Mango Zone

Mango Zone আসসালামু আলাইকুম।

লালমাটির প্রিমিয়াম কোয়ালিটির 🥭হাড়িভাঙ্গা আমের দুনিয়া
Mango Zone এ আপনাকে স্বাগতম

আমাদের পন্য অর্ডার করবেন যেভাবেঃ
পন্যের নাম এবং পরিমানঃ
আপনার নাম,ঠিকানা, মোবাইল নম্বর।

উপরোক্ত তথ্যসমুহ আমাদের জানিয়ে ফেজবুক পেইজ কিংবা আমাদের ওয়েবসাইটে ইনবক্স করে আপনার পছন্দের পন্যের অর্ডার নিশ্চিত করুন।

আম হচ্ছে সোনালী সম্ভাবনাময় একমাত্র ফল যা সব শ্রনীর মানুষ পছন্দ করে থাকেন।বাংলাদেশে বিকল্প আর কোন ফল নাই যা কোন পরিবার "ম...
14/08/2025

আম হচ্ছে সোনালী সম্ভাবনাময় একমাত্র ফল যা সব শ্রনীর মানুষ পছন্দ করে থাকেন।
বাংলাদেশে বিকল্প আর কোন ফল নাই যা কোন পরিবার "মণ" ধরে কিনে থাকেন।

জানেন কি?- 🥭একটি আমগাছে ৩০০ বছর পর্যন্ত আম ফল ধরে।🥭ভারতের কলিমউল্লাহ সাহেব যে গাছটিতে তিনশত জাতের আম ফলিয়েছেন সেটার বর্ত...
08/08/2025

জানেন কি?-
🥭একটি আমগাছে ৩০০ বছর পর্যন্ত আম ফল ধরে।
🥭ভারতের কলিমউল্লাহ সাহেব যে গাছটিতে তিনশত জাতের আম ফলিয়েছেন সেটার বর্তমান বয়স ১২০ বছর।
🥭আমাদের দেশে ঠাকুরগাঁতে যে সূর্য্যপূরী আমগাছটি রয়েছে সেটির বয়স ২০০ বছরের অধিক

ছবি দেখে চমকে যাচ্ছেন?জি, আপনাকে থামাতে পেরেছি- এটাই মার্কেটিং।তবে ভালো মার্কেটিং মানেই ভালো ব্যাবসা নয়।বড়রা বলেন- "  #ক...
07/08/2025

ছবি দেখে চমকে যাচ্ছেন?
জি, আপনাকে থামাতে পেরেছি- এটাই মার্কেটিং।
তবে ভালো মার্কেটিং মানেই ভালো ব্যাবসা নয়।
বড়রা বলেন- " #কিনতেই_ব্যবসা "
ভালো মানের আম কম দামে কিনতে পারলেই দিন শেষে আপনি সফল।
আর আপনার সোর্স যদি আপনার কাষ্টমারের পালস বুঝে- তবে তো সোনায় সোহাগা।
আমরা Mango Zone ৬ বছর ধরে ১টি মাত্র প্রডাক্ট আম নিয়েই কাজ করি।
ট্রাই করে দেখুন, হয়তো হতাশ হবেন না- 01517-841429

আমের হট ওয়াটার ট্রিটমেন্ট বলতে বোঝায়, গাছ থেকে আম সংগ্রহের পর সেগুলো একটি নির্দিষ্ট তাপমাত্রার (সাধারণত ৫৫ ডিগ্রি সেলস...
06/08/2025

আমের হট ওয়াটার ট্রিটমেন্ট বলতে বোঝায়, গাছ থেকে আম সংগ্রহের পর সেগুলো একটি নির্দিষ্ট তাপমাত্রার (সাধারণত ৫৫ ডিগ্রি সেলসিয়াস) গরম পানিতে ৫ থেকে ৭ মিনিট ডুবিয়ে রাখা।

এই পদ্ধতির মূল উদ্দেশ্য হলো:
* পচন রোধ করা: আমের বোঁটা পচা এবং অ্যানথ্রাকনোজ (Anthracnose) নামক রোগের জীবাণু দমন করা। এই রোগগুলো আম পচে যাওয়ার প্রধান কারণ।

* সংরক্ষণকাল বৃদ্ধি: গরম পানিতে শোধন করার ফলে আম ৫-৬ দিনের পরিবর্তে ১০-১৫ দিন পর্যন্ত টাটকা থাকে।

