সাপ্তাহিক বর্তমান মৌলভীবাজার

সাপ্তাহিক বর্তমান মৌলভীবাজার সাপ্তাহিক বর্তমান মৌলভীবাজার সার্বক্ষণিক বাংলায়,প্রতিমুহূর্তের খবরা-খবর সবার আগে প্রচারিত হয়! তাই লাইক,কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ করছি!
(4)

কমলগঞ্জে ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেফতার....
26/08/2025

কমলগঞ্জে ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেফতার....

কমলগঞ্জে ধর্ষণ মাম লায় ইউপি সদস্য গ্রেফতারকমলগঞ্জ প্রতিনিধি||মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদের সদস্য ও ...
26/08/2025

কমলগঞ্জে ধর্ষণ মাম লায় ইউপি সদস্য গ্রেফতার

কমলগঞ্জ প্রতিনিধি||মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় বিএনপি নেতা সিরাজ খানকে ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ২৬ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শমশেরনগর চৌমুহনা চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের ২০ বছর বয়সী এক তরুণীর সঙ্গে শমশেরনগর দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রবাসে থাকাকালীন মোবাইল ফোনে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। দেশে ফেরার পর বিয়ের প্রলোভন দেখিয়ে সাইফুল তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন।

পরে জানা যায়, সাইফুল ইসলাম বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিলে তরুণীটি গত ২০ ফেব্রুয়ারি সাইফুলের বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা দায়ের করেন। বর্তমানে সাইফুল জেলহাজতে রয়েছেন।

এ মামলার তদন্তে আদালতে ভিকটিমের জবানবন্দির ভিত্তিতে ইউপি সদস্য ও বিএনপি নেতা সিরাজ খানকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মসুদ পারভেজ। তিনি জানান, গ্রেফতারের পর সিরাজ খানকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ জেলা মৌলভীবাজারনিউজ ডেস্ক||সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে জুলাই মাসের পারফরম্যান্স বিবেচনায় শ্রেষ্ঠ...
26/08/2025

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ জেলা মৌলভীবাজার

নিউজ ডেস্ক||সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে জুলাই মাসের পারফরম্যান্স বিবেচনায় শ্রেষ্ঠ জেলার পুরস্কার লাভ করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।

মঙ্গলবার ২৬ আগস্ট সকালে সিলেট রেঞ্জ পুলিশের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই/২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান মহোদয় পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম- সেবার হাতে শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার তুলে দেন।

সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, আসামি গ্রেফতার, মাদক ও চোরাচালান উদ্ধার, ক্লু-লেস মামলা উদঘাটন, ট্রাফিক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সন্তোষজনক পারফরম্যান্স বিবেচনায় এই পুরস্কার প্রদান করা হয়।

সিলেটের সাদাপাথর লুটের নেতাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে: ডিসি সারওয়ারসিলেট প্রতিনিধি||পাথর উত্তোলনে কয়েক হাজার লোকজন জড়িত...
26/08/2025

সিলেটের সাদাপাথর লুটের নেতাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে: ডিসি সারওয়ার

সিলেট প্রতিনিধি||পাথর উত্তোলনে কয়েক হাজার লোকজন জড়িত ছিল। তবে যারা সাদাপাথর লুটপাটে নেতৃত্ব দিয়েছে তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

মঙ্গলবার ২৬ আগস্ট বিকেলে সাদাপাথর পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এর আগে সাদাপাথর ফেরত দিতে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন সিলেটের নতুন জেলা প্রশাসক।

সারওয়ার আলম বলেন, পাথর পুনঃস্থাপনের পাশাপাশি আইনি কার্যক্রমও চলবে। যারা পাথর লুট করেছে তাদের অবশ্যই গ্রেপ্তার করা হবে।

তবে যারা নিরীহ ও নিরপরাধ তারা যাতে হয়রানির শিকার না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে। আগে অপরাধীদের নাম প্রকাশ করা হলে তারা পালিয়ে যাবে।

