
24/07/2025
কেউ কখনোই জানতে চায় নি,
আমি আসলে কি চাই!
আমি কেমন আছি, আমার ভেতরে ঠিক কি চলছে!
এসব জানার কারো আগ্রহ হয় নি।
সবাই ভেবেছে, আমি হয়তো সব সহ্য করতে পারি-
সব হাসি মুখে মেনে নিতে পারি।
কিন্তু আমার চাওয়া, ইচ্ছে, স্বপ্ন
সবটাই নিরবতার আড়ালে হারিয়ে গেছে!
কপি~সন্ধ্যাবাতি