* গুণগত মান অক্ষুণ্ন রাখা: আমে থাকা কষ পরিষ্কার হয় এবং রোগজীবাণু মারা যায়, যা আমের গুণগত মান বজায় রাখতে সাহায্য করে।

* রঙ উজ্জ্বল করা: শোধিত আমের রঙ আরও উজ্জ্বল হয়।

* নির্বিঘ্নে রপ্তানি: আন্তর্জাতিক বাজারে আম রপ্তানির জন্য অনেক সময় হট ওয়াটার ট্রিটমেন্ট বাধ্যতামূলক করা হয়, কারণ এটি আমের মান ও সুরক্ষা নিশ্চিত করে।

এই পদ্ধতিটি আম চাষী, আড়তদার এবং ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়, কারণ এটি আমের অপচয় কমায় এবং ভোক্তারা নির্ভেজাল ও মানসম্মত আম পেতে পারেন। বর্তমানে বাংলাদেশে আমের হট ওয়াটার ট্রিটমেন্টের জন্য যন্ত্রও উদ্ভাবন করা হয়েছে, যা বাণিজ্যিকভাবে আম শোধনে ব্যবহৃত হচ্ছে।

05/08/2025

কাঁচা আম এর আচার এর রেসিপি 🥭😋

04/08/2025

বিভিন্ন গানের সাথে বিভিন্ন জাতের আম 😀

রংপুরের বিখ্যাত এই আমটিকে কে কে মিস করছেন? 🥭😋
04/08/2025

রংপুরের বিখ্যাত এই আমটিকে কে কে মিস করছেন? 🥭😋

কবে?©
22/07/2025

কবে?
©

নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার অনুরোধ সবাইকে 🙏
21/07/2025

নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার অনুরোধ সবাইকে 🙏

21/07/2025

ইয়া আল্লাহ, ইয়া রহিম রহমান, ও রহমতের মালিক তুমি রহম করো।তুমি সকল বাচ্চাদের তোমার রহমতের হাত দিয়ে রহ্মা করো। 🤲

আজ ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F7 প্রশিক্ষণ যুদ্ধবিমান রাজধানী ঢাকার উত্তরা ১৭ নম্বর সেক্টরের মিলস্টোন ক...
21/07/2025

আজ ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F7 প্রশিক্ষণ যুদ্ধবিমান রাজধানী ঢাকার উত্তরা ১৭ নম্বর সেক্টরের মিলস্টোন কলেজের প্রাঙ্গণে বিধ্বস্ত হয়েছে।

ISPR জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং ১টা ৩০ মিনিটের দিকে দুর্ঘটনার শিকার হয়।

পুলিশ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডেপুটি কমিশনার জানান, একটি ফাইটার জেট মিলস্টোন কলেজের ভবনের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন সিনিয়র কর্মকর্তা জানান, এখনও হতাহতের সংখ্যা বা দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

আম আর আমাদের শৈশবের সেই সোনালি দিনগুলি।বাংলার মাটিতে আমের মৌসুম আসা মানেই এক অন্যরকম উচ্ছ্বাস। গ্রীষ্মের রোদে ভেজা দুপুর...
18/07/2025

আম আর আমাদের শৈশবের সেই সোনালি দিনগুলি।
বাংলার মাটিতে আমের মৌসুম আসা মানেই এক অন্যরকম উচ্ছ্বাস। গ্রীষ্মের রোদে ভেজা দুপুর, আর সেই গাছের ডালে ঝুলে থাকা পাকা আম…

মনে পড়ে যায় সেই শৈশবের দিনগুলো —
গাছ থেকে কাঁচা আম পাড়ার আনন্দ
লবণ-লঙ্কা দিয়ে কাঁচা আম খাওয়ার মজার স্মৃতি,মায়ের হাতে বানানো টক-মিষ্টি আমের আচার,আর দুপুরে ঠান্ডা শরবতের স্বাদ…

এখন সময় বদলেছে, স্মৃতি কিন্তু থেকে গেছে।
আম শুধু একটা ফল নয়, এটা আমাদের শৈশব, ভালোবাসা, আর আবেগ।
#শৈশবেরস্মৃতি

Address

রংপুর
রংপুর

Telephone

+8801717582321

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mango Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mango Zone:

Share