আমরা পুলিশ পরিবার

আমরা পুলিশ পরিবার We are a police family.

লাশকে ধ'র্ষ*ণ:⤵️হালুয়াঘাটে ২০ বছরের অনার্স পড়ুয়া এক মেয়ে আত্মহ'ত্যা করেছে গত ১৯ তারিখে। সে সু'ই*সা*'ইড নোট লিখেছিল দুই প...
23/10/2025

লাশকে ধ'র্ষ*ণ:⤵️
হালুয়াঘাটে ২০ বছরের অনার্স পড়ুয়া এক মেয়ে আত্মহ'ত্যা করেছে গত ১৯ তারিখে। সে সু'ই*সা*'ইড নোট লিখেছিল দুই পাতার, তাতে লেখা ছিল-

'আমার মৃ'ত্যু*র জন্য দায়ী আমার দুর্ভাগ্য। আমার মৃ'ত্যু*র কোনো কারণ নেই। এই দুনিয়া থেকে আমার মন উঠে গেছে তাই আমি চলে গেছি'।
মেয়েটির মৃ'*ত্যুতে হালুয়াঘাট থানায় অপমৃ**'ত্যুর মামলা হয়। লাশটা পুলিশ থানা হেফাজতে নেয়।

আবু সাঈদ নামে এক লোক প্রায় তিন বছর ধরে হালুয়াঘাট থানা থেকে ময়মনসিংহ মেডিকেলের মর্গে লাশ আনা–নেওয়ার কাজ করত।

সে প্রথমে আসার পর মর্গের চাবি নিয়ে মর্গে মরদেহ রেখে আবার চাবি দিয়ে চলে যায়। পরে আধাঘণ্টা পর আবারও আবু সাইদ সুরতহাল রিপোর্ট নেওয়ার কথা বলে মর্গে ঢুকে মৃতদেহ ধ'র্ষ'ণ করে পরে সেখানে ঘুমিয়ে পড়ে।

পরে মর্গের কর্তব্যরত ডোম এসে মর্গ অন্ধকার দেখতে পেয়ে লাইট জালায়। এসময় আবু সাইদ ও তার সঙ্গীকে মর্গে ঘুমাতে দেখেন।

মরদেহ দেখে কর্তব্যরত ডোমের সন্দেহ হলে ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে ময়নাতদন্ত করে ধ'র্ষ'ণের আলামত পায়।

এখানে দুটো ঘটনা ঘটেছে, প্রথমত একটা লাশ, সে লাশ হেফাজতে থাকা অবস্থাতে ধ'র্ষি'ত হয়েছে। এটা একটা সিগনিফিকেন্ট ঘটনা।

এটা রাষ্ট্রের সিস্টেমিক অবস্থা।
লাশের নিরাপত্তা দেয়ার সক্ষমতাও আমাদের নাই।

সেই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। সে স্বীকারোক্তি দিয়েছে। মামলা ও মৃতদেহ অবমাননার মামলা দেওয়া হয়েছে।

দূর্ভাগ্য আর দুনিয়ার প্রতি বিতৃষ্ণার কথা বলে যে মেয়েটি আত্মহত্যা করলো, দুনিয়া ছাড়ার পর তার লাশটা ধ'র্ষি'ত হলো! আর কতবার বাংলাদেশ রিফর্ম হলে মানুষ কিছুটা হলেও সভ্য হবে!

এখানে একটা লাশও নিস্তার পাচ্ছে না। জাস্ট ইমাজিন!

