26/06/2024
দুনিয়াটা ঘুমের মতো। ঘুমন্ত ব্যক্তি যেমন ঘুমের ভিতর হাজারো স্বপ্ন দেখে; কিন্তু ঘুম থেকে উঠলে সেগুলোর কোনো অস্তিত্ব খুঁজে পায় না- দুনিয়াও ঠিক তেমন। এখানে মানুষ হাজারো স্বপ্ন দেখে; কিন্তু আজরাইল আলাইহিস সালাম আসা মাত্রই মনে হয়, স্বপ্নগুলো অধরাই রয়ে গেছে। তখন স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়েই কবরে যেতে হয়।
— ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ
(ইমাম ইবনু আবিদ দুনিয়া)