশংসিত হয়েছে।।

 #ভূমিদস্যুদের_ষড়যন্ত্র_থেকে_দখলমুক্ত_হলো_পাকিস্তানের_সাবেক_প্রধানমন্ত্রী_মোহাম্মদ_আলী_ও_তার_স্ত্রীর_কবরবগুড়া শহরের শরি...
05/02/2024

#ভূমিদস্যুদের_ষড়যন্ত্র_থেকে_দখলমুক্ত_হলো_পাকিস্তানের_সাবেক_প্রধানমন্ত্রী_মোহাম্মদ_আলী_ও_তার_স্ত্রীর_কবর
বগুড়া শহরের শরিফা ট্রেড সেন্টারস্থ (নবাব আলতাব আলী সুপার মার্কেট) অবিভক্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সৈয়দ মোহাম্মদ আলী ও তার বাঙালি স্ত্রী হামিদা বানুর কবরের মাঝে চারটি পিলার বসিয়ে কালজয়ী এই বাঙালি নেতার কবর ছাদ দিয়ে ঢেকে দেওয়া হচ্ছিলো।
পৌরসভা অনুমোদিত নকশার বাইরে স্থাপনা করার কোন এখতিয়ার না থাকলেও মার্কেট কর্তৃপক্ষ কবরের উপর ছাদ দিয়ে উর্দ্ধমুখি সম্প্রসারণের কাজ করে চলছিলো। লোক চক্ষুর আড়ালে কাজ করার জন্য কয়েক দিন আগে কবর ঘিরে দেওয়া হয়েছিলো। কাজ দ্রুত শেষ করার জন্য গভীর রাত পর্যন্ত কাজ করা হচ্ছিলো।
এদিকে মোহাম্মদ আলী ও তার স্ত্রী হামিদা বানুর কবরের উপর ছাদ দিয়ে উর্দ্ধমুখি সম্প্রসারণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বগুড়ার বিশিষ্ট ব্যক্তিরা। তারই প্রেক্ষিতে বগুড়া পৌরসভা অবশেষে হস্তক্ষেপ করে সেই ঐতিহাসিক কবরগুলো দখলদারদের হাত থেকে রক্ষা করেছে।
সৈয়দ মোহাম্মদ আলী ছিলেন বিখ্যাত বাঙালি রাজনীতিবিদ। তার পুরো নাম সৈয়দ মোহাম্মদ আলী চৌধুরী হলেও মোহাম্মদ আলী বগুড়া নামেই তিনি সুপরিচিত। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে ১৯৫৩ থেকে ১৯৫৫ পর্যন্ত দায়িত্ব¡ পালন করেন। সৈয়দ মোহাম্মদ আলীর জন্মস্থান বগুড়া। তার পরিবার বাংলার ধনবাড়ির নবাব পরিবারের সাথে সম্পর্কযুক্ত ছিল।
তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন এবং লেখাপড়া শেষ করে রাজনীতিতে যোগ দেন। ১৯৩৭ তে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি খাজা নাজিমুদ্দিন-এর মন্ত্রী সভায় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। ১৯৫৩ সালে পাকিস্তানের গভর্ণর জেনারেল গোলাম মোহাম্মদ তাকে প্রধানমন্ত্রীর পদ গ্রহণের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী হবার ঠিক আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন।
প্রধানমন্ত্রী হবার পর তিনি সংবিধান প্রণয়ণকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে চিহ্নিত করেন এবং ছয় মাসের মধ্যে সংবিধান প্রণয়ন সংক্রান্ত একটি সূত্র আইনসভায় পেশ করেন। তার এই সুত্রটি পাকিস্তানের ইতিহাসে “বগুড়া ফর্মুলা” নামে পরিচিত। ১৯৫৪ সালের ২৬ অক্টোবর তিনি আবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ১৯৬২ সালে তিনি আবার পররাষ্ট্র মন্ত্রী হন।
১৯৬৩ সালে সৈয়দ মোহাম্মদ আলী বগুড়া মৃত্যুবরণ করেন। তাকে বগুড়ায় নবাব বাড়ি চত্ত্বরে আমবাগানে কবর দেওয়া হয়। পাকিস্তান সরকার ওই স্থানে প্রধানমন্ত্রীর সম্মানে স্মৃতিসৌধ করতে চেয়েছিলেন। বলেই ওই খানে কবর দেওয়া হয় বলে জানান, বগুড়ার ইতিহাসবিদ সাংবাদিক আব্দুর রহিম বগরা।