(ঈষৎ সম্পাদিত)
লেখা~ আরজু আহমেদ

©®
**e **er ***de

এই সব কুলাঙ্গারের জন্যেই পুলিশ এর বদনাম হয়...  এই কুলাঙ্গারের কঠিন বিচার হওয়া দরকার / তাকে ফাসি দেওয়া হোক
22/10/2025

এই সব কুলাঙ্গারের জন্যেই পুলিশ এর বদনাম হয়... এই কুলাঙ্গারের কঠিন বিচার হওয়া দরকার / তাকে ফাসি দেওয়া হোক

জনৈক ব্যক্তি :মামলা দিয়েন না!আমার বাসা এইযে সামনে।আমি,কাগজ দেখান।মামলা খাওয়ার পরে একশন🥴,,দিন দুপুরে ডাকাতি করছেন।কমিশনের...
22/10/2025

জনৈক ব্যক্তি :মামলা দিয়েন না!আমার বাসা এইযে সামনে।
আমি,কাগজ দেখান।
মামলা খাওয়ার পরে একশন🥴,,দিন দুপুরে ডাকাতি করছেন।
কমিশনের আশায় এইসব করছেন।

জ্বি,,সরকার ডাকাতির জন্য দাঁড় করিয়েছে কি করবো বলেন🥹🥹? আর কমিশন পেয়ে একটা বাড়ি করবো ঢাকায় 🥹🥹।
সেই বাড়িতে আপনার চায়ের দাওয়াত 🫣🫣।

(এগুলো নিত্যকার চালচিত্র। ধৈর্য্যকারে বলে আমাদের থেকে ধার নিয়েন )
©®

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছাত্র জনতা এবং জুলাইভিত্তিক সংগঠনগুলো।
22/10/2025

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছাত্র জনতা এবং জুলাইভিত্তিক সংগঠনগুলো।

21/10/2025

ধরুন আপনার ৬ সন্তান। এদের মধ্যে ৩ জন মেয়ে আর ৩ জন ছেলে। রমজান ঈদের ঠিক আগে এই ৬ জনের জন্য আপনি জনপ্রতি ২০০০ টাকা করে সমান বাজেট দিয়ে একই পোশাক কিনে আনলেন। এবার ৬ জনের প্রতিক্রিয়া কেমন হবে?

- ১ম জন কোন প্রতিক্রিয়া দেখাবে না। নির্বিকারভাবে একবার পোশাকটা দেখে নিজের কাজে মনোযোগ দিবে।
- ২য় জন পোশাকটা পছন্দ করবে না, ছুঁড়ে ফেলে দিবে।
- ৩য় জন বলবে, এই পোশাক বদলে অন্য আরেকটা নিয়ে আসো।
- ৪র্থ জন বলবে, পোশাক পছন্দ হয়েছে। আলমিরাতে রেখে দিবে।
- ৫ম জন ঈদের উপহার গায়ে দিয়ে দেখবে, হাসিমুখে বলবে থ্যাংকস আব্বু-আম্মু।
- ৬ষ্ঠ জন উপহার পেয়ে অসম্ভব খুশী হবে। মা-বাবা দুজনকেই খুশীতে জড়িয়ে ধরবে। পোশাকটা বারবার গায়ের উপর রেখে আয়নায় দেখবে। আবেগে হয়ত ওর চোখ অশ্রুসিক্তও হয়ে উঠতে পারে।

এখন আপনি যদি এই ৬ সন্তানের মা-বাবা হন, সবার যদি ক্যাপাসিটি থাকে, বৃদ্ধ বয়সে আপনি কার সাথে থাকতে চাইবেন?

গল্প শেষ হবার পর প্রশ্নটা করে এক বড়ভাই আমার দিকে তাকালেন। উত্তর খুব সহজ, তাই বললাম,
- ৬ষ্ঠ জন। এরপরের পছন্দ ৫ম জন, তাও না হলে ৪র্থ জন। অন্য ৩ জনের সাথে থাকতে চাইব না।

এবার বড়ভাই হাসিমুখে আমার দিকে তাকিয়ে বললেন,
- আল্লাহ রাব্বুল আলামিনও তাই চান। উনি আমাদের সবাইকে এই জীবন উপহার দিয়েছেন। আমরা এক একভাবে এই উপহারকে গ্রহণ করেছি। কেউ জীবন নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করি, কেউ জীবনটা অপচয় করি, কেউ ছুঁড়ে ফেলে দেই। কেউ মাঝে মধ্যে নামাজ দোয়া পড়ে অল্পস্বল্প ধর্ম পালন করি। কিন্তু আল্লাহ জান্নাতে সেসব মুসলিমদের সাথেই থাকতে চান, যারা নিয়মিত কৃতজ্ঞতা স্বীকার করে, অনুগত বান্দার মত সব নির্দেশ মেনে চলে আর সবসময় আল্লাহকে স্মরণ করেন।

