13/05/2025
"হুজুরদের যাবার জায়গা কোথায়?"
জীবনের হিসেবগুলো আজকাল শুধু টাকায় মাপা হয়। মা-বাবা, যাঁরা একদিন বুকের দুধ আর ঘামের রুটিতে আমাদের বড় করেছেন, আজ তাঁরাও প্রশ্ন করেন—
“তুই কী দিতে পারবি?” তাদের চোখে এখন সংসারের খরচ, বাজারের হিসেব, আর প্রতিবেশীর তুলনা।
আর যে স্ত্রী একদিন চোখে স্বপ্ন বুনেছিলো— সে আজ শুধু দেখে মোবাইলের ব্র্যান্ড, গহনা , সুন্দর সুন্দর জামা, সংসারের বিল, আর মেয়ের প্রাইভেট স্কুলের ফি।
ভালোবাসা? তা এখন কাগজে লেখা ব্যালেন্স শিটে হারিয়ে গেছে।
এমন দিনে হুজুররা যাবে কোথায়?
যাঁরা বুকভরা বিশ্বাস নিয়ে নামাজ পড়ান,
মিম্বরে উঠে সৎ পথের ডাক দেন— তাঁরাই আজ সবচেয়ে বেশি একা। কারণ এই সমাজ এখন ইবাদতের মুল্য বোঝে না, বোঝে শুধু মাসের শেষে কতো টাকা ইনকাম হলো।
হুজুরও মানুষ, তাঁরও সন্তান আছে, সংসার আছে, স্বপ্ন আছে। তবুও তাঁকে প্রতিদিন মানুষের পাপের ভার নিয়ে জুমার খুতবা দিতে হয়। নিজের কান্না চেপে রাখতে হয়, যেন মানুষ টের না পায়।
তবে আল্লাহ সব দেখছেন! এই পৃথিবী যদি না বোঝে, তাঁর দরবারে তো আর কিছুই চাপা থাকে না। হুজুরদের যাবার জায়গা একটাই— সেই দরজা যেখানে দুনিয়ার হিসেব চলে না, চলে শুধু নিঃস্ব হৃদয়ের ডাক।
✍️ আবু ইউসুফ রাসেল
১২-০৫-২০২৫