29/01/2024

বগুড়ার আদমদীঘি উপজেলার ছিনতাইকারীর আঘাতে আহত রুবেল হোসেন (২৮) নামের এক অটোরিকশা চালক মারা গেছেন।

রবিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত রুবেল উপজেলার নশরতপুর ইউপির দত্তবাড়িয়া গ্রামের কাজেম উদ্দীনের ছেলে।

জানা যায়, গত শনিবার রাতে রুবেল ভাড়ার টাকা মালিকের কাছে দিয়ে আদমদীঘি বাসস্ট্যান্ড থেকে মুরইল বাজারের দিকে যাচ্ছিলেন। পথেমধ্যে বগুড়া-নওগাঁ মহাসড়ক দিয়ে কোদবাবুর নামক স্থানে ৪/৫জন ছিনতাইকারী তার অটোরিকশার গতিরোধ এবং বেধড়ক মারপিট করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। এতেকরে গুরতর আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিলো অটোরিকশা চালক রুবেল।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এরপর তার অবস্থা অবনতি হলে চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মারা যান।

ডোবা তেলে ভাজা খাবার মুখরোচক হলেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অল্প পরিমাণ তেল ব্যবহার করে কীভাবে মজার মজার সব খাবার বানানো...
17/01/2024

ডোবা তেলে ভাজা খাবার মুখরোচক হলেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অল্প পরিমাণ তেল ব্যবহার করে কীভাবে মজার মজার সব খাবার বানানো যায়? এয়ার ফ্রায়ার ব্যবহার করা থেকে শুরু করে ওভেনে বেক করার পদ্ধতি হতে পারে ডোবা তেলে ভাজার চমৎকার বিকল্প। এগুলো যেমন খাবারকে স্বাস্থ্যকর রাখে, তেমনি করে সুস্বাদুও। জেনে নিন এমনই কিছু বিকল্প পদ্ধতির ব্যাপারে।

১। এয়ার ফ্রাইং
এয়ার ফ্রাইংয়ের ক্ষেত্রে খাবার রান্না করতে গরম বাতাস ব্যবহার করা হয়। শুধুমাত্র অল্প পরিমাণে তেল ব্যবহার করেই মজার সব রান্না করা যায় এতে। এই পদ্ধতি খাবারের সামগ্রিক চর্বিকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। এয়ার ফ্রাইয়ার ব্যবহার করাও সহজ। খাবারকে তেলে ডুবিয়ে না রেখেও ডিপ ফ্রাইংয়ের মতো স্বাদ দিতে পারে এটি। ফ্রাই, চিকেন উইংস এবং সবজির মতো আইটেম অনায়াসে বানিয়েফেলতে পারেন এতে।

২। ওভেন বেকিং
ওভেনে বেক করা ডোবা তেলে ভাজার একটি সহজ এবং কার্যকর বিকল্প। অতিরিক্ত তেলের প্রয়োজন ছাড়াই খাবারে চমৎকার টেক্সচার নিয়ে আসতে পারে এটি। বেকড চিকেন থেকে শুরু করে পতেত ওয়েজেস পর্যন্ত সবকিছুই নিশ্চিন্তে বানিয়ে ফেলতে পারেন ওভেনে।

৩। গ্রিলিং
তেলে খাবার না ডুবিয়েঈ স্মোকি স্বাদ পেতে চাইলে গ্রিলিং একটি চমৎকার পদ্ধতি। আউটডোর গ্রিল বা স্টোভটপ গ্রিল প্যান ব্যবহার করে মাংস, শাকসবজির নানা আইটেম বানিয়ে ফেলতে পারেন। গ্রিল করার ফলে অতিরিক্ত চর্বি দূর হয় খাবার থেকে। ফলে স্বাস্থ্যকর খাবার খাওয়া যায়।

