আমরা পুলিশ পরিবার

আমরা পুলিশ পরিবার We are a police family.

পুলিশ হাসপাতাল থেকে প্লাস্টার করে বাসায় ফিরলেন ডিসি রমনা :মাসুদ আলম স্যার।প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশের ব...
28/08/2025

পুলিশ হাসপাতাল থেকে প্লাস্টার করে বাসায় ফিরলেন ডিসি রমনা :মাসুদ আলম স্যার।

প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় শিক্ষার্থীদের হাতে আ*হ*ত হন তিনি। স্যারের ডান হাতের একটি আঙ্গুল ভেঙে গেছে।

দায়িত্ব পালনের এই মুহূর্তগুলোই প্রমাণ করে আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠার পথ কখনোই সহজ নয়। সর্বোচ্চ ধৈর্য, সহনশীলতা আর পেশাদারিত্বের সাথে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছেন। তবুও আঘাত এড়াতে পারেননি। আহত হয়েছেন কর্তব্য পালন করতে গিয়ে।

স্যারের জন্য সবাই দোয়া করবেন স্যার যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।
©️®

কনস্টেবল আব্দুস সালাম!উনি হয়তো এসএসসি পাস করে কনস্টেবল পদে যোগ দিয়েছিলেন, কিন্তু আজ তাঁর দুই ছেলের একজন খুলনা মেডিক্যা...
28/08/2025

কনস্টেবল আব্দুস সালাম!

উনি হয়তো এসএসসি পাস করে কনস্টেবল পদে যোগ দিয়েছিলেন, কিন্তু আজ তাঁর দুই ছেলের একজন খুলনা মেডিক্যাল কলেজে এবং আরেকজন রুয়েটে ইইই (EEE) বিভাগে পড়ছে, আলহামদুলিল্লাহ!

এমন হাজারো এসএসসি পাস পুলিশ সদস্য আছেন, যাদের পরবর্তী প্রজন্মের যোগ্যতা কোনোভাবেই বুয়েটের ছাত্রছাত্রীদের চেয়ে কম নয়। অনেক জুনিয়র পুলিশ সদস্যের ছেলেমেয়েরাও বুয়েটে পড়ছে এবং সফলতার সঙ্গে বুয়েট থেকে বিভিন্ন বিভাগে ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছে।

কিন্তু সালাম সাহেবদের মতো মানুষরা কখনোই বুয়েটপড়ুয়া, তাদের সন্তানসম তরুণদের অর্বাচীনসুলভ প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন করেন না “তোমরা কি Penal Code জানো? CrPC বোঝো? Evidence Act সম্পর্কে জানো?”

প্রাতিষ্ঠানিক অহংকার যেন কারো সাধারণ বুদ্ধি বা কমনসেন্স নষ্ট না করে, এই প্রত্যাশাই করি।

লিখেছেনঃ
Jahed Pervez Chowdhury
পুলিশ সুপার।
ছবি: কাজল মোহাম্মদ (ইন্সপেক্টর)

28/08/2025

বুয়েটে পড়া শিক্ষার্থীদের এসএসসি পাস পুলিশের মাধ্যমে হে'নস্তা করার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 🚫✊

আগামীতে এ ধরনের আ'ন্দোলন প্রতিহত বা নিয়ন্ত্রণের জন্য বুয়েট গ্রাজুয়েট কনস্টেবল নিয়োগের জোর দাবি জানাচ্ছি। 😀

25/08/2025

চৌদ্দগ্রাম বাজার জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে গেছে।
ফুটপাত দখলে ফল বিক্রেতাদের। রাস্তার অর্ধেক দখলে অটোরিকশা ও সিএনজির। বাধ্য হয়ে মানুষ মহাসড়কের মাঝে দিয়ে হাটতে হয়।

চট্টগ্রাম মহানগরীর সম্মানিত নাগরিকদের সদয় অবগত করা যাচ্ছে যে, অতি সম্প্রতি কতিপয় দুষ্কৃতিকারী ও অসাধু চক্র বিভিন্ন ব্যক্...
24/08/2025

চট্টগ্রাম মহানগরীর সম্মানিত নাগরিকদের সদয় অবগত করা যাচ্ছে যে, অতি সম্প্রতি কতিপয় দুষ্কৃতিকারী ও অসাধু চক্র বিভিন্ন ব্যক্তি বা সংগঠনের মিথ্যা পরিচয় ব্যবহার করে অনৈতিকভাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সংগঠন বা ব্যক্তিপর্যায়ে প্রকাশ্যে বা গোপনে চাঁদাদাবী, হুমকি, ভয়-ভীতি প্রদর্শনসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী বিভিন্ন ধরনের ধর্তব্য ও অধর্তব্য অপরাধ সংঘটনের অপপ্রয়াস করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। আইনশৃঙ্খলা বিঘ্নকারী এধরণের চাঁদাবাজী, হুমকি, ভয়ভীতিসহ যে কোন ধরনের ধর্তব্য ও অধর্তব্য অপরাধের তথ্য সিএমপি কর্তৃক পরিচালিত “Hello CMP” Apps এ প্রদান করে মহানগরী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্মানিত নাগরিকবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করা যাচ্ছে। উল্লেখ্য যে, তথ্য প্রদানকারী সম্মানিত নাগরিকদের ব্যক্তি পরিচয় গোপন রাখা হবে।

“Hello CMP” Apps টির ডাউনলোড লিংক: https://play.google.com/store/apps/details?id=com.hellocmp.design

অথবা প্লে স্টোরে “Hello CMP” লিখে সার্চ করলে Apps টি পাওয়া যাবে।

সেনাবাহিনী ও নৌ বাহিনীকে পিছনে ফেলে ১ম স্বর্ণপদক জিতলেন বাংলাদেশ পুলিশ এর মনিরুল মুল্লা ১৭ তম জাতীয় সামার এ্যাথলেটিক্স ...
24/08/2025

