গ্রামপুলিশের খবর 1.0

গ্রামপুলিশের খবর 1.0 এসো, আমরা গড়ি এমন এক সমাজ-যেখানে বৈষম্যের দেয়াল ভেঙে পড়বে আর উঠে দাঁড়াবে সমতার নতুন ভোর। আমি অবহেলিত গ্ৰামপুলিশ বাহিনীর একজন কমান্ডার/দফাদার ।
(3)

02/11/2025

01/11/2025

গ্রাম পুলিশ ভাইয়েরা আপনারা কোন কোন উপজেলা এ পর্যন্ত শারদীয় দুর্গাপূজার ডিউটি ভাতা পেয়েছেন? গতকাল এই ডিউটি ভাতার ব্যাপ...
31/10/2025

গ্রাম পুলিশ ভাইয়েরা আপনারা কোন কোন উপজেলা এ পর্যন্ত শারদীয় দুর্গাপূজার ডিউটি ভাতা পেয়েছেন? গতকাল এই ডিউটি ভাতার ব্যাপারে ইউএন ও স্যারের কাছে গিয়েছিলাম। আর বললেন চিঠি দেখাতে। ৩০০ টাকা বরাদ্দের চিঠিটি আমার গ্যালারি থেকে ডিলেট হয়ে গেছে তাই কারো কাছে থাকলে দয়া করে কমেন্টে দিয়ে গেলে উপকৃত হই। একটি বিষয় আমার বুঝে আসেনি সেটি হল সরকারি চিঠিগুলো সবসময়ই ইউ এন ও এবং জেলা প্রশাসক মহোদয়ের ওয়েবসাইটে আসে অথচ তারা বলে চিঠি পায়নি। তাহলে এই গ্রামপুলিশগণ যাবে কই?

31/10/2025

30/10/2025

29/10/2025

গ্রামপুলিশ হলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন কর্মচারী, যারা গ্রামের আইন-শৃঙ্খলা রক্ষা, বিরোধ মীমাংসা ও জনগণের নিরাপত্ত...
29/10/2025

গ্রামপুলিশ হলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন কর্মচারী, যারা গ্রামের আইন-শৃঙ্খলা রক্ষা, বিরোধ মীমাংসা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত দায়িত্ব পালন করে আসছে। তবে তাদের কর্মপরিধি ও ভূমিকার তুলনায় বেতন-ভাতা অত্যন্ত সামান্য। অর্থ মন্ত্রণালয় প্রতিবছর নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়কে, আর সেই বরাদ্দ থেকেই ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রামপুলিশদের বেতন প্রদান করা হয়। কিন্তু স্থানীয় সরকার অনেক সময় এই বিষয়টিকে প্রাধান্য না দিয়ে এটিকে “সামান্য খরচ” হিসেবে বিবেচনা করে। ফলে গ্রামপুলিশদের জীবনযাত্রা নেমে আসে চরম দুরবস্থায়।
তারা দিনরাত পরিশ্রম করেও পায় না প্রাপ্য সম্মান, চাকরির নিরাপত্তা বা ভবিষ্যৎ নিশ্চয়তা। স্থানীয় সরকার মনে করে এটি কেবল একটি সহায়ক পদ, অথচ বাস্তবে গ্রামীণ নিরাপত্তা ব্যবস্থার মূল ভরসাই হলো এই গ্রামপুলিশ। তারা প্রশাসনের প্রথম সারির কর্মী, জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধন। তাই সময় এসেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় উভয়েরই গ্রামপুলিশদের প্রতি ন্যায্য দৃষ্টিভঙ্গি প্রদর্শনের। কারণ তাদের সম্মানই গ্রামীণ প্রশাসনের মর্যাদা বৃদ্ধি করবে, আর তাদের সুরক্ষা নিশ্চিত করলেই নিরাপদ ও সমৃদ্ধ গ্রাম গড়া সম্ভব হবে।

গ্রামপুলিশ বাহিনীর জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তির দাবিতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিল গ্রামপুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন।...
28/10/2025

গ্রামপুলিশ বাহিনীর জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তির দাবিতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিল গ্রামপুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন। সারা দেশের গ্রামপুলিশ সদস্যরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। আমি রাজবাড়ী জেলার পক্ষ থেকে সকল গ্রামপুলিশকে সাথে নিয়ে সেদিন স্মারকলিপি দিয়েছিলাম। এটি ছিল দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার বিরুদ্ধে এক নিঃশব্দ প্রতিবাদ—একটি ন্যায্য অধিকারের দাবি। প্রত্যন্ত গ্রাম থেকে শহরের প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে সেই আন্দোলনের সুর। প্রতিটি স্মারকলিপির পেছনে ছিল হাজারো চোখের আশার দৃষ্টি, ছিল পরিবারের ভবিষ্যৎ স্বপ্ন। কিন্তু ভাগ্য যেন আজব এক যাদুকর—সব কিছু দেখেও নীরব। আশার আলো দেখা দিলেও বাস্তব পরিবর্তন আসেনি। প্রতিশ্রুতির পাহাড় গড়লেও তার কোনো প্রজ্ঞাপন আজও প্রকাশিত হয়নি। গ্রামপুলিশ সদস্যরা তাই এখনো অপেক্ষায়—একটি সঠিক সিদ্ধান্তের, একটি সরকারি ঘোষণার, যা তাদের সম্মান, মর্যাদা ও ন্যায্য অধিকার ফিরিয়ে দেবে। সময় এসেছে সেই স্মারকলিপির প্রতিটি শব্দকে বাস্তব রূপ দেওয়ার, কারণ এরা শুধু দাবিদার নয়—এরা জাতির নিরাপত্তার নীরব প্রহরী।

28/10/2025

27/10/2025

জেনে নিন ---খুব কাছের কোনও মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে। দামি কিছু প্রাপ্তি হতে পারে। সন্তান-স্থান শুভ। আজ কো...
26/10/2025

জেনে নিন ---
খুব কাছের কোনও মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে। দামি কিছু প্রাপ্তি হতে পারে। সন্তান-স্থান শুভ। আজ কোনও সুসংবাদ পাওয়ার জন্য মন ব্যাকুল থাকবে। কর্মে একটু জটিলতা থাকলেও সফল হবেন। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে। পারিবারিক ভ্রমণের আশা রাখতে পারেন। পেটের সমস্যা বাড়তে পারে। আপনার কোনও ব্যবহার লোকের খারাপ লাগতে পারে। বুকের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা। চাকরির স্থানে কোনও মহিলার সঙ্গে বিবাদের আশঙ্কা।
অর্থভাগ্য খুব খারাপ, বেশ চিন্তার বিষয়।
পরিবারের সকলে মিলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে।
সম্পর্কের ব্যাপারে অন্যকে নাক গলাতে দেবেন ন।
পেশার জগতে প্রতিপক্ষ ক্ষতি করতে পারে।
শুভ সংখ্যা ৫৪
শুভ দিক উত্তর-পূর্ব
শুভ রত্ন চুনি
শুভ রং কমলা

26/10/2025

Address

Ishurdi
বাংলাদেশ

Telephone

+8801719040012

Website

Alerts

Be the first to know and let us send you an email when গ্রামপুলিশের খবর 1.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গ্রামপুলিশের খবর 1.0:

Share

Category