উনার গল্পটা শুনে মুগ্ধ হলাম। এই ছোট্ট উপমার মাধ্যমে উনি মুসলিমদের জন্য মানব জীবনের এত চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন।

আমরা এই ৬ জনের মধ্যে কার মত হতে চাই, এই বিষয়টা সম্পূর্ণ আমাদের হাতে!!

সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড...
21/10/2025

সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শর্তাদি পরিপালন সাপেক্ষে ১ নভেম্বর ২০২৫ তারিখ হতে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ১ জুলাই ২০২৬ তারিখ হতে উক্ত ৭.৫ শতাংশের অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হলো।

এনএসআই ডিজিএফআই আর্মি RAB পুলিশকে আন্ডারমাইন্ড করে কেউ যদি ভেবে থাকেন শান্তিতে থাকবেন সেটা সম্ভব না। কেউই শান্তিতে থাকতে...
20/10/2025

এনএসআই ডিজিএফআই আর্মি RAB পুলিশকে আন্ডারমাইন্ড করে কেউ যদি ভেবে থাকেন শান্তিতে থাকবেন সেটা সম্ভব না। কেউই শান্তিতে থাকতে পারবেননা।

⁠- সেনাপ্রধান মেজর জেনারেল ওয়াকারুজ্জামান

অতিরিক্ত পুলিশ সুপার হলেন কুমিল্লা জেলার  দাউদকান্দির উপজেলার কৃতি সন্তান বেলায়েত হোসাইন সজল ❤️❤️❤️আমরা পুলিশ পরিবারের প...
20/10/2025

অতিরিক্ত পুলিশ সুপার হলেন কুমিল্লা জেলার দাউদকান্দির উপজেলার কৃতি সন্তান বেলায়েত হোসাইন সজল ❤️❤️❤️
আমরা পুলিশ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

 #কথায় কথায় পুলিশকে টানা বাদ দেন স্যার। ১।আপনারা ও বাড়ি ভাড়া নেন পুলিশের সমস্যা নাই।২। আপনারাও রেশন নেন পুলিশের সমস্...
20/10/2025

#কথায় কথায় পুলিশকে টানা বাদ দেন স্যার।

১।আপনারা ও বাড়ি ভাড়া নেন পুলিশের সমস্যা নাই।
২। আপনারাও রেশন নেন পুলিশের সমস্যা নাই।
৩। আপনারাও টিএ ,ডিএ নেন পুলিশের সমস্যা নাই।
৪। সরকারি সুযোগ-সুবিধা যা আছে সব নেন পুলিশের কোন সমস্যা নাই।

#একবার পুলিশের কষ্টের দিকে একটু নজর দেন স্যারঃ

১।আপনি কি জানেন স্যার এই এসএসসি পাস পুলিশ সদস্য গুলো ২৪ঘন্টার জন্য নিয়োজিত।

২। আপনি কি জানেন স্যার এই পুলিশ সদস্য গুলো পরিবারের সাথে প্রত্যেকটি ঈদ করতে পারে না। কিন্তু আপনি পারেন।

৩। আপনি কি জানেন স্যার এই পুলিশ সদস্য গুলোর এক জেলা থেকে বিভিন্ন জেলায় পোস্টিং হয়।

৪। আপনি কি জানেন স্যার তারা নিজ জেলাতে চাকরি করতে পারে না কিন্তু আপনি আপনার বাড়ির পাশে চাকরি করেন।

৫। আপনি কি কোনদিন সারারাত সরকারি দায়িত্ব পালন করেছেন কিন্তু এই পুলিশ সদস্যরা প্রতি মাসে ১০ থেকে১৫ দিন রাত ৮টা থেকে সকাল ৮ পর্যন্ত নাইট ডিউটি করে।

