Bangladesh Online Activist

Bangladesh Online Activist "১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীন হলেও দূর্নীতিবাজ রাজনৈতিক ব্যক্তিত্বের শৃঙ্খলে আমরা আজও আবদ্ধ"

02/05/2025
10/02/2025

‘বেগম খালেদা জিয়া ভালো আছেন’
আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বেগম খালেদা জিয়া কেমন আছেন, যুক্তরাষ্ট্রে তাঁর চিকিৎসা হবে কিনা, সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ম্যাডাম ভালো আছেন। ট্রিটমেন্ট চলছে।

জায়মা রহমানের সঙ্গে প্রতিনিধি দলের অভিজ্ঞতার বিষয়ে তিনি বলেন, ‘ভালো, ভালো অভিজ্ঞতা।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অর্ভ্যুত্থানে সফলতা অর্জন করেছে। কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে.. আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এরজন্য সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম ছিলো, সেই রেজিম তার জন্য দায়ী। আমাদেরকে সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। আমাদের অর্জিত সফলতাকে সফল করতে হলে আমাদেরকে ধীরে ধীরে এগোতে হবে।

আজ রবিবার (৯ ফেব্রুয়ারি ২০২৫), বিকালে রাজধানীর হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে অপেক্ষমান সাংবাদিকদের সামনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
এদিন তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বিমান অবতরণ করেছেন বিকাল ৪ টা ৫৮ মিনিটে। যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান রহমান।

গত ৬ ও ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ এ আমন্ত্রিত হয়ে যোগ গিয়েছিলেন তারা।

সফর সম্পর্কে বিএনপি মহাসচিব জানান, তাদের যুক্তরাষ্ট্র সফর খুব সফল হয়েছে। যে উদ্দেশ্যে ছিলো, তা সফল হয়েছে।

অন্ধকারকে অন্ধকার নিয়ে দূর করা যায় না মন্তব্য করে তিনি বলেন, অন্ধকার কে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলোকবর্তিকা জাগিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে।
আমরা সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাতে চাই, সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, স্থিতিশীলতা রক্ষার জন্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আমাদের কাজ অব্যাহত রাখতে হবে।

অপারেশন 'অপারেশন ডেভিল হান্ট' নিয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, আমরা তো বাইরে ছিলাম, 'অপারেশন ডেভিল হান্ট' সম্পর্কে জানি না। 'অপারেশন ডেভিল হান্ট' মানে ফ্যাসিস্টকে জানি। এতদিন পর বোধোদয় হয়েছে, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি।

10/02/2025

লক্ষ্মীপুর জেলার তৎকালীন দূর্দশ খু"নি এসপি শাহ শফিউর রহমান। (২০১৩-২০১৭) সাল পর্যন্ত স"ন্ত্রাসী তকমা লাগিয়ে
বিএনপির কমপক্ষে ২০ জন নেতা কর্মীকে ক্র*সফায়ারে হ"ত্যা
করেছে। অন্তত ৫০ জন নেতা কর্মীকে চিরতরে প"ঙ্গু করেছে।
বর্তমানে সিলেট জেলার ডিআইজি পদে বহাল আছে,খুনি এই
ছা"লীগের ক্যাডার। গ্রেপ্তার করে অস্ত্র দিয়ে চালান করেছে.
অন্তত ৫০০ বিএনপির নেতা কর্মীকে।
ছাত্রজীবনে নি"ষিদ্ধ ছাত"লীগের নেতা ছিলেন এই খুনি। মূলত
পুলিশ প্রশাসনের আড়ালে,তার কাজ ছিল বিএনপি ধ্বংস করা।
বিএনপি অধুষিত জেলায় তাকে পাঠানো হতো, বিএনপি নির্মূল করার জন্য।তাকে গ্রেপ্তার করে, আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
চলমান অপারেশন ডেভিল হান্টে তাকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। এই খু"নি বেনজির বাহিনীর অন্যতম সদস্য।