অবশ্যই প্রকৃত দোষীরা আইনের আওতায় আসবে।
ইতোমধ্যে ২৬ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সাড়ে ৬ লাখ ঘনফুট পাথর স্বেচ্ছায় জমা দিয়েছেন লোকজন। অবশিষ্ট প্রায় ১৯ লাখ ঘনফুট পাথর অভিযান চালিয়ে উদ্ধার করার কথা জানান তিনি।

সাদাপাথর পুনঃস্থাপন প্রসঙ্গে সারওয়ার আলম বলেন, এটা অনেক কঠিন কাজ। এখন পর্যন্ত ১১ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে বাকি পাথরগুলো পুনঃস্থাপন করা হবে।

তিনি জানান, এ কাজে প্রতিদিন ৫০০ শ্রমিক, ৪০০ নৌকা, ৩০০-এর অধিক ট্রাক কাজ ৩০ শতাংশ লুট হওয়া পাথর উদ্ধার করা সম্ভব হয়নি। এগুলো ভেঙে ফেলা হয়েছে বা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

এ সময় লুটের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, রিপোর্ট সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। উচ্চপর্যায়ের তদন্ত কমিটিও কাজ করছে। তাদের রিপোর্ট দেওয়ার পর দুটি প্রতিবেদন নিয়ে একসঙ্গে কাজ করা হবে

26/08/2025
শ্রীমঙ্গলে অবৈধ ভাবে উত্তোলন করা বালু জব্দ করা হয় নিউজ ডেস্ক||মৌলভীবাজারে শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ ভাবে ...
26/08/2025

শ্রীমঙ্গলে অবৈধ ভাবে উত্তোলন করা বালু জব্দ করা হয়

নিউজ ডেস্ক||মৌলভীবাজারে শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ ভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে।

মঙ্গলবার ২৬ আগস্ট মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন এর নির্দেশে সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেড মো. মহিবুল্লাহ আকন ভ্রাম্যমাণ আদালত পরিচারনা করে সিন্দুরখাঁন ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইজারাহীন বালু মহাল থেকে ৫০০ ঘনফুট বালু জব্দ করেন।
অভিযানে সহযোগিতা করেন স্থানীয় প্রশাসনসহ বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউনিট।

এদিকে অভিযানের খবর পেয়ে পালিয়ে যাওয়ায় কোন বালু কারবারিকে আটক করা যায়নি।

অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে বলে জানানো হয়।

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুরবিশেষ প্রতিনিধি||সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৫ জনকে বিচারপতি হিসেবে নিয...
25/08/2025

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

বিশেষ প্রতিনিধি||সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৫ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের শ্বশুরও রয়েছেন। তিনি হলেন অ্যাডভোকেট মো. লুৎফর রহমান। তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আজ বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন তিনি।

সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

হাইকোর্টে একসঙ্গে ২৫ বিচারপতি নিয়োগ
একযোগে জেলা আদালতের ২৩০ বিচারক বদলি
জীবনরক্ষাকারী ৭৩৯টি ওষুধের দাম নির্ধারণ করবে সরকার

এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ১৮ অনুচ্ছেদ মোতাবেক নিম্নের ১-২৫ ক্রমিকের উল্লিখিত ২৫ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক ২ বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগদান করেছেন।’

নিয়োগপ্রাপ্তদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের ৯ জন আইনজীবী রয়েছেন।

এ সময় সহকারি অ্যাটর্নি জেনারেল জামিউল হক ফয়সাল বলেন, সদ্য বিচারপতি নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল লুৎফর রহমান ছাত্রদলের সাবেক নেতা, বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি। সার্জিস আলমের শ্বশুর হওয়ার আগেই তিনি ডেপুটি এটর্নি জেনারেল হয়েছিলেন। তিনি নিজের যোগ্যতায় আজ বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন।

সিলেটে কুরিয়ারের ভ্যান ডাকাতি,লুট হওয়া মালামালসহ গ্রেপ্তার-৬নিজস্ব প্রতিবেদক||সুন্দরবন কুরিয়ার সার্ভিস কাভার্ড ভ্যান ডাক...
25/08/2025

সিলেটে কুরিয়ারের ভ্যান ডাকাতি,লুট হওয়া মালামালসহ গ্রেপ্তার-৬

নিজস্ব প্রতিবেদক||সুন্দরবন কুরিয়ার সার্ভিস কাভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে সিলেটের ওসমানীনগর থানা পুলিশ।