৪। প্যান-সিয়ারিং
প্যান-সিয়ারিং হচ্ছে অল্প পরিমাণ তেল দিয়ে মাঝারি থেকে উচ্চ তাপে দ্রুত খাবার রান্না করা। এই পদ্ধতিটি উপাদানের প্রাকৃতিক স্বাদ বজায় রাখে ও বাইরের অংশে একটি সোনালি বা বাদামী ক্রাস্ট তৈরি করে। মাছ, মুরগি বা টফুর মতো প্রোটিনের জন্য আদর্শ প্যান-সিয়ারিং একটি দ্রুত এবং স্বাস্থ্যকর বিকল্প, যার জন্য ন্যূনতম তেল প্রয়োজন।

৫। স্টিমিং
স্টিমিং হচ্ছে একটি মৃদু রান্নার পদ্ধতি। খাবার রান্না করতে বাষ্প ব্যবহার করে তার পুষ্টির মান ধরে রাখে এই পদ্ধতি। শাকসবজি, ডাম্পলিং এবং সামুদ্রিক খাবারের জন্য পারফেক্ট এটি। স্টিমিং খাবারকে আর্দ্র এবং স্বাস্থ্যকর রাখে। যারা কম চর্বিযুক্ত বিকল্প খুঁজছেন, তাদের জন্য এটি একটি আদর্শ পছন্দ হতে পারে।

স্বামীর রিকশায় চড়ে এমএ পাস করা স্ত্রী এখন শিক্ষকবগুড়ার রিকশা চালক ফেরদৌসের এমএ পাশ স্ত্রী সীমানুর খাতুন এখন শিক্ষক। সোমব...
17/01/2024

স্বামীর রিকশায় চড়ে এমএ পাস করা স্ত্রী এখন শিক্ষক
বগুড়ার রিকশা চালক ফেরদৌসের এমএ পাশ স্ত্রী সীমানুর খাতুন এখন শিক্ষক। সোমবার (১৫ জানুয়ারি) বগুড়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রাথমিক শাখার সহকারী শিক্ষক হিসেবে নিয়োগপত্র পেয়েই যোগদান করেছেন। আরও পেয়েছেন ঋণ পরিশোধের অর্থ, বাড়ির টিন ও আউটসোর্সিং করার জন্য ল্যাপটপ।
স্থানীয়রা জানান, স্ত্রীকে উচ্চ শিক্ষিত করতে রিকশা চালানো ফেরদৌসের সংগ্রাম গল্প-উপন্যাসকে হার মানিয়েছেন। বগুড়ার গাবতলীর নশিপুর এলাকার ফেরদৌস মন্ডল টাকার অভাবে ফরম ফিলাপ করতে না পেরে এসএসসি পরীক্ষা দেয়া হয়নি তার। নিজে পড়াশুনা না করতে পারলেও রিকশা চালিয়ে সংসারে খরচ মিটিয়ে স্ত্রী সীমানুরকে উচ্চ শিক্ষিত করেছেন। স্বামীর রিকশায় যাতায়াত করে এম এ পাশ করেছেন তিনি। বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে মাস্টার্স পাস করেছেন সীমানুর। শত বাধা বিপত্তি ও কষ্ট উপক্ষো করে তীব্র শীত বা দাবদাহের মাঝে রিকশার প্যাডেল ঠেলতে পা ও হাত অসাড় হয়ে আসলেও কখনো দমে যাননি ফেরদৌস।
শত প্রতিকূলতাকে উপেক্ষা করে রিকশা চালিয়েই উচ্চশিক্ষায় শিক্ষিত করে স্ত্রীর জন্য চাকরি খুঁজছেন তিনি, এমন প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ হলে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভাগ্য বদলে যায় প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবারটির। রিকশা চালক ফেরদৌস মন্ডলের স্ত্রী এখন বগুড়ার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রাথমিক শাখার সহকারী শিক্ষক। চাকরির সঙ্গে মিলেছে সিমানুরের স্বামী রিকশাচালক ফেরদৌস মন্ডলের রিকশা কেনার ঋণ পরিশোধের ২৫ হাজার টাকা, বাড়ি সংস্কারের টিন ও আউটসোর্সিং'র মাধ্যমে রিকশাচালকের উচ্চশিক্ষিত স্ত্রী যেন শক্তিশালী আর্থিক ভিত্তিতে পৌঁছাতে পারে সে জন্য একটি ল্যাপটপ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম সোমবার সীমানুরের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। নিয়োগপত্র পেয়ে তিনি স্কুলে গিয়ে যোগদান করেন।
সীমানুর খাতুন জানান, তার স্বামী একদিকে রিকশা চালিয়ে সংসার খরচ চালিয়েছেন আবার তার পড়াশুনার খরচও যুগিয়েছেন। মাঝে মাঝেই কলেজে যাওয়ার ভাড়া না থাকলে স্বামী ফেরদৌস তাকে রিকশায় করে নিয়ে যেতেন আবার ক্লাস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে সাথে করে নিয়ে আসতেন। তার স্বামী তার জন্য যা করেছেন এমন ঘটনা বিরল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে চাকরি দিয়েছেন তাতে তিনি আননন্দিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রাণভরে দোয়া করছেন তিনি।
রিকশাচালক ফেরদৌস মন্ডল জানান, তিনি নিজে পড়াশুনা করতে পারেননি, টাকার অভাবে। তাই স্ত্রীকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে প্রতিজ্ঞা করেছিলেন। রিকশা চালিয়ে সংসারের খরচ যুগিয়ে স্ত্রীকে উচ্চ শিক্ষিত করেছেন। এমএ পাস স্ত্রীর চাকরির জন্য তিনি বিভিন্ন জনের দ্বারস্থ হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মতো প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছেন এটা তার জীবনের সবচেয়ে আনন্দের।
বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, গাবতলীর এই দম্পত্তির সংবাদ গণমাধ্যমে প্রকাশ হওয়ায় তা প্রধানমন্ত্রীর নজরে আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দম্পত্তিকে অনুপ্রেরণা দিয়েছেন, তাদের পাশে থাকার জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই পরিবারসহ এমন আরও যারা সামনে এগিয়ে যেতে চায় তাদের পাশে প্রশাসন সবসময় রয়েছে বলে জানান।
খবর সংগৃহীত

