
09/08/2025
১৫ই আগস্ট ২০২৫ ইং রোজ শুক্রবার
মানিকগঞ্জ দরবার শরীফে দু'য়া ও মাসিক মাহফিল একত্রে অনুষ্ঠিত হবে।
দু'য়া মাহফিল সম্পর্কিত দু'টি কথা -----
মূলতঃ মানিকগঞ্জ দরবার শরীফ এর প্রতিষ্ঠাতা,
কুতুব উল আকতাব, হযরত মাওলানা মুহাম্মদ আযহারুল ইসলাম সিদ্দিকী ( রহ:) এর স্বরণে এবং একইসাথে আমাদের প্রয়াত স্বজনদের চিরশান্তির লক্ষ্যে মানিকগঞ্জ দরবার শরীফে প্রতিবছর একবার এই দুয়া মাহফিলের আয়োজন করে থাকেন
আমাদের প্রানপ্রিয় আব্বা হুজুর,
আল্লামা মুফতী ডক্টর মুহাম্মাদ মনজুরুল ইসলাম সিদ্দিকী (দা: বা:)
শায়খ- তা'লিমে ইসলাম মানিকগঞ্জ, বাংলাদেশ।
দুয়া মাহফিল কে উদ্দেশ্যে করে--
নিম্নোক্ত আমলসমূহ বেশি বেশি করে পড়ার নির্দেশনা দিয়েছেন শ্রদ্ধাভাজন আব্বা হুজুর।
📖 সুরা ফাতিহা
📖 সুরা ইখলাস
📖 সুরা কাফিরুন
📖 সুরা যিলযাল
📖 পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত
📿 কালিমা শরীফ
📿 অন্যান্য অজিফা ও দরুদ শরীফ পাঠ।
শ্রদ্ধাভাজন আব্বা হুজুর,
শায়খ- তা'লিমে ইসলাম, মানিকগঞ্জ আপনার আমার করা উক্ত নেক আমলের সওয়াবগুলো একত্রিত আকারে আমাদের প্রয়াত আত্মীয়দের নামে বকসিয়ে দিয়ে দিয়ে খাস দুয়া দু'য়া করেন যাতে আল্লাহ তাঁদের সকলের কবরে রহমতের নূর বর্ষণ করেন, মাফক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের ইহকাল এবং পরকাল যেনো হয় অধিকতর মঙ্গলময়। (সুবহানাল্লাহ)
অতএব, নিজে মাহফিলে আসি, আপনার আমার চারপাশের বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজনকেও এ মেসেজটি পৌঁছে দিই, যাতে তারাও এই মহৎ কাজের অংশীদার হতে পারে।
আল্লাহ যেনো আমাদের সবাইকে বরকতপূর্ণ এই দুয়া এবং মাসিক মাহফিলে আসার তৌফিক দান করেন। (আমীন)