সেনাবাহিনী ও নৌ বাহিনীকে পিছনে ফেলে ১ম স্বর্ণপদক জিতলেন বাংলাদেশ পুলিশ এর মনিরুল মুল্লা

১৭ তম জাতীয় সামার এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ এ লংজাম্প (পুরুষ) ইভেন্টে ৭.৩৩ মিটার জাম্প করে এই স্বর্ণপদক অর্জন করেন।

উন্নত কোনো রাষ্ট্র হলে প্রথম দুর্ঘটনার পরই কার্যকর পদক্ষেপ নিতো। কিন্তু আমাদের দেশে একের পর এক প্রাণ ঝরে পড়েছে, মাসের পর...
24/08/2025

উন্নত কোনো রাষ্ট্র হলে প্রথম দুর্ঘটনার পরই কার্যকর পদক্ষেপ নিতো। কিন্তু আমাদের দেশে একের পর এক প্রাণ ঝরে পড়েছে, মাসের পর মাস দায়িত্বহীনতা চলেছে। শেষ পর্যন্ত ২০ জন মানুষকে জীবন দিয়ে প্রমাণ করতে হলো আমাদের সিস্টেম কতটা অমানবিক!

প্রশ্ন হলো, মানুষের প্রাণ কি এত সস্তা? কেন প্রথম দুর্ঘটনার পরই ব্যবস্থা নেওয়া হলো না? কত পরিবার আজ শোকে বিধ্বস্ত, কত শিশু আজ অভিভাবকহীন, এর দায় কে নেবে?

দেরিতে নয়, এখনই কার্যকর পদক্ষেপ চাই। আমরা চাই জবাবদিহিতা। আমরা চাই মানুষের জীবনের মূল্য রাষ্ট্র স্বীকার করুক।

আইনশৃঙ্খলা বাহিনীর জন্য সচেতনতা মূলক পোস্ট  ::মনে আছে কিছুদিন আগে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মারামারির ঘটনায় ...
22/08/2025

আইনশৃঙ্খলা বাহিনীর জন্য সচেতনতা মূলক পোস্ট ::

মনে আছে কিছুদিন আগে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মারামারির ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছিল?
তখন লাঠিচার্জ ও কঠোর পদক্ষেপের মাধ্যমে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে দেওয়ায় দেশের মানুষ পুলিশকে বাহবা দিয়েছিল।

ব্যপক সং*ঘ*র্ষের সময় একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য একজনকে কয়েকটি চ*র দিয়ে রাস্তা থেকে সড়িয়ে দিয়েছিল। সবাই তখন তাকে বাহবা দিয়েছিল।

কিন্তু মাত্র এক মাস যেতে না যেতেই সেই একই ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করা হলো।

একজন জনপ্রিয় সাংবাদিক পোস্ট করে এই সদস্যকে খুজে বের করুন। কোথায় আছে কোন সেক্টরে আছে। এর পরেই হাজার হাজার মানুষ হুমড়ি খেয়ে পড়ল সেই সদস্যকে খুঁজে বের করার জন্য।
কমেন্টে গালি, ৭১ হাজারের বেশি শেয়ার এবং ২৬ মিলিয়নেরও বেশি ভিউ—এক সময় যে ঘটনাকে প্রশংসা করা হয়েছিল, সেটাই মুহূর্তের মধ্যে বিতর্কের জন্ম দিল।

আবারও ঢাকা কলেজ এবং সিটি কলেজের সং*ঘর্ষ।
পুলিশ পরিস্থিতি সুন্দরভাবে সামাল দিল। ক্ষেত্র বিশেষ লাঠিচার্জ করলো। আজকের দিনের জন্য সবাই পুলিশকে
প্রশংসায় ভাসাবে কিন্তু আজকের অবদানকে অনেকে সাময়িকভাবে প্রশংসা করলেও, কিছুদিন পর সেটি সমালোচনায় রূপ নিতে পারে।

👉 তাই আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও কৌশলগত বুদ্ধিমত্তার সাথে দায়িত্ব পালন করতে হবে।

কারণ:
একই পদক্ষেপে কেউ বাহবা দেয়, আবার কেউ গালি দেয়।
কিন্তু দায়িত্বশীলতার মানদণ্ড একটাই—দেশ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।
©®

22/08/2025

কেউ নিলে চাঁদা, কেউ নিলে হাদিয়া বা কেউ নিলে ডোনেশন। জনগন কোনটাই চায়না। কে বন্ধ করবে বলুন?

আপনি যদি ৫৫-৬৫ বছর বা তার বেশি বয়সী হন এবং আপনার ইচ্ছায় ভিন্ন বয়সের ছেলে বা মেয়েকে বিয়ে করেন, সেটি সম্পূর্ণ আপনার ব্যক্ত...
22/08/2025

আপনি যদি ৫৫-৬৫ বছর বা তার বেশি বয়সী হন এবং আপনার ইচ্ছায় ভিন্ন বয়সের ছেলে বা মেয়েকে বিয়ে করেন, সেটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। এমনকি আপনি যদি একাধিক বিয়েও করেন, সেটিও আপনার নিজস্ব ব্যাপার। কিন্তু এগুলোর বা রং-ঢং যুক্ত ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সমাজকে নষ্ট করার অধিকার আপনার বা আমার কারোই নেই।

যারা এসব ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন, তারা একটু ভেবে দেখুন—আমাদের সবারই ঘরে সন্তান আছে, তারা বড় হচ্ছে। যেন এসব দেখে তারা বিপথে না যায়।

Address

ঢাকা
কুমিল্লা

Telephone

+8801814398300

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমরা পুলিশ পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share