ভাটির খেয়া

ভাটির খেয়া হয়তো আমার হবে নাকো এই পথে আর আসা, পথের দু'ধারে রেখে গেলাম বুকের ভালো বাসা।

১৫ই আগস্ট ২০২৫ ইং  রোজ শুক্রবার  মানিকগঞ্জ দরবার শরীফে দু'য়া ও মাসিক মাহফিল  একত্রে অনুষ্ঠিত হবে।  দু'য়া মাহফিল সম্পর্কি...
09/08/2025

১৫ই আগস্ট ২০২৫ ইং রোজ শুক্রবার
মানিকগঞ্জ দরবার শরীফে দু'য়া ও মাসিক মাহফিল একত্রে অনুষ্ঠিত হবে।
দু'য়া মাহফিল সম্পর্কিত দু'টি কথা -----
মূলতঃ মানিকগঞ্জ দরবার শরীফ এর প্রতিষ্ঠাতা,
কুতুব উল আকতাব, হযরত মাওলানা মুহাম্মদ আযহারুল ইসলাম সিদ্দিকী ( রহ:) এর স্বরণে এবং একইসাথে আমাদের প্রয়াত স্বজনদের চিরশান্তির লক্ষ্যে মানিকগঞ্জ দরবার শরীফে প্রতিবছর একবার এই দুয়া মাহফিলের আয়োজন করে থাকেন
আমাদের প্রানপ্রিয় আব্বা হুজুর,
আল্লামা মুফতী ডক্টর মুহাম্মাদ মনজুরুল ইসলাম সিদ্দিকী (দা: বা:)
শায়খ- তা'লিমে ইসলাম মানিকগঞ্জ, বাংলাদেশ।
দুয়া মাহফিল কে উদ্দেশ্যে করে--
নিম্নোক্ত আমলসমূহ বেশি বেশি করে পড়ার নির্দেশনা দিয়েছেন শ্রদ্ধাভাজন আব্বা হুজুর।
📖 সুরা ফাতিহা
📖 সুরা ইখলাস
📖 সুরা কাফিরুন
📖 সুরা যিলযাল
📖 পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত
📿 কালিমা শরীফ
📿 অন্যান্য অজিফা ও দরুদ শরীফ পাঠ।
শ্রদ্ধাভাজন আব্বা হুজুর,
শায়খ- তা'লিমে ইসলাম, মানিকগঞ্জ আপনার আমার করা উক্ত নেক আমলের সওয়াবগুলো একত্রিত আকারে আমাদের প্রয়াত আত্মীয়দের নামে বকসিয়ে দিয়ে দিয়ে খাস দুয়া দু'য়া করেন যাতে আল্লাহ তাঁদের সকলের কবরে রহমতের নূর বর্ষণ করেন, মাফক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের ইহকাল এবং পরকাল যেনো হয় অধিকতর মঙ্গলময়। (সুবহানাল্লাহ)
অতএব, নিজে মাহফিলে আসি, আপনার আমার চারপাশের বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজনকেও এ মেসেজটি পৌঁছে দিই, যাতে তারাও এই মহৎ কাজের অংশীদার হতে পারে।
আল্লাহ যেনো আমাদের সবাইকে বরকতপূর্ণ এই দুয়া এবং মাসিক মাহফিলে আসার তৌফিক দান করেন। (আমীন)

জুম্মার নামাজ আদায় করবেন শায়খ তালিমে ইসলাম, বাংলাদেশ তারিখঃ ০১/০৮/২০২৫ ইংরোজঃ শুক্রবার স্থানঃ ছিদ্দিকী মঞ্জিল, যমুনা সেত...
31/07/2025

জুম্মার নামাজ আদায় করবেন

শায়খ তালিমে ইসলাম, বাংলাদেশ

তারিখঃ ০১/০৮/২০২৫ ইং
রোজঃ শুক্রবার

স্থানঃ ছিদ্দিকী মঞ্জিল, যমুনা সেতু পূর্ব,
সিরাজ কান্দি, টাঙ্গাইল।

উক্ত জুম্মার নামাজ আদায় শেষে
আগত জাকেরিন দের উদেশ্যে

সংক্ষিপ্ত বয়ান পেশ করিবেন -

জনাব আলহাজ্ব হযরত মাওলানা, মুফতি,
ডক্টর মুহাম্মদ মনযুরুল ইসলাম ছিদ্দিকী
সাহেব (দাঃবাঃ)

শায়খ, তালিমে ইসলাম, বাংলাদেশ
পীর সাহেব, মানিকগঞ্জ।

উক্ত জ্ঞানগর্ভ আলোচনায় আল্লাহ্
রাব্বুল আলামীনকে চেনা ও জানার
সঠিক পথের অনুসন্ধানের লক্ষ্যে দল
মত, জাতি ধর্ম নির্বিশেষে মহান স্রষ্টার
সান্নিধ্য লাভে আপনারা সকলেই
আমন্ত্রিত ।

বিসমিল্লাহির রাহমানির রাহীমতা'লিমে ইসলামমানিকগঞ্জ দরবার শরীফ এর পক্ষে-ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির ৩ রা, আগস্ট ২০২৫ ইংরোজ...
29/07/2025

বিসমিল্লাহির রাহমানির রাহীম
তা'লিমে ইসলাম
মানিকগঞ্জ দরবার শরীফ এর পক্ষে-
ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির

৩ রা, আগস্ট ২০২৫ ইং
রোজঃ রবিবার, সময়ঃ বাদ যোহর।
স্থানঃ মথুরাপুর সবজি বাজার, দৌলতপুর, কুষ্টিয়া।

পরিচালনায়ঃ
পীরে কামেল মুকাম্মিল, অন্যতম চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক, শাইখুল হাদীস- আলহাজ্ব হযরত মাওলানা

মুফতি ডক্টর মুহাম্মাদ মন্যুরুল ইসলাম ছিদ্দিকী

বি.এ. (অনার্স); এম.এ. (আরবী সাহিত্য); এম.এম. (কামিল ফীল হাদীস); এম.ফিল. (এরাবিক ক্লাসিক); এলএল.বি; পিএইচ.ডি. (ফিকহ হানাফী) ঢাকা বিশ্ববিদ্যালয়।

পীর ছাহিব, তা'লিমে ইসলাম (মানিকগঞ্জ দরবার শরীফ)।

মহা পরিচালক, জামি'আ আরাবিয়া ছিদ্দিকীয়া দারুল 'উলুম মাদরাসা, মানিকগঞ্জ ও চেয়ারম্যান, ছিদ্দিকীয়া ফাউন্ডেশন বাংলাদেশ।

With Md Abdur Razzaq – I'm on a streak! I've been a top fan for 6 months in a row. 🎉
17/07/2025

With Md Abdur Razzaq – I'm on a streak! I've been a top fan for 6 months in a row. 🎉

With মুহাম্মাদ শাফি ছিদ্দিকী – I'm on a streak! I've been a top fan for 6 months in a row. 🎉
17/07/2025

With মুহাম্মাদ শাফি ছিদ্দিকী – I'm on a streak! I've been a top fan for 6 months in a row. 🎉

বন্ধুরা লক্ষ্য করুন এবং শেয়ার করুণ সবক মাহফিল-২০২৫ইংস্থান: জামিয়া আরাবিয়া ছিদ্দীকিয়া দারুল উলুম, মাদ্রাসা প্রাঙ্গণ। ছ...
07/07/2025

বন্ধুরা লক্ষ্য করুন এবং শেয়ার করুণ

সবক মাহফিল-২০২৫ইং

স্থান: জামিয়া আরাবিয়া ছিদ্দীকিয়া দারুল উলুম,
মাদ্রাসা প্রাঙ্গণ। ছিদ্দিকনগর, মানিকগঞ্জ।

৯,১০ ও ১১ই জুলাই ২০২৫ ইং
বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার।
১২ই জুলাই শনিবার সকালে আখেরী মোনাজাত পরিচালনা করিবেন আধ্যাত্মিক সাধক -

পীরে কামিল ও মোকাম্মিল,
অন্যতম চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক,
শাইখুল হাদীস আলহাজ্ব হযরত মাওলানা -

ড. মুহাম্মাদ মনযুরুল ইসলাম ছিদ্দিকী
ছাহিব (দাঃ আঃ) বি.এ.(অনার্স)
এম.এ.(আরবী সাহিত্য) এম.এম, এল
এল বি, পিএইচ.ডি, (গবেষণার বিষয়:
ফিকাহ হানাফী) ঢাকা বিশ্ববিদ্যালয় ।

শরিয়ত, তরিকত, হাকিকত ও মারেফাত
এর বাৎসরিক সবক মাহফিল।

চক্ষু বন্ধ করে ধ্যান খেয়ালের হিসাব পত্রের
Practical Lesson.

পাশাপাশি এ বাৎসরিক সবক মাহফিলে
কোরআন ও হাদিস শরিফের কথা

দেশকে ভালবাসার কথা
দেশকে সম্মান শ্রদ্ধার কথা

স্বাধীনতার হিসাব পত্রের কথা
ও বিশ্ব মানবতার কথা মিলাইয়া

মানিকগঞ্জ দরবার শরিফের নেতৃত্বে
কলেমা লা ইলাহা ইল্লাল্লাহুর যিকিরের দূর্গ গড়ে তোলার জন্যে
টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আল্লাহর আশেক পাগলদের ডাক দিয়েছেন।

আল্লাহর আশেক এবং পাগলেরা
এ বাৎসরিক সবক মাহফিলকে সাফল্য মন্ডিত করার জন্যে
প্রেম ভালবাসা উদরতা দিয়ে এগিয়ে এসে

বায়েত মুরিদ হয়ে চক্ষু বন্ধ করে ধ্যান খেয়াল, আত্ম শুদ্ধির হিসাব পত্রের মাধ্যমে, সুন্দর জীবন গড়ে কলেমা লাইলাহা ইল্লাল্লাহুর যিকরের ধ্বনিতে, আকাশ বাতাস মুখরিত করে,

এ মাহফিলকে সাফল্য মন্ডিত করার আহ্বান জানিয়েছেন, শায়েখ তালিমে ইসলাম, বাংলাদেশ।
পীর সাহেব, মানিকগঞ্জ।

আমিন।

শেয়ার করে প্রচারে আপনিও
শরিক হতে পারেন বন্ধু।

21/05/2025

আল্লাহ মাফ করে দেন

Address

বরগুনা
বাংলাদেশ

Alerts

Be the first to know and let us send you an email when ভাটির খেয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভাটির খেয়া:

Share