বাংলাদেশের নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি: যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সোমবার এক বিবৃতিতে বাংলাদেশের নির্বা...
09/01/2024

বাংলাদেশের নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সোমবার এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সোমবার এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেছবি: রয়টার্স
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর সোমবার এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। যুক্তরাষ্ট্র লক্ষ করেছে, ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে রাজনৈতিক বিরোধী দলের হাজার হাজার সদস্যকে গ্রেপ্তার এবং নির্বাচনের দিন অনিয়মের খবরে উদ্বিগ্ন।

পররাষ্ট্র দপ্তর বলেছে, ‘যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে একমত যে, এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় আমরা হতাশ।’
নির্বাচনকালীন সময়ে এবং এর আগের মাসগুলোতে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে, তার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এসব সহিংসতার গ্রহণযোগ্য তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। সব দলের প্রতি সহিংসতাকে পরিহার করারও আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একটি অবাধ ও মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় (ইন্দো–প্যাসিফিক) অঞ্চল প্রতিষ্ঠার অভিন্ন লক্ষ্যে কাজ করা, বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও নাগরিক সমাজের প্রতি সমর্থন অব্যাহত রাখা এবং দুই দেশের জনগণের মধ্যে ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

08/01/2024

রাজশাহীর আরডিএ মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

সোমবার (৮ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে আগুন লাগার খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন ভবনের ছাদ থেকে আগুন নির্বাপণের চেষ্টা করছেন।

আগুন নেভাতে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা কাজ করছেন।

বছরের প্রথম সপ্তাহেই ‘বড় বাজারে’ আইফোন বিক্রিতে ধস২০২৩ সাল জুড়েই অ্যাপলের তৃতীয় বৃহত্তম বাজার চীনে আইফোন বিক্রি কমেছে তি...
08/01/2024