সোমবার ২৫ আগস্ট রাত ৩ টারদিকে ওসমানীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে

এসময় তাদের কাছ থেকে লুট হওয়া মালামালও উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে- ১৯ বস্তায় থাকা ৫৭০ কেজি জিরা, ১২ বস্তায় থাকা ৬৭৫ প্যাকেট ফুসকা, ১ টি প্লাষ্টিকের বস্তায় মোট ৫৮ পিস শাড়ী, ০১ টি প্লাষ্টিকের বস্তায় থাকা ১২০০ পিস সানসিল্ক ক্রিম, ১ বস্তা চাল।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শানুর শাহ (২৯), রলেক মিয়া (৪০), আব্দুল মজিদ (২৪), মো. সুফিয়ান আহমেদ (২৬), দিলশাদ আহমেদ রাজু (৩৪), ও সাইদুর রহমান সাদী (২১)।এরআগে সুন্দরবন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস কার্ভাড ভ্যান ডাকাতির ঘটনায় রোববার ধ্যেরাতে ওসমানীনগর থানার মামলা দায়ের করা হয়।গ্রেফতারকৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে বলে জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মৌলভীবাজার হাসপাতালে বন্ধ হতে যাচ্ছে ডায়ালাইসিসনিজস্ব প্রতিবেদক||মৌলভীবাজার জেনারেলহাসপাতালে সরকারি অর্থ বরাদ্দের অভাবে ...
25/08/2025

মৌলভীবাজার হাসপাতালে বন্ধ হতে যাচ্ছে ডায়ালাইসিস

নিজস্ব প্রতিবেদক||মৌলভীবাজার জেনারেল
হাসপাতালে সরকারি অর্থ বরাদ্দের অভাবে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা দেওয়া বন্ধ হয়ে যেতে বসেছে। ভর্তুকির টাকা না থাকায় পুরনো প্যাকেজের আওতায় থাকা ১৫ রোগী ছাড়া গত এক মাস ধরে নতুন কোনো রোগীকে এই সেবার আওতায় নেওয়া হচ্ছে না।পুরোনো রোগীদের সেবাদানও আগামী সেপ্টেম্বরে শেষ হচ্ছে। ফলে জেলার সীমিত আয়ের রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে ১৭টি ডায়ালাইসিস যন্ত্র থাকলেও সচল আছে ১৫টি। যার মাধ্যমে বর্তমানে ১৫ রোগীকে সেবা দেওয়া হচ্ছে। হাসপাতালটিতে প্রত্যেকে ২০ হাজার টাকা মূল্যের প্যাকেজে ৪৮টি সেশনে এই সেবা পান। প্রতি সেশনের মূল্য পড়ে ৪০০ টাকার মতো। একজন রোগী সপ্তাহে দুটি সেশন নিতে পারেন। এই ক্ষেত্রে বাকি টাকা সরকারিভাবে ভর্তুকি দেওয়া হয়।

এমন ভর্তুকি বরাদ্দ থাকলে হাসপাতালটিতে প্রতি মাসে প্রায় ৩০০ সেশন দেওয়া যায়। এ জন্য আগামী এক বছর এখানে ডায়ালাইসিস চালু রাখতে ১ কোটি টাকার প্রয়োজন।রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যাদের কিডনি পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তাদের ডায়ালাইসিস নিতে হয়।