চুপ থাকুন আওয়ামী সংস্কার চলছে!🤫🤫ছাত্রলীগ সাবেক ক্যা"ডা'র এডিশনাল ডিআইজি মোহাম্মদ শহিদুল্লাহ, যিনি বর্তমানে খুলনা রে'ঞ্জে...
04/02/2025

চুপ থাকুন আওয়ামী সংস্কার চলছে!🤫🤫
ছাত্রলীগ সাবেক ক্যা"ডা'র এডিশনাল ডিআইজি মোহাম্মদ শহিদুল্লাহ, যিনি বর্তমানে খুলনা রে'ঞ্জে
নাকি ডি'আই'জি হিসাবে ক'র্মর'ত আছেন!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ১/১১ সরকার যেদিন গ্রে"প্তা"র করবে তার কয়েক ঘণ্টা আগে মিটিং শুরু হয়, কে তারেক রহমানকে গ্রে"প্তা'র করে নিয়ে আসবে??

আগ্রহ দেখিয়ে ছিলেন তখনকার অতি উৎসা'হী গো'য়ে'ন্দা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ! সাবেক এই ছাত্রলীগ ক্যা"ডা"র যে শুধু এই বিষয়ে অতি উৎসা'হী ছিলেন তা কিন্তু না! জা'মায়া'ত নেতা মী'র কশেম আলী আ'ট'কে'র সময়ও আগ বাড়িয়ে তিনিই আ'গ্রহ দেখিয়ে দায়িত্ব নিয়েছিলেন!

দুই জায়গাতেই তার আচারণ কেমন ছিল আপনাদের সকলেরই সেটা জানা। এর বাইরেও এমন প্রচুর ঘটনা আছে, শহিদুল্লাহকে দ্রু'তই আপনাদের স্মৃ'তি পাতাকে সচল করে তুলবে!

পুলিশের ২৪তম ব্যাচের মাধ্যমে এএসপি হিসেবে কর্ম জীবন শুরু করেন। পুলিশ সুপার হিসেবে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডি'সি ডি'বি দক্ষিণ এডি'শনা'ল এসপি হিসেবে চট্টগ্রাম ও বান্দরবান এবং এসি ও এডিসি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গো'য়ে'ন্দা বিভাগে দায়িত্ব পালন করেন!

অনেক হাই প্রোফাইল জায়গায় তার পো'স্টিং ছিল অতি উৎসাহী কর্ম'কা'ণ্ডের জন্য,রাজনৈতিক ব্যা'কা'পের সাথে সাথে ছিল টাকারও ব্যা'কা'প!

এসব জায়গায় বিরোধী দল দ'ম'ন , হ"ত্যা, গু"ম নি"র্যা'ত'ন ও নানা ঘটনার ফলে কামিয়েছে হাজার হাজার কোটি টাকা,সেই টাকা দিয়ে চট্টগ্রামের মত 'উর্বর' জায়গাতে ও পো'স্টিং নিয়েছিলেন। ছাত্রলীগের এই ক্যা"ডা"র থেকে পুলিশের ক্যা"ডা"র হয়ে প্রতিদান দিতে ভুলেননি তিনি!

পট পরিবর্তনের পর ফ্যা"সি"স্ট হাসিনার দো"স"র শহিদুল্লাহ আছেন এখনো বহাল তবিয়তে, উনাকে কি অন্তবর্তী সরকার প'ক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দায়িত্ব দেওয়া হয়েছে??
এই যদি হয় তাহলে সংস্কার কিভাবে হয় জানতে চাই ?
শহিদুল্লাহ কে এখনই গ্রেফতার করা হোক।

সারাদেশে এটা ছড়িয়ে দিন।
09/08/2024

সারাদেশে এটা ছড়িয়ে দিন।

04/07/2023

Address

বাংলাদেশ
বাংলাদেশ

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Online Activist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Online Activist:

Share