আমাদের মনিরামপুর

আমাদের মনিরামপুর সবার আগে সর্বশেষ সংবাদ জানতে সব সময় আমাদের সাথে থাকুন।
(2)

মনিরামপুরে  কু,পি:- হ:- করেছে তৃপ্তি মন্ডল কে। যশোরের মণিরামপুরে প্রতিপক্ষের দা’এর কোপে তৃপ্তি মন্ডল (৩৮) নামে এক নারী ন...
03/10/2025

মনিরামপুরে কু,পি:- হ:- করেছে তৃপ্তি মন্ডল কে।

যশোরের মণিরামপুরে প্রতিপক্ষের দা’এর কোপে তৃপ্তি মন্ডল (৩৮) নামে এক নারী নি*হ*ত হয়েছেন। বৃহস্পতিবার (০২ অক্টোবর ২০২৫) বেলা দেড়টার দিকে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কৃষ্ণবাটি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে,নিহত তৃপ্তি মন্ডল বাড়ির পাশে মাঠে ঘাস কাটছিলেন। এসময় প্রতিবেশী শংকর মন্ডল (৫৫) তাকে এলোপাথাড়ি কো*পা*তে থাকেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।পরে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় তার মৃ*ত্যু হয়।

নিহতের স্বামী অবনীশ মন্ডল জানান, শংকর মন্ডল দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে কু*প্র*স্তা*ব দিয়ে আসছিলেন। প*র*কী*য়া ও টাকা-পয়সা লেনদেন নিয়ে তাদের মধ্যে বি*রো*ধ চলছিল। সেই বিরোধের জের ধরে এই হ*ত্যা*কা*ণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এখনো কেউ গ্রে*প্তা*র হয়নি। মণিরামপুর থানার ওসি মোঃ বাবলুর রহমান খান জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

#আমাদেরমনিরামপুর #বাংলাদেশ #ব্রেকিংনিউজ #যশোর #সাতক্ষীরা #খুলনা #দূর্রঘটনা #লাশউদ্ধার #মৃত্যুシ #মহিলা #কুপিয়ে #দা-কাচি #তৃপ্তি #খেদাপাড়া

যশোরের মনিরামপুরের ঢাকুরিয়ার প্রতাপকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৭৫ বছর ধরে দুর্গাপূজার বিজয়া দশমীতে বসে এক ব্যতিক্রমী আয়ো...
03/10/2025

যশোরের মনিরামপুরের ঢাকুরিয়ার প্রতাপকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৭৫ বছর ধরে দুর্গাপূজার বিজয়া দশমীতে বসে এক ব্যতিক্রমী আয়োজন—‘জামাই মেলা’। এ মেলার প্রধান আকর্ষণ বড় আকৃতির দেশীয় মাছ। প্রতিটি মাছের ওজন ৫ থেকে ১৩ কেজির মধ্যে হওয়ায় দর্শনার্থীদের চোখ আটকে যায় মাছের সারিতে। প্রথা অনুযায়ী স্থানীয় জামাইরা শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতার মধ্যেই কিনে নেন এসব মাছ। শুধু মাছ নয়, সঙ্গে থাকছে মুখরোচক খাবারও। এভাবেই আনন্দ ভাগাভাগি করে নেন শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনরা। তাইতো মাছকে ঘিরে তৈরি হওয়া এই বাজারের নাম হয়েছে ‘জামাই মেলা’। সময়ের সাথে সাথে মেলাটি এখন উৎসবে রূপ নিয়েছে। প্রতাপকারি স্কুল মাঠে প্রতিবারই ভিড় জমে নানা বয়সী মানুষের। বাজার সংশ্লিষ্টদের দাবি, একদিনের এই মেলায় বিক্রি হয় কোটি টাকার মাছ। তবে, ক্রেতাদের অভিযোগ—স্বাভাবিক বাজারমূল্যের চেয়ে এখানে মাছের দাম কয়েক গুণ বেশি রাখা হয়। তবুও ঐতিহ্য আর উৎসবের আবহেই ব্যতিক্রমী এই মেলা বছরের পর বছর ধরে জনপ্রিয় হয়ে উঠেছে।
#আমাদেরমনিরামপুর #বাংলাদেশ #ব্রেকিংনিউজ #যশোর #খুলনা #সাতক্ষীরা #জামাইমেলা #দুর্গাপুজা #ঢাকুরিয়া #মাছের-মেলা

টাকা লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন!
02/10/2025

টাকা লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন!

বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদদে বিভিন্ন রুটে প্রায় ২ ...
01/10/2025

বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদদে বিভিন্ন রুটে প্রায় ২ লক্ষ কোটি টাকা সমপরিমাণ জাল নোট প্রবেশ করানো হচ্ছে, এসকল টাকার কাগজ আর বাংলাদেশের নোটে ব‍্যবহৃত কাগজ একই হওয়ার কারণে খালি চোখে এমনকি ব‍্যাংকের যাচাই মেশিনেও এসব নোট জাল হিসেবে চিহ্নিত করা দুরূহ। নিরাপত্তা সুতা সহ হলোগ্রাম প্রিন্ট সবই অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছে।

বিশেষ ব্যবস্থায় দেশটির নিজস্ব মুদ্রা ছাপানোর ফ‍্যাসিলিটিতে এসকল নোট প্রিন্ট করা হয়েছে বলে বিশ্বস্ত মাধ্যমে জানা গেছে।

বাংলাদেশের অর্থনৈতিক খাত একপ্রকারের ধ্বংস করতে এবং বিভিন্ন নাশকতামূলক কার্যক্রমে অর্থায়নের জন্যে এসব নকল নোট অত্যন্ত কম মূল্যে দেশের জালনোট কারবারিদের কাছে বিশেষ ব্যবস্থায় পৌঁছে দিচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশের বর্ডার গার্ডস, বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা এ বিষয়ে অবগত, এবং নিজ সামর্থের সর্বোচ্চ দিয়েই তাঁরা এই অপতৎপরতা প্রতিরোধের চেষ্টা করে চলেছেন, পাশাপাশি সাধারণ নাগরিকদের মধ‍্যেও এ বিষয়ে কার্যকরী সচেতনতা তৈরি গুরুত্বপূর্ণ। #আমাদেরমনিরামপুর #ব্রেকিংনিউজ #বাংলাদেশ

মনিরামপুরে খাবারে চেতনানাশক মিশিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটযশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নে তরুণ কুমার পালের...
01/10/2025

মনিরামপুরে খাবারে চেতনানাশক মিশিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নে তরুণ কুমার পালের বড়িতে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে একটি বাড়িতে বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে নেহালপুর পালবাড়ী এলাকার তরুণ পালের বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের পাঁচজন সদস্য অসুস্থ হয়ে পড়েন।
মঙ্গলবার বিকেলে ক্ষতিগ্রস্ত তরুণ কুমার পাল মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তরুণ কুমার পাল জানান, সোমবার রাত ১০টার দিকে পরিবারের সবাই রান্নাঘরে রাখা রাতের খাবার (ধারণা করা হচ্ছে ডালে) খেয়ে ঘুমিয়ে পড়েন। দুর্বৃত্তরা এর আগেই খাবারে চেতনানাশক মিশিয়ে দিয়েছিল। পরিবার অচেতন হয়ে পড়লে চোরচক্র বসতঘরের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা শোকেস ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার এবং গরু বিক্রির নগদ ২ লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
তিনি আরও জানান, খাবার খাওয়ার পর থেকেই তাদের মাথা ঘোরাচ্ছিল ও বমি বমি ভাব হচ্ছিল। সকালে ঘুম ভাঙার পর তাঁরা ঘরের জিনিসপত্র এলোমেলো ও শোকেস ভাঙা দেখতে পান।
নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ রেজাউল করিম জানান, খবর পেয়ে তিনি ও থানার ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চেতনানাশক মেশানো খাবার খেয়ে অসুস্থ পাঁচজনের মধ্যে তরুণ পালের মেয়ে ও নাতি এখনো পুরোপুরি সুস্থ হননি। পুলিশ ঘটনার তদন্ত করছে। পরিবারের দাবি অনুযায়ী, প্রায় ৫-৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ৩০ হাজার টাকা লুট হয়েছে। ঘটনাস্থল থেকে চোরেরা একটি শাবল ও সেলাই রেঞ্জ ফেলে গেছে। #আমাদেরমনিরামপুর #যশোর #খুলনা #দূর্রঘটনা #কেশবপুর #নেহালপুর #চেতনানাশক #ডাকাতি #চুরি

কাঁকড়া ধরে ফিরছিলেন সুব্রতরা। পথে বড় খাল বলতে করমজল। এখানে কুমির আছে। মাঝে মাঝেই আ-ক্র-ম-ণ করে। গত বছর মা-রা গেলো মোশারর...
01/10/2025

কাঁকড়া ধরে ফিরছিলেন সুব্রতরা। পথে বড় খাল বলতে করমজল। এখানে কুমির আছে। মাঝে মাঝেই আ-ক্র-ম-ণ করে। গত বছর মা-রা গেলো মোশাররফ। তাই সবাই বেশ সতর্ক।

পাঁচ জনের কাঁকড়া শিকারীর দল। সবাই পার হয়ে গেলেন। সুব্রত ছোটখাটো মানুষ। উঠার সময় পানিতে একটু খাবি খেয়ে দাঁড়িয়ে পড়লেন। এক মুহুর্ত। দুই পা একসাথে কা-ম-ড়ে ধরলো বিশাল এক কুমির।

সাথে সাথে সুব্রতর হাত ধরে ফেললো সহযাত্রীরা। শুরু হলো টানাটানি। চারজন মিলে প্রায় তিন মিনিট চেষ্টা করলো। কিন্তু পানির নিচে থাকা কুমিরের শক্তির কাছে পরাস্ত হলো। সুব্রতকে নিয়ে গেলো সুন্দরবনের কুমির।