মৌলভীবাজারে সদর হাসপাতাল ও এক-দুটি বেসরকারি হাসপাতালে এটি করানো হয়। সরকারি হাসপাতালে সিরিয়াল পাওয়া যায় না। আর বেসরকারি হাসপাতালে ডায়ালাইসিসে প্রতি সেশনে লাগে ৩ হাজার ৫০০ টাকা। কেউ কেউ সিলেট শহরে গিয়ে চিকিৎসা নেন। এভাবে চিকিৎসা করাতে গিয়ে সবকিছু শেষ করে অনেকে নিঃস্ব হয়ে বিছানায় পড়ে আছেন।কিডনি ফাউন্ডেশনের তথ্যমতে, দেশে কিডনি রোগে আক্রান্ত প্রায় ২ কোটি মানুষ। এই রোগের চিকিৎসা ব্যয়বহুল, যা বহন করার মতো আর্থিক অবস্থা ২৫ শতাংশ রোগীর নেই। যাদের ডায়ালাইসিস প্রয়োজন তাদের মধ্যে প্রায় ৭০ শতাংশ রোগী অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছে না।লোকমান আহমেদ নামের এক রোগী বলেন, ‘আমি মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে ডায়ালাইসিস করিয়েছি। মধ্যখানে ইনফেকশন হওয়ায় প্রাইভেট হাসপাতালে কিছুদিন করাই। কয়েক দিন আগে সদর হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু শুনলাম সেখানে নতুন রোগীদের জন্য এই সেবা বন্ধ আছে। সরকারি বরাদ্দ যা ছিল, তা শেষ হয়ে গেছে। প্রতি সপ্তাহে আমার দুটি ডায়ালাইসিস লাগে। প্রাইভেট হাসপাতালে প্রতি সেশনে খরচ আসে ৩ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া যাতায়াতসহ অন্যান্য খরচ আছে। প্রাইভেটে ডায়ালাইসিস চিকিৎসা নেওয়া অনেক ব্যয়বহুল, যা সব রোগী বহন করতে পারে না। সরকারি হাসপাতালে এই সেবা বন্ধ হলে অনেক কিডনি নষ্ট রোগী চিকিৎসার অভাবে মারা যেতে পারেন।’এ বিষয়ে কথা হলে মৌলভীবাজার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপপরিচালক) প্রণয় কান্তি দাশ বলেন, ‘আমাদের আগের কয়েকজন কিডনি রোগী ডায়ালাইসিস চিকিৎসা নিচ্ছেন। তাঁদের আরও এক থেকে দেড় মাস এই সেবা দেওয়া যাবে। তবে গত এক মাস ধরে নতুন কোনো রোগীকে ডায়ালাইসিস সেবার আওতায় আনা যায়নি। আমরা আগামী এক বছরের সেবা চালু রাখার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ১ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি পাঠিয়েছি। আশা করি, হাসপাতালে পুরোপুরি ডায়ালাইসিস সেবা বন্ধ হওয়ার আগে বরাদ্দ পাব।’যোগাযোগ করা হলে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, ‘আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, ডায়ালাইসিস সেবাটি চালু রাখার জন্য। ইতিমধ্যে স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছি ১ কোটি টাকা বরাদ্দের জন্য। এই টাকা পেলে অন্তত এক বছর চলবে সেবাটি।’
সূত্র: আজকের পত্রিকা

কনটেন্ট ক্রিয়টর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারনিউজ ডেস্ক||কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। রোববার ২৪ আগ...
24/08/2025

কনটেন্ট ক্রিয়টর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

নিউজ ডেস্ক||কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি।

রোববার ২৪ আগস্ট বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলার ১১ নম্বর আসামি হিসেবে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে।

একই মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন তার বাবা, মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। ১৭ আগস্ট তাঁকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর মধ্যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল–মামুন। পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় দেড় শ জনকে আসামি করা হয়েছে।

তৌহিদ আফ্রিদি ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করে তরুণদের মধ্যে জনপ্রিয়তা পান। সাম্প্রতিক বছরগুলোতে ভ্লগ ও ভ্রমণকেন্দ্রিক কনটেন্টের জন্য তাঁর বড় অনুসারী গড়ে ওঠে।

24/08/2025

ধরি ধরি ধরি না
ধরলে কিন্তু ছাড়ি না!

আবারো শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফজলুর রহমানের প্রতিকৃতিতে গণ'জু'তা নিক্ষেপ..........

#শাহবাগ #শিক্ষার্থী #সাপ্তাহিকবর্তমানমৌলভীবাজার #সংবাদ

Address

১৫২ শমসের নগর রোড মৌলভীবাজার
বাংলাদেশ

Telephone

+8801710040800

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাপ্তাহিক বর্তমান মৌলভীবাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাপ্তাহিক বর্তমান মৌলভীবাজার:

Share