
08/06/2025
আমরা মানুষ রা কিছু সময় গায়েব হয়ে যাই৷ আমিও হয়েছিলাম চারপাশে এতো এতো ঝামেলায়।প্রিয় কাছের মানুষ গুলোর সাথেও আর কথা বলা হয়ে উঠেনি।টেনশন হতাশা এসব এর বাইরে আমাদের একটা সুন্দর জীবন আছে যেটা স্রস্টার পরিকল্পনা থাকে।
হতাশায় বা ডিপ্রেশন এ আমরা ভুলে যাই যে আমাদের জন্য ভালো কিছু নিয়ে আমাদের স্রস্টা অপেক্ষা করছে।
আমার কাছের মানুষ হাতে গোনা কয় একজন।
খুব জলদি আবার আমার জগৎ এ আসবো।সব সুন্দর করে গুছিয়েই আসবো ইন শাহ আল্লাহ 🥰