ওরা চেষ্টা করছে। মিনিট ১৫ পানির নিচে কুমির। তারপর সুব্রতকে মুখে নিয়ে ভেসে উঠলো সে। বিশাল কুমিরটির মুখে যেন ছোট্ট একটা শি-কা-র। অনেক্ষণ ভেসে বেড়ালো। সহযাত্রীরা অনুসরণ করছে। সুযোগ পেলেই করবে পাল্টা আ-ক্র-ম-ণ। এর মধ্যে ট্রলার নিয়ে আসলেন বনরক্ষীরা। শিকার মুখে নিয়ে ডুব দিলো কুমির। আর ভাসলো না।

সন্ধ্যা হলো। গ্রামের মানুষেরা আসলো করমজল খালে। কিন্তু অন্ধকারে কী ভাবে উদ্ধার করবে সুব্রতকে? যদি বড় নদীতে চলে যায়! যদি শি-কা-র নিয়ে অন্য কোনো খালে ঢুকে পড়ে? একজন বললো, বড় কুমিরটি পশুর নদী দিয়ে ঢাংমারীর দিকে গেছে। টর্চের আলোতে তারা দেখেছে, কুমিরের মুখে সুব্রত নাই। তার মানে খালেই আছে সুব্রত।

সাহসী কয়েকজন পানিতে নামলো। ভাটা থাকতে থাকতে খুঁজে বের করতে হবে সহযাত্রীর ম-র-দে-হ। এছাড়া বাড়ী ফেরার উপায় নাই। অনেক ক্ষণ চেষ্টা পর ঢাংমারীর আলম খুঁজে পেলো সুব্রত মন্ডলকে। র-ক্তা-ক্ত ছোট্ট ম-র-দে-হ-টি নিয়ে সবাই ছুটলো বাড়ির দিকে। ওদিকে স্ত্রী আর স্বজনরা অপেক্ষা করছে। আসছে ঘরের মানুষটির মৃ-ত-দে-হ। অনেক কাজ সামনে। সৎ-কার করতে হবে। তারপর অসম্ভব এক জীবন। পরিবারটি চলতো সুব্রতর একার রোজগারে। সুব্রত ছিলেন সুন্দরবনের একজন বনজীবী।

#বাংলাদেশ #আমাদেরমনিরামপুর #খুলনা #যশোর #ব্রেকিংনিউজ #নদীর #মৃত্যুシ #লাশউদ্ধার #দাকোপউপজেলা #সাতক্ষীরা #ডুবে #দূর্রঘটনা #কুমির #করমজল #সুন্দরবন #মোংলা #মৎসজীবি #শিকারি #শিকার

01/10/2025

প্রচন্ড ভ্যাপসা গরমের পরে বৃষ্টি।

https://www.kalerkantho.com/online/country-news/2025/09/27/1583443?fbclid=IwY2xjawNEoelleHRuA2FlbQIxMQABHum8wfJBi47HXhcc...
27/09/2025

https://www.kalerkantho.com/online/country-news/2025/09/27/1583443?fbclid=IwY2xjawNEoelleHRuA2FlbQIxMQABHum8wfJBi47HXhcclWqWGb7OtVn-faNftA8EwgCKp2EJRkr0D0gvodFeFSrD_aem_CGyuYgNTqYTDlSecgvBFyQ

সাত দিনের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশের একটি অঞ্চল। আজ যশোরের মণিরামপুরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। ....

ভূমিকম্পে কেঁপে উঠল যশোরের মনিরামপুরযশোরের মনিরামপুরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৭ মিন...
27/09/2025

ভূমিকম্পে কেঁপে উঠল যশোরের মনিরামপুর

যশোরের মনিরামপুরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৭ মিনিটে রিখটার স্কেলে ৩ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়।বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের বার্তায় জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মনিরামপুরেই।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর সূত্রে আরও জানা গেছে, দুপুর ২টা ২৭ মিনিটে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। মনিরামপুর এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।‌ এটি নিম্ন মাত্রার ভূমিকম্প।এই নিয়ে চলতি মাসে তৃতীয়বারের মধ্যে ভূমিকম্প অনুভূত হলো। ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ‌সাত দিনের মাথায় ২১ সেপ্টেম্বর আবার ভূমিকম্প অনুভূত হয় সিলেট অঞ্চলে। সিলেট বিভাগের জেলা সুনামগঞ্জের ছাতকই এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।

ভূমিকম্প আজ দুপুর ২:২৭ মিনিটে, বাংলাদেশের ঝিনাইদহ, কেশবপুর, যশোর, সাতক্ষীরা, নড়াইল, অভয়নগর, ফুলতলা, খুলনা, বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট এবং কলকাতা, ২৪ পরগণা এবং ভারতের পশ্চিমবঙ্গের নাগাল জেলা, ৩.৫ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। পৃষ্ঠা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মনিরামপুর, যশোর।
#বাংলাদেশ #আমাদেরমনিরামপুর #যশোর #খুলনা #ব্রেকিংনিউজ #কেশবপুর #ভূমিকম্প

Address

মনিরামপুর
যশোর
7440

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের মনিরামপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share