বছরের প্রথম সপ্তাহেই ‘বড় বাজারে’ আইফোন বিক্রিতে ধস
২০২৩ সাল জুড়েই অ্যাপলের তৃতীয় বৃহত্তম বাজার চীনে আইফোন বিক্রি কমেছে তিন শতাংশ করে। আর সেটিই ত্বরান্বিত হয়ে ৩০ শতাংশ ধসের রূপ নিয়েছে।

২০২৪ সালের প্রথম সপ্তাহে চীনে আইফোনের বিক্রি কমেছে ৩০ শতাংশ।

বিনিয়োগ কোম্পানি জেফ্রিস-এর বিশ্লেষকরা বলছেন, হুয়াওয়ের মতো স্থানীয় কোম্পানির দিক থেকে চাপ বেড়ে যাওয়ার কারণেই এমনটি ঘটেছে আইফোনের কপালে।

সাম্প্রতিক সময়ে চীনে অ্যাপলের বিক্রি কমে আসার ধারাবাহিকতাই এই ধসের প্রাথমিক কারণ বলে রোববার উঠে এসেছে কোম্পানিটির প্রকাশিত বিশ্লেষণে। সে তুলনায় এ অর্থবছরে হুয়াওয়ে ও অন্যান্য অ্যান্ড্রয়েড ব্র্যান্ডের পণ্য বিক্রির গতি মোটামুটি স্থিতিশীল ছিল।

গবেষণার তথ্য অনুসারে, চীনের বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে একাধিক আইফোন মডেলে বড় মূল্যছাড় দেওয়ার পরও বিক্রি কমেছে অ্যাপলের। উদাহরণ হিসেবে ধরা যায়, বছরের প্রথম সপ্তাহে চীনা ই-কমার্স সাইট পিনডুয়োডুয়ো’তে আইফোন ১৫ ও এর প্রো ম্যাক্স মডেলের দাম কমানো হয়েছে ১৬ শতাংশ।

জেফ্রিস বলছে, ২০২৩ সাল জুড়েই অ্যাপলের তৃতীয় বৃহত্তম বাজার চীনে আইফোন বিক্রি কমেছে তিন শতাংশ করে। আর সেটিই ত্বরান্বিত হয়ে ৩০ শতাংশ ধসের রূপ নিয়েছে। ২০২৩ সালে চীনা বাজারে আইফোন বিক্রি তিন শতাংশ কমে এলেও অ্যাপলের সামগ্রিক বাজারের হিসাবে এ সংখ্যা কেবল শূন্য দশমিক চার শতাংশ।

জেফ্রিসের বিশ্লেষকরা বলছেন, অ্যাপলের বিক্রিতে এমন ধস নামার পেছনে মূল ভূমিকা ছিল চীনা কোম্পানিগুলোর প্রতিযোগিতামূলক চাপ, বিশেষ করে হুয়াওয়ে’র তরফ থেকে, যারা ‘মেট ৬০’ সিরিজের স্মার্টফোন বাজারে এনেছে গত বছরের অগাস্টে।

এ প্রসঙ্গে রয়টার্স অ্যাপল ও হুয়াওয়ের মন্তব্য জানতে চাইলেও তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।

মেট ৬০ সিরিজের স্মার্টফোনগুলোকে দেখা হয় ‘হাই-এন্ড’ স্মার্টফোনের বাজারে হুয়াওয়ের প্রত্যাবর্তন হিসেবে। এর কয়েক বছর আগে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়ে কোম্পানির অগ্রগতিতে বড় ব্যাঘাত সৃষ্টি হয়েছিল।

গবেষণার তথ্য অনুসারে, ২০২৩ সালের শেষ প্রান্তিকে চীনা স্মার্টফোন বাজারে হুয়াওয়ে’র বিক্রি বেড়েছে প্রায় ছয় শতাংশ।

জেফ্রিসের বিশ্লেষকদের মতে, গোটা ২০২৪ সালজুড়েই চীনের বিভিন্ন স্থানীয় কোম্পানির কাছ থেকে প্রতিযোগিতার মুখে পড়তে পারে অ্যাপল। তাদের অনুমান বলছে, ২০২৪ সালে অ্যাপলের বিক্রি কমে আসার মাত্রা দুই অঙ্কের ঘরে থাকার সম্ভাবনাই বেশি। আর বাজারে আধিপত্য বাড়তে পারে হুয়াওয়ের।

