29/10/2025
যশোর মনিরামপুর রোডে চালকীডাঙ্গা বাজার পার হয়ে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, মোটরসাইকেল দুইজন আরোহীর অবস্থায় খুবই খারাপ দুজনকে মনিরামপুর হাসপাতালে নেয়া হয়েছে, তাদের নাম ঠিকানা জানা যায়নি, মোটরসাইকেলের নাম্বার প্লেটের ছবি দিলাম R15 গাড়ি। পোস্টটা শেয়ার করে ইনাদের আত্মীয়-স্বজনকে দেখার সুযোগ করে দিন।
যশোর মনিরামপুর রোডে চালকীডাঙ্গা বাজার পার হয়ে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, মোটরসাইকেল দুইজন আরোহীর অবস্থায় খুবই খারাপ দুজনকে মনিরামপুর হাসপাতালে নেয়া হয়েছে, তাদের নাম ঠিকানা জানা যায়নি, মোটরসাইকেলের নাম্বার প্লেটের ছবি দিলাম R15 গাড়ি। পোস্টটা শেয়ার করে ইনাদের আত্মীয়-স্বজনকে দেখার সুযোগ করে দিন।
#আপডেট:-
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।)
আনুমানিক বিকাল ৪:২০ দিকে বৃষ্টি চলাকালীন সময়ে যশোর জেলার মনিরামপুর থানার, যশোর টু চুকনগর মহাসড়কের জালঝাড়া নামক স্থানে বাস ও মোটরসাইকেল দূর্ঘটনায় ইন্তেকাল করা ছেলেটি, বাকড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা হাতেম সাহেবের সেজো ছেলে। আল্লাহ্ তার পরিবারকে ধৈর্য্য ধারণের তৌফিক দিন।
#দূর্রঘটনা #আমাদেরমনিরামপুর #বাংলাদেশ #খুলনা #ব্রেকিংনিউজ #মৃত্যুシ #হাসপাতাল #মরটসাইকেল