Khadija Tul Kubra

Khadija Tul Kubra إِنِّي عَبْدُ اللَّهُ

31/07/2025

হিদায়াত আল্লাহর হাতে, এবং কার জন্য কখন হিদায়াত আসবে, তা আমরা জানি না।

31/07/2025

আজকের ইসলামিক কুইজ
প্রশ্ন :

রাসূলুল্লাহ (সা.) হিজরতের সময় কোন সাহাবী তাঁর সঙ্গী ছিলেন?

A) উমর ইবন খাত্তাব (রা.)
B) আলী ইবন আবু তালিব (রা.)
C) আবু বকর সিদ্দিক (রা.)
D) উসমান ইবন আফফান (রা.)

29/07/2025

গতকাল কুইজের উত্তর:
❓ প্রশ্ন:

কুরআনে উল্লেখিত প্রথম ওহি কী ছিল এবং কোন সুরায় তা নাজিল হয়?

উত্তর: ✅ খ) সুরা আলাক – “إِقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ”
(পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন)

👉 কুরআনের প্রথম নাজিলকৃত আয়াত হলো সুরা আলাকের প্রথম ৫ আয়াত।
👉 এটি রাসূলুল্লাহ ﷺ–এর প্রতি প্রথম ওহি হিসাবে হেরা গুহায় নাজিল হয়েছিল, যখন তিনি বয়সে ৪০ বছর।

ওহি নিয়ে এসেছিলেন জিবরাইল (আ.)।

তিনি হঠাৎ এসে রাসূলুল্লাহ ﷺ–কে বলেন:

"ইকরা" (পড়ো!)

27/07/2025

Everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

27/07/2025

📖 আজকের ইসলামিক কুইজ:

❓ কুরআনে উল্লেখিত প্রথম ওহি কী ছিল এবং কোন সুরায় তা নাজিল হয়?

ক) সুরা ফাতিহা – “আলহামদু লিল্লাহি রব্বিল ‘আলামীন”
খ) সুরা আলাক – “ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক”
গ) সুরা বাকারাহ – “আলিফ লাম মীম”
ঘ) সুরা নাস – “কুল আউযু বিরাব্বিন নাস”

#ইসলামিক_কুইজ #আজকের_প্রশ্ন #ইসলামিক_জ্ঞান
#দ্বীন_শিখি #জ্ঞান_হোক_সবার #কুরআন_ও_হাদিস
#ইসলাম_শান্তির_ধর্ম #ইলমের_পথে

15/07/2025

everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

10/07/2025

গত কুইজের উত্তর :
❓ প্রশ্ন: কুরআনে কোন ফেরেশতার নাম সবচেয়ে বেশি বার এসেছে?

✅ সঠিক উত্তর: A. জিবরাঈল (আঃ)

ব্যাখ্যা: কুরআনে ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বেশি বার জিবরাঈল (আঃ) এর নাম এসেছে। তিনি আল্লাহর পক্ষ থেকে ওহি পৌঁছানোর দায়িত্বে ছিলেন এবং নবী-রসূলদের কাছে বার্তা নিয়ে আসতেন। কুরআনে তাঁর নাম জিবরীল, রূহুল কুদুস, রূহুল আমীন ইত্যাদি নামে উল্লেখ করা হয়েছে।

📚 সূরা আল-বাকারা (2:97), সূরা আন-নাহল (16:102), সূরা আশ-শু'আরা (26:193) আয়াতে জিবরাঈল (আঃ) এর নাম উল্লেখ রয়েছে।

08/07/2025

📖 ইসলামিক কুইজ – আজকের প্রশ্ন:

❓কুরআনে কোন ফেরেশতার নাম সবচেয়ে বেশি বার এসেছে?

A. জিবরাঈল (আঃ)
B. মিকাঈল (আঃ)
C. ইসরাফীল (আঃ)
D. আজরাঈল (আঃ)

07/07/2025

গতকাল ইসলামিক কুইজের সঠিক উত্তর :

সঠিক উত্তর:
a) বনি হাশিম

ব্যাখা:

হযরত মুহাম্মদ (সাঃ) বনি হাশিম গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। বনি হাশিম ছিল কুরাইশ গোত্রের একটি সম্মানিত শাখা। তার দাদা হাশিম ছিলেন এই শাখার প্রতিষ্ঠাতা, এবং হযরত মুহাম্মদ (সাঃ) তার বংশধর ছিলেন।

তাহলে, হযরত মুহাম্মদ (সাঃ) বনি হাশিম গোত্রের সদস্য হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, যা কুরাইশ গোত্রের একটি শাখা।

আশা করি এটি স্পষ্ট হয়েছে!
জাযাকাল্লাহু খইরান!

06/07/2025

প্রশ্ন: হযরত মুহাম্মদ (সাঃ) কোন গোত্রে জন্মগ্রহণ করেন?
a) বনি হাশিম
b) বনি উমাইয়া
c) বনি কুরাইশ
d) বনি তামীম

04/07/2025

রাসূলুল্লাহ (সা.) বলেন:

"আশুরার সিয়ামের ব্যাপারে আমি আশাবাদী যে, আল্লাহ তা'আলা এর দ্বারা অতীত এক বছরের গুনাহসমূহ মাফ করে দিবেন।"
— সহিহ মুসলিম, হাদীস: ১১৬২

Address

সৈয়দপুর, নীলফামারী, সদর
রংপুর

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khadija Tul Kubra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category