২০২৪ সালে গোটা বিশ্বে হুয়াওয়ের স্মার্টফোন সরবরাহ বেড়ে গিয়ে ঠেকতে পারে ছয় কোটি ৪০ লাখে, যা গত বছর বিশ্লেষকদের অনুমান করা সাড়ে তিন কোটির চেয়ে অনেক বেশি।

বিশ্লেষকদের অনুমান বলছে, প্রায় বছর খানেকের খরা কাটিয়ে এ বছর ঘুরে দাঁড়াতে পারে চীনের স্মার্টফোন বাজার। গবেষণা কোম্পানি আইডিসি বলছে, এ বছরের চতুর্থ প্রান্তিকে স্মার্টফোন শিপমেন্টে প্রথমবার অগ্রগতি দেখা যেতে পারে, যা টানা ১০ প্রান্তিক ধরে কেবল কমছেই।

সুত্র : বি ডি নিউজ ২৪. কম

প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে শুভচ্ছা জানিয়েছেন  ভারতের প্রাধান মন্ত্রী  নরেন্দ্র মোদী । প্রতিনিধি হিসেবে  ভারতের রাষ্ট্র...
08/01/2024

প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে শুভচ্ছা জানিয়েছেন ভারতের প্রাধান মন্ত্রী নরেন্দ্র মোদী । প্রতিনিধি হিসেবে ভারতের রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে তাঁর (শেখ হাসিনা) সরকারের নতুন মেয়াদে একে অপরের জাতীয় উন্নয়নে সহায়তার ক্ষেত্রে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব ও প্রবৃদ্ধি আরো জোর গতি পাবে। এছাড়া ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বিজয়ের অভিনন্দন জানিয়েছেন।

বগুড়ায় চলন্ত পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা! বগুড়া সদরে একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৭ জানুয়ারি) রাত সা...
08/01/2024

বগুড়ায় চলন্ত পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা!

বগুড়া সদরে একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার এরুলিয়া বাজারে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটে। তবে এ সময় পিকআপ চালক বা কেউ আহত হননি। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রহিম রানা।

তিনি জানান, রোববার রাতে একটি পিকআপ জেলার দুপচাঁচিয়া থেকে চারমাথার দিকে যাচ্ছিল। পথে এরুলিয়া বাজার এলাকা হওয়ায় চালক পিকআপের গতি কিছুটা কমিয়ে দেন। এই সুযোগে কিছু দুর্বৃত্ত গাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়।

এসআই রহিম রানা বলেন, পিকআপ চালক পুরোপুরি সুস্থ আছেন। আগুনে বাহনটির কেবিন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোটের রাতে আতংক ছড়াতে নাশকতাকারীরা এই ঘটনা ঘটিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে সদর থানায় মামলা দায়ের হবে।

খবর :- মো: রাশেদ

বিএনপি নতুন নির্বাচন দাবী করেছেজনগণ ৭ জানুয়ারির নির্বাচন ‘প্রত্যাখ্যান করেছে’ বলে দাবি করেছে বিএনপি। সদ্য সমাপ্ত দ্বাদশ...
08/01/2024

বিএনপি নতুন নির্বাচন দাবী করেছে

জনগণ ৭ জানুয়ারির নির্বাচন ‘প্রত্যাখ্যান করেছে’ বলে দাবি করেছে বিএনপি। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলটির পক্ষ থেকে সোমবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়।

এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডঃ আব্দুল মঈন খান বক্তব্য রাখেন। তিনি বলেন, নতুন করে নির্বাচন দিতে হবে।

‘’সাত জানুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করে জনগণ বিএনপির আন্দোলনে সমর্থন জানিয়েছে,’’ তিনি বলেন।

‘’জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।‘’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

Address

কালিতলা হাট
বগুড়া
5800

Telephone

+8801714068902

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bogura Times. Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bogura Times. Com:

Share

Category