৬। আপনি কি জানেন স্যার এই পুলিশ সদস্যরা সব সরকারি ছুটি উপভোগ করতে পারে না কিন্তু আপনি পারেন।

#আপনাদের আমরা সম্মান করি ,ভালোবাসি, শ্রদ্ধা করি। আমরা কারো শত্রু নয় শত্রু হতে ও চাই না।

তাই মন্তব্য করার আগে চিন্তা ভাবনা করে মন্তব্য করিয়েন স্যার। আমাদের ও পরিবার আছে আমাদের ও অনেক কিছু আপনাদের মত করতে মন চাই কিন্তু চাইলেই আমরা অনেক কিছু করতে পারিনা কারন আমাদের উপর অনেক বড় দায়িত্ব আছে স্যার

 #কথায় কথায় পুলিশকে টানা বাদ দেন স্যার।১।আপনারা ও বাড়ি ভাড়া নেন পুলিশের সমস্যা নাই।২। আপনারাও রেশন নেন পুলিশের সমস্য...
20/10/2025

#কথায় কথায় পুলিশকে টানা বাদ দেন স্যার।

১।আপনারা ও বাড়ি ভাড়া নেন পুলিশের সমস্যা নাই।

২। আপনারাও রেশন নেন পুলিশের সমস্যা নাই।

৩। আপনারাও টিএ ,ডিএ নেন পুলিশের সমস্যা নাই।

৪। সরকারি সুযোগ-সুবিধা যা আছে সব নেন পুলিশের কোন সমস্যা নাই।

#একবার পুলিশের কষ্টের দিকে একটু নজর দেন স্যারঃ

১।আপনি কি জানেন স্যার এই এসএসসি পাস পুলিশ সদস্য গুলো ২৪ঘন্টার জন্য নিয়োজিত।

২। আপনি কি জানেন স্যার এই পুলিশ সদস্য গুলো পরিবারের সাথে প্রত্যেকটি ঈদ করতে পারে না। কিন্তু আপনি পারেন।

৩। আপনি কি জানেন স্যার এই পুলিশ সদস্য গুলোর এক জেলা থেকে বিভিন্ন জেলায় পোস্টিং হয়।

৪। আপনি কি জানেন স্যার তারা নিজ জেলাতে চাকরি করতে পারে না কিন্তু আপনি আপনার বাড়ির পাশে চাকরি করেন।

৫। আপনি কি কোনদিন সারারাত সরকারি দায়িত্ব পালন করেছেন কিন্তু এই পুলিশ সদস্যরা প্রতি মাসে ১০ থেকে১৫ দিন রাত ৮টা থেকে সকাল ৮ পর্যন্ত নাইট ডিউটি করে।

৬। আপনি কি জানেন স্যার এই পুলিশ সদস্যরা সব সরকারি ছুটি উপভোগ করতে পারে না কিন্তু আপনি পারেন।

#আপনাদের আমরা সম্মান করি ,ভালোবাসি, শ্রদ্ধা করি। আমরা কারো শত্রু নয় শত্রু হতে ও চাই না।

তাই মন্তব্য করার আগে চিন্তা ভাবনা করে মন্তব্য করিয়েন স্যার। আমাদের ও পরিবার আছে আমাদের ও অনেক কিছু আপনাদের মত করতে মন চাই কিন্তু চাইলেই আমরা অনেক কিছু করতে পারিনা কারন আমাদের উপর অনেক বড় দায়িত্ব আছে স্যার

🥲🥲🥲 এয়ারপোর্টে  😢😢পুলিশ আগুন নেভানোর কাজে ব্যাস্ত
20/10/2025

🥲🥲🥲 এয়ারপোর্টে 😢😢
পুলিশ আগুন নেভানোর কাজে ব্যাস্ত

Address

ঢাকা
কুমিল্লা

Telephone

+8801814398300

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমরা পুলিশ পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share